ডেভিড হেয়ার, রাধাকান্ত দেব, দেবেন্দ্রনাথ ঠাকুর
Set by – Manas Adhikary
ডেভিড হেয়ার, রাধাকান্ত দেব, দেবেন্দ্রনাথ ঠাকুর।
ডেভিড হেয়ার। রাধাকান্ত দেব। দেবেন্দ্রনাথ ঠাকুর। হিন্দু কলেজ। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। তত্ত্ববোধিনী পত্রিকা। স্কুল বুক সোসাইটি। ক্যালকাটা স্কুল সোসাইটি। পটলডাঙ্গা একাডেমি।
নমস্কার,
অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম সমাজ সংস্কারক কেশবচন্দ্র
সেন। এই পর্বে থাকছে কেশবচন্দ্র
সেন সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ
তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক
পরীক্ষার জন্য (All Competitive
exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service,
Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি
পেয়ে যাবে Indian History
(Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity,
child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি
বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
ডেভিড হেয়ার, রাধাকান্ত দেব, দেবেন্দ্রনাথ ঠাকুর অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর।
১) কলকাতার বিখ্যাত হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন
- ডেভিড হেয়ার
২) কত সালে কলকাতায় ‘হিন্দু কলেজ’ প্রতিষ্ঠা করেন?
- 20 জানুয়ারী 1817 সালে
৩) হিন্দু কলেজটি 20 জানুয়ারী 1817 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই কাজে ডেভিড হেয়ারকে কারা সাহায্য করেছিল?
- রাধাকান্ত দেব, রাজা রাম মোহন রায়, স্যার এদওয়ার্ড হাইদ ইস্ট ( সুপ্রিম কোর্টের বিচারপতি), গোপীমোহন ঠাকুর (প্রসন্ন কুমার ঠাকুরের পিতা), তেজ চাঁদ বাহাদুর (বর্ধমানের রাজা), দেওয়ান বৈদ্যনাথ মুখোপাধ্যায় , প্রমুখ
৪) পটলডাঙ্গা একাডেমি কে প্রতিষ্ঠা করেন?
- ডেভিড হেয়ার
৫) ক্যালকাটা স্কুল সোসাইটি কে গঠন করেন?
- ডেভিড হেয়ার
৬) স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?
- ডেভিড হেয়ার
(স্কুল বুক সোসাইটি ও ক্যালকাটা স্কুল সোসাইটি দুটি আলাদা। শিক্ষার্থী দের পুস্তক যোগান দেওয়ার জন্য স্কুল বুক সোসাইটি গঠন করা হয় এবং শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য প্রয়োজনীয় অর্থ এর ব্যাবস্থা করতে ক্যালকাটা স্কুল সোসাইটি গড়ে তোলা হয়)
৭) ডেভিড হেয়ার ক্যালকাটা বুক সোসাইটি কবে প্রতিষ্ঠা করেন ?
- 1817 খ্রীষ্টাব্দে 4 জুলাই
৮) রাধাকান্ত দেব কোন প্রতিষ্ঠানের সম্পাদক ছিলেন?
- স্কুল বুক সোসাইটি
৯) ক্যালকাটা মেডিকেল কলেজ কে প্রতিষ্ঠা করেন?
- ডেভিড হেয়ার (1835 সালে)
১০) এশিয়ার দ্বিতীয় মেডিকেল কলেজ কোনটি?
- ক্যালকাটা মেডিকেল কলেজ
১১) বিশপস কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন?
- ডেভিড হেয়ার 1820
১২) ডেভিড হেয়ার এবং আলেকজান্ডার ডাফের সাথে মিলিতভাবে কে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন?
- রাজা রাম মোহন রায়
১৩) কোন ইংরেজ নাগরিক আধুনিক ভারতীয় শিক্ষায় ধর্মনিরপেক্ষতাকে বেশি গুরুত্ব দিয়েছিলেন?
- ডেভিড হেয়ার
১৪) হিন্দু কলেজকে প্রেসিডেন্সি কলেজের মর্যাদা দান করেন কে?
- লর্ড ডালহৌসি
১৫) কোনটি ভারতে ইংরেজি শিক্ষায় প্রথম সাহায্য করেছিল?
- হিন্দু কলেজ কলকাতা
১৬) হিন্দু কলেজের সবথেকে কনিষ্ঠ শিক্ষক কে ছিলেন?
- হেনরি ভিভিয়ান ডিরোজিও
১৭) হেনরি ভিভিয়ান ডিরোজিও কবে কলকাতা হিন্দু কলেজ থেকে বহিষ্কৃত হন?
- 1831
১৮) একটি গবেষণা পত্র পড়ার সময়, নিচের কোন কলেজে এর অধ্যক্ষ ডি.এল. রিচার্ডসন এবং সোসাইটি ফর দ্য অ্যাকুইজিশন অফ জেনারেল নলেজ এর ছাত্র-সভাপতির মধ্যে বাদানুবাদ দেখা দিয়েছিল?
- হিন্দু কলেজ, কলকাতা
১৯) দিল্লিতে হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন?
- দীনদয়াল শর্মা
২০) কে 1898 সালে বেনারসে কেন্দ্রীয় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন?
- অ্যানি বেসান্ট
২১) ডেভিড হেয়ারকে হিন্দু কলেজ স্থাপনে আর্থিক সাহায্য করেছিলেন কে?
- রাজা রাধাকান্ত দেব
২২) ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন?
- রাজা রাধাকান্ত দেব
২৩) রাজা রাধাকান্ত দেব কত সালে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা করেন?
- 1851 সালে
২৪) অভিধান শব্দকল্পদ্রুম কে রচনা করেন?
- রাজা রাধাকান্ত দেব
২৫) রাজা রাধাকান্ত দেব কোন ভাষায় অভিধান শব্দকল্পদ্রুম রচনা করেন?
- সংস্কৃত ভাষায়
২৬) সতীদাহ বিরোধী আন্দোলনে রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে বাংলায় রক্ষণশীলদের নেতৃত্ব দেন কে?
- রাধাকান্ত দেব
২৭) জমিদার সভার সভাপতি কে ছিলেন?
- রাধাকান্ত দেব
২৮) জমিদার সভার প্রথম সম্পাদক কে ছিলেন?
- দ্বারকানাথ ঠাকুর
২৯) জমিদার সভা কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল?
- দ্বারকানাথ ঠাকুর
৩০) জমিদার সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন?
- দ্বারকানাথ ঠাকুর
৩১) জমিদার সভার প্রাণপুরুষ কে ছিলেন?
- দ্বারকনাথ ঠাকুর
৩২) সিপাহি বিদ্রোহের ব্যর্থতায় কে ভোজসভার আয়োজন করেন?
- রাধাকান্ত দেব
৩৩) কার মতে- জমিদার সভা ভারতীয় জাতীয় আন্দোলনের ঐক্যদুতের কাজ করেছিল?
- রাজেন্দ্রলাল মিত্র
৩৪) ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি কে ছিলেন?
- রাধাকান্ত দেব
৩৫) ধর্ম সভা কে প্রতিষ্ঠা করেন?
- রাজা রাধাকান্ত দেব
৩৬) কবে রাজা রাধাকান্ত দেব ধর্ম সভার গোড়াপত্তন করেন?
- 1830
৩৭) ভূম্যাধিকারী সমিতির সভাপতি কে ছিলেন ?
- রাধাকান্ত দেব
৩৮) রাজা রামমোহনের সঙ্গে লর্ড বেন্টিঙ্কের পরিচয় করান কে?
- দ্বারকানাথ ঠাকুর
৩৯) ‘কার টেগর এন্ড কোম্পানি'র মালিক কে ছিলেন?
- দ্বারকানাথ ঠাকুর
৪০) 1839 সাল থেকে ব্রাহ্মসমাজের দায়িত্বভার কে নেন?
- দেবেন্দ্রনাথ ঠাকুর
৪১) কেশবচন্দ্র সেন কে ব্ৰহ্মানন্দ উপাধি দেন কে?
- দেবেন্দ্রনাথ ঠাকুর
৪২) কে দার্শনিক এবং ধর্মীয় আলোচনার জন্য তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন ?
- দেবেন্দ্রনাথ ঠাকুর
৪৩) ব্রাহ্মবাদ সম্প্রসারণে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন কে ?
- দেবেন্দ্রনাথ ঠাকুর
৪৪) আদি ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
- দেবেন্দ্রনাথ ঠাকুর
৪৫) আলেকজান্ডার ডাফ কারকাছে পরাজয় স্বীকার করে ১৮৬৩ সালে ভারত ত্যাগ করেন?
- দেবেন্দ্রনাথ ঠাকুর
৪৬) প্রথম কোন বাঙালি আত্মজীবনী রচনা করেন
– দেবেন্দ্রনাথ ঠাকুর
৪৭) দেবেন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীর নাম কি?
- আত্মচরিত
৪৮) হিন্দু হিতার্থী নামে একটি প্রতিষ্ঠান দেবেন্দ্রনাথ কবে গড়ে তোলেন
- 1846
৪৯) 'ব্রাহ্মধর্ম বীজম' কে রচনা করেন?
- দেবেন্দ্রনাথ ঠাকুর
৫০) উপনিষদের আদর্শে কে ব্রাহ্মসমাজকে অনুপ্রাণিত করেন?
- দেবেন্দ্রনাথ ঠাকুর
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
ডেভিড হেয়ার। রাধাকান্ত দেব। দেবেন্দ্রনাথ ঠাকুর। হিন্দু কলেজ। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। তত্ত্ববোধিনী পত্রিকা। স্কুল বুক সোসাইটি। ক্যালকাটা স্কুল সোসাইটি। পটলডাঙ্গা একাডেমি।