Type Here to Get Search Results !

হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও দ্বিতীয় পর্ব [H L V Derozio]

 

হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও

Set By – Manas Ahikary

ডিরোজিও  দ্বিতীয় পর্ব। Henry Louis Vivian Derozio Part – II

ডিরোজিও। নবজাগরনের ঝড়ের পাখি। প্রথম জাতীয়তাবাদী কবি। নব্যবঙ্গ। একাডেমিক অ্যাসোসিয়েশন। To India My Native Land। ফকির অব জংঘিরা। ডিরোজিওর ছদ্মনাম। ইয়ং বেঙ্গল আন্দোলন।

 

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম সমাজ সংস্কারক ডিরোজিওএই পর্বে থাকছে ডিরোজিও সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।   পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

 

ডিরোজিও সংক্ষিপ্তরূপ। Derozio MCQ.

 

১) ডিরোজিও এর পুরো নাম কী?

- হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও

২) ডিরোজিও কোথায় জন্মগ্রহন করেন?

- কোলকাতার এন্টালীতে

৩) ডিরোজিওর জন্ম কত সালে?

 - ১৮০৯ সালে

৪) ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবর্তক লুই হেনরি ভিভিয়ান ডিরোজিওর মা নাগরিক হিসাবে কি ছিলেন?

- ভারতীয়

 (পিতা পর্তুগীজ ছিলেন)

৫) ডিরোজিও কোন বিদ্যালয়ে শিক্ষা লাভ করেন?

- ধর্মতলা একাডেমী

৬) ডিরোজিও কত সালে হিন্দু কলেজের অধ্যাপক পদে নিযুক্ত হন?

- ১৮২৭ সালে

৭) ডিরোজিও কত বছর বয়সে হিন্দু কলেজের ইংরেজী ও ইতিহাসের অধ্যাপক হিসাবে নিযুক্ত হন?

- ১৭ বছর

৮) ডিরোজিওর কয়েকজন শিষ্যের নাম কর?

- প্যারিচাঁদ মিত্র, মাইকেল মধুসুদন দত্ত, রামতনু লাহিড়ী

 ৯) ডিরোজিও হিন্দু কলেজে কোন বিষয় পড়াতেন?

 - ইংরেজী ও ইতিহাস

১০) কত খ্রিস্টাব্দে ডিরোজিও হিন্দু কলেজের অধ্যাপকের পদ থেকে পদত্যাগ করেছিলেন?

- ১৮৩১ খ্রিস্টাব্দের ২৫ এপ্রিল

১১) হেনরি ভিভিয়ান ডিরোজিওর  হিন্দু কলেজে অধ্যাপনা করার সময়কাল লিখুন।

- 1826 থেকে 1831 সাল পর্যন্ত

১২) 'East India"- পত্রিকার সাথে কার নাম বিশেষভাবে যুক্ত?

- ডিরোজিও

১৩) হেনরি ভিভিয়ান ডিরোজিও কোন কোন সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন?

- একাডেমিক অ্যাসোসিয়েশান, The Society for the Acquisition of General Knowledge , অ্যাংলো ইন্ডিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন, বঙ্গহিত সভা, ডিবেটিং ক্লাব

 (1870 সালে ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন কেশব চন্দ্র সেন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।)

১৪) ডিরোজিও কর্তৃক একাডেমিক অ্যাসোশিয়েশান কত সালে এবং কোথায় তৈরী হয়?

- ১৮২৮ সালে কোলকাতায়

১৫) একাডেমী অ্যাসোশিয়েশান কে প্রতিষ্ঠা করেন?

- ডিরোজিও

১৬) একাডেমিক অ্যাসোশিয়েশান ডিরোজিও কার আদলে গঠন করেন?

- রামমোহন এর আত্মীয় সভার আদলে এবং প্লেটোর 'ডেমট্রেজ ' সভার আদলে

১৭) একাডেমিক অ্যাসোশিয়েশানের প্রথম সম্পাদক কে ছিলেন?

- উমাচরন বোস

১৮) একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি নাম কি

 - ডিরোজিও

১৯) একাডেমিক অ্যাসোসিয়েশনের মুখপত্রের নাম কি?

- এথেনিয়াম

২০) 1838 সালে ‘সোসাইটি ফর দ্য অ্যাকুইজিশন অফ জেনারেল নলেজ কোন প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ায় প্রতিষ্ঠিত হয়েছিল?

- একাডেমিক অ্যাসোসিয়েশন

২১) একাডেমিক অ্যাসোসিয়েশনের সমাপ্তির পর, 1838 সালে প্রতিষ্ঠিত হয়েছিল - সোসাইটি ফর দ্য অ্যাকুইজিশন অফ জেনারেল নলেজ।এর সদস্য হিসাবে হেনরি ডিরোজিওর অনেক শিষ্য ছিলেন। তাদের মধ্যে কোন উল্লেখ্যোগ্য কয়েকজনের নাম করুন।

- দেবেন্দ্র নাথ ঠাকুর, রাম গোপাল ঘোষ, সুন্দর চাঁদ বন্ধু

২২) ‘সোসাইটি ফর দ্য অ্যাকুইজিশন অফ জেনারেল নলেজ নামক প্রতিষ্ঠানটি কার শিষ্যরা প্রতিষ্ঠা করেন?

- ডিরোজিও

২৩) 1838 সালে ‘সোসাইটি ফর দ্য অ্যাকুইজিশন অফ জেনারেল নলেজ  কোন প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ার পর প্রতিষ্ঠিত হয়েছিল? 

-  একাডেমিক অ্যাসোসিয়েশন  

২৪) কোন কলেজে একটি গবেষণা পত্র পড়ার সময় এর অধ্যক্ষ ডি এল রিচার্ডসন এবং ‘ সোসাইটি ফর দ্য অ্যাকুইজিশন অফ জেনারেল নলেজ এর ছাত্র সভাপতির মধ্যে সংঘর্ষ হয়েছিল?

- হিন্দু কলেজ, কলকাতা

২৫) বঙ্গহিত সভা কে প্রতিষ্ঠা করেন?

- হেনরি ডিরোজিও

২৬) হেনরি ভিভিয়ান ডিরোজিও কোন বিপ্লব দ্বারা প্রভাবিত হয়েছিলেন?

- ফরাসি বিপ্লব

২৭) গ্রিসের স্বাধীনতা যুদ্ধ ও সতীদাহ প্রথার অবসানে কে  উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন?

- ডিরোজিও

২৮) বঙ্গীয় আন্দোলনের   অনুপ্রেরণা কে ছিলেন?

- হেনরি ভিভিয়ান ডিরোজিও

২৯) কার মতবাদের উপর  নির্ভর  করে  ডিরোজিওর যুক্তিবাদী দর্শনের মূল ভিত্তি রচিত হয়েছিল?

- টমাস পেইন

৩০) হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও 1826 সালে কোন আন্দোলন শুরু করেছিলেন?

-  ইয়ং বেঙ্গল মুভমেন্ট

৩১) ডিরোজিও কোন দলের প্রতিষ্ঠা করেন?

- ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ

৩২) তরুণ শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ছড়িয়ে দেওয়ার জন্য, ডিরোজিও ইয়ং বেঙ্গল নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। এটি কার অনুকরনে গঠন করা হয়েছিল?

- ম্যাজিনির ইয়ং ইতালি সংগঠনের আদলে

৩৩) তরুণ শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ছড়িয়ে দেওয়ার জন্য, ডিরোজিও ম্যাজিনির ইয়ং ইতালি সংগঠনের ন্যায়  ইয়ং বেঙ্গল নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করে ইয়ং বেঙ্গল আন্দোলন শুরু করেছিলেন,। এই সংগঠনের সাথে যুক্ত কয়েকজনের নাম করুন?

-  দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, রাম গোপাল ঘোষ, কৃষ্ণ ব্যানার্জী প্রমুখ 

৩৪) ইয়ং বেঙ্গল দলের প্রিয় পাঠ্য কি ছিল?

- গিবন ও রবার্টসনের ইতিহাস এবং  অ্যাডাম স্মিথ এর অর্থনীতি

৩৫) ইয়ং বেঙ্গলদের দ্বারা প্রকাশিত কয়েকটি পত্রিকার নাম করুন? 

- ইন্ডিয়া গেজেট, পার্থেনন, জ্ঞানান্বেষণ

৩৬) পার্থেনন পত্রিকাতি কত সালে প্রকাশিত হয়? 

- ১৮২৯ 

৩৭) কোন পত্রিকাতে ইয়ং বেঙ্গল আন্দোলনের ঘোর বিরোধিতা করা হয়েছিল?

- সমাচার চন্দ্রিকা

৩৮) কে ইয়ং বেঙ্গল গোষ্ঠীকে ইয়ং ক্যালকাটা নাম দেন

- প্যারীচাঁদ মিত্র

৩৯) কে নব্যবঙ্গদেরকে দেশের ভবিষ্যৎ হিসাবে  আখ্যা দিয়েছিলেন?

- কৃষ্ণ দাস পাল

৪০) নব্যবঙ্গীয়দেরকে কাঞ্চনজঙার চূড়ার সঙ্গে তুলনা করেছেন কে? 

- কিশোরী চাঁদ মিত্র

৪১) ব্রিটিশ সরকার কোন নব্য বঙ্গীয় কে রাজা উপাধি দিয়েছিলেন

- দক্ষিণা রঞ্জন মুখোপাধ্যায়

৪২) ১৮৪০ এর দশকে নব্য বঙ্গীয় দলের শিরোমণি কে ছিলেন

- তারা চাঁদ চক্রবর্তী

৪৩) ) নব্যবঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরনা কে ছিলেন?

- ডিরোজিও

৪৪) ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ বা ডিরোজিও গোষ্ঠীরা অনা কি নামে পরিচিত?

- চক্রবর্তী গোষ্ঠী

৪৫) নব্যবঙ্গ কথাটি কে প্রথম ব্যবহার করেন?

- ঈশ্বরচন্দ্র গুপ্ত

৪৬) উনিশ শতকে ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন?

- হেনরি ভিভিয়ান ডিরোজিও 

৪৭) কে ইয়ং বেঙ্গল আন্দোলনকে বাংলার আধুনিক সভ্যতার অগ্রদুত বলেছেন?

- সুরেন্দ্র নাথ ব্যানার্জী

৪৮) ডিরোজিও সম্পাদিত পত্রিকাগুলির নাম কী? 

- পার্থেনন, কালাইডোস্কোপ, এথেনিয়াম, ক্যালকাটা লিটারারি গেজেট, হেসপেরাস

৪৯) ডিরোজিওর ছদ্মনাম কী?

- জুভেনিস

৫০) জুভেনিস ছদ্মনামে ডিরোজিও কোথায় কবিতা লিখতেন?

- 'ইন্ডিয়া গেজেট' নামক একটি খবরের কাগজে

৫১) প্রথম জাতীয়তাবাদী (রাষ্ট্রবাদী) কবি কাকে বিবেচনা করা হয়?

- H.V. ডিরোজিও

৫২) 'জন্মভূমির প্রতি' কার লেখা?

- ডিরোজিও

৫৩) ফকির অব জংঘিরা কাব্যটি কে রচনা করেন?

- ডিরোজিও ( এছাড়াও তার আরও একটি বিখ্যাত কবিতা - আমার স্বদেশের প্রতি)

৫৪) To India My Native Land নামক  ইংরেজি কবিতাটি কে রচনা করেন?

-  ডিরোজিও

৫৫)  To India My Native Land নামক ডিরোজিওর ইংরেজি কবিতাটি বাংলায় কে বঙ্গানুবাদ করেন?

- দ্বিজেন্দ্রনাথ ঠাকুর

৫৬) ক্যালকাটা লিটারারি গেজেট পত্রিকার সম্পাদক কে  ছিলেন?

- ডিরোজিও

৫৭) দ্য ইস্ট ইন্ডিয়ান পত্রিকার সম্পাদক কে ছিলেন

- ডিরোজিও

৫৮) ‘ক্যালেইডোস্কোপ - পত্রিকার প্রকাশক কে ছিলেন ?

- ডিরোজিও 

৫৯) আধুনিক ভারতের প্রথম জাতীয়তাবাদী কবি হিসাবে  কাকে বিবেচনা করা হয়?

- ডিরোজিও 

৬০) ‘BIRD OF STROM OF RENAISSANCE’ (বাংলার নবজাগরনের ঝড়ের পাখি )নামে কে পরিচিত? 

- ডিরোজিও

৬১) ডিরোজিও পন্থীরা কাদের আধা উদারপন্থী বলতেন?

- রামমোহন পন্থীদের

৬১) TO MY COUNTRY- কে লিখেছেন?

- ডিরোজিও

৬২)  ভবঘুরে ফিরিঙ্গি নামে কে পরিচিত?

- ডিরোজিও

৬৩) কে বাংলার প্রথম যুগের ইংরেজী শিক্ষিত যুব সম্প্রদায়ের মধ্যে সক্রেটিসের মতো প্রভাব  ফেলোছিলো?

- ডিরোজিও

৬৪) কোন ধর্ম সংস্কারককে সত্যের পথ অনুসরণের কারণে সক্রেটিসের সাথে তুলনা করা হয়?

- ডিরোজিও (ভারতের বেকন বলা হয়- আবুলফজল ও অক্ষয়কুমার দত্ত; পশ্চিম ভারতের সক্রেটিস বলা  হয় -  মহাদেব গোবিন্দ রানাডে )

৬৫) কে ডিরোজিওকে বাংলার আধুনিক সভ্যতার অগ্রদূত, আমাদের জাতির জনক বলেছেন?

- সুরেন্দ্র নাথ ব্যানার্জী

৬৬) ডিরোজিওর অনুসারীরা ছিলেন বাংলায় আধুনিক সভ্যতার অগ্রদূত' - উক্তিটি কার?

-  সুরেন্দ্র নাথ ব্যানার্জী

৬৭) ডিরোজিও কোন অসুখে মারা যান?

- কলেরা

৬৮) ডিরোজিও কত বছর বয়সে মারা যান?

- ২২ বছর

 

  ডিরোজিও প্রথম পর্ব  >>>>

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

ডিরোজিও। নবজাগরনের ঝড়ের পাখি। প্রথম জাতীয়তাবাদী কবি। নব্যবঙ্গ। একাডেমিক অ্যাসোসিয়েশন। To India My Native Land। ফকির অব জংঘিরা। ডিরোজিওর ছদ্মনাম। ইয়ং বেঙ্গল আন্দোলন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad