Type Here to Get Search Results !

আর্য সমাজ প্রথম পর্ব [Arya Samaj]

আর্য সমাজ

set by - Manas Adhikary


সভা ও সমিতির যুগ সপ্তম  পর্ব।

 আর্য সমাজ। আর্য মহিলা সমাজ। আর্য সমাজের সদর দপ্তর।  সত্যার্থ প্রকাশ। দ্য হিস্ট্রি অফ আর্যসমাজ। শুদ্ধি আন্দোলন। দয়ানন্দ অ্যাংলো বৈদিক বিদ্যালয়। ভারতীয় অশান্তির জনক।

 

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সভা ও সমিতি সপ্তম পর্ব। এই পর্বে থাকছে  আর্য সমাজ  সম্পর্কিত সংক্ষিপ্ত আলচনা ও কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর। পরবর্তী পর্বে এই টপিক থেকে আরও কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর  নিয়ে আলচনা করা হবে।  পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা  সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

আর্য সমাজ। About Arya Samaj.

 

স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে বোম্বাইতে আর্য সমাজ প্রতিষ্ঠা করে। আর্যসমাজ 1875 সালে প্রতিষ্ঠিত হলেও এর গঠনতন্ত্র ও ধর্মমত চুড়ান্তভাবে স্থির হয় 1877 সালে লাহোরে। হিন্দুধর্ম পূনর্জাগরনের ক্ষেত্রে এই আর্য সমাজ গুরুত্বপূর্ন ভুমিকা গ্রহন করে। আর্য সমাজের প্রচারের জেরে হিন্দুরাজ প্রতিষ্ঠার চিন্তা আরও সুদৃঢ় হয়। একেশ্বরবাদে বিশ্বাসী দয়ানন্দ সরস্বতী ছিলেন ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার, অস্পৃশ্যতা, পৌত্তলিকতাবাদ প্রভৃতির ঘোরবিরোধী। তিনি মনে করতেন পৃথিবীর সকল ধর্মের সারমর্ম বেদের মধ্যে নিহিত আছে। কিন্তু সমাজের কিছু স্বার্থপর ব্যক্তি বেদের ভুল ব্যাখ্যা করে সনাতন হিন্দুধর্মকে কলুষিত করতে চাইছেন। দয়ানন্দ সরস্বতী ইংরাজী ভাষা জানতেন না কিন্তু তিনি ছিলেন সংস্কৃতে পন্ডিত। তিনি বেদভাষ্য ও সত্যার্থ প্রকাশ নামক দুটি গ্রন্থ রচনা করেন। দয়ানন্দ সরস্বতী গোরক্ষিনী সভা প্রতিষ্ঠ করেন 1882 সালে। আর্য সমাজের অন্যতম কর্মসূচী ছিল শুদ্ধি আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমে অন্য ধর্মে ধর্মান্তরিত হিন্দুদেরকে পুনরায় হিন্দুধর্মে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। এইভাবে বিধর্মী প্রভাব রোধ করে ভারতকে এক জাতি, এক ধর্ম ও এক সমাজরূপে প্রতিষ্ঠা করা ছিল শুদ্ধি আন্দোলনের অন্যতম লক্ষ্য।

দয়ানন্দ সরস্বতী সমাজে নারীদের সকলল প্রকার সুযোগসুবিধা, স্বাধীনতা দেওয়া এবং স্ত্রী-শিক্ষার সার্বিক উন্নতি যাতে হয় তার ব্যবস্থা গ্রহন করেন।

দয়ানন্দ সরস্বতী বিশ্বাস করতেন যে, পাশ্চাত্য সভ্যতার কাছে ভারতের কিছু শেখার নেই, কেননা পৃথিবীর যাবতীয় জ্ঞান, এমনকি পাশ্চাত্য বিজ্ঞানের সমস্ত আবিস্কার, বেদের মধ্যেই বিধৃত আছে। বেদ-ভিত্তিক বিশুদ্ধ হিন্দু ধর্ম ও সমাজ ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা ছিল তাঁর উদ্দেশ্য। তাই তাঁর মূল বক্তব্য ছিল - ‘বৈদিক শাস্ত্রে ফিরে যাও (Go Back to Vedas)।

1883 সালে স্বামী দয়ানন্দের মৃত্যুর পর লালা হংসরাজ, পন্ডিত গুরু দত্ত, লালা লাজপত রায়, স্বামী শ্রদ্ধানন্দ (লালা মুনশী রাম) প্রমুখ তাঁর শিষ্যরা তাঁর কাজ চালিয়ে যান। যদিও তাঁরা স্বামী দয়ানন্দের মত আধুনিক জগতের সবকিছু অস্বীকার করতে পারেননি। তাঁদের মধ্যে কেউ কেউ পশ্চিমের যুক্তিবাদী জ্ঞান-বিজ্ঞানকে ভারতীয় সংস্কৃতির সঙ্গে সমন্বয় সাধনের চেষ্টাও করেন।

আর্য সমাজের অবদানঃ-

আর্য সমাজের সমাজ সংস্কার আন্দোলনের ফলে

ক) হিন্দুদের হীনমন্যতা দূর হয়

খ) বৈদিক হিন্দুধর্ম তার হৃতগৌরব ফিরে পায়;

গ) হিন্দু জনসাধারন নিজেদের গৌরবময় ঐতিহ্য সম্পর্কে সচেতন হয়ে ওঠে

ঘ) হিন্দুসমাজে জাতপাতের বিভিন্নতা দূর হয়ে ঐক্যবোধ গড়ে ওঠে

ঙ) প্রাচীন রীতিনীতিকে অমান্য না করে পশ্চিমি ধাঁচে আধুনিক বিদ্যালয় গড়ে ওঠে।

 

 

প্রশ্নোত্তর পর্ব

১) আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন?

- দয়ানন্দ সরস্বতী

২) বাল্যবিবাহ নিষিদ্ধ করার জন্য এবং উচ্চ শ্রেণীর মহিলাদের মধ্যে নারীশিক্ষার প্রসারের জন্য কে পুনাতে 'আর্য মহিলা সমাজ' প্রতিষ্ঠা করেন?

- পণ্ডিতা রমাবাই সরস্বতী  

(তিনি সারদা সদনও চালু করেন)

৩) কোন বছরে পণ্ডিতা রমাবাই সরস্বতী পুনেতে বিচারপতি মহাদেব গোবিন্দ রানাডের সাহায্যে আর্য মহিলা সমাজ প্রতিষ্ঠা করেন?

- 1882

৪) 'আর্য মহিলা সমাজ' কোথায় প্রতিষ্ঠা করা হয়?

- পুনাতে

৫) আর্য বান্ধব সমাজ কে প্রতিষ্টা করেন?

- পান্ডুরঙ্গ সদাশিব খানখোজে

৬) আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দকে ‘দয়ানন্দ সরস্বতী’ নামটি কে দিয়েছিলেন?

- দন্ডি স্বামী পূর্ণানন্দ

৭) আর্য সমাজ কোথায় প্রতিষ্ঠিত হয়?

- বোম্বাই (মহারাষ্ট্র)

৮) আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়?

- 1875 সালে

৯) আর্য সমাজের সদর দপ্তর কোথায় ছিল?

- লাহোর

১০) লাহোরে আর্য সমাজের সদর দপ্তর কে স্থাপন করেছিলেন?

- দয়ানন্দ সরস্বতী  

১১) আর্যসমাজ কবে লাহোরে স্থানান্তরিত হয়? 

- 1877 সালে

 ১২) আর্য সমাজের গঠনতন্ত্র ও ধর্মমত চূড়ান্তভাবে কোথায় কবে নির্ধারিত হয়? 

- লাহোরে 1877 সালে

১৩) কোন সংগঠনের লক্ষ্য ছিল সনাতন ধর্মকে রক্ষা করা এবং আর্য ও ব্রাহ্মসমাজের বিরোধিতা করা?

- ধর্ম মহামণ্ডল

(1857 সালে হরিদ্বারে পণ্ডিত দীনদয়াল শর্মা প্রতিষ্ঠিত হয়েছিল)

 

১৪) বেদভাষ্য কে রচনা করেন?

- দয়ানন্দ সরস্বতী

১৫) সত্যার্থ প্রকাশ কে রচনা করেন?

- দয়ানন্দ সরস্বতী

১৬) সত্যার্থ প্রকাশ কোন সংগঠনের  পবিত্র গ্রন্থ?

- আর্য সমাজের

১৭)  সত্যার্থ প্রকাশ কবে প্রকাশিত হয়েছিল?

- 1874 সালে

১৮) সত্যার্থ প্রকাশ এর প্রকাশক কে ছিলেন?

- স্বামী দয়ানন্দ সরস্বতী

১৯)  আর্য সমাজের বাইবেল কাকেবলা হয়?

-সত্যার্থ প্রকাশ

২০) সত্যার্থ প্রকাশ কোন ভাষায় লিখিত?

- হিন্দিতে

২১) কার পরামর্শে দয়ানন্দ সরস্বতী 'হিন্দি ভাষায়' তাঁর ধারণাগুলি ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আর্য সমাজের মূল গ্রন্থ 'সত্যর্থ প্রকাশ' শুধুমাত্র হিন্দিতে লেখেন, যা 'উদয়পুর' এ রচিত হয়েছিল এবং 'আজমীর' থেকে প্রকাশিত হয়েছিল? 

- কেশব চন্দ্র সেন

২২) হিন্দি ভাষা সমর্থনকারী প্রথম সংস্থা কোনটি?

- আর্য সমাজ 

 

 আর্য সমাজ দ্বিতীয় পর্ব>>>>

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 

 আর্য সমাজ। আর্য মহিলা সমাজ। আর্য সমাজের সদর দপ্তর।  সত্যার্থ প্রকাশ। দ্য হিস্ট্রি অফ আর্যসমাজ। শুদ্ধি আন্দোলন। দয়ানন্দ অ্যাংলো বৈদিক বিদ্যালয়। ভারতীয় অশান্তির জনক। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad