থিওজফিক্যাল সোসাইটি ও অ্যানি বেসান্ত
Set by – Manas Adhikary
থিওজফিক্যাল সোসাইটি ও অ্যানি বেসান্ত দ্বিতীয় পর্ব। ANNIE BESANT Part – II.
অ্যানি বেসান্ত। থিওসফিক্যাল সোসাইটি। হোমরুল আন্দোলন। কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। সেন্ট্রাল হিন্দু কলেজ। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। ভারতের প্রথম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। মাদ্রাজ হিন্দু অ্যাসোসিয়েশান।
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো ভারতীয় স্বাধীনতা আন্দোলনের থিওজফিক্যাল সোসাইটি ও অ্যানি বেসান্ত। এই পর্বে থাকছে থিওজফিক্যাল সোসাইটি ও অ্যানি বেসান্ত সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে থিওজফিক্যাল সোসাইটি ও অ্যানি বেসান্ত আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো।পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
থিওজফিক্যাল সোসাইটি ও অ্যানি বেসান্ত অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। ANNIE BESANT MCQ.
১) আনি উড কার বাল্যনাম ছিল?
- অ্যানি বেসান্ত
২) অ্যানি বেসান্তের ছদ্মনাম কী ছিল?
- অ্যানেক্স
৩) অ্যানি বেসান্ত কোন সংস্থার সদস্য হিসাবে এদেশে আসেন?
- থিওজফিক্যাল সোসাইটির
৪) থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন কে?
- ম্যাডাম এইচ পি ব্লাভেটস্কি ও হেনরি এস ওলকট
৫) থিওজফিক্যাল সোসাইটির ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেন?
- মাদাম এইচ পি রাভাটক্সি
৬) থিওসফিক্যাল সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়?
- 1875 (1875 সালের 17 নভেম্বর নিউইয়র্ক)
৭) 1879 সালে থিওসফিক্যাল সোসাইটির (যার লক্ষ্য হিন্দুধর্ম, বৌদ্ধ ধর্মের চেতনাকে পুনরুজ্জীবিত করা) এর সদস্যরা কার আমন্ত্রণে বোম্বে আসেন?
- স্বামী দয়ানন্দ সরস্বতী
৮) ভারতে থিওসফিক্যাল সোসাইটি প্রধানত কার জন্য সফলতা পেয়েছিল?
- অ্যানি বেসান্টের জন্য
৯) কোন সালে অ্যানি বেসান্ট থিওসফিক্যাল সোসাইটিতে যোগদান করেন?
- 1888 ( মতান্তরে 1889 সালে)
১০) কোন সালে অ্যানি বেসান্ট থিওসফিক্যাল সোসাইটির জন্য কাজ করার লক্ষ্য নিয়ে ভারতে আসেন?
- 1893
১১) অ্যানি বেসান্ট কোন সালে থিওসফিক্যাল সোসাইটির সভাপতি হন?
- 1907
(1907 কর্নেল ওলকটের মৃত্যুর পর সভাপতি হন)
১২) থিওসফিক্যাল সোসাইটির আন্তর্জাতিক সদর দফতর কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?
- মাদ্রাজের আদিয়ারে
১৩) মাদ্রাজে আদিয়ারে থিওজফিক্যাল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
- মাদাম এইচ পি ব্লাভাটক্সি
১৪) থিওসফিক্যাল সোসাইটির আন্তর্জাতিক সদর দফতর কবে মাদ্রাজের আদিয়ারে প্রতিষ্ঠিত হয়?
- 1882 সালে
১৫) থিওসফিক্যাল সোসাইটির শাখা কোথায় কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?
- বেঙ্গালুরু, মুম্বাই, কুম্বাকোনাম, লুধিয়ানা এবং সুরাত
১৬) ভারতের কোথায় থিওসফিক্যাল সোসাইটির প্রভাব সবথেকে বেশি ছিল?
- দক্ষিণ ভারতে
১৭) কোন সংস্থার মূলমন্ত্র হল 'Kivvanto Vishwamaryam' যার অর্থ সারা বিশ্বের আর্যরা একত্রিত হও?
- থিওসফিক্যাল সোসাইটি
১৮) থিওসফিক্যাল সোসাইটি কার সাথে সম্পর্কিত ছিল?
- হিন্দু পুনরুজ্জীবন আন্দোলন
১৯) কোনটিকে ‘ব্রহ্মবিদ্যা সমাজ’ বলা হয়?
- থিওসফিক্যাল সোসাইটি
২০) কোন সামাজিক সংগঠন সংখ্যা দর্শন এবং উপনিষদকে অনুপ্রেরণার উত্স হিসাবে বিবেচনা করত এবং বিশ্বজনীন ভ্রাতৃত্ববোধকে সমর্থন করত?
- থিওসফিক্যাল সোসাইটি
২১) কোন প্রতিষ্ঠানের আদর্শকে ‘দেব বিজ্ঞান’ নামে অভিহিত করা হয়?
- থিওসফিক্যাল সোসাইটি
২২) প্রথম দিকে থিওসফিক্যাল সোসাইটির প্রধান উদ্দেশ্য কি ছিল?
- খ্রিস্টান মতবাদের আধিপত্যের ঘোষণা
২৩) কোন সংগঠন মূর্তি পূজা এবং সতীপ্রথার মতো সামাজিক কুসংস্কারকে সমর্থন করেছিলেন এবং আর্য সমাজ ও ব্রাহ্মসমাজের প্রগতিশীল নীতির নিন্দা করেছিলেন?
- থিওসফিক্যাল সোসাইটি
২৪) থিওসফিক্যাল সোসাইটি কোন ধর্মের শক্তিশালীকরণ ও নবজাগরণের জন্য কাজ করেছিল?
- হিন্দু ধর্ম, জরথুষ্ট্রবাদ, বৌদ্ধ ধর্ম
২৫) A. O. Hooyam কার সদস্য ছিলেন?
- থিওসফিক্যাল সোসাইটি
২৬) 1893 সালে শিকাগো ধর্ম মহাসম্মেলনে কে থিওসফিক্যাল সোসাইটির প্রতিনিধিত্ব করেন?
- জি এন চক্রবর্তী
২৭) অ্যানি বেসান্টের মৃত্যুর পর থিওসফিক্যাল সোসাইটির সভাপতি কে হন?
- জর্জ অরুণ ডেল (মতান্তরে জিনরাজদাস)
২৮) থিওসফিক্যাল সোসাইটির প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন?
- জিনরাজদাস
২৯) শূন্যস্থান পূরন করুনঃ-
অ্যানি বেসান্ত ছিলেন ইংল্যান্ডে ------ সমর্থনকারী প্রথম মহিলা?
- জন্মনিয়ন্ত্রন
৩০) কে ‘ভারতের সম্পূর্ণ স্বাধীনতার বিরোধী’ ছিলেন?
- অ্যানি বেসান্ট
৩১) 1917 সালে নারীদের ভোটাধিকারের দাবিতে প্রথম প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কে?
- অ্যানি বেসান্ট
৩২) লন্ডনে জয়েন্ট সিলেক্ট কমিটিতে সার্বজনীন ভোটাধিকারের পক্ষে অ্যানি বেসান্টের সাথে কোন কর্মী যোগ দিয়েছিলেন?
- সরোজিনী নাইডু
৩৩) ফ্যাবিয়ান আন্দোলনের প্রবক্তা কে ছিলেন?
- অ্যানি বেসান্ট
৩৪) অ্যানি বেসান্ট মুলত কোনটির সাথে যুক্ত ছিলেন?
- হোম রুল আন্দোলন
৩৫) কে প্রথম হোম রুল লীগ আন্দোলন শুরু করেন?
- অ্যানি বেসান্ট
৩৬) কোন দুজনের নেতৃত্বে 1915-16 সালে হোম রুল লিগ শুরু হয়েছিল?
- তিলক এবং অ্যানি বেসান্ট
৩৭) বি জি তিলক এবং অ্যানি বেসান্টের হোম রুল লীগ আন্দোলন কোন ভাইসরয়ের আমলে হয়েছিল?
-লর্ড চেমসফোর্ড (1916 সালে)
৩৮) অ্যানি বেসান্ত কোথায় হোমরুল আন্দোলন সংগঠিত করেন?
- মাদ্রাজে
৩৯) অ্যানি বেসান্টের স্বরাজ শাসন আন্দোলনের লক্ষ্য কী ছিল?
- ভারতের জন্য স্ব-সরকার প্রবর্তন করা
৪০) অ্যানি বেসান্টের হোম রুল লীগ আন্দোলনের ক্রমবর্ধমান প্রভাব দেখে ব্রিটিশ সরকার কবে অ্যানি বেসান্টকে গ্রেপ্তার করে?
- 1917
৪১) 1917 সালের জুন মাসে অ্যানি বেসান্ত, জর্জ অরুন্ডেল এবং বি পি বাদিয়াকে গ্রেপ্তার করা হয়। এর বিরুদ্ধে প্রতিবাদে কে ‘নাইটহুড’ সরকারী উপাধি ত্যাগ করেন?
- স্যার এস সুব্রামানিয়াম আইয়ার
(হোম রুল লীগ আন্দোলন)
৪২) লন্ডনে ইন্ডিয়ান হোমরুল সোসাইটি প্রতিষ্ঠা করেনকে?
- শ্যামজী কৃষ্ণবর্মা (1905)
৪৩) শ্যামজী কৃষ্ণবর্মার পেশা কী ছিল?
- অধ্যাপক
৪৪) শ্যামজী কৃষ্ণবর্মা কোথাকার অধ্যাপক ছিলেন?
- অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের
৪৫) শ্যামজী কৃষ্ণবর্মা কোন ভাষার অধ্যাপক ছিলেন?
- সংস্কৃত
৪৬) লন্ডনে ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেন?
- শ্যামজী কৃষ্ণবর্মা
৪৭) শ্যামজী কৃষ্ণবর্মা প্রকাশিত পত্রিকার নাম কী?
- দ্যা ইন্ডিয়ান সোসিওলজিস্ট। এটি একটি মাসিক পত্রিকা।
থিওজফিক্যাল সোসাইটি ও
অ্যানি বেসান্ত প্রথম পর্ব>>>>
থিওজফিক্যাল সোসাইটি ও
অ্যানি বেসান্ত তৃতীয় পর্ব>>>>
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
অ্যানি বেসান্ত। থিওসফিক্যাল সোসাইটি। হোমরুল আন্দোলন। কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। সেন্ট্রাল হিন্দু কলেজ। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। ভারতের প্রথম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। মাদ্রাজ হিন্দু অ্যাসোসিয়েশান।