Type Here to Get Search Results !

কেশবচন্দ্র সেন দ্বিতীয় পর্ব [[Kesob Chandra ]

 

কেশবচন্দ্র সেন

Set by – Manas Adhikary

কেশবচন্দ্র সেন দ্বিতীয় পর্ব। Keshab Chandra Sen Part – I I

কেশবচন্দ্র সেন। ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ। ব্রহ্মানন্দ উপাধি। বাল্যবিবাহ নিষিদ্ধকরণ আইন। নববিধান ব্রাহ্মসমাজ। ইন্ডিয়ান মিরর। বামাবোধিনী। মদ না গরল। নেটিভ ম্যারেজ অ্যাক্ট।

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম সমাজ সংস্কারক কেশবচন্দ্র সেন। এই পর্বে থাকছে কেশবচন্দ্র সেন সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।   পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

কেশবচন্দ্র সেন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Keshab Chandra Sen MCQ. 

 

১) কোন গ্রন্থ পড়ে কেশব চন্দ্র সেন ব্রাহ্ম ধর্মের প্রতি আকৃষ্ট হয়?

- রাজশেখর বসুর লেখা ‘What is bramyanism’

২) কেশবচন্দ্র সেন কবে ব্রাহ্মসমাজের সদস্যপদ গ্রহণ করেন?
- 1857
(তখন ব্রাহ্ম সমাজের অধ্যক্ষ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর)

৩) কেশব চন্দ্র সেন কবে ব্রাহ্মধর্মে দীক্ষিত হন?

- ১৮৫৭ সালে

৪) কেশব চন্দ্র সেনকে 'ব্রহ্মানন্দ' উপাধি কে করে দেন?

- দেবেন্দ্রনাথ ঠাকুর, ১৮৬২ সালে

৫) ব্রাহ্মধর্ম সাধনায় কে সংকীর্ত্তন যুক্ত করেছিলেন?  

- কেশব চন্দ্র সেন

৬) কে ব্রাহ্মসমাজের আন্দোলনকে সর্বভারতীয় আন্দোলনে পরিণত করেছিলেন?
- কেশবচন্দ্র সেন

৭) সারা ভারত ভ্রমন করে জাতীয় চেতনা জাগ্রত করে প্রথম কে?

- কেশব চন্দ্র সেন
৮) কাকে তার অনুগামীরা  পয়গম্বর হিসাবে মান্যতা দিয়েছিলেন?
- কেশবচন্দ্র সেন

৯) ব্রাহ্ম নেতাদের মধ্যে নারী প্রগতির অন্যতম প্রবক্তা কে ছিলেন?

- কেশব চন্দ্র সেন

১০) কার প্রচেষ্টায় 1891 খ্রিস্টাব্দে বাল্যবিবাহ নিষিদ্ধকরণ আইন পাস হয়?
-  কেশবচন্দ্র সেন   বাহরামজি মালাবাড়ি

১১) কোন ইস্যুতে ১৮৭৮ সালে কেশব চন্দ্র সেনের ব্রাহ্মসমাজ ভাগ হয়ে যায়?  

- ব্রাহ্মসমাজ বাল্যবিবাহের বিরোধিতা করেছিল। কিন্তু কেশব চন্দ্র সেন নিজের মেয়েকে কম বয়সে (বিবাহযোগ্যা হবার পূর্বেই) বিবাহ দেন। এটা সবাই মেনে নিতে পারেন নি।

১২) কেশব চন্দ্র সেনের কন্যা সুনীতি দেবীর সঙ্গে কুচবিহারের কোন মহারানার বিবাহ হয়?

- মহারাজা নৃপেন্দ্র নারায়ন

১৩) ভারতীয় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
- কেশবচন্দ্র সেন
১৪) 1866 সালে কেশবচন্দ্র সেন তাঁর সমর্থকরা কোন সমাজ গঠন করেছিলেন?
- ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ
১৫) 1878 সালে ব্রাহ্মসমাজ বিভক্ত হওয়ার পর কেশবচন্দ্র সেনের সমাজকে কী বলা হতো?

- নববিধান ব্রাহ্মসমাজ  (কেশবচন্দ্র সেন)


১৬) ব্রাহ্ম সমাজের ইংরেজী মুখপত্রের নাম কী?

- ইন্ডিয়ান মিরর (পাক্ষিক)

১৭) ইন্ডিয়ান মিরর কবে প্রকাশিত হয়?

- 1961 সালে

১৮) ইন্ডিয়ান মিরর পত্রিকা প্রকাশে কে আর্থিক সহযোগিতা করেছিলেন?

- দেবেন্দ্রনাথ ঠাকুর

১৯) ইন্ডিয়ান মিরর পত্রিকা প্রকাশে কে মুখ্য ভুমিকা গ্রহন করেছিলেন?

- মনমোহন ঘোষ (বিখ্যাত ব্যারিস্টার লালমোহন ঘোষের দাদা)  

২০) ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিলেন?  

- কেশব চন্দ্র সেন  

২১) সুলভ সমাচার পত্রিকাটি কে প্রকাশ করেন?

- কেশব চন্দ্র সেন

২২) মহিলাদের জন্যবামাবোধিনী পত্রিকা প্রকাশ করেন কে?
- কেশবচন্দ্র সেন

২৩) ‘মদ না গরল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?  

- কেশব চন্দ্র সেন

২৪) কে কোরান এর বঙ্গানুবাদ করেন?

- কেশব চন্দ্র সেনের ভাই গিরীশ চন্দ্র সেন

২৫) সঙ্গত সভা কে কত সালে প্রতিষ্ঠা করেন?

- কেশব চন্দ্র সেন ১৮৬০ সালে

২৬) নিপীড়িত মানুষের জনসেবার আদর্শ প্রচার করার জন্য কেশৰ চন্দ্ৰ সেন কি গড়ে তোলেন?

- সঙ্গতসভা

২৭) "Indian Redorm Association" -কে গঠন করেন?  

- কেশব চন্দ্র সেন।

২৮) "Tabernacle of new dispensation" কে প্রতিষ্ঠা করেন?  

- কেশব চন্দ্র সেন

২৯) ব্রাম্ভিকা সমাজ কে গঠন করেন?

- কেশব চন্দ্র সেন।

৩০) ব্রাহ্মবন্ধু সভা কে প্রতিষ্ঠা করেন?

- কেশব চন্দ্র সেন

৩১) বামা হিতৈষিনী সভা কে প্রতিষ্ঠা করেন?  

- কেশব চন্দ্র সেন

৩২) প্রার্থনা সমাজ গড়ে তোলায় কে আত্মারাম পান্ডুরঙ্গকে সাহায্য করেন?  

- কেশব চন্দ্র সেন

৩৩) বেদ সমাজ কে প্রতিষ্ঠা করেন?
- কেশবচন্দ্র সেন
৩৪) কেশবচন্দ্র সেন কোথায় বেদ সমাজ প্রতিষ্ঠা করেন?
- মাদ্রাজ
৩৫) কেশবচন্দ্র সেন কবে বেদ সমাজ প্রতিষ্ঠা করেন?  
- 1864

৩৬) ভিক্টোরিয়া ইনস্টিটিউশান কে প্রতিষ্ঠা করেন?  

- কেশব চন্দ্র সেন।

৩৭) দেশীয় বিবাহ আইন কবে পাশ হয়?   

- 1872 সালে

৩৮) 1872 সালে নেটিভ ম্যারেজ অ্যাক্ট (দেশীয় বিবাহ আইন) পাস করার ক্ষেত্রে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন?
- কেশবচন্দ্র সেন

৩৯) সিভিল ম্যারেজ আইন বা তিন আইন পাশ হয় কার আন্দোলনের ফলে?  

- কেশব চন্দ্র সেন (1872)

৪০) কার প্রচেষ্টায় অসবর্ন বিবাহ চালু হয়?   

- কেশব চন্দ্র সেন

৪১) কেশব চন্দ্র সেন তার সমসাময়িক কোন সমাজ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না?  

- নব্য হিন্দু আন্দোলন (কারন তিনি ব্রাহ্মন ছিলেন)

৪২) কাকে ভারতের শ্রেষ্ঠতম সন্তান বলা হয়েছে?  

 - কেশব চন্দ্র সেন

৪৩) "Our position is not that truths are to be found in all religions, but that all established religions of the world are true"- উক্তিটি কার?

- কেশব চন্দ্র সেন

 

 কেশবচন্দ্র সেন প্রথম পর্ব >>>>

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 

কেশবচন্দ্র সেন। ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ। ব্রহ্মানন্দ উপাধি। বাল্যবিবাহ নিষিদ্ধকরণ আইন। নববিধান ব্রাহ্মসমাজ। ইন্ডিয়ান মিরর। বামাবোধিনী। মদ না গরল। নেটিভ ম্যারেজ অ্যাক্ট।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad