Type Here to Get Search Results !

শ্রী অরবিন্দ তৃতীয় পর্ব [ Aurobind]

 শ্রী অরবিন্দ 

Set by- Manas Adhikary 




শ্রী অরবিন্দ  তৃতীয়  পর্ব।  Sri Aurobindo Part – III 

শ্রী অরবিন্দ। বন্দেমাতরম পত্রিকা। The Doctrine of Passive Resistance। New Lamps for Old। ইন্দুপ্রকাশ। ঠাকুরসাহেব গুপ্ত সমিতি।

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো ভারতীয় স্বাধীনতা আন্দোলনের কংগ্রেসের অন্যতম চরমপন্থী ব্যক্তিত্ব শ্রী অরবিন্দ । এই পর্বে থাকছে  শ্রী অরবিন্দ সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

শ্রী অরবিন্দ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর Sri Aurobindo MCQ


৫১) আলিপুর ষড়যন্ত্রে জেলে কোন সরকারি কাকে খুন করা হয়েছিল?

- নরেন্দ্র গোসাই

(রাজসাক্ষী ছিলেন)

৫২) অরবিন্দ ঘোষের বিরুদ্ধে থাকা রাজসাক্ষী নরেন গোঁসাইকে কে বা  কারা হত্যা করেন?

- কানাইলাল দত্ত ও সত্যেন্দ্রনাথ বোস

৫৩) আলিপুর বোমা মামলায় বিচারক কে ছিলেন?

- অরবিন্দ ঘোষের ছোটবেলার বন্ধু বীচ ক্রফটস (ছোটো বেলায় দুজনে

একই স্কুলে পড়তেন। সংস্কৃত, বাংলা ভাষা বীচ ক্রফটস অরবিন্দ ঘোষের কাছ থেকেই শিখেছিলেন। বীচ ক্রফট গ্রীক ভাষা পরীক্ষায় দ্বিতীয় হয়েছিলেন, আর তাঁকে টপকে যিনি প্রথম হয়েছিলেন তিনি হলেন অরবিন্দ ঘোষ। ব্রিটেন থেকে চলে আসার পর দুজনের মধ্যে আর কোন যোগাযোগ ছিল না। আলিপুর বোমা মামলা শুরু হলে বিচারক দেখেন আসামীর লক আপে একজন শীর্ন কঙ্কালসার লোক দাঁড়িয়ে আছেন এবং তাঁকে চিনতে পারেন।)

৫৪) আলিপুর ষড়যন্ত্র (1908) মামলায়  ফরাসি সরকারের নাগরিক হওয়ার জন্য কে মুক্তি পেয়েছিলেন?

- চারু চন্দ্র রায়

৫৫) কোন ব্যক্তি নিয়মিতভাবে ভারতের জাতীয় কংগ্রেসের মধ্যমপন্থি নীতির সমালোচনা করেন?

- অরবিন্দ ঘোষ

৫৬) নরমপন্থীদের কার্যকলাপকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে অভিহিত করেছেন

- অরবিন্দ ঘোষ

৫৭) অরবিন্দ ঘোষ কত সালে রাজনীতির সঙ্গে সম্পর্ক শেষ করেন ?

- 1910  

৫৮)  অরবিন্দ ঘোষ রাজনীতি থেকে অবসর নেন কেন?

- চরমপন্থী ও নরমপন্থী মতানৈক্যের ফলে

৫৯) অরবিন্দ ঘোষের লেখা পুস্তকগুলির নাম লেখ?

- The Divine (দিব্যজ্ঞান), New Lamps for Old, ভবানী মন্দির, সাবিত্রী

৬০) ‘আমার দেশকে ভালোবাস যদি অপরাধ হয় তবে আমি অপরাধি'- উক্তিটি কার?

- অরবিন্দ ঘোষ 

৬১) ‘Political freedom is the life breath of nation’- উক্তিটি কার?

- অরবিন্দ ঘোষ

৬২) অরবিন্দ ঘোষকে 'স্বদেশিকতার ধর্মগুরু' আখ্যা দেন কে?

- বঙ্কিমচন্দ্র

৬৩) ঋষি অরবিন্দ কাকে ‘জাতীয় জীবনের গঠনকর্তা' বলে অভিহিত করেছেন?

- স্বামী বিবেকানন্দ

৬৪) অরবিন্দ ঘোষ কোন পত্রিকায় লিখেছেন ‘New lamp for the old’ শীর্ষক প্রবন্ধ গুচ্ছ?

- ইন্দুপ্রকাশ

৬৫) ইন্দুপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

- অরবিন্দ ঘোষ

৬৬) অরবিন্দ ঘোষ কোন গুপ্ত বিপ্লবী সমিতির সাথে যুক্ত ছিলেন?

- যুগান্তর

৬৭) ভারতীয় জাতীয় কংগ্রেসকে কে ‘বিজাতীয় কংগ্রেস’ বলে উল্লেখ করেছেন?

- অরবিন্দ ঘোষ

৬৮) অরবিন্দ ঘোষ কোন পত্রিকায় জাতীয় কংগ্রেসকে বিজাতীয় কংগ্রেস বলে অভিহিত করেন?

- ইন্দুপ্রকাশ

৬৯) অরবিন্দ ঘোষ ব্রিটেন থেকে কবে ভারতে আসেন?

 - 1890 সালে

৭০) বেঙ্গল ন্যাশানাল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন?

- অরবিন্দ ঘোষ

৭১) কে প্রথম ভারতের ন্যাশানাল সং (বন্দেমাতরম) এর ইংরেজী আনুবাদ করেন?

- অরবিন্দ ঘোষ

৭২) অরবিন্দ ঘোষ ভবানী মন্দির কবে রচনা করেন?

- 1905 সালে

৭৩) অরবিন্দ ঘোষের জীবনিকার কে ছিলেন?

- রামদুলাল রায়

 ৭৪) আমরা সাবি জানি 15 আগষ্ট ভারতের স্বাধীনতা দিবস। এখন প্রশ্ন হলো এই 15 আগষ্টের দিন একজন স্বাধীনতা সংগ্রামীর জন্মদিন সেই স্বাধীনতা সংগ্রামীর নাম কী?

- অরবিন্দ ঘোষ

৭৫) বাংলায় বিপ্লবী আন্দোলনের জনক কে?

- অরবিন্দ ঘোষ

 ৭৬) সুভাষ চন্দ্র বসু কোন দুই পণ্ডিতের ধারণা দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত ছিলেন?

- বিবেকানন্দ এবং অরবিন্দ ঘোষ  

 ৭৭) কর্মজোগিন পত্রিকার সম্পাদক কে ছিলেন?

- অরবিন্দ ঘোষ  

৭৮) ‘এজেস অন গীতা’ বইটি কে লিখেছিলেন

- অরবিন্দ ঘোষ

৭৯) 'আর্য' পত্রিকার সম্পাদক কে ছিলেন

- অরবিন্দ ঘোষ  

 ৮০) পদ্ম ও ছুরি (লোটাস এন্ড ড্রাগর) নামের সমিতি কে স্থাপন করেছিলেন?

- অরবিন্দ ঘোষ

৮১) অরবিন্দ ঘোষের জীবনীকার কে ছিলেন

- রাম দুলাল রায়  

৮২) কে আনন্দমঠ উপন্যাসটি ইংরেজিতে অনুবাদ করেন

- অরবিন্দ ঘোষ

৮৩) অরবিন্দ ঘোষ যে গ্রন্থ দীর্ঘ 50 বছর ধরে লেখেন সেই গ্রন্থটির নাম কী?

- সাবিত্রী

 ৮৪) কোন স্বাধীনতা সংগ্রামীকে অরবিন্দ ঘোষ ‘The prophet of agreat political creed’ বলে সম্মান দেখান?

- বিপিন চন্দ্র পালকে

৮৫) ‘দেশপ্রেম অপরাধ হতে পারে না’ - এই উক্তিটি কার?

- ঋষি অরবিন্দ 

৮৬) ‘আমার দেশকে ভালোবাসা যদি দোষ হয় তাহলে আমি দোষী’

- উক্তিটি কার ?

- অরবিন্দ ঘোষ

৮৭) কে অরবিন্দ ঘোষকে 'স্বদেশপ্রেমের কবি' বলেছেন

- চিত্তরঞ্জন দাস

৮৮) কে প্রথম ‘স্বরাজ’ অর্জনের উপায় হিসেবে  নিষ্ক্রিয় প্রতিরোধ বা প্যাসিভ রেসিস্টেন্সের কথা ব্যক্ত করেন?

- অরবিন্দ ঘোষ

৮৯) ‘Political freedom is the Life breath of nation’ - উক্তিটি কার?

- অরবিন্দ ঘোষ  

৯০) ‘অরবিন্দ ঘোষ কে ‘জাতীয়তাবাদের দার্শনিক ও স্বদেশীশিকতার কৰি’  বলে কে অভিহিত করেছেন?

- দেশবন্ধু চিত্তরঞ্জন দাস  

৯১) বিবেকানন্দই আমাদের জাতীয় জীবন গঠন কর্তা কার উক্তি?

- অরবিন্দ ঘোষ  

৯২) কে অরবিন্দ ঘোষ কে ‘মনবতার মূর্ত প্রতীক’ বলে সম্মানিত করেন?

- চিত্তরঞ্জন দাস  

৯৩) কে কাকে জাতীয়তাবাদের দার্শনিক (THE PROPHET OF NATIONALISM) ও স্বদেশীকতার কবি (The poet of Patriotism) বলে অভিহিত করেছেন?

- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, শ্রী অরবিন্দু ঘোষকে একথা বলেন।

 ৯৪) অরবিন্দ ঘোষ রাজনৈতিক এবং আধ্যাত্মিক মুক্তির জন্য কোন নীতির কথা বলেছিলেন?

- অর্থনৈতিক সমৃদ্ধি, বিদেশি শাসনের উচ্ছেদ, হিন্দু ধর্মের ত্যাগের আদর্শ

৯৫) অরবিন্দ ঘোষ কবে স্বেচ্ছা নির্বাসন নেন?

- 1910 সালে

৯৬) অরবিন্দ ঘোষ কোথায় যোগ সাধনায় মগ্ন হয়েছিলেন?

- পুডুচেরী

 ৯৭) অরবিন্দ ঘোষ রাজনীতি ছেড়ে কোথায় এবং কবে যোগসাধনায় যোগ দেন?

- 1910 সালে পুডুচেরীতে

৯৮) কোন চরমপন্থী নেতা রাজনীতি ছেড়ে(1910) অতি মানবের সন্ধান ও দিব্য জীবনের সাধনাই রত হন?

- অরবিন্দ ঘোষ

৯৯) অরবিন্দ আশ্রম কোথায় অবস্থিত?

- পুডুচেরি 


শ্রী অরবিন্দ দ্বিতীয়  পর্ব>>>>   

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

শ্রী অরবিন্দ। বন্দেমাতরম পত্রিকা। The Doctrine of Passive Resistance। New Lamps for Old। ইন্দুপ্রকাশ। ঠাকুরসাহেব গুপ্ত সমিতি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad