অভিনব ভারত ও বিনায়ক দামোদর সাভারকর
Set by- Manas Adhikary
সভা ও সমিতি ত্রয়োদশ পর্ব।
মিত্রমেলা। অভিনব ভারত। মিত্রমেলার নামকরন । বিনায়ক দামোদর সাভারকর। ভারতের প্রথম বিপ্লবী সঙ্ঘ। First war of Indian Independence 1857। মদনলাল ধিংড়া। স্বাধীনতাবীর। ইন্ডিয়া হাউস। নাসিক ষড়যন্ত্র মামলা।
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সভা ও সমিতি ত্রয়োদশ পর্ব। এই পর্বে থাকছে মিত্রমেলা ও বিনায়ক দামোদর সাভারকর সম্পর্কিত কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
অভিনব ভারত ও বিনায়ক দামোদর সাভারকর প্রথম দ্বিতীয় পর্ব। Abhinav Bharat MCQ.
৩৫) কোন গ্রন্থে বিনায়ক দামোদর সাভারকর সিপাহী বিদ্রোহকে বর্ননা করতে গিয়ে বলেছেন এটি ছিল একটি পরিকল্পিত জাতীয় স্বাধীনতা যুদ্ধ?
- দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইনডিপেনডেন্স
৩৬) অভিনব ভারতের সদর দপ্তর কোথায় অবস্থিত ছিল?
- নাসিক
৩৭) ভারতে ‘অভিনব ভারত' এর প্রধান সংগঠক কে ছিলেন?
- বিনায়ক দামোদর সাভারকরের বড় ভাই গণেশ দামোদর সাভারকর।
৩৮) লন্ডনে বিনায়ক দামোদর সাভারকরের সহযোগী কে ছিলেন?
- মদনলাল সিংড়া
৩৯) লন্ডনে মদনলাল ধিংড়া কাকে হত্যা করেন?
- স্যার কার্জন ওয়াইলি নামক এক উচ্চপদস্থ ইংরেজ রাজকর্মচারীকে।
(১৯০৯ সালে)
৪০) দেশপ্রেমিক হওয়ার জন্য স্কুল থেকে প্রথম কোন ভারতীয় ছাত্রকে বহিষ্কৃত করা হয়?
- ভি ডি সাভারকর
৪১) কে বলেছেন, ‘মুসলিমরা হিন্দুদেরকে গোলাম বানাতে চায়, তাদের নিজেদের দেশে হিন্দুদেরকে দাস করতে চায়’?
- ভি ডি সাভারকর
৪২) ভি ডি সাভারকর কবে হিন্দু মহাসভার সভাপতির পদ গ্রহন করেন?
- 1938
৪৩) কাকে আন্দামান সেলুলার জেলে নির্বাসিত করা হয়েছিল?
- ভি ডি সাভারকর
৪৪) কে 1857 সালের বিদ্রোহকে জাতীয় স্বাধীনতার জন্য একটি পরিকল্পিত যুদ্ধ বলে অভিহিত করেছেন?
- ভি ডি সাভারকর
৪৫) ভি ডি সাভারকরকে কে স্বাধীনতাবীর উপাধি দিয়েছিলেন?
- পি কে আত্রে
৪৬) কে কালাপানি নামক একটি উপন্যাস রচনা করেন?
- বীর সাভারকর
৪৭) পতিতা উদ্ধার সভা গঠন কে করেন?
- ভি. ডি সাভারকর
(বীর সাভারকর পতিতা উদ্ধার সভা গঠন করেন এবং হিন্দু মহাসভার নেতৃত্বে সমগ্র দেশে সামাজিক ঐক্যের মূল মন্ত্র দেন।)
৪৮) কে লন্ডনে ভারতীয়দের জন্য ‘ইন্ডিয়া হাউস’ নামে একটি হোস্টেল প্রতিষ্ঠা করেন?
- শ্যামজি কৃষ্ণ ভার্মা
৪৯) ভি ডি সাভারকরের নেতৃত্বে লন্ডনের ইন্ডিয়া হাউসে কবে গদর দিবস উদযাপিত হয়?
- 10 মে, 1908
৫০) কার সুপারিশে বীর সাভারকর লন্ডনে ‘ছত্রপতি শিবাজি বৃত্তি’ পেয়েছিলেন?
- বাল গঙ্গাধর তিলক
(এই বৃত্তিটি শ্যামজি কৃষ্ণ ভার্মা শুরু করেছিলেন এবং তিলকের সুপারিশ এবং নির্বাচনের ভিত্তিতে সাভারকর তাঁর কাছ থেকে এই বৃত্তি পান।)
৫১) 1938 সালে, হিন্দু মহাসভার অধিবেশনে, কে বলেছিলেন যে - কংগ্রেস একটি হিন্দু বিরোধী সংগঠন এবং কংগ্রেসীরা অকারণে মুসলিম লীগের সাথে ঘুরে বেড়ায়। এজন্য হিন্দুদের কংগ্রেসকে বয়কট করা উচিত?
- ভি ডি সাভারকর
৫২) গণেশ সাভারকারকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করার জন্য কে ১৯০৯ সালের ২১ ডিসেম্বর মাসে নাসিকের জেলা ম্যাজিস্ট্রেট জ্যাকসনকে গুলি করে হত্যা করেন, পরে তিনি ধরা পড়েন এবং মাত্র 19 বছর বয়সে তাকে ফাঁসি দেওয়া হয়?
- অনন্ত লক্ষ্মণ কানহের
৫৩) নাসিক জেলা ম্যাজিস্ট্রেট জ্যাকসন হত্যায় জড়িত থাকা বিপ্লবীদেরকে ফাঁসী দেওয়া হয়। নিচের মধ্যে কে উক্ত সাজাপ্রাপ্ত ব্যক্তি ছিলেন?
- কৃষ্ণ গোপাল কার্ভ, বিনায়ক নারায়ণ দেশপান্ডে, অনন্ত লক্ষ্মণ কানহার
৫৪) বিনায়ক দামোদর সাভারকরকে কোথায় নির্বাসিত করা হয়?
- ২৬ বছরের জন্য আন্দামানে
৫৫) নাসিক ষড়যন্ত্র মামলা কার হত্যার সাথে যুক্ত?
- জেলা ম্যাজিস্ট্রেট মি. জ্যাকসন
৫৬) মিঃ জ্যাকসনকে কে বা কারা হত্য করেন?
- বিনায়ক এর প্রেরিত অস্ত্রের সাহায্যে ১৯০৯ সালের ২১ ডিসেম্বর অনন্ত লক্ষন কানহেরি। এর সহযোগীতা করেন বিনায়ক নারায়ন দেশপান্ডে ও গোপাল কৃষ্ণ কার্ভে।
৫৭) মিঃ জ্যাকসনের হত্যাকারীদের কি শাস্তি দেওয়া হয়?
- অনন্ত লক্ষ্মন কানহেরী, বিনায়ক নারায়ন দেশপান্ডে ও গোপালকৃষ্ণ কার্ভেকে মৃত্যুদন্ডে দন্ডিত করা হয়। এবং বিনায়ক সাভারকাকে ১৯১০ সালে গ্রেপ্তার করে ২৬ বছরের জন্য আন্দামানে নির্বাসিত করা হয়। এটি নাসিক ষড়যন্ত্র মামলা নামে পরিচিত।
৫৮) নাসিক ষড়যন্ত্র মামলায় প্রধান আসামি কে ছিলেন?
- বিনায়ক দামোদর সাভারকর
৫৯) গণেশ সাভারকরের বিচার কে করেছিলেন?
- নাসিকের জেলাশাসক মিঃ জ্যাকসন
৬০) ‘বন্দেমাতরম' পুস্তকটির রচয়িতা কে?
- বিনায়ক দামোদর সাভাকর (লন্ডনে, ১৯০৯ সালে)
৬১) ১৯১৯ সালের গোড়ার দিকে তিনি গান্ধীবাদি নেতা ছিলেন কিন্তু পরবর্তীকালে তিনি প্রবল সাম্প্রদায়িক ব্যক্তিত্বে পরিনত হন- এখানে তিনি কে?
- বিনায়ক দামোদর সাভারকর
৬২) প্রথম কোন বিপ্লবী জেলবন্দী হন?
- সাভারকর
৬৩) স্বাধীনতা সংগ্রামে সবথেকে বেশীদিন কে জেলে ছিলেন?
- বিনায়ক দামোদর সাভারকর
৬৪) ভিডি সাভারকরকে তার সমগ্র জীবনে কতবার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, যা সমগ্র বিশ্বের প্রথম এবং অনন্য শাস্তি ছিল?
- 2 বার
৬৫) 1910 সালে ভিডি সাভারকারের বিচারের জন্য তাকে ইংল্যান্ড থেকে ভারতে আনা হয়েছিল। ভারতে তার বিরুদ্ধে কতটি মামলার বিচার হয়েছিল?
- 3
৬৬) ভি ডি সাভারকরকে প্রথম যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় কবে?
- 23 ডিসেম্বর 1910 (মতান্তরে 24 ডিসেম্বর 1910)
৬৭) সাভারকরকে দ্বিতীয়বার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় কবে?
- 30 জানুয়ারী 1911 (মতান্তরে 31 জানুয়ারী 1911)
৬৮) ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে, বীর সাভারকরকে মুক্তি দেওয়ার জন্য একটি প্রস্তাব পাস করা হয়েছিল, যে জন্য তার মুক্তির পথ প্রশস্ত হয়েছিল?
- কাকিনাড়া অধিবেশন
৬৯) 1910 খ্রিস্টাব্দে কোন জাহাজ ভিডি সাভারকরকে ইংল্যান্ড থেকে ইডেনে নিয়ে আসে?
- এস এস মোরিয়া বা এস. এস মৌর্য
৭০) ভি ডি সাভারকরকে কোন জাহাজে করে ইডেন থেকে মুম্বাই আনা হয়েছিল?
- এস এস স্বস্তি
৭১) ব্রিটিশদের বন্দিদশা থেকে মুক্ত হতে 1910 সালের 8 জুলাই বীর সাভারকর কোথায় সমুদ্রে ঝাঁপ দিয়ে পলায়নের চেষ্টা করেন?
- ফ্রান্সের মার্সেই বন্দরের কাছে
৭২) ব্রিটিশদের বন্দিদশা থেকে মুক্ত হতে 1910 সালের 8 জুলাই বীর সাভারকর কোন জাহাজ থেকে ঝাঁপ দিয়ে পলায়নের চেষ্টা করেন?
- এস.এস. মোরিয়া
৭৩) কোন মামলায় ভিডি সাভারকরকে 1911 সালে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বিখ্যাত সেলুলার জেলে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল?
- নাসিক ষড়যন্ত্র মামলা
৭৪) 1911 সালে, ভিডি সাভারকারকে দ্বিতীয়বার যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করার পর, তাকে চারটি ভিন্ন কারাগারে রাখা হয়েছিল। সেই বিভিন্ন কারাগারে রাখার ক্রম কোনটি?
- ডংরি জেল, বাইকুল্লা জেল, থানে জেল, আন্দামান জেল
৭৫) সাভারকারকে যখন বিলেত থেকে ভারতে আনা হয়েছিল তার বিচারের জন্য, তখন কে ভারতে তার পক্ষে ওকালতি করেন?
- জোসেফ ব্যাপটিস্তা, গোবিন্দরাও গাডগিল, মিঃ রাংনেকর ও শ্রী চিত্রে
৭৬) দামিলি শব্দটি নিচের কোন মুক্তিযোদ্ধার সাথে যুক্ত?
- বীর সাভারকর
(যাদেরকে কালাপানির সাজা দেওয়া হত তাদেরকে দামিলি বলা হত)
৭৭) কোন বিপ্লবী ব্যক্তিত্বকে তার জীবনে দুবার যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়, প্রথমবার 24 ডিসেম্বর 1910 এবং দ্বিতিয়বার 31 জানুয়ারী 1911 সালে; যা ছিল পৃথিবীর ইতিহাসে এক অনন্য শাস্তি?
- বীর সাভারকর
(তিনি মহারাষ্ট্রের নাসিক জেলায় জন্মগ্রহণ করেন। তাঁকে স্বাধীনতাবীর ও 'বীর সাভারকর' বলে সম্বোধন করা হয়। তিনি ছিলেন একজন বিপ্লবী, চিন্তাবিদ, দক্ষ লেখক, কবি, বাগ্মী বক্তা, দূরদর্শী রাজনীতিবিদ, ইতিহাসবিদ।)
৭৮) 1924 সালের 6 জুলাই সাভারকারকে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছিল। এই মুক্তির শর্তগুলি কি কি ছিল?
- ক) তাকে শুধুমাত্র রত্নাগিরি জেলায় থাকতে হবে
খ) সাধারণ পরিস্থিতিতে রত্নাগিরি জেলার সীমার বাইরে যেতে হলে সরকারি অনুমতি নিতে হবে
গ) সংকটের সময় জেলার বাইরে যেতে হলে জেলা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অনুমতি প্রয়োজন।
ঘ) সরকারের অনুমোদন ছাড়া ব্যক্তিগতভাবে বা প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে না
৭৯) কোন হিন্দু নেতা রাজাগোপালাচারী সূত্রের তীব্র সমালোচনা করেছিলেন?
- বীর সাভারকর
৮০) গান্ধী হত্যা নিয়ে বিতর্কের সময় কে বলেছিল যে নাথুরাম গডসে ছিল একটা পুতুল, বাবা আমতে ছিলেন মস্তিষ্ক আর সাভারকর ছিলেন পথপ্রদর্শক?
- সি কে দপ্তরী
৮১) হিন্দুরাষ্ট্রের পরিকল্পনাকে কে জনপ্রিয় করে তোলেন?
- বিনায়ক দামোদর সাভারকর
৮২) হিন্দু পুনরুজ্জীবনবাদের প্রধান প্রবক্তা কে?
- বিনায়ক দামোদর সাভারকর
৮৩) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 28 মে 2023 তারিখে কার জন্মবার্ষিকীতে নতুন সংসদ ভবন উদ্বোধন করেন?
- বীর সাভারকর
৮৪) সম্প্রতি কোন রাজ্যের স্কুল পাঠ্যক্রমে সাভারকরের উপর লেখা একটি অধ্যায় যুক্ত করা হয়েছে?
- মধ্যপ্রদেশ
৮৫) মহারাষ্ট্র সরকার সম্প্রতি কোন বিপ্লবী নেতার জন্মদিন স্বতন্ত্রবীর গৌরব দিবস হিসেবে পালিত হবে বলে ঘোষণা করেছে? ,
- ভি ডি সাভারকর
(জন্মদিন- 28 মে 1883)
মিত্রমেলা ও বিনায়ক দামোদর সাভারকর প্রথম পর্ব>>>>
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
অভিনব ভারত। বিনায়ক দামোদর সাভারকর।
First war of Indian Independence 1857। মদনলাল ধিংড়া। স্বাধীনতাবীর। ইন্ডিয়া হাউস।
নাসিক ষড়যন্ত্র মামলা।