Type Here to Get Search Results !

জাতীয় কংগ্রেসের বিভিন্ন অধিবেশন [Congress Session]

 

জাতীয় কংগ্রেসের বিভিন্ন অধিবেশন [Congress Session MCQ]  

Set by- Manas Adhikary

কংগ্রেস সপ্তম  পর্ব Indian National Congress Part – VII

জাতীয় কংগ্রেস। প্রথম স্বাধীনতা দিবস পালনগান্ধী-আরউইন চুক্তির প্রস্তাব কংগ্রেসের ত্রিপুরী কংগ্রেস অধিবেশনমৌলিক অধিকার এবং জাতীয় অর্থনৈতিক কর্মসূচি প্রস্তাবপ্রথম বাঙালি মহিলা সভাপতি1937 সালের নির্বাচন

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সর্বশ্রেষ্ঠ দল জাতীয় কংগ্রেস সপ্তম পর্ব। এই পর্বে থাকছে  ভারতের জাতীয় কংগ্রেসের বিভিন্ন অধিবেশন সম্পর্কিত কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  পরবর্তী পর্বে জাতীয় কংগ্রেসের সম্পর্কে আরও কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো।   পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

কংগ্রেস অধিবেশন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। National Congress Session MCQ.  

 

 

২০১) কংগ্রেস সভাপতি পন্ডিত জওহরলাল নেহেরু কবে  লাহোরের রাভি নদীর তীরে ভারতীয় স্বাধীনতার পতাকাও উত্তোলন করেছিলেন?

-  1929 সালের 31শে ডিসেম্বর মধ্যরাতে

২০২) জাতীয় কংগ্রেস কোন তারিখে সর্বপ্রথম পূর্ন স্বাধীনতার আদর্শ ঘোষনা করেন?

-  1929 সালের 31শে ডিসেম্বর

২০৩) জাতীয় কংগ্রেস প্রথম কবে স্বাধীনতা দিবস পালন করেন?

- 1930 সালের 26 জানুয়ারি

২০৪) কোন অধিবেশনে1930 সালের 26 জানুয়ারিকে স্বাধীনতা দিবস হিসাবে পালন করার ঘোষনা করা হয়?

- লাহোর অধিবেশনে (1929)

২০৫) কংগ্রেস ওয়ার্কিং কমিটির কোন সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে 26শে জানুয়ারি 'সম্পূর্ণ স্বাধীনতা দিবস' হিসেবে পালিত হবে?

- জানুয়ারী 2, 1930

২০৬) কে ‘অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাস কংগ্রেস’ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন, যার প্রথম অধিবেশন 1930 সালের আগস্টে নাগপুরে অনুষ্ঠিত হয়?

- ভীম রাও আম্বেদকর

২০৭) 21 মে, 1930 সালে কংগ্রেস কর্মীরা যখন ধরসানা গোডাউনে হামলা চালায় তখন মহাত্মা গান্ধী কোথায় ছিলেন?

- জারবেদা জেলে 

(1930 সালের 21 মে, ধরাসনা নামক একটি গোডাউনের হামলার নেতৃত্বে ছিলেন সরোজিনী নাইডু।)  

২০৮) 1931 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের করাচি অধিবেশনে গান্ধী-আরউইন চুক্তির প্রস্তাব কে পেশ করেন?

- জওহরলাল নেহেরু

২০৯) 1931 সালে কংগ্রেসের করাচি অধিবেশনে কে গান্ধী-আরউইন চুক্তির বিরোধিতা করেননি?

- পুরুষোত্তম দাস ঠাকুর 

২১০) কংগ্রেসের করাচি অধিবেশনের(মার্চ 1931) সভাপতি কে ছিলেন? 

- সর্দার বল্লভভাই প্যাটেল  

২১১) কংগ্রেসের কোন অধিবেশনে, প্রথমবারের মতো কংগ্রেস কর্তৃক মৌলিক অধিকার এবং জাতীয় অর্থনৈতিক কর্মসূচি সংক্রান্ত প্রস্তাব পাস হয়?

- করাচি অধিবেশন, 1931

২১২) কোন কংগ্রেস অধিবেশনে, মৌলিক অধিকার এবং অর্থনৈতিক নীতির উপর একটি প্রস্তাব পাস করা হয়েছিল?

- করাচি 1931

২১৩) গান্ধিজী  1931 সালে কংগ্রেসের করাচি সম্মেলনের পরে আরও বিখ্যাত হয়েছিলেন – উক্তিটি কার?

- এস সি বোস

২১৪) নলিনী(নেল্লি) সেনগুপ্তা (প্রথম বাঙালি মহিলা সভাপতি) কোন সালে কলকাতা কংগ্রেস অধিবেশনে সভাপতিত্ব করেন? 

- 1933 

২১৫) কংগ্রেসের সদস্যরা কবেকার  কংগ্রেস সম্মেলনএর দ্বারা পুনা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি পায়?

- মে 1934

(পাটনায়)

২১৬) কংগ্রেস সোসালিস্ট পার্টি কবে কারা গড়ে তোলে?

- 1934 সালে বোম্বাইএ জয়প্রকাশ নারায়ন, নরেন্দ্র দেব ও  রামমোহন লোহিয়া

২১৭) কত সালে ব্রিটিশ সরকার প্রথম বার ভারতীয় জাতীয় কংগ্রেসকে বেআইনী বলে ঘোষনা করে?

- 1934 সালে

২১৮) কোন আন্দোলনের সময় জাতীয় কংগ্রেসকে নিষিদ্ধ করা হয়?

- ভারত ছাড়ো আন্দোলন

২১৯) কোন ভাইসরয় কংগ্রেস নিষিদ্ধ করেন?

- লর্ড উইলিংটন

২২০) 1936 সালে, ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক গণপরিষদ গঠনের দাবি কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

- ফৈজপুর 

২২১) কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করার সময় জওহরলাল নেহরু বলেছিলেন যে 'ভারত ও বিশ্বের সমস্যার সমাধানের একমাত্র চাবিকাঠি সমাজতন্ত্রে নিহিত'?

- 1936 লখনউ

২২২) কোন অধিবেশনে কংগ্রেস সভাপতি পন্ডিত জওহরলাল নেহেরু বলেছিলেন, 'আমি একজন সমাজতান্ত্রিক।'

- লখনউ অধিবেশন, 1936

২২৩) কোন বছরে কংগ্রেসে ভারতীয় জনগণের দ্বারা কোনো বাহ্যিক হস্তক্ষেপ ছাড়াই সংবিধান প্রণয়নের দাবিতে একটি প্রস্তাব পাস করে?

- 1936 খ্রি

২২৪) কোন দল প্রথম সংবিধান সভার মাধ্যমে ভারতবর্ষের সংবিধান প্রবর্তনের ধারনা গ্রহন করেছিলেন?

- 1936 সালে - কংগ্রেস

২২৫) 1937 সালের নির্বাচনে, কংগ্রেস 1161টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, ঐ নির্বাচনে  তারা কতটি আসনে জয়লাভ করেছিল?

- 716

২২৬) কংগ্রেস তার কৃষি নীতি কোন অধিবেশনে ঘোষণা করেছিল?

- ফৈজপুর

২২৭) কংগ্রেসের কোন অধিবেশনে কৃষকদের সাথে সম্পর্কিত একটি 13 দফা কৃষি কর্মসূচী গৃহীত হয়েছিল?

- 1937 ফৈজপুর অধিবেশন

২২৮) জাতীয় কংগ্রেসের কোন অধিবেশন গ্রামে হয়?

- ফৈইজপুর এবং বেলগাঁও

২২৯) জাতীয় কংগ্রেসের ফেইজপুর অধিবেশনের সভাপতি কে ছিলেন?

- জওহরলাল নেহেরু

২৩০) 1937 সালের নির্বাচনে কংগ্রেস কয়টি প্রদেশে সরকার গঠন করতে সক্ষম হয়েছিল?

- 8 (আটটি)

(মাদ্রাজ, সংযুক্ত প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার এবং উড়িষ্যায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ। বোম্বে, আসাম এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে বৃহত্তম দল হওয়ায় কংগ্রেস তার সরকার গঠন করে।) 

২৩১) 1937 সালের নির্বাচনে কংগ্রেস অনেক জায়গায় সংখ্যাগরিষ্ঠতা পায়নি, কিন্তু নিচের কোন জায়গায় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল?

- বিহার

২৩২) 1937 সালের নির্বাচনের পর আসামে কংগ্রেস সরকার কার নেতৃত্বে গঠিত হয়েছিল?

- গোপীনাথ

 (শার্দুলার পদত্যাগের পর গোপীনাথের নেতৃত্বে সরকার গঠিত হয়।)

২৩৩) 1937 সালের প্রাদেশিক নির্বাচনের সময় কংগ্রেসের নির্বাচনী প্রতীক ছিল ?

- হলুদ বাক্স

২৩৪) 1937 সালে অনুষ্ঠিত নির্বাচনে সমগ্র ভারতে 151টি আসনের মধ্যে কংগ্রেস কতগুলি আসনে জয়লাভ করেছিল?

- 73

২৩৫) কংগ্রেসের কত সালের অধিবেশনে   ‘জাপানি পণ্যের ব্যবহার পরিত্যাগ করুন’  প্রস্তাবটি পাস হয়?

- 1937

২৩৬) ভারতীয় জাতীয় কংগ্রেসের 1938 সালের অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

- হরিপুরা 

(এতে সভাপতিত্ব করেন সুভাষ চন্দ্র বসু।)

২৩৭) 1938 সালের কংগ্রেসের হরিপুরা অধিবেশন ছিল ভারতীয় স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে একটি মাইলফলক কারণ

- এই অধিবেশনে যোজনা আয়োগের  ধারণা প্রবর্তন করা হয় 

২৩৮) 1938 সালের শেষের দিকে ভারতীয় জাতীয় কংগ্রেসের অনুরোধে গঠিত জাতীয় পরিকল্পনা কমিটির চেয়ারম্যান কে ছিলেন?

- জওহরলাল নেহেরু 

২৩৯) কোথায় 1939 সালের বিখ্যাত ত্রিপুরী কংগ্রেস অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল?

- মধ্যপ্রদেশ

২৪০) জাতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি কে?

- সুভাষচন্দ্র বসু

২৪১) ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সুভাষ চন্দ্র বসু দ্বিতীয়বার সভাপতি নির্বাচিত হন?

- ত্রিপুরী অধিবেশন 

২৪২) কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে সভাপতির ভাষণটির ইংরেজি অনুবাদ কে করেছিলেন?

- শরৎচন্দ্র বসু 

২৪৩)  ত্রিপুরী কংগ্রেস নির্বাচনে কে জয়ী হয়েছিলেন?

- সুভাষচন্দ্র বসু ( পরাজিত হয়েছিলেন সিতারামাইয়া)

২৪৪)  ত্রিপুরী কংগ্রেস নির্বাচনে মহাত্মা গান্ধী কার পক্ষ নেন?

- সিতারামাইয়া

২৪৫)  ত্রিপুরী কংগ্রেস নির্বাচনে সুভাষচন্দ্র বসু কোন এলাকা থেকে সিতারামাইয়ার থেকে কম ভোট পান?

- তামিলনাড়ু

২৪৬) নেতাজী সুভাষচন্দ্র বসু করে জাতীয় কংগ্রেসের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন?

- 1939 সালের 29 এপ্রিল ত্রিপুরা অধিবেশনে

২৪৭)  জাতীয় কংগ্রেস থেকে নেতাজী যখন পদত্যাগ করেন তখন সেই পদত্যাগ পত্র কার হাতে তুলে দেন?

- সরোজিনীনাইডুর হাতে

২৪৮) নেতাজী সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের ত্রিপুরা অধিবেশনে পদত্যাগ করলে ঐ অধিবেশনের সভাপতিত্ব করেন কে?

- ডঃ রাজেন্দ্রপ্রসাদ

২৪৯) 1939 সালের 12 জুলাই কে তৎকালীন কংগ্রেস সভাপতি রাজেন্দ্র প্রসাদকে চিঠি লিখে এক নির্দেশ দিয়েছিলেন, সুভাষ চন্দ্র বসুকে দল বিরোধী কাজের জন্য শো-কজ নোটিশ জারি করতে?

- সর্দার ব্লভভাই প্যাটেল

২৫০)  কংগ্রেসের সভাপতির পদথেকে পদত্যাগ দেওয়ার পর কংগ্রেস দল থেকে সুভাষচন্দ্র বসুকে কতবছরের জন্য বহিষ্কার করা হয়?

- 3 বছরের জন্য

২৫১)  কংগ্রেস থেকে সুভাষচন্দ্র বসুকে বহিষ্কার করার জন্য খসড়া কে তৈরী করেন?

- মহাত্মা গান্ধী

২৫২) সুভাষচন্দ্র বসু কংগ্রেস দল ত্যাগ করে কোন দল গঠন করেন?

- ফরওয়ার্ড ব্লক

২৫৩)  ‘সমান্তরাল সরকার প্রতিষ্ঠা করে স্বরাজ দাবি করাই কংগ্রেসের লক্ষ্য হওয়া উচিত’ -  উক্তিটি কার?

- এস সি বোস

 

জাতীয় কংগ্রেস ষষ্ঠ  পর্ব>>>>   

জাতীয় কংগ্রেস অষ্টম পর্ব>>>>      

 

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 

জাতীয় কংগ্রেস। প্রথম স্বাধীনতা দিবস পালনগান্ধী-আরউইন চুক্তির প্রস্তাব কংগ্রেসের ত্রিপুরী কংগ্রেস অধিবেশনমৌলিক অধিকার এবং জাতীয় অর্থনৈতিক কর্মসূচি প্রস্তাবপ্রথম বাঙালি মহিলা সভাপতি1937 সালের নির্বাচন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad