Type Here to Get Search Results !

জাতীয় কংগ্রেস দ্বিতীয় পর্ব [ Congress]

 

জাতীয় কংগ্রেসের কিছু গুরুত্বপূর্ন অধিবেশন

Set by- Manas Adhikary

কংগ্রেস দ্বিতীয় পর্ব।  Indian National Congress Part – II

জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেসের  গুরুত্বপূর্ন অধিবেশন। কংগ্রেসের প্রথম অধিবেশনে কতজন উপস্থিত হন। জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতিপ্রথম ইংরেজ সভাপতি কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সর্বশ্রেষ্ঠ দল জাতীয় কংগ্রেস দ্বিতীয় পর্ব। এই পর্বে থাকছে  ভারতের জাতীয় কংগ্রেস বিভিন্ন অধিবেশন সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা ও বিশেষ বিশেষ সময়ে জাতীয় কংগ্রেসের সভাপতিদের নাম।  পরবর্তী পর্বে জাতীয় কংগ্রেসের গঠন সম্পর্কে কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো।   পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

জাতীয় কংগ্রেসের  বিশেষ বিশেষ অধিবেশনSome important sessions Indian National Congress.

 

 

১) 1885 সালের অধিবেশনঃ-

স্থান- বোম্বে

সভাপতি - উমেশচন্দ্র বন্দোপাধ্যায়

গুরুত্বপুর্ন তথ্য-

ক) কংগ্রেসের প্রথম অধিবেশন, 72 জন সদস্য উপস্থিত ছিলেন

খ) এই অধিবেশনে 9টি প্রস্তাব গৃহীত হয়।

২) 1886 সালের অধিবেশনঃ-

স্থান- কলকাতা

সভাপতি - দাদাভাই নৌরজী।

গুরুত্বপূর্ন তথ্য-

 436 জন সদস্য উপস্থিত ছিলেন

৩) 1887 সালের অধিবেশনঃ-

স্থান- মাদ্রাজ

সভাপতি - বদরুদ্দিন তৈয়বজী

গুরুত্বপূর্ন তথ্য-

জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি

৪) 1888 সালের অধিবেশনঃ-

স্থান- এলাহবাদ

সভাপতি – জর্জ  ইউল

গুরুত্বপূর্ন তথ্য-

প্রথম ইংরেজ সভাপতি

৫) 1889 সালের অধিবেশনঃ-

স্থান- বম্বে

সভাপতি – উইলিয়াম ওয়েডারবার্ন

গুরুত্বপূর্ণ তথ্য-

দ্বিতীয় তথা শেষ ইংরেজ সভাপতি। এই সম্মেলনে চার্লস ব্যাডল নামক ব্রিটিশ পার্লামেন্টের সদস্য উপস্থিত ছিলেন। এই অধিবেশনে প্রথমবারের মতো মহিলা প্রতিনিধিদের উপস্থিতি দেখা যায়। মোট দশজন মহিলা প্রতিনিধি যোগদান করেন।

৬) 1890 সালের অধিবেশনঃ-

স্থান- কলকাতা

সভাপতি - ফিরোজ শাহ মেহেতা

গুরুত্বপূর্ন তথ্য- দ্বিতীয় মুসলিম সভাপতি

৭) 1894 সালের অধিবেশনঃ-

স্থান- মাদ্রাজ

সভাপতি – আলফ্রেড ওয়েব

গুরুত্বপূর্ন তথ্য-

 প্রথম আইরিশ সভাপতি

৮) 1896 সালের অধিবেশনঃ-

স্থান- কলকাতা

সভাপতি - রহিমতুল্লাহ সাহানী

গুরুত্বপূর্ন তথ্য-

 বন্দেমাতরম গানটি প্রথম গাওয়া হয়

৯) 1897 সালের অধিবেশনঃ-

স্থান- অমরাবতী

সভাপতি - শঙ্কর নারায়ন নায়ার

গুরুত্বপূর্ন তথ্য-

 এই অধিবেশনে অশ্বিনী কুমার কংগ্রেসকে তিনদিনের তামাসা বলে অভিহিত করেন।

১০) 1905 সালের অধিবেশনঃ-

স্থান- বেনারস

সভাপতি - গোপালকৃষ্ণ গোখলে

গুরুত্বপূর্ন তথ্য-

বয়কট আন্দোলনকে সমর্থন করেন।

১১) 1906 সালের অধিবেশনঃ-

স্থান- কোলকাতা

সভাপতি - দাদাভাই নৌরজী

গুরুত্বপূর্ন তথ্য-

ক) কংগ্রেস অধিবেশনে প্রথম স্বরাজ কথাটি ব্যবহার করেন দাদাভাই নৌরজী

খ) খাজা আতিকুল্লা বঙ্গভঙ্গের নিন্দাসূচক প্রস্তাব উত্থাপন করেন।

১২) 1907 সালের অধিবেশনঃ-

স্থান- সুরাট

সভাপতি – রাসবিহারী

গুরুত্বপূর্ন তথ্য-

কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থীতে বিভক্ত হয়ে যায়।

১৩) 1911 সালের অধিবেশনঃ-

স্থান- কলকাতা

সভাপতি - বিষেন নারায়ন ধর

গুরুত্বপূর্ন তথ্য-

 1911 সালে 27 ডিসেম্বর কংগ্রেসের এই অধিবেশনে সর্বপ্রথম 'জনগন মন অধিনায়ক' গানটি প্রথম গাওয়া হয়।

১৪) 1916 সালের অধিবেশনঃ-

স্থান- লক্ষ্মৌ

সভাপতি - অম্বিকাচরণ মজুমদার

গুরুত্বপূর্ন তথ্য-

 ক) লক্ষ্মৌ চুক্তির মাধ্যমে মুসলিমলীগ ও কংগ্রেসের মধ্যে সমঝোতা হয়।

খ) এই সম্মেলনে নরমপন্থী ও চরমপন্থীদের মিলন ঘটে

১৫) 1917 সালের অধিবেশনঃ-

স্থান- কলকাতা

সভাপতি - অ্যানি বেসান্ত

গুরুত্বপূর্ন তথ্য-

 প্রথম মহিলা সভাপতি যিনি বিদেশী ছিলেন। এই অধিবেশনে ছয়জন মহিলা প্রতিনিধি যোগদান করেন।

 ১৬) 1920 সালের অধিবেশন (বিশেষ অধিবেশন)ঃ-

স্থান- কলকাতা

সভাপতি -  লালা লাজপত রায়

গুরুত্বপূর্ন তথ্য-

 এই অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়।

১৭) 1920 সালের অধিবেশনঃ-

স্থান- নাগপুর

সভাপতি- বিজয় রাঘবাচারিয়া

গুরুত্বপূর্ন তথ্য-

১৮) 1921 সালের অধিবেশনঃ-

স্থান- আমেদাবাদ

সভাপতি - চিত্তরঞ্জন দাশ

গুরুত্বপূর্ন তথ্য-

এই সময় চিত্তরঞ্জন দাশ কারাবন্দী ছিলেন এবং কংগ্রেসের প্রথম কার্যনির্বাহী সভাপতি পদের উদ্ভব হয়। এই সময় কার্যনির্বাহী সভাপতিরূপে কাজ করেন হাকিম আজমল খান

১৯) 1922 সালের অধিবেশনঃ-

স্থান- গয়া

সভাপতি - চিত্তরঞ্জন দাশ

গুরুত্বপূর্ন তথ্য-

 এই সম্মেলনে স্বরাজ্য দল গঠনের প্রস্তাব গ্রহন করা হয়।

২০) 1924 সালের অধিবেশনঃ-

স্থান- বেলগাঁও

সভাপতি - মহাত্মা গান্ধী

গুরুত্বপুন তথ্য-

 কংগ্রেসের এই একটিমাত্র অধিবেশন যেখানে সভাপতিত্ব করেন মহাত্মা গান্ধী। অর্থাৎ মহাত্মা গান্ধী প্রথম ও শেষবারের জন্য এই অধিবেশনে সভাপতিত্ব করেন। এই অধিবেশনে মুসলীম লীগ কংগ্রেস থেকে আলাদা হয়ে যায়।

২১) 1925 সালের অধিবেশনঃ-

স্থান- কানপুর

সভাপতি - সরোজিনী নাইডু

গুরুত্বপূর্ন তথ্য-

 প্রথম ভারতীয় মহিলা সভাপতি

২২) 1928 সালের অধিবেশনঃ-

স্থান- কলকাতা

সভাপতি - মতিলাল নেহেরু

গুরুত্বপূর্ন তথ্য-

 এই সম্মেলনে অখিল (সারা) ভারত যুব কংগ্রেস গঠিত হয়।

২৩) 1929 সালের অধিবেশনঃ-

স্থান- লাহোর

সভাপতি - জওহরলাল নেহেরু

গুরুত্বপূর্ণ তথ্য-

 ক) পূর্নস্বরাজের প্রথম দাবি তোলা হয় এই অধিবেশনে

খ) এই অধিবেশনে আইন অমান্য আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়।

গ) এই অধিবেশনে 1930 সালের 26 জানুয়ারি স্বাধীনতা দিবস হিসেবে উদযাপিত করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

ঘ) রাভী নদীর তীরে ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন জওহরলাল নেহেরু।

২৪) 1931 সালের অধিবেশনঃ-

স্থান- করাচী

সভাপতি- বল্লভভাই প্যাটেল

গুরুত্বপূর্ন তথ্য-

ক) একটি অর্থনেতিক নীতি গ্রহন করা হয়।

খ) এই অধিবেশনে ভারতীয়দের জন্য মৌলিক অধিকারের প্রস্তাব আনা হয়।

২৫) 1933 সালের অধিবেশনঃ-

স্থান- কলকাতা

সভাপতি - নেল্লি সেনগুপ্তা

গুরুত্বপূর্ন তথ্য-

প্রথম বাঙালি মহিলা সভাপতি

২৬) 1936 সালের অধিবেশনঃ-

স্থান- লক্ষ্মৌ

সভাপতি- জওহরলাল নেহেরু

গুরুত্বপূর্ন তথ্য-

 1935 সালে পাশ হওয়া ভারত শাসন আইন গৃহীত হয়।

২৭) 1937 সালের অধিবেশনঃ-

স্থান- ফয়েজপুর

সভাপতি- জওহরলাল নেহেরু

গুরুত্বপূর্ন তথ্য-

 ক) এই অধিবেশনটি ছিল কংগ্রেসের প্রথম গ্রামে ঘটা অধিবেশন। খ) এই অধিবেশনে প্রথমবার জাতীয় কৃষিনীতি গৃহীত হয়।

২৮) 1938 সালের অধিবেশনঃ-

স্থান- হরিপুরা

সভাপতি - সুভাষচন্দ্র বোস

গুরুত্বপূর্ন তথ্য-

 এই অধিবেশনে জওহরলাল নেহেরুর নেতৃত্বে একটি পরিকল্পনা কমিশন গঠিত হয়।

২৯) 1939 সালের অধিবেশনঃ-

স্থান- ত্রিপুরি (অন্ধ্রপ্রদেশ)

সভাপতি - সুভাষ চন্দ্র বোস

গুরুত্বপূর্ন তথ্য-

ক) এই অধিবেশনে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয় নির্বাচনের মাধ্যমে। সুভাষ চন্দ্র বোস, গান্ধীজীর মনোনীত প্রার্থী পট্টভি সীতারামাইয়াকে পরাজিত করে সভাপতিরূপে নির্বাচিত হন। অর্থাৎ কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি। সুভাষচন্দ্র বোস হলেন কংগ্রেসের নির্বাচিত সভাপতি।

খ) পরবর্তীকালে সুভাষচন্দ্র বোস সভাপতির পদ থেকে পদত্যাগ করেন এবং সুভাষচন্দ্র বসু পদত্যাগ করলে সভাপতিরূপে নিযুক্ত হন ডঃ রাজেন্দ্র প্রসাদ।

৩০) 1940 সালের অধিবেশনঃ-

স্থান- রামগড় (বিহার)

সভাপতি - মৌলানা আবুল কালাম আজাদ

গুরুত্বপূর্ন তথ্য-

 এই অধিবেশনে জাতীয় শিক্ষানীতি গৃহীত হয়।

৩১) 1946 সালের অধিবেশনঃ-

স্থান- মিরাট

সভাপতি - জে.বি. কৃপালিনী

গুরুত্বপূর্ন তথ্য-

 ক) এই অধিবেশনে নৌ-বিদ্রোহের প্রস্তাব গৃহীত হয়।

খ) জে.বি. কৃপালিনী স্বাধীনতার সময় কংগ্রেস সভাপতি ছিলেন।

৩২) 1947 সালের অধিবেশনঃ-

স্থান- দিল্লী

সভাপতি- ডঃ রাজেন্দ্র প্রসাদ

গুরুত্বপূর্ন তথ্য-

 এই অধিবেশনে ভারত বিভাগ আইন মানা হয়।

 

 

 জাতীয় কংগ্রেস প্রথম পর্ব   >>>>>>

জাতীয় কংগ্রেস তৃতীয় পর্ব   >>>>>>

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেসের  গুরুত্বপূর্ন অধিবেশন। কংগ্রেসের প্রথম অধিবেশনে কতজন উপস্থিত হন। জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতিপ্রথম ইংরেজ সভাপতি কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad