তাঁতিয়া টোপী
Set by- Manas Adhikary
সিপাহী বিদ্রোহের নেতৃত্ববর্গ। The Leaders of the Sepoy Mutiny.
তাঁতিয়া টোপী। রামচন্দ্র পান্ডুরং। নানা সাহেবের সেনাপতি। মহাবিদ্রোহের বাঘ। ইতালির গ্যারি বল্ডি। মান সিং।
এছাড়াও
আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval,
Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child
psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি
সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
তাঁতিয়া টোপি সংক্ষিপ্তরূপ ও অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। About Tatya Tope And MCQ.
তাঁতিয়া টোপী ছিলেন নানাসাহেবের সেনাপতি। ১৮৫৭ সালের মহাবিদ্রোহের এক উল্লেখযোগ্য ও অন্যতম নেতা ছিলেন এই তাঁতিয়া টোপি। তথাকথিত সামরিক প্রশিক্ষনের অভাব থাকা সত্বেও তাঁতিয়া টোপীকে সর্বকালের সেরা এবং কার্যকর বিদ্রোহী জেনারেল হিসাবে বিবেচনা করা হয়। তাঁতিয়া টোপীর প্রকৃত নাম ছিল রামচন্দ্র পান্ডুরং। তিনি নাসিকের নিকট এক মারাঠা ব্রাহ্মন পরিবারে জন্মগ্রহন করেন। তিনি তাঁতিয়া টোপী উপাধি ধারন করেন। ‘তাঁতিয়া’ কথার অর্থ হল কমান্ডিং অফিসার। ব্রিটিশরা নানাসাহেবের থেকে কানপুর দখল করে নিলে তাঁতিয়া টোপী গোয়ালিয়রের সেনাবাহিনীর সাথে অগ্রসর হয়ে জেনারেল উইন্ডহোমকে কানপুর শহর থেকে সরে যেতে বাধ্য করেন। যদিও পরে তাঁতিয়া টোপী স্যার কলিন ক্যাম্পবেলের কাছে (পরে ব্যারন ক্লাইড) পরাজিত হন। নানাসাহেব নেপালে পালিয়ে গেলে তাঁতিয়া টোপী ও নানা সাহেবের উত্তরাধিকারী রাও সাহেব কাল্পিতে ফিরে যান। তাঁতিয়া টোপী এরপর ঝাঁসীর রানী লক্ষ্মীবাঈ এর সাহায্যার্থে এগিয়ে আসেন। লক্ষ্মীবাঈ এর সাথে মিলিত হয়ে তিনি গোয়ালিয়র দখল করেন। পরবর্তীকালে তিনি ইংরেজ সেনাপতির কাছে রানোদের যুদ্ধে এবং শিকারের যুদ্ধে পরাজিত হন। তাঁতিয়া টোপীকে ব্রিটিশরা ১৮৫৯ সালে ১৮ এপ্রিল শিবপুরি নামক স্থানে প্রকাশ্যে ফাঁসি দিয়ে হত্যা করেন।
১) তাঁতিয়া টোপীর প্রকৃত নাম কী?
- রামচন্দ্র পান্ডুরং
২) তাঁতিয়া কথার অর্থ কী?
- কমান্ডার
৩) তাঁতিয়া টোপী কার সেনাপতি ছিলেন?
- নানা সাহেব
৪) কে গোরিলা যুদ্ধের মাধ্যমে ইংরেজদের প্রভুত ক্ষয়ক্ষতি করেন?
- তাঁতিয়া টোপী এবং মৌলভী আহমদুল্লাহ
৫) মহারাষ্ট্রের ও মহাবিদ্রোহের বাঘ কাকে বলা হয়?
- তাঁতিয়া টোপী
৬) 1857 সালের স্বাধীনতা যুদ্ধের কোন যোদ্ধাকে 'ইতালির গ্যারি বল্ডি' উপাধি দেওয়া হয়েছিল?
- তাঁতিয়া টোপী
৭) 1857 সালের বিদ্রোহের সময় তাঁতিয়া টোপীকে কে সাহায্য করেছিল?
- কেশরী সিং
৮) কেশরি সিং কোথাকার বাসিন্দা ছিলেন?
- সালুম্বরের
৯) রাজস্থানের কোন সামন্ত তাঁতিয়া টোপীকে আশ্রয় দিয়েছিল?
- কোঠারিয়ার রাওয়াত যোধ সিং
১০) 1857 সালের বিপ্লবের সময় কোথারিয়ার সামন্ত কোঠারিয়ার রাওয়াত যোধ সিং কাকে কাকে দিয়েছিলেন?
- নানা সাহেব, তাঁতিয়া টোপী, কুশল সিং
১১) 1857 খ্রিস্টাব্দের বিপ্লবের সময় কে ব্রিটিশ ও যোধপুরের যৌথ সেনাবাহিনীকে পরাজিত করেন?
- আউয়ার ঠাকুর কুশল সিং
১২) 1857 সালের বিদ্রোহের সময় নিম্নলিখিতদের মধ্যে কোন বিদ্রোহী তার বন্ধুর বিশ্বাসঘাতকতায় ব্রিটিশদের দ্বারা বন্দী ও নিহত হয়েছিল?
- তাঁতিয়া টোপী
(1857 সালের 18 এপ্রিল তাঁতিয়া টোপীকে ফাঁসি দেওয়া হয়)
১৩) তাঁতিয়া টোপীর কোন বন্ধুর প্রতারণার কারণে ব্রিটিশরা তাকে শিবপুরীর জঙ্গল থেকে আটক করেছিল?
- মান সিং
১৪) মান সিংহ কিসের জন্য তাঁতিয়াটোপীর সাথে বিশ্বাসঘাতকতা করেন?
- গোয়ালিয়রের সিংহাসনের লোভে
১৫) সিপাহী বিদ্রোহের সময় তাঁতিয়া টোপীর বন্ধু মান সিং এর প্রতারণার কারণে ব্রিটিশরা তাকে শিবপুরীর জঙ্গল থেকে আটক করে ফাঁসি দেয়। এই মান সিং কোথাকার সামন্ত রাজা ছিলেন?
- নারওয়ার
(লখনউ এর নারওয়ারের সিন্ধিয়া সামন্ত)
১৬) 1857 সালের বিদ্রোহের নেতার ফাঁসি দেওয়া হয়?
- তাঁতিয়া টোপী
১৭) তাঁতিয়া টোপীকে কোথায় ফাঁসি দেওয়া হয়েছিল?
- গোয়ালিয়র
১৮) তাঁতিয়া টোপীর সমাধি কোথায় অবস্থিত?
- শিবপুরী (মধ্যপ্রদেশ)
১৯) 1859 সালের এপ্রিলে কার গ্রেপ্তার বা মৃত্যুকে 1857 সালের বিদ্রোহের সমাপ্তি হিসাবে ধরা হয়?
- তাঁতিয়া টোপী
২০) ইতিহাসে তাঁতিয়া টোপীর ফাঁসি ব্রিটিশ সরকারের করা একটি বড় অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং আগামী প্রজন্ম জিজ্ঞাসা করবে কে এই সাজাকে অনুমোদন করেছে!” এই বক্তব্যটি কার?
- ক্যাপ্টেন শেভার্স
২১) কোম্পানির পক্ষে প্রথম ইঙ্গ-আফগান যুদ্ধে কে অংশগ্রহণ করেছিলেন যিনি পরবর্তীকালে সিপাহী বিদ্রোহে একজন বিশেষ নেতৃত্ব হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন?
- বখত খান
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
তাঁতিয়া টোপী। রামচন্দ্র
পান্ডুরং। নানা সাহেবের সেনাপতি। মহাবিদ্রোহের বাঘ। ইতালির গ্যারি বল্ডি। মান সিং।