সভা ও সমিতির যুগ
set by - Manas Adhikary
সভা ও সমিতির যুগ প্রথম পর্ব। Bangla Prakashika Sabha.
সভা ও সমিতির যুগ। বঙ্গভাষা প্রকাশিকা সভা। জমিদার সভা। ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন। জমিদার সভার অগ্রদুত। ল্যান্ড হোল্ডার্স সোসাইটি। ভূম্যাধিকারী সমিতি। বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। সঞ্জীবনী সভা।
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সভা ও সমিতি। এই পর্বে থাকছে বঙ্গভাষা প্রকাশিকা সভা, জমিদার সভা ও সঞ্জীবনী সভা সংক্ষিপ্তরূপ ও প্রশ্নউত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
বঙ্গভাষা প্রকাশিকা সভা, জমিদার সভা ও সঞ্জীবনী সভা সংক্ষিপ্তরূপ ও প্রশ্নউত্তর।
উনিশ শতকের প্রথম থেকে ব্রিটিশ শাসনের অত্যাচার ও শোষনের বিরুদ্ধে একের পর এক আদিবাসী ও কৃষক আন্দোলন এবং মহাবিদ্রোহ সংঘঠিত হতে থাকে। ভারতীয় জাতীয়তাবাদের প্রসার ১৮৫৭ সালের মহাবিদ্রোহের পর দ্রুততার সাথে ঘটতে থাকে। মধ্যবিত্ত সম্প্রদায় উপলব্ধি করে যে ব্যক্তিগতভাবে বিচ্ছিন্ন আন্দোলনের মাধ্যমে ব্রিটিশদের বিরুদ্ধে জনমত গড়ে তোলা সম্ভব নহে। ব্রিটিশদের অত্যাচার ও শোষনের বিরুদ্ধে সংঘবদ্ধ রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা দরকার। এই উদ্দেশ্যে উনিশ শতকে ভারতে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সভা ও সমিতি গড়ে উঠতে থাকে। এদের মধ্যে উল্লেখযোগ্য হল - ১) বঙ্গভাষা প্রকাশিকা সভা, ২) জমিদার সভা, ৩) ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশান, ৪) হিন্দুমেলা, ৫) ভারত সভা ৬) জাতীয় কংগ্রেস প্রভৃতি। এই সমস্ত রাজনৈতিক সভাসমিতি ও সংগঠন ব্রিটিশ বিরোধী জনমত গঠনে সহায়ক হয়ে ওঠে। এইজন্য ঐতিহাসিক অনিল শীল উনিশ শতককে‘সভা সমিতির যুগ বলে আখ্যায়িত করেছেন।
১) ব্রিটিশ শাসনাধীন ভারতের প্রথম রাজনৈতিক সমিতির নাম কী?
- বঙ্গভাষা প্রকাশিকা সমিতি (১৮৩৬ সাল)/ মতান্তরে জমিদার সমিতি (১৮৩৮ সাল)
২) বঙ্গভাষা প্রকাশিকা সমিতির প্রতিষ্ঠাতা কে?
- টাকির জমিদার কালীনাথ রায়চৌধুরি ,প্রসন্ন কুমার ঠাকুর , সংবাদ পূর্ণচন্দ্রোদয় পত্রিকার সম্পাদক হরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, দ্বারকানাথ ঠাকুর
৩) বঙ্গভাষা প্রকাশিকা সমিতির প্রথম সভাপতি কে ছিলেন?
- সংবাদ ভাস্কর পত্রিকার সম্পাদক গৌরিশংকর তর্কবাগীশ
৪) বঙ্গভাষা প্রকাশিকা সমিতির প্রথম সম্পাদক কে ছিলেন?
- পন্ডিত দূর্গাপ্রসাদ তর্ক পঞ্চানন
৫) বঙ্গভাষা প্রকাশিকা সমিতির অধিবেশন কোনদিন হত?
- বৃহঃস্পতিবার
৬) কার মতে বঙ্গভাষা প্রকাশিকা সমিতি ছিল ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন?
- যোগেশচন্দ্র বাগল
৭) “রাজকীয় বিষয় বিবেচনার জন্য অপর যে সভা হইয়াছিল তন্মধ্যে বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম বলিতে হইবে” – উক্তিটি কার?
- সংবাদ প্রভাকর পত্রিকার ঈশ্বরগুপ্ত
৮) ১৮২৮ সালে আইন অনুযায়ী ব্রিটিশ সরকার নিস্কর ভুমির ওপর কর আদায় শুরু করলে কোন সভা এর তীব্র প্রতিবাদ করেন?
- বঙ্গভাষা প্রকাশিকা সমিতি
৯) জমিদার সভার অগ্রদুত কাকে বলা হয়?
- বঙ্গভাষা প্রকাশিকা সমিতি
১০) জমিদার সভা কবে প্রতিষ্ঠিত হয়?
- ১৮৩৮ সালের ১৯ মার্চ
১১) জমিদার সমিতি কে প্রতিষ্ঠা করেন?
- রাধাকান্ত দেব ও দ্বারকানাথ ঠাকুর
১২) জমিদার সভা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?
- কোলকাতায়
১৩) জমিদার সভা বা ল্যান্ড হোল্ডার্স সোসাইটি - নামটি কে রেখেছিলেন?
- দ্বারকানাথ ঠাকুর
১৪) জমিদার সভার আর এক নাম কী?
- ভূম্যাধিকারী সমিতি
১৫) জমিদার সভার সভাপতি কে ছিলেন?
- রাজা রাধাকান্ত দেব
১৬) জমিদার সভার সম্পাদক কে ছিলেন?
- প্রসন্ন কুমার ঠাকুর
১৭) জমিদার সভার প্রধান উদ্দেশ্য কি ছিল?
- জমিদার শ্রেনির স্বার্থরক্ষা করা
১৮)উইলিয়াম কেরি কোন রাজনৈতিক সংগঠনের ব্রিটিশ সেক্রেটারি ছিলেন?
- ল্যান্ডহোল্ডারস সোসাইটি বা জমিদার সভা
১৯) লন্ডনে ভূম্যাধিকারী সমিতির প্রতিনিধি কে ছিলেন?
- জর্জ থম্পসন (লন্ডনের ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির সভাপতি)
২০) জমিদার সভার চাঁদা কতছিল?
- প্রথমে সদস্য হতে গেলে পাঁচ টাকা এবং প্রতিবছর বার্ষিক কুড়ি টাকা
২১) কোন ঐতিহাসিক জমিদার সভাকে ভারতের স্বাধীনতার অগ্রদূত বলে গন্য করেছেন?
- ড রাজেন্দ্রলাল মিত্র
২২) ১৮৫০ সালে ভূম্যাধিকারী সমিতির সম্পূর্ণ অবসানের পর কে তার স্থান দখল করেন?
- বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি
২৩) ব্রিটিশ ভারতের দ্বিতীয় রাজনৈতিক জনসংগঠন কোনটি?
- বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি
২৪) বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কবে গঠিত হয়েছিল?
-১৮৪৩ সালের ২০ এপ্রিল
২৫) বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির সভাপতি কে ছিলেন?
- জর্জ টমসন
২৬) বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির সম্পাদক কে ছিলেন?
- প্যারিচাঁদ মিত্র
২৭) সঞ্জীবনী সভা কে প্রতিষ্ঠা করেন?
- জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
২৮) সঞ্জীবনী সভার অধ্যক্ষ কে ছিলেন?
- রাজনারায়ন বসু
২৯) ভারতের কোন বিখ্যাত কবি সঞ্জীবনী সভার সদস্য ছিলেন?
- রবীন্দ্রনাথ ঠাকুর
৩০) সঞ্জীবনি সভা যে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন তার প্রমান কোথায় পাওয়া যায়?
- জীবনস্মৃতি গ্রন্থে
৩১) জীবনস্মৃতি গ্রন্থ কে রচনা করেন?
- রবীন্দ্রনাথ ঠাকুর
৩২) কোথা থেকে লাল-রেশমে-জড়ানো বেদমন্ত্রের একখানা পুঁথি সঞ্জীবনী সভায় এনে রাখা হইয়াছিল?
- আদি-ব্রাহ্মসমাজ পুস্তকাগার থেকে
৩৩) সঞ্জীবনী সভার টেবিলে দুটি মড়ার মাথা ছিল। এই মড়ার মাথা দুটি কীসের প্রতীক ছিল?
- মৃত-ভারতের
৩৪) সঞ্জীবনী সভার গোপন নাম কি ছিল?
- হামচূপামূহাফ
৩৫) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর কার অনুকরনে সঞ্জীবনী সভা প্রতিষ্ঠা করেন?
- ইতালির কার্বোনারি সভা
৩৬) সঞ্জীবনী সভার স্থায়িত্ব কতদিন ছিল?
- মাত্র ছয়মাস
৩৭) রাজনারায়ন বসু কর্তৃক প্রতিষ্ঠিত সভার নাম কি?
- সুরাপান নিবারণী সভা
৩৮) কাকে ‘ভারতীয় জাতীয়তাবাদের পিতামহ’ বলা হয়?
- রাজনারায়ণ বসু
৩৯) বেঙ্গল প্রেসিডেন্সিতে স্বদেশী আন্দোলন শুরু করার কৃতিত্ব কাকে দেওয়া হয়?
- রাজনারায়ণ বসু
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
সভা ও সমিতির যুগ। বঙ্গভাষা প্রকাশিকা সভা। জমিদার সভা। ভারতের
প্রথম রাজনৈতিক সংগঠন। জমিদার সভার অগ্রদুত। ল্যান্ড হোল্ডার্স সোসাইটি। ভূম্যাধিকারী
সমিতি। বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। সঞ্জীবনী সভা।