Type Here to Get Search Results !

অনুশীলন সমিতি দ্বিতীয় পর্ব [AnushilanSamiti]

 

অনুশীলন সমিতি

Set by – Manas Adhikary

সভা ও সমিতির যুগ  দশম পর্ব।

অনুশীলন সমিতি। ব্যায়াম সমিতি। যুগান্তর পত্রিকা। ঢাকা অনুশীলন সমিতি। সতীশ চন্দ্র বসু। প্রমথনাথ মিত্র। পুলিনবিহারী দাস। বড়রা ডাকাতি। 

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সভা ও সমিতি  দশম পর্ব। এই পর্বে থাকছে  অনুশীলন সমিতি সম্পর্কিত কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর   পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা  সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 

অনুশীলন সমিতি  দ্বিতীয় পর্ব।  Anushilan Samiti MCQ. 



১) অনুশীলন সমিতি' কোন ধরনের সংগঠন ছিল?

- একটি বিপ্লবী সংগঠন

২) অনুশীলন সমিতি গড়ে উঠেছিল কার আদর্শকে অনুসরন করে?

- ঋষি বঙ্কিমচন্দ্রের অনুশীলন তত্ত্বের আদর্শে

৩) অনুশীলন সমিতি নামকরণ করা হয় কার প্রবন্ধ রচিত থেকে

- বঙ্কিমচন্দ্র চট্টপাধায় 

৪) অনুশীলন সমিতি নামটি যে উপন্যাস থেকে নেওয়া হয়েছে

- আনন্দ মঠ

৫) বাংলায় প্রথম বৈপ্লবিক সংগঠন কোনটি?

- অনুশীলন সমিতি  ( ভারতের প্রথম বৈপ্লবিক সংগঠন -মিত্রমেলা)

৬) অনুশীলন সমিতি কবে প্রতিষ্ঠিত হয়?

- 1902 সালে

৭) অনুশিীলন সমিতির নামকরন করেন কে?  

- নরেন্দ্রনাথ ভট্টাচার্য

৮) অনুশীলন সমিতির অনুশীলন তত্ত্বটি কোথা থেকে নেওয়া হয়েছে?

- বঙ্কিমচন্দ্রের অনন্দমঠ উপন্যাস থেকে

৯) বাংলায় অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন?

- সতীশ চন্দ্র বসু/ প্রমথনাথ মিত্র

১০) অনুশীলন সমিতি কোথায় গড়ে ওঠে?

- কোলকাতায় 12 নম্বর মদন মিত্র লেন। (মতান্তরে 32নম্বর মদন মিত্র লেন)

১১) অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন?

- ব্যারিষ্টার প্রমথনাথ মিত্র

১২) অনুশীলন সমিতির সহ-সভাপতি ছিলেন

- অরবিন্দ ঘোষ ও চিত্তরঞ্জন দাস

১৩) প্রথম দিকে অনুশীলন সমিতি কি হিসাবে গড়ে উঠেছিল?

- ব্যায়াম সমিতি

১৪) কবে থেকে অনুশীলন সমিতি একটি গোপন বিপ্লবী সংস্থায়

পরিণত হয়?

- 1905 খ্রিস্টাব্দে

১৫) স্বামীজির কোন গ্রন্থ অনুশীলন সমিতির সদস্যদের কাছে খুব জনপ্রিয় ছিল?

- রাজযোগ

১৬) অনুশীলন সমিতিতে গীতার ক্লাস কে নিতেন?

- রামকৃষ্ণ মিশনের স্বামী সারদানন্দ 

১৭) অনুশীলন সমিতির মুখপত্রের নাম কী ছিল?

- যুগান্তর

১৮) যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিলেন?

- ভুপেন্দ্রনাথ দত্ত

১৯) যুগান্তর পত্রিকার পরামর্শদাতা কে ছিলেন?

- অরবিন্দ ঘোষ

২০) ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেন?

- পুলিনবিহারী দাস

২১) ঢাকা অনুশীলন সমিতি কবে প্রতিষ্ঠিত হয়?

- 1905

২২) বড়রা ডাকাতির সাথে কোনটি সম্পর্কিত?

 - ঢাকা অনুশীলন সমিতি

২৩) কোন বছরে পূর্ববঙ্গের ঢাকা জেলায় পুলিন দাসের ঢাকা অনুশীলন সমিতি দ্বারা বড় ডাকাত মামলা হয়েছিল?

 - জুন, 1908

(02 জুন 1908)

২৪) মেদিনীপুরে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন?

- জ্ঞানেন্দ্র নাথ বসু 

২৫) পাটনায় অনুশীলন সমিতির একটি শাখা কে প্রতিষ্ঠা করেন?

- শচীন্দ্র নাথ সান্যাল

২৬) শচীন্দ্রনাথ সান্যাল কবে পাটনায় অনুশীলন সমিতির একটি শাখা প্রতিষ্ঠা করেন?

- 1913 সাল থেকে, সান্যাল ভারতে ব্রিটিশ রাজের সময় বিপ্লবী ধারণা জাগ্রত করার জন্য একটি প্রধান ভূমিকা পালন করেছিলেন। এই সময়ে তিনি পাটনায় অনুশীলন সমিতি নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করে

২৭) কোন সংগঠনের মূল উদ্দেশ্য ছিল রক্তের বিনিময়ে রক্ত?

- অনুশীলন সমিতি

২৮) 1902 সালে বাংলায় প্রতিষ্ঠিত ভারত অনুশীলন সমিতির একমাত্র মহিলা সদস্য

- সিস্টার নিবেদিতা

২৯) কাকে অনুশীলন সমিতি রাশিয়ায় পাঠিয়েছিল রুশ বিপ্লবীদের কাছ থেকে বোমা তৈরির শিল্প শিখতে?

- হেমচন্দ্র

৩০) তিনি অনুশীলন সমিতিতে যোগদান করেন এবং লাহোর ষড়যন্ত্র মামলায় তার বিচার হয়। তিনি 1921 সালে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনেও অংশ নেন। মাত্র 17 বছর বয়সে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য গ্রেফতার হন  এবং ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়, তিনি কে?

- যতীন দাস

৩১) অনুশীলন সমিতিকে কত সালে অবৈধ ঘোষণা করা হয়?

- 1908

 (1908 সালের 11 ডিসেম্বর)

৩২) বিপিন বিহারী গাঙ্গুলি কোন গুপ্ত সমিতির সাথে যুক্ত ছিল?

- আত্মোন্নতি সমিতি

৩৪) ভগিনী নিবেদিতা কোন বিপ্লবী গুপ্ত সমিতির সঙ্গে যুক্ত ছিলেন?

- অনুশীলন সমিতি

৩৫) ভারত অনুশীলন সমিতির নাম পরিবর্তন করে 'অনুশীলন সমিতি'  নাম কে রাখেন?

- ভগিনী নিবেদিতা

৩৬) পদ্ম ও ছুরি নামে সমিতি কে কবে স্থাপন করেন?

- অরবিন্দু ঘোষ

৩৭) কোন বিপ্লবী দলের ঠিকানার কোড ছিল?

- অনুশীলন সমিতি

৩৮) অনুশীলন সমিতি পরবর্তী সময়ে কোন দল গঠন করে?

- যুগান্তর দল

৩৯) অনুশীলন সমিতির কোন সদস্য সশস্ত্র আন্দোলন ও গুপ্ত হত্যার পক্ষপাতী ছিলেন?

- বারিন্দ্র কুমার ঘোষ

৪০) প্রথম কোনটি প্রতিষ্ঠিত হয়েছিল, যুগান্তর দল না যুগান্তর পত্রিকা?

- যুগান্তর পত্রিকা

৪১) যুগান্তর পত্রিকার নামটি কোথা থেকে নেওয়া হয়েছে?

- শিবনাথ শাস্ত্রী রচিত ‘যুগান্তর’ নামক উপন্যাস থেকে

৪২) যুগান্তর পত্রিকা কবে প্রকাশিত হয়

- 1906

(অনুশীলন সমিতি (বাংলার প্রথম বিপ্লবী সংগঠন) দ্বারা।) 

৪৩) কোন পত্রিকাটি বাংলার বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল?

- যুগান্তর

৪৪) যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে  ছিলেন? 

- ভূপেন্দ্র নাথ দত্ত

(স্বামী বিবেকানন্দের ভাই)

৪৫) কোন সংবাদপত্র স্বাধীনতা সংগ্রামের সময় বিপ্লবীদের সন্ত্রাসবাদকে সমর্থন করেছিল..?

-  সন্ধ্যা,  যুগান্তর, কাল

৪৬) স্বদেশি আন্দোলন এর সময়কালে বাংলার বিপ্লবী আন্দোলনের মুখপত্র হয়ে ওঠে কোন পত্রিকা?

- যুগান্তর

৪৭) ভারতের ঔপনিবেশিক নিপীড়ন এবং শোষণজনিত সমস্যাটি সমাধান শুধুমাত্র জনগণই  করতে পারে, ঔপনিবেশিক নিপীড়ন এবং শোষণ বন্ধ করতে ভারতে বসবাসকারী 30কোটি মানুষের 60 কোটি হাত ব্যবহার করা উচিত, শুধুমাত্র বলপ্রয়োগ বা  শক্তির দ্বারা ইহা বন্ধ করা যেতে পারে।-   কোন পত্রিকার বিবৃতি রচিত?

- যুগান্তর 

৪৮) সরকার যুগান্তর পত্রিকা নিষিদ্ধ করে 1908 সালে। তখন এই পত্রিকার প্রচার সংখ্যা  কত ছিল?

- পঁচিশ হাজার

৪৯) বাংলা ভাষায় প্রকাশিত সাপ্তাহিক বসুমতি পত্রিকার সম্পাদক কে ছিলেন

- বারিন্দ্র কুমার ঘোষ 

৫০) যুগান্তর দল কে প্রতিষ্ঠা করেন?

- বারীন্দ্র কুমার ঘোষ ও ভুপেন্দ্রনাথ দত্ত

৫১) বারীন্দ্র কুমার ঘোষ কে ছিলেন?

- অরবিন্দ ঘোষের ভাই

৫২) ভুপেন্দ্রনাথ দত্ত কে ছিলেন?

- স্বামী বিবেকানন্দের ভাই 

৫৪) যুগান্তর দল কত সালে প্রতিষ্ঠিত হয়?

-1906 সালে

৫৫) যুগান্তর দল কোন পত্রিকার মাধ্যমে বিপ্লবী ভারধারা প্রচার করতো?

- যুগান্তর, বন্দেমাতরম ও সন্ধ্যা পত্রিকা

৫৬) কোন সংবাদপত্র 1908 সালের প্রেস অ্যাক্টের শিকার হয়েছিল?

- যুগান্তর, বন্দে মাতরম, সন্ধ্যা

৫৮) সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন?

- ব্রহ্মবান্ধব উপাধ্যায়

৫৯) বন্দেমাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন?

- অরবিন্দ ঘোষ

৬০) বারীন্দ্র কুমার ঘোষের সাথে কোনগুলি  সম্পর্কিত ছিল?

- ভবানী মন্দির, যুগান্তর,  বর্তমান রননীতি 

 (1905 সালে ভবানী মন্দির এবং 1906 সালে ভূপেন্দ্র নাথ দত্তের সাথে 'যুগান্তর' নামে একটি পত্রিকা সম্পাদনা করেছিলেন। দ্বিতীয় বই  বর্তমান রননীতি 1907 সালের অক্টোবরে অবিনাশচন্দ্র ভট্টাচার্য দ্বারা প্রকাশিত হয়েছিল।)

৬১) যুগান্তর দলের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ছিল?

- 32 নম্বর মুরারি পুকুর রোড

৬২) যুগান্তর দলে কার উপর বোমা তৈরির দায়িত্ব ন্যস্ত করেছিল?

- উল্লাসকর দত্ত 

৬৪) 16 পূর্ববঙ্গের লেফটেন্যান্ট গভর্নরকে ব্যামফিল্ড ফুলারকে কোন স্টেশনে হত্যার চেষ্টা করেন যুগান্তর দলের সদস্য গণ

- নৈহাটি

৬৫) ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল  চাকি, যারা 30 এপ্রিল 1908 সালের মুজাফফরপুর বোমা ঘটনার সাথে জড়িত ছিলেন, তারা নিচের কোন সংগঠনের সাথে যুক্ত ছিলেন?

- যুগান্তর দলের

৬৬) যুগান্তর দলের কয়েকজন বিপ্লবীর নাম কর।

- বারীন্দ্রকুমার ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্ত, হেমচন্দ্র দাস কানুনগো, উল্লাসকর

দত্ত, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকী প্রমুখ 

৬৭) ক্ষুদিরাম বসুর করে ফাঁসি হয়েছিল?

- ১৯০৮ সালে ১১ ই আগষ্ট

৬৮) ফাঁসিতে শহীদ হওয়ার সময় ক্ষুদিরাম বসুর বয়স কত ছিল? 

- ১৯ বছর

৬৯) যুগান্তর দলের কোন বিপ্লবী বোমা তৈরি শিক্ষার জন্য প্যারিস যাত্রা  করেছিলেন?

- হেমচন্দ্র দাস কানুনগো

৭০) প্রফুল্ল চাকী কোন স্টেশনে মৃত্যুবরন করেন?

- মোকামা

৭১) কবে অনুশীলন সমিতি, যুগানতর দল, সুহৃদ সমিতি,বরতী সমিতি

ইত্যাদি কে নিষিদ্ধ করা হয়

- 1909

৭২) শ্রী সঙ্ঘ যুগান্তর দল কে গঠন করেন?

- অনিল রায়

 

 

 

অনুশীলন সমিতি প্রথম  পর্ব >>>> 

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 অনুশীলন সমিতি। ব্যায়াম সমিতি। যুগান্তর পত্রিকা। ঢাকা অনুশীলন সমিতি। সতীশ চন্দ্র বসু। প্রমথনাথ মিত্র। পুলিনবিহারী দাস। বড়রা ডাকাতি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad