Type Here to Get Search Results !

জাতীয় কংগ্রেস অধিবেশন সম্পর্কিত প্রশ্নোত্তর [INC Session]

 

জাতীয় কংগ্রেস অধিবেশন সম্পর্কিত প্রশ্নোত্তর

Set by- Manas Adhikary

কংগ্রেস পঞ্চম পর্ব Indian National Congress Part – V

জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশন। কংগ্রেসের নাগপুর অধিবেশন।  কংগ্রেসের লাহোর অধিবেশনকংগ্রেস  তিনদিনের তামাসা।   নরমপন্থী ও চরমপন্থীদের বিভাজনকংগ্রেসে মহাত্মা গান্ধী প্রথমবার অংশগ্রহণ। সুরাট বিভাজন। কংগ্রেসের সবচেয়ে সংক্ষিপ্ত অধিবেশন।  

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সর্বশ্রেষ্ঠ দল জাতীয় কংগ্রেস পঞ্চম পর্ব। এই পর্বে থাকছে  ভারতের জাতীয় কংগ্রেস অধিবেশন সম্পর্কিত কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  পরবর্তী পর্বে জাতীয় কংগ্রেসের সম্পর্কে আরও কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো।   পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

জাতীয় কংগ্রেস অধিবেশন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তরINC Session MCQ.  

 

 

১০১) কোন অধিবেশনে সর্বপ্রথম সাধারণ জনগণকে কংগ্রেসে যোগদানের আবেদন জানানো হয়েছিল?

- মাদ্রাজ অধিবেশন – 1887

১০২) লর্ড ডাফরিন 1887 সালের পর ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পর্কে কি মন্তব্য করেছিলেন?  

- বিশ্বাসঘাতক সংগঠন 

১০৩) 1887 সালে কংগ্রেসের মাদ্রাজ অধিবেশনে তিনটি গুরুত্বপূর্ণ প্রস্তাব আনা হয়েছিল, এই প্রস্তাবগুলির মধ্যে কোনটি পাস করা যায়নি?

 - ক)  অসম  কুলি আইনের বিরুদ্ধে প্রস্তাব এবং খ) গোরক্ষা বিষয়ক প্রস্তাব (প্রস্তাবগুলি ছিল - অস্ত্র আইনের বিরুদ্ধে প্রস্তাব, অসম  কুলি আইনের বিরুদ্ধে প্রস্তাব, গোরক্ষা বিষয়ক প্রস্তাব)

১০৪) কোন অধিবেশনে, ভারতীয় জাতীয় কংগ্রেস কারিগরি শিক্ষার প্রসঙ্গ উত্থাপন করে এবং জনগণের দারিদ্র্যের কথা মাথায় রেখে কারিগরি শিক্ষা ব্যবস্থার যথাযথ বিকাশের দিকে সরকারকে মনোযোগ দেওয়ার দাবি জানানো হয়?  

- মাদ্রাজ অধিবেশন - 1887

১০৫) কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার গোপাল কৃষ্ণ গোখলে এবং বাল গঙ্গাধর তিলক যোগ দিয়েছিলেন?

- বোম্বে অধিবেশন – 1889

১০৬) 1889 সালের জুলাই মাসে কংগ্রেসের ব্রিটিশ কমিটি প্রতিষ্ঠিত হয়। এই কমিটির প্রথম সচিব কে ছিলেন?

- ডিগবি 

১০৭) কংগ্রেসে সরকারি কর্মচারীদের অন্তর্ভুক্তিকরন কবে নিষিদ্ধ করা হয় ?

- 1890   (কলকাতা অধিবেশন)

১০৮) ভি. আনন্দ চারলু (প্রথম হিন্দু সভাপতি) কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেন?

- 1891 নাগপুর অধিবেশন

১০৯) 1892 সালের কংগ্রেস অধিবেশন যেটি এলাহাবাদে অনুষ্ঠিত হয়েছিল, তা এই অধিবেশন আগে কোথায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল? 

-  লন্ডন  

১১০) লালা লাজপত রায় সরকারের শিক্ষানীতির কঠোর সমালোচনা করেন কংগ্রেসের  কোন অধিবেশনে?

- 1893 সালের লাহোর অধিবেশন 

১১১) কংগ্রেসের কোন অধিবেশনে ভারতে সিভিল সার্ভিস পরীক্ষা নেওয়ার দাবি জানানো হয়েছিল?

- 1893 লাহোর অধিবেশন  

১১২) কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেস শুধুমাত্র একবার সেচ করের প্রস্তাবটি বিবেচনা করেছিল?

- 1894 সালে মাদ্রাজ  অধিবেশনে  

(এই অধিবেশনের সভাপতি ছিলেন আলফ্রেড ওয়েব)

১১৩) সুরেন্দ্র নাথ ব্যানার্জি কবে কংগ্রেসের অধিবেশনের সভাপতিত্ব করেন?

- 1895

১১৪) ‘বন্দে মাতরম’ কোন কংগ্রেস অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল?  

- 1896 কলকাতা অধিবেশন 

১১৫) কংগ্রেসের কোন  অধিবেশনে  রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম জাতীয় সঙ্গীত বন্দেমাতরম আবৃত্তি করেন? 

- 1896 কলকাতা অধিবেশন  

১১৬) কংগ্রেসের কোন অধিবেশনে  দাদাভাই নওরোজি বাড়ি উচ্ছেদের নীতি পেশ করেছিলেন ?

- 1896 সালে কলকাতা

(রহিমতুল্লা সাইনির সভাপতিত্বে এই অধিবেশন অনুষ্ঠিত হয়)

১১৭) কংগ্রেসের যে অধিবেশনে প্রথমবার ভারতের প্রথম জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল তার সভাপতি কে ছিলেন?

-  রহমতুল্লাহ সাইনী

(এটি 1896 সালে কলকাতা অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল।)

১১৮) কোন অধিবেশনে অশ্বিনী কুমার কংগ্রেসকে তিনদিনের তামাসা বলে অভিহিত করেন?

- অমরাবতী – 1897

(সভাপতি - শঙ্কর নারায়ন নায়ার)

১১৯) কংগ্রেসের কোন অধিবেশনে, ‘পাঞ্জাব ল্যান্ড অ্যানিমেশন’ বিলের নিন্দা করে একটি প্রস্তাব পাস করা হয়েছিল?

- 1899 সালের লখনউ  

১২০) কংগ্রেস তার কোন অধিবেশন থেকে নিয়মিত অংশ হিসাবে বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা শুরু করে?

- কলকাতা অধিবেশন – 1901  

১২১) ভারতীয় জাতীয় কংগ্রেসের  কোন অধিবেশনে মহাত্মা গান্ধী প্রথমবার অংশগ্রহণ করেছিলেন?

- 1901 সালের কলকাতা অধিবেশন

১২২) লর্ড কার্জন 1903 খ্রিস্টাব্দে  কাকে লিখেছিলেন যে – ‘আমি ভারতে আসার পর থেকে আমার নীতি কংগ্রেসকে কোন উপায়ে নপুংসক করা’?

- মাদ্রাজ গভর্নরকে  

১২৩) 1904 সালের বোম্বে কংগ্রেস অধিবেশনের সভাপতি স্যার হেনরি কটন সরকারি পদ থেকে অবসর গ্রহণের আগে কোথায় প্রধান কমিশনার ছিলেন?

- আসাম  

১২৪) কোন কংগ্রেস অধিবেশনে বন্দে মাতরম জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছিল?

- 1905 বেনারস অধিবেশন   

১২৫) 16 অক্টোবর 1905 ভারতীয় স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে  কোন কারণে বিখ্যাত?

- বঙ্গভঙ্গ আনুষ্ঠানিকভাবে এই দিনে কার্যকর হয়

১২৬) কে 1905 খ্রিস্টাব্দে কংগ্রেসের প্রতিনিধি হিসাবে ইংল্যান্ড গিয়েছিলেন?

- লালা লাজপত রায় এবং গোপাল কৃষ্ণ গোখলে  

১২৭) কোন বছর থেকে কংগ্রেসের প্রতি বার্ষিক অধিবেশনের সাথে ভারতীয় শিল্প সম্মেলন অনুষ্ঠিত হতে শুরু করে?

- 1905

১২৮) বয়কট আন্দোলনের সমর্থনে কংগ্রেসের কোন অধিবেশনে প্রস্তাব পাশ হয়?

- 1905 বেনারস অধিবেশন 

১২৯) কংগ্রেসের কত সালের অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিভাজন অনিবার্য হয়ে ওঠে?

- 1906

১৩০) 1906 সালে কংগ্রেসের সভাপতি  কে ছিলেন?

- দাদাভাই নওরোজি

১৩১) 1906 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে সভাপতি দাদাভাই নওরোজিরর ভাষণ কে তার পক্ষে পাঠ করেছিলেন?  

- গোপাল কৃষ্ণ গোখলে

১৩২) কংগ্রেসের কোন অধিবেশনে স্বরাজ অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল?

- কলকাতা - 1906   

১৩৩) 1906 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে বঙ্গভঙ্গের নিন্দাসূচক প্রস্তাব উত্থাপন করেন কে?

- খাজা আতিকুল্লা

১৩৪) 1907 সালে দ্বিতীয় আন্তর্জাতিক স্টুটগার্ট কংগ্রেস সম্মেলনে  স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেছিলেন কে?

- ম্যাডাম কামা

১৩৫) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম বিভক্তি কখন ঘটে?

- 1907 সালে 

(সুরাট বিভাজন)

১৩৬) 1907 সালে সুরাটে ভারতীয় জাতীয় কংগ্রেসের বিভক্ত হওয়ার প্রধান কারণ কী ছিল?

- বৃটিশ সরকারের সাথে নরমপন্থিদের আলোচনার ক্ষমতার উপর

চরমপন্থীদের আস্থা ছিল না এবং জাতীয় কংগ্রেসের সভাপতি পদে নির্বাচন

১৩৭) কোনটির প্রকৃতি সম্পর্কে মতভেদের জন্য ভারতীয় জাতীয় কংগ্রেসের বিভক্ত হয়ে 'নরমপন্থী দল' এবং 'চরমপন্থী দলগুলির' সৃষ্টি হয়? 

- স্বদেশী আন্দোলন  

১৩৮) কংগ্রেসের ১৯০৭ সালের অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে কী নিয়ে গুরুতর মত পার্থক্য ঘটে?

- স্বরাজ এবং বয়কট।

১৩৯) 1907 সালে কংগ্রেসের সুরাট অধিবেশনের সভাপতিত্ব করেন কে?

- রাস বিহারী ঘোষ 

১৪০) 1907 সালে কংগ্রেসের সুরাট অধিবেশনে কোন ব্রিটিশ নাগরিক অংশগ্রহণ করেছিলেন?

- এইচ ডব্লিউ নভিনসন

১৪১) 1907 সালে কংগ্রেসের বিভাজন কার সময়ে হয়েছিল?

- লর্ড মিন্টো II

১৪২) সুরাট বিভাজনের পর (1907) কংগ্রেস কারা পরিচালনা করতে থাকে? 

- নরমপন্থী  

১৪৩) ব্রিটিশ সাংবাদিক এইচ.ডব্লিউ. নেভিনসন তার বইতে (নিউ স্পিরিট ইন ইন্ডিয়া)  কোন কংগ্রেস অধিবেশনের পুরো ঘটনার একটি প্রত্যক্ষদর্শী বিবরণ লিখেছেন?

- সুরাট অধিবেশন – 1907

১৪৪) কোন কংগ্রেস অধিবেশনে মদন মোহন মালব্য নাসিকের কালেক্টর জ্যাকসনকে হত্যার জন্য শোক প্রকাশ করেছিলেন?

- লাহোর 1909

(এই অধিবেশনে সভাপতি ছিলেন মদন মোহন মালব্য।)

১৪৫) জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে জাতীয় স্তোত্র 'জনগনমন' কে প্রথম গাওয়া হয়?

 - কোলকাতা অধিবেশন ১৯১১

(কোলকাতা অধিবেশন ১৯১১ এর সভাপতি ছিলেন -  বিষেন নারায়ন ধর)

১৪৬) জাতীয় কংগ্রেসের ১৯১১ সালের কোলকাতা অধিবেশনে 'জনগনমন' স্তোত্রটি কে গেয়েছিলেন?

- স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর

১৪৭) কোন অধিবেশনে চাচা নেহেরু প্রথম কংগ্রেসে যোগদান করেন?

- ১৯১২ সালের পাটনা (বাঁকিপুর) অধিবেশনে

১৪৮) কংগ্রেস মুসলিম লীগের সাথে দূরত্ব কমানোর লক্ষ্যে আগা খানের সভাপতিত্বে বাঁকিপুর অধিবেশন করার চেষ্টা করে কিন্তু সফলতা পায়নি। 1912 খ্রিস্টাব্দের এই অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন?

- রঙ্গনাথ নরসিংহ মুধোলকর

১৪৯) কংগ্রেসের কোন অধিবেশনটি কংগ্রেসের ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ত (সময়কালের) অধিবেশন ছিল যেখানে 207 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন?

- বাঁকিপুর (পাটনা) অধিবেশন – 1912 

১৫০) ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা ফিরোজশাহ মেহতা 1913 সালে বোম্বে ক্রনিকল কোথায় প্রকাশ করেন?

- মুম্বাই

 

জাতীয় কংগ্রেস চতুর্থ  পর্ব>>>>  

জাতীয় কংগ্রেস ষষ্ঠ পর্ব>>>>    

 

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশন। কংগ্রেসের নাগপুর অধিবেশন।  কংগ্রেসের লাহোর অধিবেশনকংগ্রেস  তিনদিনের তামাসা।   নরমপন্থী ও চরমপন্থীদের বিভাজনকংগ্রেসে মহাত্মা গান্ধী প্রথমবার অংশগ্রহণ। সুরাট বিভাজন। কংগ্রেসের সবচেয়ে সংক্ষিপ্ত অধিবেশন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad