Type Here to Get Search Results !

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম পর্ব [ Ishwarchandra Vidyasagar]

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

Set by - Manas Adhikary

 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম পর্ব। Vidyasagar 1st Part.

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিধবাবিবাহ। কুলীনপ্রথার বিলুপ্তিকরন। হিন্দু ফ্যামিলি অ্যানুইটি ফান্ড। নারী শিক্ষা। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর। মধ্যযুগের বিদ্যাসাগর।  মেট্রোপলিটন ইনস্টিটিউট। বেথুন স্কুল। ফোর্ট উইলিয়াম কলেজ। সংস্কৃত কলেজ। বিদ্যাসাগরী সাট। কাৰ্ম্মচিৎ উপযুক্ত ভাইপোষ্য। ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী। আধুনিক বাংলা ভাষার পথপ্রদর্শক। বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী।

 

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম পর্ব।  এই পর্বে থাকছে  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কিত সংক্ষিপ্ত অলোচনা ও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা। পরবর্তী পর্বে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কিত আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করবো। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

বিদ্যাসাগর সংক্ষিপ্তরূপ ও অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। About Vidyasagar & MCQ.

 

বাংলার সমাজ সংস্কারের অন্যতম পথিকৃৎ ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1820 সালে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে বিদ্যাসাগর জন্মগ্রহন করেন। হিন্দু সামাজে প্রচলিত কৌলিন্য প্রথা, পুরুষের বহুবিবাহ এবং সমাজে প্রচলিত বাল্য বিবাহ তাঁকে ভাবিত করে তোলে। পন্ডিত ঈশ্বরচন্দ্র এইসব কুপ্রথার বিরুদ্ধে প্রতিবাদ করেন। তিনি এজন্য জনমত গঠনের চেষ্টা করেন। রামনারায়ন তর্করত্ন ‘কুলীনকুল সর্বস্ব নামক নাটক  লিখে জনমত প্রভাবিত করেন। 1860 সালে হিন্দুসমাজ সংস্কারের জন্য সরকারী আইন রচনার দরকার আছে কিনা তা জানার জন্য সরকার একটি তদন্ত কমিটি স্থাপন করেন। ঈশ্বরচন্দ্র এই সমিতির সদস্য হিসাবে এইরূপ আইনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। যদিও অন্যান্য সদস্যরা অন্যমত দেন। কৌলিন্য প্রথার ও পুরুষের বহু বিবাহের ভয়াবহ পরিনাম লক্ষ্য করে তিনি এই প্রথাগুলি দূর করার আপ্রান চেষ্টা করেন। এই সময় নারীদের প্রতি অমানবিক ব্যবহারের প্রতিবাদে শান্তিপুর ও চূঁচূড়া প্রভৃতি স্থান থেকে কোন কোন নারী সংবাদপত্রে প্রতিবাদমূলক লেখা প্রকাশ করা হত। বিদ্যাসাগর এই প্রতিবাদকে দৃঢ়ভাবে সমর্থন করেন। ঈশ্বরচন্দ্রের প্রধান সংস্কার ছিল বিধবা বিবাহের স্বপক্ষে আন্দোলন। তিনি বিধবা বিবাহের স্বপক্ষে আইন রচনার জন্য জনমত গঠন করেন। তিনি শাস্ত্র থেকে বিধবা বিবাহের স্বপক্ষে যুক্তি তুলে ধরেন সাধারন মানুষের কাছে। তিনিই 987 জন বিজ্ঞ লোকের স্বাক্ষরযুক্ত এক আবেদন দ্বারা বিধবা বিবাহের স্বপক্ষে আইন রচনার জন্য সরকারকে অনুরোধ জানান। তাঁরই প্রেরনায় বড়লাট লর্ড ক্যানিং 1856 সালে হিন্দু বিধবা বিবাহ আইন পাশ করেন। বিদ্যাসাগর নারীশিক্ষা বিস্তারের জন্যও বিশেষ পদক্ষেপ গ্রহন করেন। তিনি এজন্য 35টি বিদ্যালয় স্থাপন করেছিলেন। বিদ্যাসাগর অত্যন্ত তেজস্বী ও নির্ভীক লোক ছিলেন। তিনি ভারতীয় বলে নিজেকে শ্বেতাঙ্গদের অপেক্ষা ক্ষীন বলে মনে করতেন না। তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ হলেও কখনও ধুতি-চাদর ত্যাগ করে বিলাতি পোষাক পরে বাড়লাট ও উচ্চ কর্মচারীদের কাছে যেতেন না। তাঁর তেজস্বিতা ও স্বদেশপ্রেম ছিল সকলের কাছে আদর্শের বিষয়। তিনি মাতৃভাষা শিক্ষার জন্য বর্ণ পরিচয় রচনা করেন যা আজও প্রতিটি বাঙালির ঘরে সমাদৃত। তিনি বাংলা গদ্য রচনার সুললিত ধারার প্রবর্তন করেন। তাঁর সীতার বনবাস ও শকুন্তলার পতিগৃহে যাত্রা প্রভৃতি রচনা বাংলা সাহিত্যের সম্পদ।

প্রশ্নোত্তরপর্ব

১) বিদ্যাসাগর কত সালে কোথায় জন্মগ্রহন করেন?

- 1820 সালে মেদিনীপুরের বীরসিংহ গ্রামে

২) কোন ধর্মসংস্কারকের পুত্রবধূ  ছিলেন একজন বিধবা মহিলা? 

-  বিদ্যাসাগর

৩) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম কোন কোন কাজের সাথে সম্পর্কযুক্ত ছিলেন?

- বিধবা পুনর্বিবাহ, কুলীনপ্রথার  বিলুপ্তিকরন, নারী শিক্ষা

৪) কোন প্রদেশটি পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিধবা পুনর্বিবাহের কাজে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিল?

- বর্ধমান

৫) কোন সমাজ সংস্কারক 'বিধবা পুনর্বিবাহ সমিতি' প্রতিষ্ঠা করেন?

- বিষ্ণু শাস্ত্রী

৬) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা পুনর্বিবাহের বহুল প্রচলন করতে এবং বিধিবদ্ধ সুরক্ষা পাওয়ার জন্য ভারত সরকারের কাছে একটি আবেদন পাঠিয়েছিলেন, যেখানে কতজন ব্যক্তির স্বাক্ষর ছিল?

- 984

৭) বিদ্যাসাগর বহুবিবাহ বাল্যবিবাহ ও বিধবা বিবাহ ব্যাপারে কোথা থেকে উদ্ধৃতি নিয়ে নিজের মতামতের যৌক্তিকতা প্রদর্শন করেন?

- পরাশর সংহিতা

৮) 1856 খ্রিস্টাব্দ থেকে 1867 খ্রিস্টাব্দের মধ্যে বিদ্যাসাগর মোট কতজন বিধবাকে বিবাহ দেন ?

- 60 জন

৯) কে হিন্দু ফ্যামিলি অ্যানুইটি ফান্ড প্রতিষ্ঠা করেন?

- বিদ্যাসাগর (এর মাধ্যমে বিধবা বিবাহের প্রচার ও দরিদ্র বিধবাদের সাহায্য করতেন)

১০) বিদ্যাসাগর কত বছর বয়সে বিধবাবিবাহ আন্দোলনের সূচনা করেন?

- 21 বছর

১১) বিদ্যাসাগর যে প্রথম বিধবা বিবাহ দেন সেই বিবাহের পাত্র-পাত্রীর নাম কী ছিল?

- পাত্র-শ্রীশ চন্দ্র বিদ্যারত্ন (সংস্কৃত কলেজের অধ্যাপক) এবং পাত্রী- 11 বছরের কালিমতী দেবী

১২) বিদ্যাসাগর বিধবা বিবাহের পিছনে মোট কতটাকা খরচ করেন?

- 82000 টাকা

১৩) বিদ্যাসাগর বাল্যবিবাহের বিরোধিতা করে কোন পত্রিকায় প্রবন্ধ রচনা করেন?

- সর্বশুভকারী (প্রবন্ধটির নাম বাল্যবিবাহের দোষ)

১৪) কুলীন কুল সর্বস্ব নাটকের মাধ্যমে কৌলিন্য প্রথা জনিত বহুবিবাহের কুফল উদঘাটন করেন কে?

- রাম নারায়ণ তর্করত্ন

১৫) কার প্রচেষ্টায় পুনর্বিবাহ আইন 1856 সালে পাশ হয়েছিল?

- বিদ্যাসাগরের প্রচেষ্টায় ডালহৌসির  উদ্যোগে। (তবে এই আইনটি প্রনয়ন করেন ক্যানিং)

১৬) কার প্রচেষ্টায় 1891 খ্রিস্টাব্দে বাল্যবিবাহ নিষিদ্ধকরণ আইন পাস হয়?

- কেশবচন্দ্র সেন, বাহরামজি মালাবারি

১৭) ঈশ্বরচন্দ্র যখন গ্রাম্য পাঠশালায় পড়তেন তখন তার পিতার মাসিক বেতন কত ছিল?

- 8 টাকা

১৮) সমাজ সংস্কারকদের মধ্যে কে সংস্কৃত ভাষায় তার দক্ষতার জন্য পরিচিত?

- রাজা রাম মোহন রায়, দয়ানন্দ সরস্বতী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

১৯) বিদ্যাসাগর স্বল্প বেতনে শিক্ষার ব্যবস্থা করেন কেন ?

- বাঙালি মধ্যবিত্ত যুবকদের কাছে যাতে উচ্চশিক্ষার দরজা বন্ধ না হয়

২০) বিদ্যাসাগর নিজে উদ্যোগে কতগুলি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন?

- 35 টি

২১) বিদ্যাসাগর নিজে উদ্যোগে কতগুলি আদর্শ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন?

- 20টি 

২২) বীরসিংহ গ্রামে বিদ্যাসাগর কয়টি বিদ্যালয় স্থাপন করেন?

- একটি। তাঁর মা ভগবতী দেবীর নামানুসারে

২৩) নরম্যাল স্কুল কে প্রতিষ্ঠা করেন?

- বিদ্যাসাগর

২৪) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর  নিজ খরচায় কলকাতায় কোন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন?

- মেট্রোপলিটন ইনস্টিটিউশন

২৫) কোন উদ্দেশ্যে বিদ্যাসাগর মেট্রোপলিটন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন

- উচ্চশিক্ষার উদ্দেশ্যে

২৬) 1849 সালে কলকাতায় প্রথম হিন্দু স্কুল ফর গার্লস কে প্রতিষ্ঠাতা করেন?

- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

২৭) সুরেন্দ্রনাথ বিদ্যাসাগর মহাশয়ের মেট্রোপলিটান কলেজে কোন বিষয়ে অধ্যাপক পদে নিযুক্ত হন?

- ইংরেজি

২৮) কে একটি হিন্দু বালিকা বিদ্যালয়ের সম্পাদক পদে নিযুক্ত ছিলেন এবং যে বিদ্যালয়টি পরবর্তীকালে  বেথুন ফিমেল স্কুল হিসাবে পরিচিত হয়?

- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর  (ডিস্ক ওয়াটার বেথুনের পৃষ্ঠপোষকতায় এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এর বর্তমান নাম বেথুন স্কুল)

২৯) বিদ্যাসাগর করে ফোর্ট উইলিয়াম কলেজে প্রধান পন্ডিতের পদে (অধ্যক্ষ পদে ) নিযুক্ত হন?

-  1841 সালে

৩০) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরী গ্রহন করেছিলেন?

- সংস্কৃত কলেজ

৩১) কার নেতৃত্বে সংস্কৃত কলেজ পঠন-পাঠন চালু হয়?

- হেমান হেরাস উইলসন (সবাই বিদ্যাসাগর ভেবে ভুল করি)

৩২) কত খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজে ইংরেজিকে আবশ্যিক বিষয় করেন?

- 1853 খ্রিস্টাব্দে

৩৩) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজের দায়িত্ব থেকে ইস্তফা দেন কেন?

- কলেজের শিক্ষকদের রক্ষণশীল ভূমিকার কারণে 

৩৪) সংস্কৃত প্রেস ডিপোজিটারি কে প্রতিষ্ঠা করেন?

- বিদ্যাসাগর

৩৫) বিদ্যাসাগর কবে সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদে নিযুক্ত হন?

- 1851 সালে 22 শে জানুয়ারি

 

 

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিতীয় পর্ব>>>>

 

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিধবাবিবাহ। কুলীনপ্রথার বিলুপ্তিকরন। হিন্দু ফ্যামিলি অ্যানুইটি ফান্ড। নারী শিক্ষা। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর। মধ্যযুগের বিদ্যাসাগর।  মেট্রোপলিটন ইনস্টিটিউট। বেথুন স্কুল। ফোর্ট উইলিয়াম কলেজ। সংস্কৃত কলেজ। বিদ্যাসাগরী সাট। কাৰ্ম্মচিৎ উপযুক্ত ভাইপোষ্য। ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী। আধুনিক বাংলা ভাষার পথপ্রদর্শক। বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad