Type Here to Get Search Results !

কংগ্রেস তৃতীয় পর্ব [ INC]

 জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা

Set by- Manas Adhikary

কংগ্রেস তৃতীয় পর্ব।  Indian National Congress Part – III

জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেসের  নামকরন। কংগ্রেস শব্দের প্রথম ব্যবহার। কংগ্রেসের প্রথম অধিবেশন। কংগ্রেসের প্রতিষ্ঠাতা। অ্যালান অক্টোভিয়ান হিউমকংগ্রেসের প্রথম সভাপতি। কংগ্রেসের সরকারি ইতিহাসবিদ। কংগ্রেসের জনক।   

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সর্বশ্রেষ্ঠ দল জাতীয় কংগ্রেস তৃতীয় পর্ব। এই পর্বে থাকছে  ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা সম্পর্কিত কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  পরবর্তী পর্বে জাতীয় কংগ্রেসের বিভিন্ন অধিবেশন সম্পর্কে কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো।   পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

জাতীয় কংগ্রেসের  প্রতিষ্ঠাIndian National Congress MCQ.

 

১) প্রথমবার কংগ্রেস শব্দটি কে  ব্যবহার করেছিলেন?

- টমাস পাইন 

২)  National Congress শব্দটি প্রথম কে কোথায় ব্যবহার করেন?

 - সুরেন্দ্রনাথ ব্যানার্জী সম্পাদিত বেঙ্গলি পত্রিকায়

(১৮৮২ সালে)

৩) দাদাভাই নওরোজির পরামর্শে ভারতীয় জাতীয় ইউনিয়নের নাম পরিবর্তন করে ভারতীয় জাতীয় কংগ্রেস রাখা হয়। এই নামটি কোথা থেকে নেওয়া হয়েছে?

- উত্তর আমেরিকা 

৪) প্রথম জাতীয় সম্মেলন ( Indian National Conference) করে অনুষ্ঠিত হয়?

-1883 সালে

৫) প্রথম জাতীয় সম্মেলন ( Indian National Conference) কে আহ্বান করেন?

- সুরেন্দ্রনাথ  বন্দোপাধ্যায়

৬) প্রথম জাতীয় সম্মেলন ( Indian National Conference) কোথায় হয়?

- কলকাতায়, এলবার্ট হলে

৭) প্রথম জাতীয় সম্মেলনের (Indian National Conference) সভাপতি কে ছিলেন?

- রামতনু লাহিড়ী

৮) প্রথম জাতীয় সম্মেলনে (Indian National Conference) উপস্থাপক কে ছিলেন?

- আনন্দমোহন বসু

৯) জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন কোথায় হয়?

- কলকাতায় (1885 সালে) 

১০) জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের আহ্বায়ক কে ছিলেন?

- সত্যেন্দ্রনাথ ব্যানার্জী

১১) ইন্ডিয়ান ন্যাশন্যাল ইউনিয়নের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

- অ্যালান অক্টোভিয়ান হিউম

(1883 সালে), ইনি ব্রিটিশ রাজকর্মচারী এবং পক্ষীবিশারদ ছিলেন।

১২) ভারতীয় জাতীয় কংগ্রেসের সরকারি ইতিহাসবিদ কে ছিলেন?

- পত্তভি সিতারামাইয়া  

১৩) জাতীয় কংগ্রেসের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগঠন কোনটি ছিল?

- ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ কোলকাতা 

১৪) সর্বভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়?

- 1885

১৫) প্রথমবার জাতীয় কংগ্রেস পার্টি প্রতিষ্ঠার ঘোষণা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?

- হিন্দু 

১৬) কোথায় ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়?

- মুম্বাই

১৭) ভারতের প্রাচীন রাজনৈতিক দলের নাম কী?

- জাতীয় কংগ্রেস

১৮) ভারতে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতার নাম কী?

- অ্যালান অক্টোভিয়ান হিউম

১৯) জাতীয় কংগ্রেসর প্রথম সাধারন সম্পাদক কে ছিলেন?

- অ্যালান অক্টাভিয়ান হিউম

২০) কে হিউমকে লেফটেন্যান্ট গভর্নর পদের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু হিউম সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন?

- লর্ড লিটন

২১) 1886 সালে নিম্নলিখিতদের মধ্যে কে এও হুয়ামকে ‘পাগল, ধূর্ত এবং অসৎ’ বলে অভিহিত করেছিলেন?

- লর্ড ডাফরিন

২২) কংগ্রেসের প্রতিষ্ঠাতা  হিউম  কোথাকার  বাসিন্দা ছিলেন?

- স্কটল্যান্ডের

২৩)  1857 সালের বিপ্লবে হিউম কোন শহরের চিফ ম্যাজিস্ট্রেট ছিলেন, যেখান থেকে তিনি একজন মহিলার ছদ্মবেশে পালিয়ে গিয়েছিলেন? 

- ইটাওয়ার (উত্তরপ্রদেশ)   

২৪) কোন অধিবেশনে A.O. Huyam কে কংগ্রেসের জনক  বলে স্বীকৃতি দেওয়া হয়?

- বাঁকিপুর (1912 খ্রিস্টাব্দে, সভাপতি - আর. এন. মাধোলকর ) 

২৫) কাকে সিমলার সন্ন্যাসী বলা হয়?

- হিউম

২৬) লোকমিত্র নামে  পত্রিকাটি কে প্রকাশ করেন?

- হিউম  1859 সালে 

২৭) হিউম এর  জীবনীকার কে ছিলেন?

-  উইলিয়াম ওয়েডারবার্ন

২৮) হিউমকে কংগ্রেসের  যে পদে নিয়োগ করা হয়েছিল (1885-:-1892), তার পদত্যাগের পর কংগ্রেসের পদটি কতদিন শূন্য ছিল?

- 1892-1906

২৯) হিউম কতবার কংগ্রেসের স্পিকার  পদে আসীন হয়েছিল?

- 2 বার

৩০) কোন অধিবেশনে ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন বা ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স এর সাথে জাতীয় কংগ্রেস কতাটি যুক্ত হয়?

- প্রথম অধিবেশনে

৩১) প্রথম অধিবেশনে কে 'জাতীয় কংগ্রেস' নামটি দেন?

- দাদাভাই নৌরজী

৩২) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?

- মুম্বাই শহরে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজের হলে।

৩৩) আধুনিক ভারতীয় ইতিহাসে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ বিখ্যাত কেন?

- ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন এখানে অনুষ্ঠিত হয়েছিল 

৩৪) জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কবে হয়েছিল?

- 1885 সালে 28 ডিসেম্বর

৩৫) কে তার ‘How India Wrote for Freedom’ বইতে কংগ্রেসের প্রথম অধিবেশনে উপস্থিত সদস্যদের একটি আকর্ষণীয় বিবরণ দিয়েছেন?

- অ্যানি বেসান্ট

৩৬) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি  কে ছিলেন?

- উমেশ চন্দ্র  ব্যানার্জি 

৩৭) কংগ্রেসের প্রথম অধিবেশনে কত জন সদস্য অংশগ্রহণ করেন?

- 72

৩৮) কংগ্রেসের প্রথম অধিবেশনে 72 জন সদস্য অংশগ্রহণ করেন, এতে বোম্বে প্রদেশের কতজন সদস্য ছিলেন?

- 38

৩৯) কংগ্রেসের প্রথম অধিবেশনে 72 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন, এর মধ্যে  মাদ্রাজ প্রেসিডেন্সির কতজন ছিলেন?

- 21 জন।

৪০) জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কতজন প্রতিনিধি উপস্থিত ছিলেন?

- 436 জন

৪১) ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় সম্মেলনে কতজন মুসলিম প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন?

- 33

৪২) কংগ্রেসের তৃতীয় অধিবেশনে কত জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।?

- 607 জন

৪৩) কংগ্রেসের চতুর্থ অধিবেশনে কতজন সদস্য অংশগ্রহণ করেন?

- 1248 জন  

৪৪) 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশনে এলাহাবাদের হয়ে কে  প্রতিনিধিত্ব করেছিলেন?

- জে ঘোষাল

৪৫) জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে বাংলা থেকে কতজন প্রতিনিধি যোগদান করেন?

- 4 জন

৪৬) কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভায় উপস্থিত কয়েকজন বিশিষ্ট ভারতীয় ব্যক্তিত্বের নাম করুন ?  

- দাদাভাই নওরোজি , বদরুদ্দিন তৈয়বজি, রমেশ চন্দ্র দত্ত, প্রমুখ

৪৭) ) জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে মুসলিম প্রতিনিধি হিসাবে কে উপস্থিত ছিলেন?

- রহমাতুল্লা এম সাহানী ও ধরমসী

৪৮) কংগ্রেসের প্রথম অধিবেশনে যোগদানকারী সরকারি কর্মকর্তারা কারা ছিলেন?

-  রানাডে এবং লালা বৈজনাথ 

৪৯) জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হওয়ার কথা ছিল এবং সেই সিদ্ধান্ত কেন পরিবর্তন করা হয়?

- পুনাতে হওয়ার কথা ছিল। কিন্তু পুনাতে তখন কলেরা মহামারী চলছিল। তাই পুনা বাদ দিয়ে বোম্বেতে প্রথম অধিবেশন করা হয়।

 

 জাতীয় কংগ্রেস দ্বিতীয় পর্ব>>>>   

জাতীয় কংগ্রেস চতুর্থ পর্ব>>>>   



ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেসের  নামকরন। কংগ্রেস শব্দের প্রথম ব্যবহার। কংগ্রেসের প্রথম অধিবেশন। কংগ্রেসের প্রতিষ্ঠাতা। অ্যালান অক্টোভিয়ান হিউমকংগ্রেসের প্রথম সভাপতি। কংগ্রেসের সরকারি ইতিহাসবিদ। কংগ্রেসের জনক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad