পরমহংস মণ্ডলী ও প্রার্থনা সমাজ
Set by- Manas Adhikary
সভা ও সমিতির যুগ ষষ্ঠ পর্ব।
পরমহংস মণ্ডলী। দাডোবা পান্ডুরং। প্রার্থনা সমাজ। সুবোধ পত্রিকা। মহারাষ্ট্রের সক্রেটিস।
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সভা ও সমিতি। এই পর্বে থাকছে পরমহংস মণ্ডলী ও প্রার্থনা সমাজ সম্পর্কিত কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর নিয়ে আলচনা করা হবে। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
পরমহংস মণ্ডলী ও প্রার্থনা সমাজ অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর। Prarthana Samaj MCQ.
১) ভারতের কোন সংগঠনটি প্রথম একটি গোপন সামাজিক সমিতি হিসাবে
শুরু হয়েছিল?
- পরমহংস মণ্ডলী
২) পরমহংস মণ্ডলী কবে ও কোথায় প্রতিষ্ঠিত হয়?
-1849 সালে মহারাষ্ট্রে
৩) পরমহংস মণ্ডলীর প্রতিষ্ঠাতার নাম করুন?
- দাডোবা পান্ডুরং,দুর্গারাম মেহতা জি
৪) 1849 সালে মহারাষ্ট্রে প্রতিষ্ঠিত পরমহংস মণ্ডলীর সদস্যদের নাম করুন?
-
বালকৃষ্ণ জয়কর, জাম্বেকর শাস্ত্রী, আত্মা রাম পান্ডুরং
৫) ভারতের কোন সংগঠন
স্বাধীনচিন্তা এবং যুক্তিবাদকে উৎসাহিত
করে?
- পরমহংস মণ্ডলী
৬) পরমহংস মণ্ডলীর মূল উদ্দেশ্য কী ছিল?
- ধর্ম ও সমাজের সংস্কার এবং বৈষম্য দূরীকরণ
৭) খ্রিস্টধর্মের প্রতি
বিশেষ আগ্রহের কারণে 1860 সালের দিকে কোন
সংগঠনটি তার অস্তিত্ব হারাতে শুরু করে?
- পরমহংস মণ্ডলী
৮) কোন সংস্থার প্রভাব
বলয় খুবই সীমিত ছিল এবং 1860 সালে 11 বছর পর এটি ভেঙে যায় এবং এর পরিবর্তিত রূপ 1867 সালে প্রার্থনা সমাজের
আকারে আসে?
- পরমহংস মণ্ডলী
৯) প্রার্থনা সমাজ কোন সংগঠনের উত্তরসূরি ছিল?
- পরমহংস মণ্ডলী
১০) গীতাতত্ত্ব এবং সুভাষিত কোন সংস্থার দ্বারা প্রকাশিত হয়েছিল?
- পরমহংস মণ্ডলী
১১) প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে?
- আত্মারাম পান্ডুরং
১২) আত্মারাম পান্ডুরং কোথায় প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন?
- বোম্বাই (মহারাষ্ট্রে)
১৩) মুম্বাইয়ে
প্রার্থনা সমাজ কবে প্রতিষ্ঠিত হয়?
- 1867
(প্রার্থনা সমাজ 1867 সালে আত্মারাম পান্ডুরং
দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।)
১৪) 1867 সালে মুম্বাইতে প্রার্থনা সমাজ কার অনুপ্রেরনায় প্রতিষ্ঠিত হয়েছিল?
- কেশব চন্দ্র সেন
( আচার্য কেশবচন্দ্রের মহারাষ্ট্র সফরের দ্বারা প্রভাবিত
হয়ে, মহাদেব গোবিন্দ না এবং ডাঃ আত্মারাম পান্ডুরং 1867 সালে বোম্বেতে 'প্রার্থনা
সমাজ' প্রতিষ্ঠা করেন। জি আর ভান্ডারকরও এই সমাজের অন্যতম প্রধান নেতা ছিলেন।)
১৫) প্রার্থনা সমাজের সাথে সম্পর্কিত ছিল এমন কয়েকজনের নাম করুন।
- আর জি ভান্ডারকর, আত্মারাম পান্ডুরং,
এমজি রানাডে
১৬) মহারাষ্ট্রে প্রার্থনা সমাজের প্রধান সঞ্চালক কে ছিলেন?
- M.G. রানাডে
১৭) 1867 সালে আত্মারাম পান্ডুরং প্রতিষ্ঠিত ‘প্রার্থনা সমাজ’
কে জনপ্রিয় করার কৃতিত্ব কাকে দেওয়া হয়?
- মহাগোবিন্দ রানাডে
১৮) কে নিয়মিত প্রার্থনা সমাজের সভায় উপস্থিত ছিলেন কিন্তু
কখনও তাদের সদস্য হননি?
- কেটি তৈলং
১৯) বোম্বাইয়ের ব্রাহ্মসমাজ কাকে বলা হয়?
- প্রার্থনা সমাজ
(ব্রাহ্মসমাজ 1867 সালে মুম্বাইতে প্রার্থনা সমাজ
হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।)
২০) প্রার্থনা সমাজ এর প্রতিষ্ঠাতা আত্মরাম পান্ডুরং পেশায় কি ছিলেন?
- চিকিৎসক
২১) সুবোধ পত্রিকা কোন সংস্থা থেকে প্রকাশিত হয়?
- প্রার্থনা সমাজ
২২) কে পাঞ্জাবে প্রার্থনা সমাজের প্রসার করেছিলেন?
- দয়াল সিং
২৩) ভারতের সকল সংস্কারবাদী আন্দোলনে কার প্রভাব সবচেয়ে বেশি
ছিল?
- প্রার্থনা সমাজ
২৪) 'পশ্চিম ভারতে সাংস্কৃতিক নবজাগরণের অগ্রদূত' কাকে বলা হয়?
- মহাদেব গোবিন্দ রানাডে
২৫) সার্বজনিক সমাজ কে প্রতিষ্ঠা করেন?
- 1871 সালে, রানাডে
২৬) কাকে 'মহারাষ্ট্রের
সক্রেটিস' বলা হয়?
- মহাদেব গোবিন্দ রানাডে
(অপরিমেয় বুদ্ধিমত্তার কারণে)
২৭) কার নেতৃত্বে প্রার্থনা সমাজ জাতিভেদ প্রথা, বাল্যবিবাহ,
মূর্তি পূজা এবং হিন্দু সমাজের অন্যান্য অপকর্মের বিরুদ্ধে আন্দোলন করেছিল?
- রানাডে
(উনিশ শতকের নব্বইয়ের দশকে তিনি নারী
জাগরণের পরিকল্পনা শুরু করেছিলেন। আর্য-মহিলা-সমাজ প্রতিষ্ঠা (1882) সেই পরিকল্পনার
ফল)
২৮) 1878 সালে কোন সংগঠনের দ্বারা প্রতিষ্ঠিত প্রথম নৈশ বিদ্যালয়টি
গণশিক্ষা এবং বয়স্ক শিক্ষার ক্ষেত্রে অগ্রগামী ছিল?
-
প্রার্থনা সমাজ
২৯) প্রার্থনা সমাজের আওতায় থাকা পন্ধরপুরে বাসুদেব বাবাজি নৌরঙ্গী বালকাশ্রমটি কে
প্রতিষ্ঠা করেন?
- 1875 সালে লালাশঙ্কর উমাশঙ্কর
(প্রার্থনা সমাজের পৃষ্ঠপোষকতায় আরও দুটি
বালকাশ্রম পরিচালিত হয় - একটি ভিলে পার্লে (বোম্বে) ডি.এন. সিরুর বাড়ি এবং অন্যটি
সাতারা জেলার বাই নামক জায়গায়)
৩০) ‘ দ্য ডিপ্রেসড ক্লাস মিশন সোসাইটি অফ ইন্ডিয়া’ নামের সংগঠনটি,
যা অস্পৃশ্যতার জন্য বিখ্যাত, এটি কে প্রতিষ্ঠা করেন?
- বিঠল রামজি শিন্ডে
৩১) বিঠল রামজি শিন্ডে
কোন সংস্থার সাথে যুক্ত ছিলেন?
- প্রার্থনা সমাজের
৩২) কোন সংস্থা রাম মোহন ইংলিশ স্কুল প্রতিষ্ঠা করে?
-প্রার্থনা সমাজ, 1917 সালে
(এখন এর পৃষ্ঠপোষকতায় বোম্বে এবং এর আশেপাশে
দশটিরও বেশি স্কুল চলছে।)
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
পরমহংস মণ্ডলী। দাডোবা পান্ডুরং। প্রার্থনা
সমাজ। সুবোধ পত্রিকা। মহারাষ্ট্রের সক্রেটিস।