Type Here to Get Search Results !

জাতীয় কংগ্রেসের প্রথম সবকিছু [National Congres]

 

জাতীয় কংগ্রেস

Set by- Manas Adhikary

কংগ্রেস চতুর্থ পর্ব Indian National Congress Part – IV.

জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেসের  বিভিন্ন সময়ের সভাপতি। কংগ্রেসে মহিলাদের প্রথম সংযুক্তিকরন।  কংগ্রেসের প্রথম ইউরোপীয় সভাপতিকংগ্রেসের প্রথম মুসলিম সভাপতিকংগ্রেস প্রতিষ্ঠার সময় গভর্নর জেনারেলকংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারত সচিব। কংগ্রেসের প্রথম পত্রিকা।

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সর্বশ্রেষ্ঠ দল জাতীয় কংগ্রেস তৃতীয় পর্ব। এই পর্বে থাকছে  ভারতের জাতীয় কংগ্রেস সম্পর্কিত কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  পরবর্তী পর্বে জাতীয় কংগ্রেসের সম্পর্কে আরও কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো।   পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

জাতীয় কংগ্রেস অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তরIndian National Congress MCQ.  

 

 

৫০) ১৯৮৫ সালে বোম্বেতে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি পদে উমেশ চন্দ্র ব্যানার্জির নাম প্রস্তাব করেন কে?

- হিউম

৫১) হিউমের আগে উমেশ চন্দ্র  ব্যানার্জীকে কংগ্রেসের প্রথম সভাপতি হওয়ার প্রস্তাব কে দিয়েছিলেন?

- সুব্রামানিয়াম আইয়ার

(কে টি তাইলাং সুব্রামানিয়ামের এই প্রস্তাবকে সমর্থন করেছিলেন) 

 ৫২) কংগ্রেসের প্রথম অধিবেশনে নয়টি প্রস্তাবের মধ্যে চতুর্থ প্রস্তাবটি কে উত্থাপন করেছিলেন, যে প্রস্তাবটিতে ইংল্যান্ডের পাশাপাশি ভারতেও আইসিএস পরীক্ষা নেওয়ার এবং পরীক্ষার্থীদের বয়স বাড়ানোর দাবি জানানো হয়েছিল?

- দাদাভাই নওরোজি

৫৩) ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের তৎকালীন ভাইসরয় কে ছিলেন?

- লর্ড ডাফরিন

৫৪) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ইউরোপীয় সভাপতি কে  ছিলেন?

- জর্জ ইউল

৫৫) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন?

- বদরুদ্দিন তৈয়ব জি 

৫৬) ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় মুসলিম সভাপতি কে ছিলেন?

-  রহিমতুল্লাহ মোহাম্মদ সাইনী

৫৭) ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় গভর্নর জেনারেল কে ছিলেন?

 - লর্ড ডাফরিন

৫৮) ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারত সচিব (সেক্রেটারি অব স্টেট)  কে ছিলেন?

- লর্ড ক্রস 

৫৯) ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন?

  - গ্ল্যাডস্টোন

৬০) ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় বোম্বে গভর্নর কে ছিলেন?

- লর্ড রে

৬১) জাতীয় কংগ্রেসের প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কী?

- ইন্ডিয়া

৬২) আলফ্রেড ওয়েব,  সংসদের একজন আইরিশ সদস্য ছিলেন। তিনি কংগ্রেসের কোন অধিবেশন  সভাপতি হন?  

- মাদ্রাজ

৬৩) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অ-হিন্দু সভাপতি কে ছিলেন?

- দাদাভাই নৌরোজি

৬৪) কংগ্রেস নেতাদের মধ্যে কাকে 'ভারতের প্রবীণ মানুষ' (ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান) বলা হয়?

- দাদাভাই নওরোজি

৬৫) কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় হয়েছিল? 

- কলকাতা

৬৬) কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের সভাপতিকে ছিলেন?

- দাদাভাই নৌরজী

৬৭) ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পূর্বে গঠিত দুটি রাজনৈতিক সংগঠনের নাম কর।

- ভারত সভা ও হিন্দুমেলা

৬৮) কোন অধিবেশনে সুরেন্দ্রনাথ ব্যানার্জী সিদ্ধান্ত নেন যে ভারতসভাকে কংগ্রেসের সাথে যুক্ত করবেন?

- দ্বিতীয় অধিবেশনে

৬৯) ভারত সভা করে জাতীয় কংগ্রেসের সাথে মিশে যায়?

- ১৮৮৬ সালে

৭০) জাতীয় কংগ্রেসের প্রতি সমর্থন প্রাপ্তির জন্য ১৮৮৯ সালে এক সমিতি গঠন করা হয়। এই সমিতির সভাপতি কে ছিলেন?

- দাদাভাই নৌরজী

৭১) একজন মধ্যমপন্থী বা নরমপন্থী নেতার নাম কী?

- দাদাভাই নৌরাজী

৭২) দাদভাই নৌরাজির "Drain Theory" কে অস্বীকার করেন?

- সহকত আলি।

৭৩) কংগ্রেসের ইংল্যান্ড কমিটির উদ্যোক্তা কে ছিলেন?

- দাদাভাই নৌরজী

৭৪) জাতীয় কংগ্রেসের প্রথম বাঙালি সভাপতি কে?

 উমেশচন্দ্র বন্দোপাধ্যায়

৭৫) জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন?

- বদরুদ্দিন তৈয়বঞ্জী

৭৬) জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ / প্রথম বিদেশী সভাপতির নাম কী?

- জর্জ উইল

৭৭) জাতীয় কংগ্রেসের শেষ ইংরেজ সভাপতির নাম কী?

- উইলিয়াম ওয়েডারবার্ন (মুম্বাই অধিবেশন)

৭৮) জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন?

- অ্যানি বেসান্ত

৭৯) জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন?

- সরোজিনী নাইডু

 ৮০) জাতীয় কংগ্রেসের প্রথম বাঙালি মহিলা বা তৃতীয় মহিলা সভাপতি কে ছিলেন?

- নেল্লি সেনগুপ্তা (১৯৩৩ কলকাতা অধিবেশন)

৮১) স্বাধীনতার প্রাক্কালে কংগ্রেস সভাপতি কে ছিলেন?

- জে বি কৃপালিনী

৮২) পরাধীন ভারতের শেষ ও স্বাধীন ভারতের প্রথম কংগ্রেস সভাপতি কে?

- জে বি কৃপালিনী

৮৩) সবচেয়ে বেশী সময় ধরে কংগ্রেসের সভাপতি থেকেছেন কে?

- মৌলানা আবুল কালাম আজাদ

৮৪) জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি কে ছিলেন?

- মৌলানা আবুল কালাম আজাদ

৮৫) সবচেয়ে বেশীবার কংগ্রেসের সভাপতি হন কে?

- জওহরলাল নেহেরু (১৯২৯/ ১৯৩৬/১৯৩৭) এবং দাদাভাই নৌরজী

(১৮৮৬ ১৮৯৩/১৯০৬)

৮৬) কোন মহিলা সর্বপ্রথম জাতীয় কংগ্রেসের অধিবেশনে ব্ক্তব্য রেখেছিলেন?

 - কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক কাদম্বিনী গাঙ্গুলি

৮৭) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক কাদম্বিনী গাঙ্গুলি কবে  কংগ্রেসে যোগদান করেন?

- 1889

৮৮) ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম মহিলাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছিল?

- 1889 মুম্বাই অধিবেশন

৮৯) কংগ্রেসের কোন অধিবেশনে মহিলারা প্রথমবারের মতো অংশগ্রহণ করেছিলেন?

- পঞ্চম অধিবেশন   (মুম্বাই;পঞ্চম অধিবেশন 1889 সালে উইলিয়াম ওয়েডারবার্ন মুম্বাইয়ের সভাপতিত্ব করেন) 

৯০) কংগ্রেসের  1889 সালের মুম্বাই অধিবেশনে কতজন ভারতীয় মহিলা অংশগ্রহণ করেছিলেন?

- 10

৯১) ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন মহিলা সভাপতি মূলত ভারতের বাসিন্দা ছিলেন?

- সরোজিনী নাইডু 

(নেলি সেন গুপ্তা ছিলেন একজন ইংরেজ মহিলা যিনি ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন।তিনি ছিলেন যতীন্দ্র মোহন সিং গুপ্তের স্ত্রী।তিনি 1933 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন।) 

৯২) কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবারের মতো মহিলা প্রতিনিধিদের উপস্থিতি দেখা যায়?

- 1889 বোম্বাই  

(এই সম্মেলনে মোট ১০ জন নারী প্রতিনিধি অংশগ্রহণ করেন।)

৯৩) কোথায় কংগ্রেসের অধিবেশন সবথেকে বেশীবার হয়েছিল?

 - কোলকাতায় ( ১৬বার)

৯৪) জাতীয় কংগ্রেসের প্রথম পর্বের তিনজন নেতার নাম কর।

- ফিরোজশাহ মেহতা, গোপালকৃষ্ণ গোখলে, এবং সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়

৯৫) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম পর্বের নেতারা কোন নামেই পরিচিত ছিলেন?

- মধ্যপন্থী বা নরমপন্থী

৯৬) রাজনৈতিক ভিক্ষুরূপে কারা সমালোচিত হতেন?

- ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম যুগের নরমপন্থী নেতৃবৃন্দ

৯৭) কে কংগ্রেসের নরমপন্থী নেতাদেরকে কুকুরের সাথে তুলনা করেছিলেন?  

- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৯৮) কংগ্রেসের নরমপন্থী অধ্যায় কোন সময়কালকে বলা হয়?

- 1885-1905

৯৯) কংগ্রেসের চরমপন্থী অধ্যায় কোন সময়কালকে বলা হয়? 

-  1905-1919

১০০) ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বাংলার রাজনৈতিক নেতারা যোগ দিয়েছিলেন?

- দ্বিতীয় অধিবেশনে ( 1886 সালের কলকাতা অধিবেশন; সভাপতি – দাদাভাই নৌরজি)

 

জাতীয় কংগ্রেস তৃতীয়  পর্ব>>>>

জাতীয় কংগ্রেস পঞ্চম পর্ব>>>>

 

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেসের  বিভিন্ন সময়ের সভাপতি। কংগ্রেসে মহিলাদের প্রথম সংযুক্তিকরন।  কংগ্রেসের প্রথম ইউরোপীয় সভাপতিকংগ্রেসের প্রথম মুসলিম সভাপতিকংগ্রেস প্রতিষ্ঠার সময় গভর্নর জেনারেলকংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারত সচিব। কংগ্রেসের প্রথম পত্রিকা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad