জাতীয় কংগ্রেসের খুঁটিনাটি প্রশ্নোত্তর
Set by- Manas Adhikary
কংগ্রেস অষ্টম পর্ব। Indian National Congress Part – VIII
জাতীয় কংগ্রেস। ক্রান্তিকারি সমাজবাদী পার্টি। জাতীয় শিক্ষানীতি প্রস্তাব। নৌ-বিদ্রোহের প্রস্তাব। 1946 সালের নির্বাচন। অন্তর্বর্তী সরকার গঠন। জাতীয় পরিকল্পনা কমিটির সভাপতি।
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সর্বশ্রেষ্ঠ দল জাতীয় কংগ্রেস অষ্টম পর্ব। এই পর্বে থাকছে ভারতের জাতীয় কংগ্রেসের বিভিন্ন অধিবেশন সম্পর্কিত কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে জাতীয় কংগ্রেসের সম্পর্কে আরও কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
কংগ্রেস সম্পর্কিত প্রশ্নোত্তর। National Congress MCQ.
২৫৪) ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ক্রান্তিকারি সমাজবাদী পার্টি প্রতিষ্ঠিত হয়?
- রামগড় অধিবেশন 1940
২৫৫) কংগ্রেসের কোন অধিবেশনে জাতীয় শিক্ষানীতি গৃহীত হয়?
- রামগড় অধিবেশন 1940
২৫৬) 1941-45 সালের মধ্যে কোনো কংগ্রেস অধিবেশন হয় নি এর কারন কী এবং এই সময় সভাপতি কে ছিলেন?
- এইসময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল এবং কংগ্রেসের প্রথম সারির নেতাদের মধ্যে অধিকাংশই জেলে ছিলেন। এই সময় কংগ্রেসের সভাপতি হিসাবে কাজ চালান মৌলানা আবুল কালাম আজাদ।
২৫৭) কংগ্রেসের কোন অধিবেশনে নৌ-বিদ্রোহের প্রস্তাব গৃহীত হয়?
- মিরাট অধিবেশন (1946)
২৫৮) 1946 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে কংগ্রেস 214টি আসনের মধ্যে কতগুলি আসনে জয়লাভ করেছিল?
- 201
(মুসলিম লীগ 78টি মুসলিম আসনের মধ্যে 73টি আসন পায়।)
২৫৯) 1946 সালের সেপ্টেম্বরে ভারতীয় জাতীয় কংগ্রেস দ্বারা গঠিত অন্তবর্তী সরকারের শীর্ষ নেতৃত্বে কে ছিলেন?
- জওহরলাল নেহেরু
২৬০) 1946 সালে, কংগ্রেস ভাইসরয়ের প্রস্তাব গ্রহণ করার পর ওয়াভেল কবে কংগ্রেস সভাপতি জওহরলাল নেহরুকে অন্তর্বর্তী সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানান ?
- 12 আগস্ট 1946
২৬১) ‘জাতীয় কংগ্রেস অন্তবর্তী সরকার গঠন করলে বাংলায় রক্ত গঙ্গা বইবে - উক্তিটি কার?
- তৎকালীন মুসলিম লীগ পরিচালিত বাংলা সরকারের প্রধানমন্ত্রী হাসান সুরাবর্দি
২৬২) 1947 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের দিল্লি অধিবেশনে সভাপতিত্ব করেন কে?
- রাজেন্দ্র প্রসাদ
২৬৩) স্বাধীনতার সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?
- জে বি কৃপলানি
(স্বাধীনতারসময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট অ্যাটলি)
২৬৪) লালা লাজপত রায় কবে জাতীয় কংগ্রেসে যোগদান করেন?
- 1888
২৬৫) বাল গঙ্গাধর তিলক কবে জাতীয় কংগ্রেসে যোগদান করেন?
- 1889
২৬৬) গোখলে কবে জাতীয় কংগ্রেসে যোগদান করেন?
- 1889
২৬৭) মহাত্মা গান্ধী কবে জাতীয় কংগ্রেসে যোগদান করেন?
- 1901
২৬৮) চাচা মতিলাল নেহেরু কবে জাতীয় কংগ্রেসে যোগদান করেন?
- 1912
২৬৯) কোন ব্যক্তি কংগ্রেস সমাজতান্ত্রিক দল গঠনে উৎসাহিত করেছিলেন কিন্তু এর সদস্য হননি?
- পন্ডিত নেহেরু
২৭০) কংগ্রেস কর্তৃক গঠিত জাতীয় পরিকল্পনা কমিটির সভাপতি কে ছিলেন?
- জওহরলাল নেহেরু
২৭১) কংগ্রেসের রজত জয়ন্তী উদযাপনের স্পিকার কে ছিলেন?
- মদন মোহন মালব্য
২৭২) খিলাফত আন্দোলনে কংগ্রেসের অংশগ্রহণের বিরোধিতা করেন কে?
- মদন মোহন মালব্য
২৭৩) মুসলিম লীগ এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের মধ্যে রাজনৈতিক অচলাবস্থা নিরসনের জন্য ‘C.R. ফর্মুলা’ কে তৈরি করেছিলেন?
- রাজাগোপালাচারী
২৭৪) ক্রিপস মিশনের সাথে আলোচনার জন্য জাতীয় কংগ্রেস কাদেরকে প্রতিনিধি করেছিল?
- পন্ডিত জওহরলাল নেহেরু এবং মৌলানা আব্দুল কালাম আজাদ
২৭৫) ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস (INTUC) কে প্রতিষ্ঠা করেন?
- সর্দার বল্লভভাই প্যাটেল
২৭৬) অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
- বোম্বাই
২৭৭) কোন চরমপন্থি নেতা কখনই কংগ্রেস অধিবেশনে সভাপতিত্ব করেননি?
- বাল গঙ্গাধর তিলক ও বিপিন চন্দ্র পাল
২৭৮) কোন দুই কংগ্রেস নেতা একই বছরে মারা যান?
- গোপাল কৃষ্ণ গোখলে এবং ফিরোজশাহ মেহতা
২৭৯) ভারতীয় জাতীয় কংগ্রেসের 19তম অধিবেশনের সভাপতি কে ছিলেন?
- লালমোহন ঘোষ
২৮০) কংগ্রেস জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের তদন্তের জন্য কার সভাপতিত্বে একটি কমিটি গঠন করেছিল?
- মদন মোহন মালব্য
২৮১) ‘গান্ধীজীর নেতৃত্ব এবং কংগ্রেস সমাজতান্ত্রিক দল’ নামক প্রবন্ধটি লেখেন?
- জয়প্রকাশ নারায়ণ
২৮২) শেষ পর্যন্ত কার নেতৃত্বে কংগ্রেসের আবেদন নিবেদন নীতির অবসান ঘটে?
- বাল গঙ্গাধর তিলকের নেতৃত্বে
২৮৩) 'লাল বাল পাল' তিন মূর্তির মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন?
- লালা লাজপত রায়
২৮৪) কংগ্রেস সভাপতি সুভাষ চন্দ্র বসু কার পরামর্শে কংগ্রেসের আলোচ্যসূচির শীর্ষে ‘জাতীয় পরিকল্পনা ও শিল্পায়ন’ রাখার সিদ্ধান্ত নেন এবং নেহরুর নেতৃত্বে ‘জাতীয় পরিকল্পনা কমিটি’ গঠন করেন?
- মেঘনাদ সাহা
২৮৫) কে ভারতীয় জাতীয় কংগ্রেসে টানা 6 বছর সভাপতি ছিলেন?
- আবুল কালাম আজাদ
২৮৬) কংগ্রেস সমর্থন আদায়ের জন্য 1889 সালে একটি কমিটি গঠন করে। কে ওই কমিটির চেয়ারম্যান ছিলেন?
- ডিগবি
২৮৭) খিলাফত আন্দোলনে কংগ্রেসের অংশগ্রহণের বিরোধিতা করেন কে?
- মদন মোহন মালব্য
২৮৮) কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে ‘ভারত ছাড়া আন্দোলনের প্রস্তাব প্রথম গ্রহন করে?
- ওয়ারধা
২৮৯) ‘শ্রমিক-কৃষক হল কংগ্রেসের হাত-পা’,- মুম্বাইয়ে কোন আন্দোলনে কংগ্রেস এই স্লোগান দিয়েছিল?
- আইন অমান্য আন্দোলন
২৯০) কংগ্রেসের কোন সভায় গান্ধীজি 'চৌরি চৌরা' গণহত্যা নিয়ে শুরু হওয়া আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নেন?
- বরদোলীর সভা
২৯১) কোন সিপিআই নেতা বলেছিলেন যে - আজকের সবচেয়ে বড় সংগ্রাম হল আমাদের জাতীয় সংগ্রাম এবং কংগ্রেস এই সংগ্রামের একটি প্রধান অংশ?
- পি.সি. জোশী
২৯২) ভারতরত্ন পণ্ডিত মহামনা মদন মোহন মালব্য কতবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন ?
- 04
২৯৩) কোন কংগ্রেস অধিবেশনে কার্যনির্বাহী কমিটিকে আইন অমান্য আন্দোলন শুরু করার ক্ষমতা দেওয়া হয়েছিল?
- লাহোর অধিবেশনে
২৯৪) কোন কংগ্রেস নেতা প্রথম সর্বভারতীয় কিষাণ সভায় অংশগ্রহণ করেছিলেন?
- জওহরলাল নেহেরু
২৯৫) ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ্য প্রস্তাব পেশ করেন কে?
- জওহরলাল নেহেরু
২৯৬) আইন অমান্য আন্দোলন শুরু হয় কবে?
- ডান্ডি মার্চের পরে
২৯৭) গণপরিষদের বিভিন্ন প্রদেশে ২৯২ সদস্যের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর মধ্যে কংগ্রেসের কতজন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন?
- 208
২৯৮) কে বলেছিল যে - কংগ্রেস যদি দেশভাগ মেনে না নিত তাহলে এক পাকিস্তানের বদলে বহু পাকিস্তান তৈরি হত?
- বল্লভ ভাই প্যাটেল
২৯৯) সিমলা সম্মেলনে কংগ্রেসের প্রতিনিধি হিসেবে কে অংশগ্রহণ করেছিলেন?
- মৌলানা আবুল কালাম আজাদ
৩০০) রাওলাট আইন নিয়ে আলোচনার জন্য কংগ্রেসের একটি বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল, এর সভাপতি কে ছিলেন?
- হাসান ইমাম
জাতীয় কংগ্রেস নবম পর্ব>>>>
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
জাতীয় কংগ্রেস। ক্রান্তিকারি সমাজবাদী পার্টি। জাতীয় শিক্ষানীতি প্রস্তাব। নৌ-বিদ্রোহের প্রস্তাব। 1946 সালের নির্বাচন। অন্তর্বর্তী সরকার গঠন। জাতীয় পরিকল্পনা কমিটির সভাপতি।