Type Here to Get Search Results !

গদর আন্দোলন দ্বিতীয় পর্ব [Ghadar Movement]

 

 গদর আন্দোলন

Set by- Manas Adhikary

সভা ও সমিতি পঞ্চাদশ  পর্ব।

গদর পার্টি। লালা হরদয়াল। সোহান সিং ভাকনা। যুগান্তর আশ্রম। গদর পত্রিকা। কামাগাতামারু ঘটনা। আর্য বান্ধব সমাজ। বাল সমাজ।

 

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সভা ও সমিতি  পঞ্চাদশ  পর্ব। এই পর্বে থাকছে  গদর পার্টি সম্পর্কিত  কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

গদর  আন্দোলন । Ghadar Movement MCQ

 

 

১৬) গদর পার্টির সদর দপ্তরের নাম কী ছিল?

- যুগান্তর আশ্রম

১৭) গদর পার্টির মুখপত্র কি ছিল?

- গদর পত্রিকা 

১৮) ‘গদর’ পত্রিকা কবে প্রথম প্রকাশিত হয়?

- 01 নভেম্বর 1913 (গদর পার্টি ও ঐ দিন গঠিত হয়)   

১৯) সান ফ্রান্সিসকো থেকে প্রকাশিত গদর পত্রিকার প্রথম সংখ্যা কোন ভাষায় প্রকাশিত হয়??

- উর্দু

২০) গদর পার্টির পত্রিকা ‘গদর’ কোন ধরনের পত্রিকা  ছিল?

- একটি সাপ্তাহিক পত্রিকা

২১) বন্দে মাতরম, তালওয়ার এবং গদর এই সংবাদপত্রগুলি কী ধরণের তথ্য সরবরাহ করত?

- বৈপ্লবিক  এবং জাতীয়তাবাদী  

২২) মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় বিপ্লবীদের ‘গদর’ পত্রিকাটি কতগুলি ভাষায় প্রকাশিত হয়েছিল?

- পাঁচটি  

২৩) কোন কোন ভাষায় গদর পত্রিকা প্রকাশিত হত?  

- হিন্দি উর্দু(পশতু) ইংরেজি , পাঞ্জাবী/গুরুমুখী, মারাঠি

২৪) কোন পত্রিকায় এই বিজ্ঞাপন ছাপা হয়েছিল যে - ‘বীর সৈনিক দরকার, বেতন-মৃত্যু, পুরস্কার-শহীদ, পেনশন-স্বাধীনতা, যুদ্ধক্ষেত্র- ভারত’

- গদর 

 (প্রথম বিশ্বযুদ্ধের সময়, গদর পার্টি 1915 সালের 21 ফেব্রুয়ারি লাহোরে একটি সশস্ত্র বিপ্লবের পরিকল্পনা করেছিল, এর জন্য গদর পত্রিকা এই বিজ্ঞাপনটি প্রকাশ করেছিল।)

২৫) কোন সংবাদপত্রের প্রতিটি সংখ্যায় ইংরেজ রাজের কাঁচা চিঠি নামে একটি নিবন্ধ লেখা হত?

- গদর

২৬) ‘যুগান্তর প্রেস’  কোন প্রতিষ্ঠান দ্বারা প্রতিষ্ঠিত হয়?

- গদর পার্টি

(এই প্রেস থেকে গদর পত্রিকা প্রকাশিত হয়েছিল )

২৭) কোন ঘটনার স্মরণে 1913 সালে  গদর পত্রিকা প্রকাশিত হয়েছিল?

- 1857 সালের বিপ্লব

২৮) হিন্দুস্তান গদর নামক পত্রিকার  সম্পাদক কে ছিলেন? 

- রামচন্দ্র পেশোয়ারী

২৯) গদর আন্দোলন শুরুর সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ছিল

- প্রথম বিশ্বযুদ্ধের শুরু

৩০) সর্দার উধম সিং কোন বিপ্লবী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন?

- গদর আন্দোলন

৩১) কোন আন্দলনের উপমা দেওয়া হয়েছিল প্রশান্ত মহাসাগরীয় উপকূলের হিন্দি সঙ্ঘ?

- গদর পার্টি আন্দোলন (1913 সান ফ্রান্সিসকো) 

৩২) প্রথম বিশ্বযুদ্ধের সময় সক্রিয় গদর বিপ্লবীদের ঘাঁটি কোথায় ছিল?

- পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্র

৩৩) কোন সময় জার্মানির সমর্থনে কাবুলে রাজা মহেন্দ্র প্রতাপ সিংয়ের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়?

- গদর আন্দোলনের সময়  

৩৪) মুখ্য খালসা দিওয়ান কাকে পতিত শিখ এবং অপরাধী হিসাবে ঘোষণা করেছিলেন?

- গদর পার্টির বিপ্লবীদেরকে 

৩৫) গদর আন্দোলনের স্লোগান কি ছিল?

 - বন্দে মাতরম

৩৬) হরদয়াল, বাবা হারনাম সিং, টুডিলার, বাবা সোহানসিংহ ভাকনা এবং গুরদিত

সিংহ কিসের সাথে সংযুক্ত ছিল?

- গদর আন্দোলন

৩৭) নিচের বক্তব্যটি কোন আন্দোলনের সাথে সম্পর্কিত?

‘আমাদের পন্ডিত এবং মোল্লাদের দরকার নেই, আমাদের স্তোত্র এবং প্রার্থনার দরকার নেই, কারন এগুলি আমাদের সময় নষ্ট করবে। এখন সময় হল লড়াই করার, তরবারি চালানোর।‘

- গদর আন্দোলন

৩৮) কোন আইনের বলে গদর আন্দোলন  দমন করা হয়েছিল?

- 1915 ভারতের প্রতিরক্ষা আইন 

৩৯) গদর দিবস কবে পালিত হয়?

- 10 মে, 1908

(লন্ডনে পালিত হয়)

৪০) প্রথম বিশ্বযুদ্ধের সময় কামাগাতামারু জাহাজ কে ভাড়া করেছিল?

- গুরদিত সিং

৪১) গুরদীপ সিং কামাগাতামারু নামের একটি জাহাজ নিয়ে কোথা থেকে কোথায় গিয়েছিলেন? 

- হংকং থেকে ব্যাংকক 

৪২) কতজন যাত্রী  কানাডায় যাওয়ার জন্য কামাগাতামারু জাহাজে উঠেছিল? 

- 376  

(প্রথম বিশ্বযুদ্ধ এর সময় গুরদিত  সিং এটিকে ভাড়া করে নেন)

৪৩) কোন দেশ 1914 সালের মার্চ মাসে কামাগাতামারু জাহাজে থাকা ভারতীয় অভিবাসীদের অবতরণের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল?

- কানাডা

৪৪) কামাগাটা মারু ঘটনায়, যাত্রীদের অধিকার রক্ষা, তহবিল সংগ্রহ এবং প্রতিবাদ সভা করার জন্য একটি ‘শোর কমিটি’ (উপকূলীয় কমিটি) গঠিত হয়েছিল। কে কে  এই কমিটিতে যুক্ত ছিলেন?

- হোসেন রহিম, সোহানলাল পাঠক, বলবন্ত সিং

৪৫) ইয়োকোহামা, জাপানে, কামাগাতামারু জাহাজে কোন গদর বিপ্লবী এসে একটি আবেগপূর্ণ বক্তৃতা দিয়েছিলেন এবং যাত্রীদের ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার পরামর্শ দিয়ে লিফলেট বিতরণ করেছিলেন? 

- ভগবান সিং এবং বরকতুল্লাহ

৪৬) কামাগাতামারু জাহাজে থাকা পাঞ্জাবি গদর আন্দোলনকারীরা কোথায় ব্রিটিশ সেনাবাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিল?

- বজবজ 

 (কামাগাতামারু 27 সেপ্টেম্বর 1914 তারিখে কলকাতার কাছে বজবজ নামক স্থানে পৌঁছেছিল।)

৪৭) কামাগাতামারু ঘটনায় কতজন নিহত হয়েছিল?

- 18

৪৮) কোন ঘটনার স্মরণে ভারত সরকার 2014 সালে 100 টাকার একটি মুদ্রা জারি করেছিল?

- কামাগাতামারু

৪৯) গদর পার্টির সভাপতি সোহান সিং ভাকনা কোন জাহাজে করে জাপান থেকে ভারতে ফিরে আসেন?

- নেমসেংগ 

৫০) ) আর্য বান্ধব সমাজ কে প্রতিষ্ঠা করেন?

- পান্ডুরঙ্গ সদাশিব কোঙ্কেজে

৫১) ) আর্য বান্ধব সমাজের প্রধান নেতা কে ছিলেন?

- ব্রজচাঁদ পোদ্দার

৫২) আর্য বান্ধব সমাজের কয়েকজন নেতার নাম কর।

- পান্ডুরঙ্গ সদাশিব কোঞ্চিজে, ব্রজচাঁদ পোদ্দার, যমুনালাল বাজাজ, ব্রজচাঁদ পোদ্দার

৫৩) আর্য বান্ধব সমাজের সাথে কাদের সরাসরি যোগাযোগ ছিল?

- তিলক, লালা লাজপত রায়, ভাই পরমানন্দ ইত্যাদি বিশি বিপ্লবীদের

৫৪) বাল সমাজের প্রতিষ্ঠাতা কে?

- বাল গঙ্গাধর তিলকের আদর্শে অনুপ্রানিত মহারাষ্ট্রের কিছু কিশোর বাল সমাজ প্রতি করেন। এটি ছিল বিদ্যালয়স্তরের একটি সংগঠন।

 

 

গদর আন্দোলন প্রথম  পর্ব >>>> 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 

গদর পার্টি। লালা হরদয়াল। সোহান সিং ভাকনা। যুগান্তর আশ্রম। গদর পত্রিকা। কামাগাতামারু ঘটনা। আর্য বান্ধব সমাজ। বাল সমাজ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad