Type Here to Get Search Results !

গদর আন্দোলন প্রথম পর্ব [Ghadar Party ]

 

গদর পার্টি

Set by- Manas Adhikary

সভা ও সমিতি চতুর্দশ পর্ব।

গদর পার্টি। লালা হরদয়াল। সোহান সিং ভাকনা। যুগান্তর আশ্রম। গদর পত্রিকা। কামাগাতামারু ঘটনা। আর্য বান্ধব সমাজ। বাল সমাজ।

 

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সভা ও সমিতি চতুর্দশ পর্ব। এই পর্বে থাকছে  গদর পার্টি সম্পর্কিত সংক্ষিপ্ত আলচনা ও  কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  পরবর্তী পর্বে আরও কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলচওোনা করবো।   পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

গদর পার্টি। About Ghadar Party& MCQ

 

 

 

গদর পার্টি ছিল একটি বৈপ্লবিক রাজনৈতিক দল। ইহা  1913 সালে কানাডা ও আমেরিকায় বসবাসরত কিছু প্রবাসী ভারতীয়রা প্রতিষ্ঠা করেছিল। গদর পার্টির সদস্যরা ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সশস্ত্র  সংগ্রাম ঘোষণা করেছিল এবং ভারতের পূর্ণ স্বাধীনতার দাবি করেছিল।  

এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সর্দার সোহান সিং ভাকনা। পার্টির সদর দপ্তর ছিল আমেরিকার সান ফ্রান্সিসকোতে। এই দল পরিচালিত করতেন লালা হরদয়াল।  স্বাধীনতা আন্দোলনের সাথে সম্পর্কিত কার্যকলাপের জন্য ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে  লালা হরদয়ালকে বহিষ্কৃত করা হয়।  এরপর তিনি আমেরিকায় চলে যান। সেখানে তিনি ভারতীয় প্রবাসীদের সাথে সংযোগ স্থাপন করে আমেরিকার সানফ্রানসিসকোতে গদর পার্টি প্রতিষ্ঠা করেন। পার্টির বেশিরভাগ সদস্যই ছিলেন প্রাক্তন সেনা এবং পাঞ্জাবের কৃষক।  এই প্রাক্তন সেনাকর্মী এবং পাঞ্জাবের কৃষকরা   উন্নত জীবনযাপনের জন্য  আমেরিকায় গিয়েছিলেন।

ভারতকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করার জন্য দলটি হিন্দি ও উর্দুতে 'হিন্দুস্তান গদর' নামে একটি সংবাদপত্রও বের করে। প্রবাসী  ভারতীয়দের কাছে এই পত্রিকাটি খুবই জনপ্রিয়তা লাভ করে।

1914 সালে দুর্ভিক্ষ এবং ব্রিটিশ শাসনে বিরক্ত হয়ে 376 জন ভারতীয় কর্মসংস্থানের সন্ধানে কোমাগাতামারু জাহাজে করে কানাডা যাচ্ছিলেন।  প্রথম বিশ্বযুদ্ধের সময় এই জাহাজটি ভাড়া করেছিলেন গদর পার্টির সক্রিয় সদস্য গুরদিত সিং। সএইসময় বৃটিশ সরকারের নির্দেশে  কানাডায় অভিবাসীদের  জন্য আইন কঠোর করা হচ্ছিল। কোমাগাতা মারুতে থাকা 376 জন ভারতীয় যাত্রীর মধ্যে মাত্র 24 জনকে কানাডিয়ান সরকার ভ্যাঙ্কুয়েভারে নামতে অনুমতি  দিয়েছিল। জাহাজটিকে ভারতে ফেরত আসার জন্য বাধ্য করা হয়। প্রায় ছয় মাস সমুদ্র ভ্রমণের পর এই জাহাজটি  কলকাতার বজবজ বন্দরে পৌঁছায়।  কলকাতায় পৌঁছানোর পর জাহাজে থাকা লোকজনকে তৎকালীন ব্রিটিশ সরকার পাঞ্জাবে ফিরে যেতে বলে, যা তারা প্রত্যাখ্যান করে। 29 সেপ্টেম্বর 1914, বাবা গুরদিত সিং এবং অন্যান্য নেতাদের গ্রেপ্তারের জন্য একটি জাহাজে করে পুলিশ পাঠানো হয়েছিল। কোমাগাতামারু জাহাজে থাকা লোকজন এর প্রতিবাদ করে।

প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে এবং গদর পার্টির পরিকল্পনায় বিরক্ত হয়ে ব্রিটিশ সরকার যাত্রীদের ওপর গুলি চালায়, যাতে ১৮ জন যাত্রী নিহত হয়। তবে, বাবা গুরদিত সিং আরও অনেকের সাথে পালিয়ে যান। বাকি যাত্রীদের পাঞ্জাব ফেরত পাঠানো হয়। এই ঘটনার পর ভারতে শুরু হয় গদর আন্দোলন। দলের লক্ষ্য ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে তাদের হত্যা করা।

 

 

১) গদর শব্দটির অর্থ কী?

- বিপ্লব বা বিদ্রোহ

২) গদর পার্টি কবে প্রতিষ্ঠিত হয়? 

- 01 নভেম্বর 1913

৩) গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়?

- সান ফ্রান্সিসকো 

৪) কোন দেশে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়?

- U. S. A.

৫) গদর পার্টির সদর দপ্তর কোথায় ছিল?

- সান ফ্রান্সিসকোতে 

৬) গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন?

- লালা হরদয়াল, সর্দার সোহান সিং ভাকনা, তারক নাথ দাস

 (লালা হরদয়াল, সর্দার সোহান সিং, তারক নাথ দাস সবাই ছিলেন গদর পার্টির প্রতিষ্ঠাতা সদস্য। এছাড়াও কেসার সিং ঠঠগড় (সহ-সভাপতি), লালা হরদয়াল (সাধারণ সম্পাদক), লালা ঠাকুর দাস ধুরি (যুগ্ম সম্পাদক) এবং পণ্ডিত কাশীরাম মাদ্রোলি (কোষাধ্যক্ষ) ছিলেন।)

৭) হিন্দুস্তান গদর পার্টি প্রতিষ্ঠার পর, কাকে এর সভাপতি নিযুক্ত করা হয়েছিল?

- বাবা সোহান সিং ভাকনা

(গদর পার্টির প্রথম সভাপতি নির্বাচিত হন বাবা সোহান সিং ভাকনা) 

৮) গদর পার্টির সম্পাদক কে ছিলেন? 

- লালা হরদয়াল

৯) গদর পার্টির কোষাধ্যক্ষ কে ছিলেন?

- পণ্ডিত কাশীরাম মাদ্রোলি

১০) গদর পার্টির প্রথম সহসভাপতি কে ছিলেন?

-কেসার সিং ঠঠগড়  (মতান্তরে  বারকাতুল্লা)

১১) গদর পার্টির কয়েকজন বিশিষ্ট সদস্যের নাম করুন।

- বরকতুল্লাহ,লালা হরদয়াল, পন্ডিত রামচন্দ্র, রাস বিহারী বসু 

১২) ভারতকে ব্রিটিশদের দাসত্ব থেকে মুক্ত করতে আমেরিকায় গঠিত গদর পার্টির সভাপতি ছিলেন তিনি। 1915 সালের 16 নভেম্বর যখন তাকে ফাঁসি দেওয়া হয় তখন তার বয়স ছিল মাত্র সাড়ে ঊনিশ বছর। এই মুক্তিযোদ্ধার নাম কি?

- কর্তার সিং সারাভা 

১৩) গদর পার্টি আগে কী নামে পরিচিত ছিল?

- হিন্দুস্তান অ্যাসোসিয়েশন অফ দি প্যাসিফিক কোস্ট 

১৪) কোন বিপ্লবী সংগঠন সর্বপ্রথম গেরিলা যুদ্ধের মাধ্যমে ভারতবর্ষকে স্বাধীন করার পরিকল্পনা করেছিল? 

- গদর পার্টি 

১৫) প্রথম বিশ্বযুদ্ধের সুযোগে ভারতকে স্বাধীন করার স্বপ্ন দেখত কোন দল?

- গদর পার্টি

 

 

 গদর আন্দোলন দ্বিতীয় পর্ব>>>>

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

গদর পার্টি। লালা হরদয়াল। সোহান সিং ভাকনা। যুগান্তর আশ্রম। গদর পত্রিকা। কামাগাতামারু ঘটনা। আর্য বান্ধব সমাজ। বাল সমাজ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad