Type Here to Get Search Results !

রাজা রামমোহন রায় পঞ্চম পর্ব [ Ram Mohan]

 রাজা রামমোহন রায়

Set by - Manas Adhikary

রাজা রামমোহন রায় পঞ্চম পর্ব। Raja Ram Mohan Roy 5th part. 

রাজা রামমোহন রায়। ভারতের প্রথম আধুনিক মানুষ। আধুনিক ভারতের জনক। ব্রাহ্মসমাজ। আত্মীয় সভা। দ্য প্রিসেস্পট অফ জেসাস। ভারতের মুকুটহীন রাজা। প্রথম বিলেত যাত্রী। তুহফাত-উল-মুওয়াহিদিন। সতীদাহপ্রথা উচ্ছেদ। হিন্দু কলেজ। 


নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় পঞ্চম পর্ব।  এই পর্বে থাকছে রাজা রামমোহন রায় সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা। পরবর্তী পর্বে রাজা রামমোহন রায় আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করবো। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

রাজা রামমোহন রায় অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Raja Ram Mohan Roy MCQ.



১৫১)  তুহফাত-উল-মুওয়াহিদিন('A Gift to Monothistus') কোন ভাষায় রচিত?

- ফার্সী ভাষায়

১৫২) রাজা রামমোহন ফারসি ভাষায় লিখিত ‘তুহফাত উল মুওয়াহিদিন’ গ্রন্থের ভূমিকা কোন ভাষায় লিখেছেন?

- আরবি

১৫৩)  তুহফাত-উল-মুওয়াহিদিন কোন বিষয়ের উপর লেখা?

- একেশ্বরবাদ

 ১৫৪) তুহফাত-উল-মুওয়াহিদিন এর বাংলা অনুবাদের নাম কী?

- একেশ্বরবাদীদের প্রতি ('A Gift to Monothistus')।

১৫৫)  প্রতিমা পূজার বিরুদ্ধে রামমোহনের লেখা পুস্তিকার নাম কী?

- তুফাৎ-ইল-মুহাহিদিন

১৫৬)  ‘বজ্রসূচী' গ্রন্থের বাংলা অনুবাদক কে ছিলেন?

- রাজা রামমোহন রায়

১৫৭) রামমোহন কোন ছদ্মনামে লিখতেন?

- রামদাস

১৫৮)  ‘দ্য প্রিসেস্পট অফ জেসাস' কার লেখা?

- রাজা রামমোহন রায়

১৫৯)  ‘সহমরন বিষয়ক— পুস্তিকাটি কে রচনা করেন?

- রাজা রামমোহন রায়

 ১৬০) কেন, ঈশ,কেঠো,মুন্ডক এবং মাণ্ডুক্য উপনিষদের বঙ্গানুবাদ কে করেছিলেন?

- রাজা রামমোহন রায়

১৬১)  জ্যামিতি বিষয়ক গ্রন্থ ‘দ্রাঘিজ্যা— কে রচনা করেন?

- রাজা রামমোহন রায়

১৬২) রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরনের নাম কী?

- ভাষা ও ব্যাকরণ

১৬৩) 1833 সালে কে বাংলা ভাষায় ‘গৌড়ীয় ব্যাকরণ’ রচনা করেন?

- রাজা রাম মোহন রায়

১৬৪) ফারসি ভাষায় ‘মানজরাতুল আদিয়ান’ গ্রন্থটি কে রচনা করেন?

- রাজা রামমোহন রায়

 ১৬৫) রাজা রামমোহন রায় তাঁর গ্রন্থে খ্রীষ্টান ধর্মের সমালোচনা করেন?

-দ্য পারসেপ্ট অফ জেসাস

১৬৬) দ্য পারসেপ্ট অফ জেসাস’ নামে বইটি রচনা কে করেছিলেন ?

- রাজা রাম মোহন রায় 

১৬৭) রাজা রামমোহন রায় কবে ‘দ্য পারসেপ্ট অফ জেসাস’ নামে একটি বই লেখেন?

- 1820 সালে

১৬৮) 1820 সালে রাজা রামমোহন রায় কোন ছদ্মনামে (গোপন নাম)দ্য পারসেপ্ট অফ জেসাসএ গাইড টু পিস অ্যান্ড হ্যাপিনেস" বইটি রচনা করেছিলেন?

- প্রসন্ন কুমার ঠাকুর

১৬৯) রাজা রাম মোহন রায় কত সালে তাঁর হিন্দু উত্তরাধিকার বিধি গ্রন্থ প্রকাশ করেন?

- 1822

১৭০) ‘থ্রি আপিল টু দ্য ক্রিশ্চিয়ান পাবলিক’ কে রচনা করেন?

- রাজা রাম মোহন রায়

১৭১) কে নারীর প্রাচীন অধিকারের উপর আধুনিক সীমাবদ্ধতার উপর একটি ছোট নিবন্ধ (brief remarks regarding modern encroachments to the ancient rights of female)) লিখেছেন? , ,

- রাজা রাম মোহন রায়

১৭২) ইসলাম ও কুরআন সম্পর্কে  জ্ঞানের জন্য কে  ‘জবরদস্ত মউলবি’ হিসেবে মুসলমানদের মধ্যে বিখ্যাত হয়েছিলেন?

-  রাজা রামমোহন রায় 

১৭৩) কে বৈদিক গ্রন্থ এবং উপনিষদ সংস্কৃত থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন?

-  রাজা রামমোহন রায় 

১৭৪) কে বেদান্তর নামে বই প্রকাশ করেন?

- রাজা রাম মোহন রায়

১৭৫) ‘শান্তি ও খুশির মাগদর্শন’ নামক পুস্তকটি  কে রচনা করেন?

- রাজা রামমোহন রায়

১৭৬)  'রামমোহন রায় গ্রন্থের রচয়িতার নাম কী?

- রবীন্দ্রনাথ ঠাকুর

১৭৭) রাজা রামমোহন রায় যৌবন বয়সে কুরআন, ফারসি ও আরবি সাহিত্য অধ্যয়ন করেন কোন শহরে?

- পাটনা

১৭৮) রামমোহন রায়ের জীবনীকারের নাম কী ছিল?

- মেরি কারপেন্টর ও সোফিয়া কোলেট (এছাড়াও কিশোরীচাঁদ মিত্রের নামও উল্লেখযোগ্য)

১৭৯)  রাজা রামমোহন রায়ের লেখার তীব্র প্রতিবাদ যারা করেছিলেন তাদের প্রথম ও প্রধান কে ছিলেন?

- মৃত্যুঞ্জয় তর্কালঙ্কার

১৮০) কোন ভারতীয় আর্ন্তজাতিক বিচারালয় ও জাতি সংগের প্রথম ইঙ্গিত দেন?

- রাজা রামমোহন রায়

১৮১)  ভারতের সংগঠিত রাজনৈতিক আন্দোলনের জনক কাকে বলা হয়?

- রাজা রামমোহন রায়

১৮২)  চিরস্থায়ী বন্দোবস্ত ভূমি রাজস্বের ক্রমবর্ধমান হার সম্বন্ধে কোন সমাজ সংস্কারক তাঁর এক প্রকাশনায় আলোচনা করেছেন?

- রাজা রামমোহন রায় (Exposition of the Judicial system of India )

১৮৩) কোন সমাজ সংস্কারক 1826 সালের সংযুক্তি আইনের তীব্র বিরোধিতা করেছিলেন?

- রাজা রাম মোহন রায়

১৮৪) কে প্রথম ভারতের জন্য রাষ্ট্র ভাষা হিসাবে হিন্দি ভাষার নাম প্রস্তাব করেন?

- রাজা রাম মোহন রায়

 ১৮৫) সময়ের আগে কোন সংস্থা গঠনের পরিকল্পনা রাজা রামমোহন রায় করেছিলেন? 

- রাষ্ট্র সংঘ

  ১৮৬) রাজা রামমোহন রায়ের মতে মানুষের দুর্ভোগের প্রধান কারণ কোনটি?

- অর্থনৈতিক বৈষম্য

 ১৮৭) স্প্যানিশ আমেরিকায় বিপ্লবের সাফল্যে খুশি হয়ে  কোন ভারতীয় সমাজ সংস্কারক একটি সার্বজনিক ভোজের আয়োজন করেছিলেন?

 - রাজা রাম মোহন রায়

১৮৮) কে ফরাসি বিপ্লব দ্বারা এতটাই প্রভাবিত হয়েছিল যে ইংল্যান্ডে যাওয়ার পথে তিনি কেপটাউনে বিপ্লবী পতাকা বহনকারী যুদ্ধজাহাজ দেখানোর জন্য জোর করেছিলেন?

- রাজা রাম মোহন রায়

১৮৯)  ‘মানব সভ্যতার আদর্শ পৃথকভাবে বসবাসের মধ্যে নয় বরং চিন্তা ও কর্মের সর্বক্ষেত্রে ব্যক্তি ও জাতির পারস্পরিক ভ্রাতৃত্ববোধ।‘ - উক্তিটি কার?

- রাজা রাম মোহন রায়

১৯০) মৃত্যু হলে বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা আমাকে তাদের সম্প্রদায়ের অধীন বলে দাবি করবে, কিন্তু আমি কোন সম্প্রদায়ের নই, আমার ধর্ম সর্বজনীন’—উক্তিটি কার?

- রাজা রাম মোহন রায়

 ১৯১)  ‘ভারতের অতীতের উপর অন্ধভাবে নির্ভর করা উচিত নয় এবং পশ্চিমকে অন্ধভাবে অনুসরণ করা উচিত নয়। বিচক্ষণতার সাহায্যে, নতুন ভারতকে প্রাচ্য ও পাশ্চাত্যের সেরা ধারণাগুলি অর্জন ও সংরক্ষণ করা উচিত।‘ - কে এই ধারণা তুলে ধরেছেন?

- রাজা রাম মোহন রায়

১৯২) ‘কোন সৃষ্টিকরা বস্তুকে ঈশ্বর হিসাবে উপাসনা করা উচিত নয় এবং কোন গ্রন্থ বা মানুষকে সৃষ্টি বা পরিত্রাণের একমাত্র মাধ্যম হিসাবে বিবেচনা করা উচিত নয়’ -  কার বক্তব্য এটি?

- রাজা রামমোহন রায়

 ১৯৩) কোন প্রথম ভারতীয়  ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় বিষয়ে পরামর্শ করেছিলেন?

- রাজা রাম মোহন রায়

১৯৪) 1821 সালে বাকিংহামকে লেখা একটি চিঠিতে কে লিখেছিলেন যে "স্বাধীনতার শত্রু এবং স্বৈরাচারের বন্ধুরা কখনই সফল হয়নি এবং শেষ পর্যন্ত সফল হবে না"?

- রাজা রাম মোহন রায়

১৯৫)  ভারতের কোন ধর্ম সংস্কারকের মৃত্যু ভারতের বাইরে হয়েছিল?

- রাজা রাম মোহন রায়

১৯৬) রাজা রামমোহন রায় কবে ও কোথায় মারা যান? 

-   27 সেপ্টেম্বর 1833 তারিখে ইংল্যান্ডের ব্রিস্টলে 

১৯৭) রাজা রামমোহন রায়ের সমাধি কোথায় অবস্থিত?

- ব্রিস্টল, ইংল্যান্ডে 

১৯৮)  কার সমাধিতে ‘হরিকেলি’ নাটকের কিয়দাংশ খোদিত আকারে পাওয়া যায়?

- রাজা রাম মোহন রায়

 ১৯৯) ভারতের ‘জাতীয়তার পিতামহ কাকে বলা হয়?

- রাজনারায়ন বসু (সবাই রাজা রামমোহন রায় ভেবে ভুল করি)

২০০)  কোন দেশসেবককে দেশবাসী রাজা উপাধি দেন?

- সুবোধচন্দ্র মল্লিক (সবাই রাজা রামমোহন রায় ভেবে ভুল করি)

 

রাজা রাম মোহন রায় সম্পর্কিত আরও কিছু প্রশ্নোউত্তর

২০১) ‘আধুনিক ভারতের প্রবক্তা’- কাকে বলা হয় ?  

- রাজা রামমোহন রায়

২০২) কে তীব্র ভাষায় পুরোহিত তন্ত্রকে আক্রমণ করেছিলেন?

- রাজা রামমোহন রায়

২০৩) রাজা রামমোহন রায় কোন ফরাসি রাজার সঙ্গে সাক্ষাৎ করেন?

- লুই ফিলিপ

২০৪) রাজা রামমোহন রায় কোন কোন ভাষাগুলিতে পারদর্শী ছিলেন?

- ইংরেজি, সংস্কৃত, আরবি পার্সিয়ান, ফার্সি, ল্যাটি্‌ন, গ্রীক ও হিব্রু

২০৫) কোন দুই প্রধান নীতির উপর ব্রাহ্মসমাজের ভিত্তি গড়ে উঠেছিল?

- যুক্তিবাদ বেদ ও উপনিষদ

২০৬) ব্রাহ্মসমাজের প্রথম আচার্য কে ছিলেন?

- রামচন্দ্র বিদ্যাবাগিস

২০৭) রাজা রামমোহনের অর্থনৈতিক চিন্তা কাদের দ্বারা  প্রভাবিত হয়েছিল?

- অ্যাডাম মিথ ও রিকাড ম্যালথাস

২০৮) সরকারি উদ্যোগে কে কবে কলকাতায় সংস্কৃত কলেজ স্থাপন করেন?

- লর্ড আমহার্স্ট, 1824 খ্রি. 1 লা জানুয়ারি

২০৯) সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার বিরোধিতা করেন কে?

- রামমোহন রায়

২১০) হিন্দু পণ্ডিতদের দিয়ে শিক্ষাদানের জন্য যে সংস্কৃত ইস্কুল গড়ে তোলার সরকারি উদ্যোগ নেয়া হয়েছে তার ফলে ছাত্ররা কেবল ব্যাকরণ আধ্যাত্মিক বিষয়ে জ্ঞান লাভ করবে কিন্তু বাস্তব জীবনে এই জ্ঞান মূল্যহীন"--রামমোহন কাকে এই চিঠিটা লিখেছিলেন?  

- লর্ড আরমহাস্ট

২১১) অ্যাংলো হিন্দু স্কুল কে প্রতিষ্ঠা করেন

- রাজা রামমোহন রায়

২১২) ব্রিটিশ পার্লামেন্টে সিলেক্ট কমিটির সামনে রাজা রামমোহন রায়ের সওয়ালের প্রধান বিষয় কি ছিল?

- চিরস্থায়ী বন্দোবস্তে কৃষকের স্বার্থরক্ষা

২১৩) রাজা রামমোহন রায়কে সত্যের ক্ষতিকারক বলে কে নিন্দা করেন?

- রেভারেন্ট ডয়েসার

২১৪)  রাজা রামমোহন রায়কে নতুন যুগের নবী বলে কে সম্মানিত করেছেন?

- সুভাষচন্দ্র বসু

২১৫) রাজা রামমোহন রায় কে half liberal বলেছেন

- নব্য বঙ্গ গোষ্ঠী

২১৬) রাজা রামমোহন রায়ই প্রথম পূর্ব ও পশ্চিমের মধ্যে জীবন তরঙ্গ সংযোগ করেন- উক্তিটি কার?

- ম্যাক্স মুলার

২১৭) কাকে ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা বলা হয়?

- রাজা রামমোহন রায়

২১৮) কোন মহান মানুষ বলেছিলেন ভারতবাসীর রাজনৈতিক ও সাংস্কৃতিক বিকাশের জন্য চল্লিশ বছর ভারতে ইংরেজ শাসন বলবত্ থাকা উচিত?

- রামমোহন রায়

২১৯) কে রাজারাম মোহন রায়ের কয়েকজন শিষ্যের নাম করুন?

- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দেবেন্দ্রনাথ ঠাকুর, অশ্বিনী কুমার দত্ত, উইলিয়াম হেনরি ডিরোজিও

২২০) ঐতিহাসিক স্পিয়ারের মতে ঊনবিংশ শতাব্দীর দুজন অসাধারণ পুরুষের মধ্যে একজন হলেন রনজিত সিংহ অপরজন কে?

- রাজা রামমোহন রায়

 

 

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here


রাজা রামমোহন রায়। ভারতের প্রথম আধুনিক মানুষ। আধুনিক ভারতের জনক। ব্রাহ্মসমাজ। আত্মীয় সভা। দ্য প্রিসেস্পট অফ জেসাস। ভারতের মুকুটহীন রাজা। প্রথম বিলেত যাত্রী। তুহফাত-উল-মুওয়াহিদিন। সতীদাহপ্রথা উচ্ছেদ। হিন্দু কলেজ।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad