Type Here to Get Search Results !

স্বামী বিবেকানন্দ দ্বিতীয় পর্ব [Swamiji]

 স্বামী বিবেকানন্দ

set by - Manas Adhikary

স্বামী বিবেকানন্দ দ্বিতীয় পর্ব। Swami Vivekananda 2nd Part.

স্বামী বিবেকানন্দ। নরেন্দ্রনাথ দত্ত। বীরেশ্বর। রাষ্ট্রীয় যুব দিবস। শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলন। বেদান্ত সোসাইটি। শান্তি আশ্রম। তুফানী হিন্দু। হিন্দুদের নেপোলিয়ন। নব্য-হিন্দু ধর্মের প্রতিষ্ঠাতা। রামকৃষ্ণ মিশন। ভারতীয় জাতীয়তাবাদের জনক।

 

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম সমাজ সংস্কারক স্বামী বিবেকানন্দ দ্বিতীয় পর্ব।  এই পর্বে থাকছে স্বামী বিবেকানন্দ সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা। পরবর্তী পর্বে স্বামী বিবেকানন্দ সম্পর্কিত আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করবো। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

স্বামী বিবেকানন্দ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Swami Vivekananda MCQ.

 


৫২) স্বামী বিবেকানন্দ রচিত গ্রন্থগুলির নাম লেখ।

- বর্তমান ভারত, জ্ঞানযোগ, পরিব্রাজক, রাজযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, পত্রাবলি।

৫৩) স্বামী বিবেকানন্দ প্রকাশিত দুটি পত্রিকার নাম লেখ?

- উদ্বোধন এবং প্রবুদ্ধ ভারত।

৫৪) বিবেকানন্দ কোন ভাষায় 'প্রবুদ্ধ ভারত' পত্রিকাটি সম্পাদনা করেছিলেন?

- ইংরেজি

৫৫) 'আমি একজন সমাজতান্ত্রিক' বইটি কে লিখেছেন?

- স্বামী বিবেকানন্দ

৫৬) কোন বিখ্যাত সমাজ সংস্কারক  জ্ঞানযোগ কর্মযোগ ও রাজযোগ নামক পুস্তিকা রচনা করেন?

- স্বামী বিবেকানন্দ

৫৭) বাস্তবিক বেদান্তের প্রবক্তা কে?

- স্বামী বিবেকানন্দ

৫৮) কত সালে স্বামী বিবেকানন্দের 'কলম্বো থেকে আলমোড়ার বক্তৃতা' বইটি প্রকাশিত হয়েছিল?

- 1897

(পুস্তকটি তাঁর বক্তৃতার উপর ভিত্তি করে লেখা হয়েছিল)

৫৯) স্বামিজীর প্রথম শিষ্য ছিলেন স্বামী সদানন্দ। তিনি কোন স্টেশানের স্টেশান মাষ্টার ছিলেন?

- বৃন্দাবন থেকে হরিদ্বার যাওয়ার পথে অবস্থিত হাতরাস স্টেশান।

৬০) স্বামিজী তাঁর প্রিয় শিষ্যা এমিলি আস্পিলনকে কি নামে ডাকতেন?

- কল্যানী

৬১) স্বামিজী কাকে ‘বিরজা বলে ডাকতেন?

- শিষ্যা এডিথ অ্যালান

৬২) স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রানিত হয়ে কোন কোন বিদেশিনী ভারতবর্ষে এসেছিলেন?

- ভগিনী নিবেদিতা ও ওকাকুরা

৬৩) ভগিনী নিবেদিতা কার অনুরোধে  1898 সালে ভারতে আসেন?

- স্বামীজির

৬৪) সারদা দেবী কাকে বাংলার ছোট মেয়ে বলে অভিহিত করেন?

- ভগিনী নিবেদিতা

৬৫)  কার প্রতিষ্ঠিত  স্কুলের  শিক্ষার্থী  ছিল বিধবা এবং যুবতী মহিলা?

- ভগিনী নিবেদিতা

৬৬) ‘দ্য ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ’ বইটি কে লিখেছেন?

- ভগিনী  নিবেদিতা

৬৭) স্বামী বিবেকানন্দের বিখ্যাত শিষ্যা মার্গারেট নোবেল (সিস্টার নিবেদিতা) কোথাযকার নাগরিক ছিলেন?

- আয়ারল্যান্ড

৬৮) স্বামী বিবেকানন্দ কাকে ‘শেরনী’, রবীন্দ্রনাথ ঠাকুর ‘লোকমাতা’ এবং অরবিন্দ ঘোষ ‘অগ্নিশিখা’ বলে অভিহিত করেন?

- মারগারেট নোবেল (সিস্টার নিবেদিতা) 

৬৯) ভারতের প্রথম অঙ্কিত পতাকাটি কার শিষ্য অঙ্কিত করেন? 

- স্বামী বিবেকানন্দ

 (ভগিনী নিবেদিতা)

৭০) নিবেদিতার মতে স্বামিজী কোন ত্রিধারার সমন্বয়ে সংগঠিত ব্যক্তিত্ব?

- গুরু, গীতা ও গঙ্গা (শ্রীরামকৃষ্ণ, হিন্দুধর্ম ও ভারতবর্ষ)

৭১) স্বামী বিবেকানন্দের মূলমন্ত্র কি ছিল?

- জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর।

৭২) স্বামিজীর প্রিয় ছাগলছানা ও কুকুরের নাম কী ছিল?

- মটরু ও বাঘা

৭৩) স্বামিজী একটি স্তোত্র রচনা করেন। এই স্তোত্রটির নাম কী?

- অস্বাস্তোত্র

৭৪) স্বামিজী কার অনুরোধে ‘নাসদীয় সুত্র'টি অনুবাদ করেন?

- আচার্য জগদীশ চন্দ্র বোস

৭৫) বিখ্যাত গ্রন্থ ‘The Powers of Mind’ এর রচয়িতা কে? 

- স্বামী বিবেকানন্দ 

৭৬)  তাজমহল সম্বন্ধে স্বামিজী কি বলেছেন?

- ভারতীয় শিল্প এককালে কী অদ্ভূত উৎকর্ষই না লাভ করেছিল! এই অত্যাশ্চর্য সৌধের প্রতি বর্গ ইঞ্চি স্থান ধৈর্যসহকারে সারাদিন ধরিয়া দেখিতে হয় এবং সম্পূর্নরূপে ইহার সৌন্দর্য করিতে হইলে অন্তঃত ছয়মাস দরকার।

৭৭) স্বামী বিবেকানন্দ রক কোথায় অবস্থিত?

- কন্যাকুমারী

৭৮) কানাডার পর আমেরিকার কোন শহরে একটি রাস্তার নাম স্বামী বিবেকানন্দের নামে রাখা হয়েছে?

- চিকাগো

৭৯) রামকৃষ্ণ মিশনের প্রথম প্রেসিডেন্ট কে?

- স্বামী ব্রহ্মানন্দ

৮০) স্বামী বিবেকানন্দ তার শেষ সময়ে কার উপর মঠের দায়িত্ব দিয়েছিলেন?

- স্বামী ব্রহ্মানন্দ

৮১) কাকে হিন্দুদের নেপোলিয়ন বলা হয়?

- বিবেকানন্দ 

৮২) ভারতের 'তুফানী হিন্দু' কাকে বলা হয়?

- স্বামী বিবেকানন্দ

৮৩) কে বলেছিলেন ‘ভারতবর্ষকে জানতে হলে বিবেকানন্দকে পড়তে হবে?

- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর

৮৪) স্বামী বিবেকানন্দকে সৃষ্টির প্রতিভা বা সৃজনের প্রতিভা  বলে উল্লেখ করেছেন কে?

- রবীন্দ্রনাথ ঠাকুর

৮৫) কে স্বামিজীকে ‘ভারতীয় জাতীয়তাবাদের জনক বলেছিলেন?

 - ডঃ রমেশ চন্দ্র মজুমদার 

৮৬) কে বলেছে স্বামী বিবেকানন্দের ধর্ম হল সেই ধর্ম যা জাতীয়তাবাদের চেতনা দেয়?

- সুভাষ চন্দ্র বোস

৮৭) সুভাষ চন্দ্র বসু কাকে আধুনিক ভারতের নির্মাতা বলে অভিহিত করেছেন?

- স্বামী বিবেকানন্দ

৮৮) কে বিবেকানন্দকে 'আধুনিক জাতীয় আন্দোলনের আধ্যাত্মিক পিতা' বলে উল্লেখ করেছেন?

- সুভাষ চন্দ্র বসু

৮৯) সুভাষ চন্দ্র বসু কোন দুই পণ্ডিতের ধারণা দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত ছিলেন?

-বিবেকানন্দ এবং অরবিন্দ ঘোষ

৯০) কে বলেছিলেন যে - স্বামী বিবেকানন্দের ধর্ম এমন একটি ধর্ম যা জাতীয়তাবাদকে উত্সাহিত করেছিল?

- সুভাষ চন্দ্র বসু

৯১) কে বলেছেন স্বামী বিবেকানন্দ হলো গৌতম বুদ্ধের মত হৃদয়বান এবং শঙ্করাচার্যের বুদ্ধিমান?

- সুভাষ চন্দ্র বসু

৯২) রামকৃষ্ণ বিবেকানন্দ যুবজন সভা কে গঠন করেন?

- সুভাষ চন্দ্র বসু

৯৩) কে স্বামী বিবেকানন্দকে "মানবতার সম্মান" বলে অভিহিত করেছেন?

- উইলিয়াম জোন্স

৯৪) রামকৃষ্ণ-বিবেকানন্দ একই জীবনের দুটি অংশ এবং একই সময়ের দুটি দিক। রামকৃষ্ণ ছিলেন একটি অভিজ্ঞতা, বিবেকানন্দ হলেন তাঁর ব্যাখ্যা’ – বক্তা কে?

- রামধারী সিং দিনকর 

৯৫) স্বামী বিবেকানন্দ সম্পর্কে কে বলেছিলেন – ‘এই হিন্দু সন্ন্যাসীর সাথে দেখা করার পরে তাঁর চিন্তাভাবনা ভুলে যাওয়া কঠিন’?

- জে এল নেহেরু

৯৬) স্বামী বিবেকানন্দের গুরু কে ছিলেন?

- শ্রী রামকৃষ্ণ পরমহংস

৯৭) দক্ষিণেশ্বর সাধু নামে কে পরিচিত?

- রামকৃষ্ণ পরমহংস 

৯৮) স্বামী বিবেকানন্দের গুরু রামকৃষ্ণ পরমহংসকে 'রামকৃষ্ণ' উপাধি কে দিয়েছিলেন?

- তোতাপুরী

৯৯) স্বামী বিবেকানন্দ কাকে  প্রশ্ন করেছিলেন ‘আপনি কি ঈশ্বরকে দেখেছেন?’ সর্বপ্রথম কে তার এই প্রশ্নের উত্তরে ‘হ্যাঁ’ বলেছিলেন ?

- রামকৃষ্ণ পরমহংসদেব

(স্বামী বিবেকানন্দ এই প্রশ্নটি প্রথমবার দেবেন্দ্র নাথ ঠাকুরকে করেছিলেন কিন্তু তিনি ‘না’  উত্তর দিয়েছিলেন।)

১০০) কে বলেছেন - 'আমার শরীর পুরোটাই ভারত, এবং সমগ্র ভারত আমার দেহ।'

- স্বামী রামতীর্থ

১০১) যে জাতি নারীদের সম্মান করে না, সেই জাতির উন্নতি কোনদিন সম্ভব নহে। - বক্তা কে? 

- স্বামী বিবেকানন্দ

১০২) কে বলেছিলেন খালি পেটে ধর্ম হয় না?

- স্বামী বিবেকানন্দ

১০৩) কে বলেছিলেন ‘গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা অনেক ভালো?

- স্বামী বিবেকানন্দ

১০৪) কে বলেছে ছেলে মেয়ে উভয়কেই সমান শিক্ষা দিতে হবে?

- স্বামী বিবেকানন্দ

১০৫) কে বলেছেন - যে শিক্ষা মানুষের পরিপূর্ণতার প্রকাশ?

- স্বামী বিবেকানন্দ 

১০৬) ‘গর্বের সাথে বলো যে আমরা হিন্দু’ - উক্তিটি কার? 

- স্বামী বিবেকানন্দ

১০৭) ‘অলসতাই পাপ, অলসতাই মৃত্যু’ - উক্তিটি কার?

- স্বামী বিবেকানন্দ

১০৮) ) ‘ভারতের মৃত্যু ঘটলে সত্যের মৃত্যু ঘটবে'- কে বলেছিলেন?

- স্বামী বিবেকানন্দ

১০৯)  ‘হে ভারত ভুলিও না, তুমি জন্ম হইতে মায়ের জন্য বলি প্রদত্ত'- উক্তিটি কার?

- স্বামী বিবেকানন্দ

১১০) 'আমাদের ধর্ম রান্নাঘরে এবং আমাদের দেবতারা রান্নাঘরের রান্নার পাত্রে। সেদিন বেশি দূরে নয় যেদিন আমরা নিজেদের সংস্কার না করলে আমরা সবাই পাগলের ঘরে থাকব।'- উক্তিটি কার?

- স্বামী বিবেকানন্দ



স্বামী বিবেকানন্দ প্রথম পর্ব>>>> 

স্বামী বিবেকানন্দ তৃতীয় পর্ব >>>>

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

স্বামী বিবেকানন্দ। নরেন্দ্রনাথ দত্ত। বীরেশ্বর। রাষ্ট্রীয় যুব দিবস। শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলন। বেদান্ত সোসাইটি। শান্তি আশ্রম। তুফানী হিন্দু। হিন্দুদের নেপোলিয়ন। নব্য-হিন্দু ধর্মের প্রতিষ্ঠাতা। রামকৃষ্ণ মিশন। ভারতীয় জাতীয়তাবাদের জনক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad