Type Here to Get Search Results !

মিত্রমেলা প্রথম পর্ব[Mitramela]

 

মিত্রমেলা ও বিনায়ক দামোদর সাভারকর

Set by- Manas Adhikary

সভা ও সমিতি দ্বাদশ পর্ব।  

মিত্রমেলা। অভিনব ভারত। মিত্রমেলার নামকরন ।  বিনায়ক দামোদর সাভারকর। ভারতের প্রথম বিপ্লবী সঙ্ঘ। First war of Indian Independence 1857। মদনলাল ধিংড়া। স্বাধীনতাবীর। ইন্ডিয়া হাউস। নাসিক ষড়যন্ত্র মামলা।

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সভা ও সমিতি দ্বাদশ  ত্রয়োদশ পর্ব। এই পর্বে থাকছে  মিত্রমেলা ও বিনায়ক দামোদর সাভারকর সম্পর্কিত সংক্ষিপ্ত আলচনা ও  কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  পরবর্তী পর্বে আরও  কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।  পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

মিত্রমেলা ও বিনায়ক দামোদর সাভারকর প্রথম দ্বিতীয় পর্ব। About Abhinav Bharat.

ভারতের গড়ে ওঠা প্রথম গুপ্ত বিপ্লবী সংগঠনের নাম ছিল মিত্রমেলা। ১৮৯৯ খ্রিষ্টাব্দে গনেশ সাভারকর ইহা প্রতিষ্ঠা করেন। ১৯০৪ খ্রিষ্টাব্দে মহারাষ্ট্রে এই মিত্রমেলার নাম পরিবর্তন করে রাখেন অভিনব ভারত। মহারাষ্ট্র তথা ভারতের বিপ্লবী আন্দোলনকে শক্তিশালী রূপ দিতে সাভারকার এই সংগঠন গড়ে তোলেন। ইতালির বিখ্যাত দেশপ্রেমিক ম্যাৎসিনির 'ইয়ং ইতালির' আদর্শে অভিনব ভারত গড়ে তোলা হয়। সশস্ত্র বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা অর্জন করাই ছিল এই বিপ্লবী সংগঠনের মূল লক্ষ্য। এই সংগঠনের প্রতিটি সদস্যকে লাঠিখেলা, অশ্বরোহন, সন্তরণ, পর্বতারোহন ও সামরিক কৌশল শিক্ষা দেওয়া হত। বোম্বাই ও পুনের প্রায় প্রত্যেকটি কলেজে অভিনব ভারতের গোপন শাখা গড়ে উঠেছিল। এই সকল শাখাগুলির প্রধান কর্মসূচি ছিল গোপনে অস্ত্র সংগ্রহ করা। সাভারকর নিজেই ইংল্যান্ড থেকে প্রচুর অস্ত্রশস্ত্র গোপনে অভিনব ভারতের সদস্যদের কাছে পাঠিয়েছিলেন। অভিনব ভারতের সদস্যরা গোপনে বোমা তৈরীর কৌশলও রপ্ত করেছিলেন। অভিনব ভারতের সদস্য এবং সাভারকরের অনুচর মদনলাল সিংড়া লন্ডনে স্যার কার্জন উইলিকে হতা করেন। এই ঘটনায় মদনলাল ধিংড়াকে প্রানদন্ড দেওয়া হয়। তিনি ছিলেন বিদেশের মাটিতে প্রথম ভারতীয় শহীদ। এই সংগঠনের সদস্য অনন্ত কানেহরি নাসিকের ম্যাজিস্ট্রেট জ্যাকসনকে হত্যা করেন। নাসিক হত্যাকান্ডে ৩৮ জন বিপ্লবীকে গ্রেপ্তার করা হয়। বিচারের রায়ে ৩ জনের (অনন্ত কানেহরি, নারায়ন দেশপান্ডে ও কৃষ্ণগোপাল কার্ডে) ফাঁসি হয় ও ২৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়।

প্রশ্নোত্তর পর্ব

১) ভারতের প্রথম বিপ্লবী সঙ্ঘ কোনটি?

- মিত্রমেলা (মহারাষ্ট্র)

২) মিত্রমেলা কে প্রতিষ্ঠা করেন?

  গনেশ সাভারকর

৩) মিত্রমেলা করে প্রতিষ্ঠিত হয়?

- ১৮৯৯ সালে

৪) অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেন?

- বিনায়ক দামোদর সাভারকর (১৯০৪ সালে। প্রকৃতপক্ষে মিত্রমেলার নামকরন করা হয় অভিনব ভারত)

৫) 1904 সালের বিপ্লবী সংগঠন 'অভিনব ভারত' কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?

- মহারাষ্ট্রে

৬) মিত্র মেলা কবে অভিনব ভারতের সাথে একীভূত হয়ে যায়? 

- 1904

৭) 1906 খ্রিস্টাব্দে লন্ডনে (ইংল্যান্ড) অভিনব ভারত সংগঠন কে প্রতিষ্ঠা করেন?

- V.D. সাভারকর 

৮) পরবর্তীকালে মিত্রমেলার নাম কী করা হয়?

- অভিনব ভারত

৯) কোন সমিতির অনুকরনে মিত্রমেলার নামকরন করা হয় অভিনব ভারত?

- মাসিনির ইয়ং ইতালি

১০) 1899 সালে, বিনায়ক দামোদর সাভারকর এবং গণেশ সাভারকর মাজিনির তরুণ ইতালির আদলে মহারাষ্ট্রে মিত্র মেলা নামক সংস্থা প্রতিষ্ঠা করেন, কবে এটির নাম পরিবর্তন করে রাখা হয়  অভিনব ভারত?   

- 1904

১১) ভি ডি সাভারকর কবে নাসিকে মিত্র মেলা নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন, যেটিকে 1904 সালে অভিনব ভারত সভা নাম দেওয়া হয়?

- 1899

১২) মদনলাল ধিড়া কোন রাজনৈতিক সংগঠনের সদস্য ছিলেন?

- অভিনব ভারত

১৩) অভিনব ভারত কোথায় প্রতিষ্ঠিত হয়?

- মাহারাষ্ট্রে

১৪) অভিনব ভারতের সদর দপ্তর কোথায় ছিল?

- নাসিক

১৫) অভিনব ভারতের প্রধান সংগঠক কে ছিলেন?

- বিনায়কের ভাই গনেশ সাভারকর

১৬) কার অনুকরনে অভিনব ভারত গড়ে তোলা হয়?

- ইটালীর মাৎসিনীর ইয়ং ইটালী সমিতির অনুকরনে অভিনব ভারত গড়ে তোলা হয়।

১৭) মাৎসিনির আত্মজীবনী কে মারাঠা ভাষায় অনুবাদ করেন?

- গনেশ দামোদর সাভারকর (ওপশানে গনেশ সাভারকর না থাকলে বিনায়ক দামোদর সাভাকর হবে)

১৮) 1907 খ্রিস্টাব্দে অভিনব ভারত কাকে প্যারিসে বোমা তৈরির কৌশল শিখতে পাঠিয়েছিল? 

- পান্ডুরং মহাদেব ব্যাপ্টে 

(অভিনব ভারত সভার পক্ষ থেকে, পাদুরং মহাদেব বাপটকে বোমা তৈরির কৌশল  শিখতে বিদেশে পাঠানো হয়েছিল, তিনি রাশিয়ান পুস্তক বোম্ব ম্যানুয়াল ইংরেজিতে অনুবাদ করেছিলেন।

'হেমচন্দ্র কানুনগো' নামে একজন বিপ্লবী প্যারিসে একজন রুশের কাছ থেকে বোমা তৈরির প্রশিক্ষণ নিয়ে 1908 সালে ভারতে আসেন এবং কলকাতার মানিকতলায় বোমা তৈরির কারখানা স্থাপন করেন।

 ভগবতী চরণ বোহরা দ্য ফিলোসফি অফ বোম্ব নামে একটি প্রবন্ধ লিখেছিলেন।)

১৯) মিত্রমেলার আদর্শ সম্পর্কিত দুটি কবিতার বই লেখার জন্য ১৯০৯ সালের জুন মাসে কাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়?

- গণেশ সাভারকর

২০) ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের কোন বিপ্লবী ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করেন? 

- বিনায়ক দামোদর সাভারকার

(বিনায়ক দামোদর সাভারকর ভারত ছাড়ো আন্দোলনের সময় হিন্দু মহাসভার সভাপতি ছিলেন। তিনি 1942 ‘ভারত ছাড়ো আন্দোলন এর বিরোধিতা করেছিলেন।)

২১) 1909 সালে 'অভিনব ভারত'-এর কোন সদস্য  নাসিকের জেলা ম্যাজিস্ট্রেট জ্যাকসনের উপর হামলা করেছিলেন?

- অনন্ত কান্হের 

২২) 1910 সালে অভিনব ভারতের একটি শাখা  ‘বীর ভারত সভা নামে একটি সংগঠন প্রতিষ্ঠা  করেছিলেন?

- কেশরী সিং বারহাথ 

২৩) তলোয়ার পত্রিকার সম্পাদক কে ছিলেন?

-- বিনায়ক দামোদর সাভারকর

২৪) দা ইন্ডিয়ান ওয়ার অফ ইনডিপেনডেন্স পুস্তকটির রচয়িতা কে?

- বিনায়ক দামোদর সাভারকর

২৫) কোন বিপ্লবী ভারতীয় জাতীয়তাবাদীদের অনুপ্রাণিত করতে ইতালির ম্যাজিনির জীবনী লিখেছিলেন?

- বীর সাভারকর 

২৬) 'First war of Indian Independence 1857' বইটি কে লিখেছেন?

- ভি ডি সাভারকর

২৭) সাভারকর 'First war of Indian Independence 1857' গ্রন্থটি কোথায় রচনা করেন?

- ব্রিটেন 

২৮) সাভারকর কোন ভাষায় তার ‘Indian War of Independence 1857’ বইটি লিখেছিলেন, যা পরে ইংরেজিতে অনুবাদ করা হয়েছিল?

- মারাঠি 

২৯) ইংরেজ সরকার 1857 সালের বিদ্রোহ সম্পর্কে তার বইয়ের ইংরেজি অনুবাদ লন্ডন থেকে নিষিদ্ধ করার পর ভিডি সাভারকর তার 1999 সালে তার বইটির ইংরেজি অনুবাদ  কোথা থেকে  প্রকাশ করেন?

- হল্যান্ড

৩০) কে তার বইয়ের কপি ‘পিক উইক পেপারস এবং ‘স্কাউটস পেপারস নাম দিয়ে ভারতে  পাঠিয়েছিলেন?

- বীর সাভারকর 

('First war of Indian Independence 1857' এর অনুলিপি)  

৩১) বিনায়ক দামোদর সাভারকর কবে নাসিকে গণপতি উৎসব উদযাপনের জন্য মিত্র মেলা প্রতিষ্ঠা করেন?

- 1899

৩২) প্রথম কে দলিতদেরকে মন্দিরে প্রবেশ করতে দিয়েছিলেন?

- ভি ডি সাভারকর

৩৩) মহারাষ্ট্রের রত্নাগিরিতে দলিতদের জন্য ‘পতিত পাবন নামে একটি মন্দির কে নির্মাণ করেছিলেন?

- বীর সাভারকর 

৩৪) ইংল্যান্ডে ‘ফ্রি ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?

- বিনায়ক দামোদর সাভারকর  

 

 

মিত্রমেলা ও বিনায়ক দামোদর সাভারকর  দ্বিতীয় পর্ব >>>> 



ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 মিত্রমেলা। অভিনব ভারত। মিত্রমেলার নামকরন ।  বিনায়ক দামোদর সাভারকর। ভারতের প্রথম বিপ্লবী সঙ্ঘ। First war of Indian Independence 1857। মদনলাল ধিংড়া। স্বাধীনতাবীর। ইন্ডিয়া হাউস। নাসিক ষড়যন্ত্র মামলা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad