Type Here to Get Search Results !

জাতীয় কংগ্রেসে সম্পর্কিত বিভিন্ন উক্তি [INC MCQ]

 

জাতীয় কংগ্রেসে সম্পর্কিত বিভিন্ন উক্তি

Set by- Manas Adhikary

কংগ্রেস নবম  পর্ব Indian National Congress Part – IX

জাতীয় কংগ্রেস। আনুবীক্ষনিক সংখ্যালঘুদের প্রতিনিধিকংগ্রেস ক্ষমতা লোভে মত্ত তিনদিনের তামাশাভারতীয় বিজাতীয় কংগ্রেসকংগ্রেস দেশদ্রোহী সংগঠনকংগ্রেস ডাফরিনের মস্তিষ্কপ্রসূত

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সর্বশ্রেষ্ঠ দল জাতীয় কংগ্রেস নবম পর্ব। এই পর্বে থাকছে  ভারতের জাতীয় কংগ্রেস সম্পর্কিত কিছু বিশিষ্ট ব্যক্তির উক্তি।  পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

কংগ্রেস সম্পর্কিত বিভিন্ন উক্তি। National Congress MCQ.

 

 

৩০১) সর্ব ভারতীয় নিপীড়ন শ্রেনির কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন?

- বি আর আম্বেদকর

৩০২) কংগ্রেস কোন গোলটেবিল বৈঠকে যোগদান করেন নি?

- প্রথম

৩০৩) কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রথম সাধারন সম্পাদক কে ছিলেন?

- জয়প্রকাশ নারায়ন

৩০৪) বঙ্গবিভাগের ফলস্বরূপ যে নতুন প্রদেশটি তৈরি হয়েছিল তার নাম কী ছিল?

- আসাম ও পূর্ববঙ্গ

৩০৫) সৈয়দ আহমেদ কংগ্রেসবিরোধী যে সংগঠন প্রতিষ্ঠা করেন তার নাম কী?

- ইউনাইটেড প্যাট্রিয়াটিক অ্যাসোসিয়েশান

৩০৬) কে কংগ্রেসকে ধ্বংসাত্মক শক্তির প্রতিরোধকের (SAFETY VALVE) সাথে তুলনা করেছেন?

- হিউম / রজনীপাম দত্ত

৩০৭) কার মতে কংগ্রেস ক্ষমতা লোভে মত্ত এক সংস্থা?

- জিন্না

৩০৮) কংগ্রেসকে কে আনুবীক্ষনিক সংখ্যালঘুদের প্রতিনিধি/ বারুশ্রেনির সংগঠন বলে অভিহিত করেন?

- লর্ড ডাফরিন

৩০৯) কে কংগ্রেসকে তিনদিনের তামাশা বলেছেন?

- অশ্বিনী কুমার দত্ত (অমরাবতী অধিবেশনে ১৮৯৭)

৩১০) ‘জাতীয় কংগ্রেসের সৃষ্টি হল হিউম-ডাফরিনের ষড়যন্ত্রের ফলস্বরূপ উত্তটি কার?

- রজনীপাম দত্ত

৩১১) ‘অস্ত্রবিহীন গৃহযুদ্ধ হল কংগ্রেসী আন্দোলন'- বক্তা কে?

- সৈয়দ আহমেদ/ থিয়েডার বেক

৩১২) কে কবে জাতীয় কংগ্রেসের অধিবেশনে 'লিচ্ছবিদের সঙ্গে অজাতশত্রুর যুদ্ধ'- আলোচনার বিষয়বস্তু করেছিলেন?

- ১৯৫৭ সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে এল এল ব্যাসম

৩১৩) ‘স্বায়ত্বশাসনই হল ভারতের দরিদ্র ও দুর্বলতার মূল প্রতিকার:- বক্তা কে?

- দাদাভাই নৌরজী

৩১৪) ভারতীয় জাতীয় কংগ্রেসকে কে 'ভারতীয় বিজাতীয় কংগ্রেস' বলেছেন?

- শ্রী অরবিন্দু

৩১৫) কংগ্রেসের আন্দোলনকে 'A Civil war Without Arms" কথাটি কে বলেন?

- সৈয়দ আহমেদ

৩১৬) কংগ্রেসকে ‘আনুবীক্ষনিক সংখ্যালঘিষ্ঠ বলে কে সমালোচনা করেছিলেন?

- লর্ড ডাফরিন

৩১৭) জাতীয় কংগ্রেস কোন আইনকে বলেছিল 'সম্পূর্ন হতাশাব্যঞ্জক?

- ভারত শাসন আইন

৩১৮) 'আমাদের ব্যর্থতার মধ্যেই ভবিষ্যতের মহান সাফল্যের শক্তি লুকিয়ে আছে'- বক্তা কে?

- গোপালকৃষ্ণ গোখলে

৩১৯) ‘ভারতীয় জাতীয় কংগ্রেসের ইতিহাস’  গ্রন্থটির রচয়িতা কে?

- সীতারামিয়া

৩২০) কে কংগ্রেসের উৎপত্তিকে রহস্যবৃত বলে অভিহিত করেছেন?

- সীতারামাইয়া

৩২১)  ‘গণপরিষদের ছিল কংগ্রেস আর কংগ্রেস ছিল ভারত'- বক্তা কে?

- গ্রানভিল অ্যাস্টিন

৩২২) জাতীয় কংগ্রেসকে জাতীয় পার্লামেন্ট বলেন কে?

- নরেন্দ্রনাথ সেন।

৩২৩) কংগ্রেসকে দেশদ্রোহী সংগঠন বলে কে অভিহিত করেন?

- লর্ড এলগিন ২য়

৩২৪) কে বলেছেন যে – ‘জাতীয় কংগ্রেসের অধিবেশন হল শিক্ষিত ভারতীয়দের বার্ষিক জাতীয় মেলা’?

- লালা লাজপত রায় 

৩২৫) ‘কংগ্রেসের আন্দোলন একধারে যেমন পরিকল্পনাবিহীন, তেমনি জনগন দ্বারাও অনুপ্রানিত নয়'- উক্তিটি কার?

 - লালা লাজপত রায়।

৩২৬) কে বলেছিল কংগ্রেস ডাফরিনের মস্তিষ্কপ্রসূত?

- লালা লাজপত রায়

( তার ইয়ং ইন্ডিয়া পত্রিকায় এই কথাটি উল্লেখ করেছিলেন) 

৩২৭) কোন ভাইসরয় কংগ্রেসকে ‘রাষ্ট্রদ্রোহী সংস্থা’ বলে আখ্যায়িত করেন এবং বলেছিলেন যে ‘আমি খুবই আনন্দিত যে কংগ্রেস নিচের দিকে যাচ্ছে’?

- লর্ড এলগিন 

৩২৮) কে বলেছেন-  'কংগ্রেসের আন্দোলন জনগণের দ্বারা অনুপ্রাণিত নয় বা কোনো দল দ্বারা পরিকল্পিতও নহে’ ? 

- লালা লাজপত রায়

৩২৯) ভারতীয় নেতাদের মধ্যে কে বলেছিলেন যে - ভারতীয় জাতীয় কংগ্রেস ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিরক্ষার জন্য একটি দরজা হিসেবে কাজ করার জন্য গঠিত হয়েছিল?

- লালা লাজপত রায় 

৩৩০) কে বলেছিলেন যে -  ‘কংগ্রেসের কথা সম্পূর্ণরূপে জনগণের কথা নয়’?

- ফিরোজশাহ মেহতা

৩৩১) কংগ্রেস সম্পর্কে কে বলেছেন যে, ‘কংগ্রেস হিন্দু মহাসভার লেজে পরিনত হয়ে গেছে’?

- শওকত আলী  

৩৩২) কে বলেছিলেন – ‘স্বাধীনতার পর ভারতীয় জাতীয় কংগ্রেসকে বিলুপ্ত করে দেওয়া হবে’?

-  মহাত্মা গান্ধী

৩৩৩) কে ভারতীয় জাতীয় কংগ্রেসকে গ্রাসমির যুদ্ধের সাথে তুলনা করেছেন?

- অনিল শীল 

৩৩৪) ‘কংগ্রেস একটি শ্রমিক সংগঠন নয় বরং সব ধরনের মানুষের একটি বৃহৎ সংগঠন’ – কার উক্তি এটি?

- জওহরলাল নেহেরু

৩৩৫) ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনগুলিকে ‘চাপলুসো কা সম্মেলন’  বলে কে অভিহিত করেছেন?

- বাল গঙ্গাধর তিলক

৩৩৬) ‘কংগ্রেস সূর্যের রথে চড়ে অজানায় লাফ দিতে চায়’

-  এটা কার বক্তব্য?

- ডাফরিন

৩৩৭)  ‘আমার বিশ্বাস, কংগ্রেস তার পতনের দিকে ধাবিত হচ্ছে এবং ভারতে থাকাকালীন আমার একটি মহান উচ্চাকাঙ্ক্ষা হল এর শান্তিপূর্ণ মৃত্যুতে সহায়তা করা’। - কার উক্তি এটি?

- লর্ড কার্জন

৩৩৮) কে কংগ্রেসের শান্তিপূর্ন ও স্বাভাবিক মৃত্যু চেয়েছিলেন?

- লর্ড কার্জন

৩৩৯) কংগ্রেসের নীতিকে 'ভিক্ষা নীতি' বলে কে অভিহিত করেন?

- বিপিন চন্দ্র পাল

৩৪০) কে তার কংগ্রেস কি অন্দর নামক বইতে কংগ্রেসের সমালোচনা করেছেন?

- লালা মুন্সিরাম

 

 

 

জাতীয় কংগ্রেস অষ্টম পর্ব>>>>

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 

জাতীয় কংগ্রেস। আনুবীক্ষনিক সংখ্যালঘুদের প্রতিনিধিকংগ্রেস ক্ষমতা লোভে মত্ত তিনদিনের তামাশাভারতীয় বিজাতীয় কংগ্রেসকংগ্রেস দেশদ্রোহী সংগঠনকংগ্রেস ডাফরিনের মস্তিষ্কপ্রসূত

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad