ভারত সভা বা ইন্ডিয়ান এ্যসোশিয়েশান
Set by- Manas Adhikary
সভা ও সমিতি একাদশ পর্ব।
ভারত সভা। ইন্ডিয়ান এ্যসোশিয়েশান। ভারত সভার প্রথম সম্পাদক। ভারতসভার প্রথম সভাপতি। ভারতসভার প্রাণপুরুষ। ভারতসভার প্রথম অধিবেশন। ভারত সভার মুখপত্র। জাতীয় ভান্ডার।
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সভা ও সমিতি একাদশ পর্ব। এই পর্বে থাকছে ভারত সভা বা ইন্ডিয়ান এ্যসোশিয়েশান সম্পর্কিত সংক্ষিপ্ত আলচনা ও কিছু অতি সংক্ষিপ্ত। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
ভারত সভা বা ইন্ডিয়ান এ্যসোশিয়েশান। Indian National Association.
সমিতির যুগে সর্বাপেক্ষা শক্তিশালী সমিতি ছিল কলিকাতার ইন্ডিয়ান এ্যাসোসিয়েশান বা ভারত সভা। যেহেতু ব্রিটিশ-ইন্ডিয়ান এ্যাসোসিয়েশান প্রধানত জমিদারদের স্বার্থ দেখত এবং এই সমিতির সদস্য পদ সর্বসাধারনের জন্য খোলা ছিল না সেজন্য সুরেন্দ্রনাথ ব্যানার্জী ও আনন্দমোহন বসু এই সমিতির কাজে সন্তুষ্ঠ ছিলেন না। প্রধানতঃ সুরেন্দ্রনাথ ব্যানার্জীর উদ্যোগে ১৮৭৬ সালে ইন্ডিয়ান এ্যাসোসিয়েশান বা ভারত সভা প্রতিষ্ঠিত হয়। এই সভার সদস্যপদ সর্বসাধারনের জন্য খোলা ছিল এবং সদস্য চাঁদার হার ছিল বার্ষিক ৫ টাকা। ভারত সভা মধ্যবিত্ত শ্রেণীর সমর্থন লাভ করে, এই সভা সরকারের নীতির সমালোচনা এবং মধ্যবিত্ত শ্রেণীর দাবিগুলি সরকারের কাছে তুলে ধরে। এছাড়া এই সভা সধারন লোকের স্বার্থে কথাও বলে। ভারত সভা ছিল। ব্রিটিশ ইন্ডিয়ান এ্যাসোসিয়েশান অপেক্ষা অনেক বেশী সক্রিয় ও গণতান্ত্রিক। জাতীয় কংগ্রেসর আগে এই সভা সর্বভারতীয় চরিত্র গ্রহন করে এবং সর্বভারতীয় সমস্যাগুলি নিয়ে আন্দোলন করে। সুরেন্দ্রনাথ ছিলেন ভারত সভার প্রানপুরুষ।
ভারত সভার মুল উদ্দেশ্যগুলি নিম্নরূপঃ-
১) হিন্দুমুসলমানদের মধ্যে সম্প্রীতি স্থাপন করা।
২) জনসাধারনকে গন আন্দোলনে সামিল করা।
৩) সারা দেশব্যাপী শক্তিশালী জনমত গঠন করা।
৪) রাজনৈতিক প্রয়োজনে জাতিধর্ম বিভিন্ন গোষ্ঠীকে দলবদ্ধ করা।
ভারত সভার কার্যকলাপঃ-
১) আই সি এস পরীক্ষার্থীর বয়স হ্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং সরকারকে বাধ্য করে তা সংশোধন করতে।
২) ভারতসভার চাপে পড়ে সরকার দেশীয় সংবাদপত্র আইন বাতিল করে।
৩) ইলবার্ট বিলের সমর্থনে আন্দোলন করে।
প্রশ্নউত্তর
১) ভারতের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী সংস্থা কোনটি?
- ভারত সভা
২) জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে কোন রাজনৈতিক প্রতিষ্ঠানটি সর্বাপেক্ষা শক্তিশালী ছিল?
- ভারত সভা
৩) ভারতের প্রথম ছাত্র সংগঠনের নাম কী?
- আকাডেমিক আসোসিয়েশান।
৪) ভারত সভা বা ইন্ডিয়ান এ্যাসোশিয়েশান কে প্রতিষ্ঠা করেন?
- সুরেন্দ্রনাথ বসু (প্রসঙ্গত নওজোয়ান ভারত সভা প্রতিষ্ঠা করেন ভগত সিং)
৫) সুরেন্দ্রনাথ ব্যানার্জী ১৮৭৬ সালের ২৬ জুলাই কার সহযোগিতায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন (ইউনিয়ন অফ ইন্ডিয়া) প্রতিষ্ঠিত করেন?
- আনন্দ মোহন বসু
(সুরেন্দ্রনাথ ব্যানার্জি ছিলেন এর প্রতিষ্ঠাতা এবং আনন্দ মোহন বসু ছিলেন এর সেক্রেটারি।)
৬) ভারত সভা বা ইন্ডিয়ান এ্যাসোশিয়েশান করে প্রতিষ্ঠিত হয়?
- ১৮৭৬ সালে ২৬ জুলাই
৭) ভারত সভা বা ইন্ডিয়ান এ্যাসোশিয়েশান কোথায় প্রতিষ্ঠিত হয়?
- কোলকাতায় অ্যালবার্ট হল
৮) 'ভারতসভা'র প্রথম সভাপতি কে ছিলেন?
- কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
৯) ভারতসভার প্রাণপুরুষ কাকে বলা হয়?
- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
১০) ভারত সভার প্রথম সম্পাদক কে ছিলেন?
- আনন্দমোহন বসু
১১) ভারত সভা প্রতিষ্ঠা কালে ভারতের ভাইসরয় কে ছিলেন?
- লর্ড লিটন
১২) ভারতসভার প্রথম অধিবেশন কোথায় হয়েছিল?
- কলকাতার আলবার্ট হলে
১৩) ভারত সভার মুখপত্রের নাম কি ছিল?
- বেঙ্গলি পত্রিকা
১৪) ভারতসভার কর্মকর্তাদের মধ্যে বেশীরভাগ কিসের অনুসারি ছিলেন?
- ব্রাহ্ম ( ৫৪%)
১৫) ব্রিটিশ ইন্ডিয়ান এ্যাসোশিয়েশান থাকা সত্বেও ভারত সভা বা ইন্ডিয়ান এ্যাসোশিয়েশান প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা কেন হয়?-
- ব্রিটিশ ইন্ডিয়ান এ্যাসোসিয়েশান প্রধানত জমিদারদের স্বার্থ দেখত এবং এই সমিতির সদস্যপদ সর্বসাধারনের জন্য খোলা ছিল না। তাই সুরেন্দ্রনাথ ব্যানার্জী ইন্ডিয়ান এ্যাসোসিয়েশান প্রতিষ্ঠা করেন
১৬) ভারত সভার কয়েকজন বিশিষ্ট সদস্যের নাম লেখ।
- রেভারেন্ড কৃষ্ণমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু, দ্বারকানাথ গাঙ্গুলী
১৭) ভারত সভা বা ইন্ডিয়ান এ্যাসোশিয়েশানের সদস্যদের কত করে চাঁদা দিতে হত?
- বছরে ৫ টাকা
১৮) কত সালে ভারত সভা জাতীয় কংগ্রেসের সাথে যুক্ত হয়?
- ১৮৮৬ সালে
১৯) স্বদেশী আন্দোলনের সময় জাতীয় ভান্ডার কে গড়ে তোলেন?
- ভারত সভা
২০) কোন ইস্যুতে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রথম রাজনৈতিক আন্দোলন করেছিল?
- ভারতীয় প্রশাসনিক পরিষেবার নিয়ম সংস্কার করা এবং সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণের জন্য সর্বোচ্চ বয়স বৃদ্ধি করা
২১) কলকাতায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কর্তৃক 'অল ইন্ডিয়া ন্যাশনাল কনফারেন্স' কবে আয়োজিত হয়?
- 1883
২২) ঈশ্বর ভক্তদের সমিতি কে গঠন করেন?
- ফেন ইয়ুন শান
২৩) কে কবে সত্যশোধক সমাজ' প্রতিষ্ঠা করেন?
- ১৮৭৩ সালে জ্যোতিবা ফুলে। দলিত ও পিছিয়ে পড়া শ্রেণীর জন্য সামাজিক প্রতিষ্ঠার লক্ষ্যে
২৪) অস্থায়ী ভারত সভা কে গঠন করেন?
- মহেন্দ্ৰ প্ৰতাপ
২৫) নিখিল ভারত কিষান সভা কবে প্রতিষ্ঠইত হয়?
- ১৯২০ সালে
২৬) নিখিল ভারত কিষান সভার প্রথম অধিবেশন কোথায় হয়?
- উত্তরপ্রদেশে র লখনউ
২৭) সারা ভারত কিষান সভা কবে গঠিত হয়?
- ১৯৩৬ সালে
২৮) সারা ভারত কিষান সভার প্রথম সম্পাদক কে ছিলেন?
- স্বামী সহজানন্দ
২৯) ভুদেব মুখার্জী কোন সভা কে ভারতবর্ষীয় সভা বলেছেন?
- বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
ভারত
সভা। ইন্ডিয়ান এ্যসোশিয়েশান। ভারত সভার প্রথম সম্পাদক। ভারতসভার প্রথম সভাপতি।
ভারতসভার প্রাণপুরুষ। ভারতসভার প্রথম অধিবেশন। ভারত সভার মুখপত্র। জাতীয় ভান্ডার।