Type Here to Get Search Results !

থিওজফিক্যাল সোসাইটি ও অ্যানি বেসান্ত তৃতীয় পর্ব [ Besant]

 

 

থিওজফিক্যাল সোসাইটি ও অ্যানি বেসান্ত

Set by – Manas Adhikary

থিওজফিক্যাল সোসাইটি ও অ্যানি বেসান্ত  তৃতীয় পর্ব।  ANNIE BESANT Part – I.

 

অ্যানি বেসান্ত। থিওসফিক্যাল সোসাইটি। হোমরুল আন্দোলন। কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। সেন্ট্রাল হিন্দু কলেজ। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। ভারতের প্রথম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। মাদ্রাজ হিন্দু অ্যাসোসিয়েশান। 

 

 নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো ভারতীয় স্বাধীনতা আন্দোলনের  থিওজফিক্যাল সোসাইটি ও অ্যানি বেসান্তএই পর্বে থাকছে থিওজফিক্যাল সোসাইটি ও অ্যানি বেসান্ত সম্পর্কিত কিছু  অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তরপশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 

 থিওজফিক্যাল সোসাইটি ও অ্যানি বেসান্ত অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। ANNIE BESANT MCQ.   

 


৪৮) অ্যানি বেসান্ত করে কংগ্রেসে যোগদান করেন?

 - 1914 সালে

৪৯) কংগ্রেসের প্রথম নির্বাচিত মহিলা সভাপতির নাম কী?

- অ্যানি বেসান্ত ( 1917 সালে)

৫০) জাতীয় কংগ্রেসের প্রথম আইরিশ সভাপতির নাম কী?

- অ্যানি বেসান্ত

৫১) অ্যানি বেসান্ট, প্রথম মহিলা যিনি কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন?

- 33 তম 1917  (কলকাতা অধিবেশন)

৫২) কার পরামর্শে অ্যানি বেসান্টকে 1917 সালে কলকাতায় অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশনের সভাপতি করা হয়েছিল?

- বাল গঙ্গাধর তিলক

৫৩) কে লখনউ অধিবেশনে (1916), চরমপন্থী ও মধ্যপন্থীদের পুনর্মিলন প্রক্রিয়ার প্রধান স্থপতি ছিলেন?

- অ্যানি বেসান্ট

(এছাড়া বাল গঙ্গাধর তিলকও ছিলেন) 

৫৪) অ্যানি বেসান্ত কীজন্য রাজনীতি থেকে অবসর গ্রহন করেন?

- মন্টেগু চেমসফোর্ডের সাথে মতানৈক্য এবং অসহযোগ আন্দোলনে মহাত্মা গান্ধীর সাথে মতানৈক্যের জন্য

৫৫) ভারতের জাতীয়তাবাদের দাদীমা কাকে বলা হয়?

- অ্যানি বেসান্ত (প্রসঙ্গত উল্লেখ্য যে ভারতের জাতীতাবাদী আন্দোলনে

জননী কাকে বলা হয়?- মাদাম কামা)

৫৬) প্রথম 'কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়' হিসাবে কোন কলেজকে ঘোষণা করা হয়েছিল?

- সেন্ট্রাল হিন্দু কলেজ

৫৭) সেন্ট্রাল হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন?

- অ্যানি বেসান্ট

৫৮) অ্যানি বেসান্ট কোথায় সেন্ট্রাল হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন?

- বেনারস

৫৯) কোন কলেজের পরিবরতন করে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় রাখা হয়?

- সেন্ট্রাল হিন্দু কলেজ

৬০) কে সেন্ট্রাল হিন্দু কলেজের নাম পরিবর্তন করে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় রাখেন?

- মদন মোহন মালব্য

৬১) 1917 সালে ‘ইন্ডিয়ান বয় স্কাউট অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন?

- অ্যানি বেসান্ট

৬২) মাদ্রাজ হিন্দু অ্যাসোসিয়েশানের প্রতিষ্ঠাতা কে ছিলেন?  

- অ্যানি বেসান্ট

৬৩) অ্যানি বেসান্ট কবে ‘মাদ্রাজ হিন্দু অ্যাসোসিয়েশান প্রতিষ্ঠা করেন? 

- 1904

৬৪) অ্যানি বেসান্ট কবে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন?

- 1913

৬৫) অ্যানি বেসান্ট কোথায় 'দ্য অর্ডার অফ দ্য স্টার ইন দ্য ইস্ট' নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন?

- বেনারস

৬৬) অ্যানি বেসান্ট কত সালে বেনারসে ‘দ্য অর্ডার অফ দ্য স্টার ইন দ্য ইস্ট নামে একটি  সংস্থা প্রতিষ্ঠা করেন?

- 1911

৬৭) অ্যানি বেসান্ট 1911 সালে বেনারসে ‘দ্য অর্ডার অফ দ্য স্টার ইন দ্য ইস্ট নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন, যার প্রধান হিসাবে কাকে কে নিযুক্ত করেন?

- কৃষ্ণমূর্তি

৬৮) অ্যানি বেসান্ট কাকে বুদ্ধের পঞ্চম এবং মৈত্রীর ভবিষ্যৎ অবতার  হিসেবে ঘোষণা করেছিলেন,?

- কৃষ্ণমূর্তি 

৬৯) অ্যানি বেসান্ট কাকে তার ধর্মপুত্র হিসাবে ঘোষণা করেন?

- কৃষ্ণমূর্তি

৭০) অ্যানি বেসান্ত সম্পাদিত পত্রিকার নাম কী?

- নিউ ইন্ডিয়া ও কমনউইল

৭১) অ্যানি বেসান্ট কবে দৈনিক পত্রিকা ‘নিউ ইন্ডিয়া প্রকাশ করেন?

- জুলাই 14, 1914

৭২) অ্যানি বেসান্ট কবে সাপ্তাহিক পত্রিকা ‘কমনওয়েল প্রকাশ করেন? 

- 2 জানুয়ারী 1914

৭৩) অ্যানি বেসান্ত কোন পত্রিকার নাম পরিবর্তন করে রাখেন নিউ ইন্ডিয়া?

- মাদ্রাজ স্টান্ডার্ড

৭৪) ফ্রম কার্জন  বইটি কার লেখা?

- অ্যানি বেসান্ট 

৭৫) ‘দ্য বার্থ অফ নিউ ইন্ডিয়া বইটির লেখক কে?

- অ্যানি বেসান্ট

৭৬) নিউ ইন্ডিয়া সংবাদপত্রটি কার?

 - অ্যানি বেসান্ট

৭৭) গান্ধীজির সমালোচনা করে 'পুনঃমুষিক ভব' নামক একটি নিবন্ধ লেখেন অ্যানি বেসান্ত। কে এই লেখার জন্য অ্যানি বেসান্তের কড়া সমালোচনা করেন?

- তিলক

৭৮) ‘দ্যা লিড অফ দ্যা মডারেট শিরোনামের একটি নিবন্ধে  কে পুরানো কংগ্রেস নেতাদের দেশের চেতনার সাথে তাল মিলিয়ে না থাকার এবং পিছিয়ে থাকার জন্য  সমালোচনা করেছিলেন?

- অ্যানি বেসান্ট

৭৯) লোটাস সং এর রচয়িতা কে?

- অ্যানি বেসান্ত (আসলে এটি গীতার ইংরেজী অনুবাদ)

৮০) How India wrought for Freedom- গ্রন্থটি কে লেখেন?

- অ্যানি বেসান্ত

৮১) Future of Indian Politics গ্রন্থটি কে রচনা করেন?

- অ্যানি বেসান্ত

৮২) ‘যেদিন ভারত স্বাধীন হবে, সেদিন গান্ধী পরাজিত হবেন – উক্তিটি কার? 

- অ্যানি বেসান্ট

৮৩) ‘একজন স্বাধীন মানুষই স্বাধীন দেশ গড়তে পারে-  উক্তিটি কার?

- অ্যানি বেসান্ট

৮৪) ‘আমি হৃদয় থেকে তোমার সাথে আছি এবং সংস্কৃতির দিক থেকেও আমি তোমাদেরই   একজন!’ - উক্তিটি কার? 

- অ্যানি বেসান্ট 

৮৫) গান্ধীজীর অসহযোগ আন্দোলনের প্রস্তাবের বিরোধিতা করে কে বলেছিলেন যে-  ‘এই প্রস্তাব ভারতের স্বাধীনতার জন্য সবচেয়ে বড় আঘাত। ইহা একটি নির্বোধ প্রতিবাদ এবং সমাজ ও সভ্য জীবনের বিরুদ্ধে সংগ্রামের ঘোষণা? ‘

- অ্যানি বেসান্ট

৮৬)  কে বলেছিলেন ‘আমি একজন ভারতীয় ড্রাম, যার কাজ হল ঘুমন্ত ভারতীয়দের জাগানো, যাতে তারা জেগে ওঠে এবং তাদের মাতৃভূমির জন্য কাজ করতে পারে? 

- অ্যানি বেসান্ট

৮৭) ‘ভারত আর অনুগ্রহের জন্য নতজানু নেই বরং সে তার অধিকারের জন্য নিজের পায়ে দাঁড়িয়ে আছে –উক্তিটি কার? 

- অ্যানি বেসান্ট

৮৮) কে গান্ধীকে রাজনৈতিক শিশু বলে অভিহিত করে তার স্বাক্ষর অভিযানকে বিদ্রুপ করেছিল?

- অ্যানি বেসান্ট

৮৯) কংগ্রেসের উৎপত্তি সম্পর্কে কে বলেন যে – ‘জাতীয় কংগ্রেস জন্মভূমিকে রক্ষা করার জন্য 17 জন বিশিষ্ট ভারতীয় এবং হিউম দ্বারা জন্মগ্রহণ করেছিলেন?

- অ্যানি বেসান্ট

৯০) কংগ্রেসের বিভাজনকে কে ‘দুঃখজনক ঘটনা বলে অভিহিত করেছেন? 

- অ্যানি বেসান্ট

৯১) কে বলেছে যেদিন ভারত স্বাধীন হবে, সেদিন গান্ধীজির সবচেয়ে বড় পরাজয় হবে?

-  অ্যানি বেসান্ট

৯২) কে 1919 সালে মন্টেগু-চেমসফোর্ড আইনকে ‘দাসত্বের পরিকল্পনা' বলে অভিহিত করেন?

- অ্যানি বেসান্ত

৯৩) ‘জ্যামিতি প্রমান করেছে যে, গাটিগণিতের অঙ্কটি ভুল- কে কোন ঘটনা প্রসঙ্গে একথা বলেন?

- অন্ধকুপ হত্যা প্রসঙ্গে বলেছিলেন অ্যানি বেসান্ত

 

 থিওজফিক্যাল সোসাইটি ও অ্যানি বেসান্ত দ্বিতীয় পর্ব>>>>

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

অ্যানি বেসান্ত। থিওসফিক্যাল সোসাইটি। হোমরুল আন্দোলন। কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। সেন্ট্রাল হিন্দু কলেজ। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। ভারতের প্রথম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। মাদ্রাজ হিন্দু অ্যাসোসিয়েশান।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad