Type Here to Get Search Results !

সিপাহী বিদ্রোহ পঞ্চম পর্ব [1857 Revolt]

 

সিপাহি বিদ্রোহ

SET BY - MANAS ADHIKARY

 

 সিপাহি বিদ্রোহ পঞ্চম   পর্ব।  Sepoy Mutiny 5th Part.   

 সিপাহী বিদ্রোহ। মহাবিদ্রোহ। 1857 সালের বিদ্রোহ। মঙ্গল পাণ্ডে। রানী অবন্তীবাঈ। লক্ষ্মীবাঈ। নানা সাহেব। তাঁতিয়া টোপী। কুনওয়ার সিং। লিয়াকত আলী। মৌলভী আহমদুল্লাহ। এনফিল্ড রাইফেল।

 নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো  সিপাহি বিদ্রোহ  পঞ্চম   পর্ব। এই পর্বে থাকছে সিপাহী বিদ্রোহ সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন। অবশিষ্ট আরও কিছু প্রশ্নোত্তর পরবর্তী পর্বে আলোচিত করব। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 

 সিপাহী বিদ্রোহ  প্রশ্নউত্তর।  Sepoy Mutiny  MCQ. 

 

২০১) 1877 সালের 1 লা জানুয়ারী কে ভারত সম্রাজ্ঞী রূপে উন্নীত হন?

- মহারানী ভিক্টোরিয়া

২০২) মহারানী ভিক্টোরিয়াকে কে ভারত সম্রাজ্ঞীরূপে ঘোষনা করেন?

 - লর্ড লিটন।

২০৩) 1857 সালের মহাবিদ্রোহের পর ব্রিটিশরা কোথা থেকে তাদের সেনাবাহিনীতে সৈন্য নিয়োগ করেন?

- পাঞ্জাব থেকে।

২০৪) মহাবিদ্রোহের সূচনার পর ইংরেজরা পুনরায় কবে সমগ্র ভারতবর্ষ অধিকার করে?

- জুলাই- ডিসেম্বর 1858 সালে

২০৫) 1857 সালের বিদ্রোহের সময় শেখ ভিখারি ও তার সঙ্গী টিকাইত উমরাঁওকে ফাঁসির সাজা দেন কে?

-  ম্যাকডোনা

২০৬) 1857 সালের সংগ্রামের কোনটি সর্বপ্রথম ব্রিটিশরা পুনরায় দখল করেছিল?

- দিল্লি

২০৭) এলাহাবাদের কোথায় লর্ড ক্যানিং 1858 সালের নভেম্বরে রানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র পাঠ করেছিলেন?

- মিন্টো পার্ক

২০৮) 1857 সালের বিপ্লবের পর কার সভাপতিত্বে সেনাবাহিনীকে পুনর্গঠনের লক্ষ্যে একটি কমিশন গঠন করা হয়েছিল?

-জোনাথন পিল  

২০৯) 1857 সালের বিদ্রোহের পর, ব্রিটিশ সরকার সেনাবাহিনীর পুনর্গঠনের জন্য "পিল কমিশন" গঠন করে এবং কমিশনের পরামর্শে সৈন্যদের অনুপাত করা হয় 2:1 (ভারতীয় 2 এবংইউরোপীয়  1) এ  উন্নীত করা হয়। বিদ্রোহের আগে এই অনুপাত কত ছিল?

- 5:1  

২১০) 1857 সালের বিপ্লবের পর, ভারতের সচিবের অধীনে কত সদস্য নিয়ে ভারতের কাউন্সিল প্রতিষ্ঠিত হয়েছিল?

- 15

২১১) 1857 সালের বিদ্রোহের পর ব্রিটিশ সরকার কোন কোন  প্রদেশগুলো থেকে সিপাহিদের সৈন্যবাহিনীতে  নির্বাচন করে?

- উত্তরপ্রদেশের গোর্খা, শিখ এবং পাঞ্জাবি

২১২) 1857 সালের বিদ্রোহের পর আওধের তালুকদারদের নতুন ভূমিকা কী ছিল?

- তারা ব্রিটিশদের  ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠে

২১৩) 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের জন্য ব্রিটিশদের অর্থনৈতিক শোষণ নীতিও প্রধানত দায়ী। নিচের কোন শহরটিকে "ভারতের ম্যানচেস্টার" বলা হত যা ব্রিটিশ নীতির ত্রুটির কারণে জঙ্গলে পরিনত হয়ে গিয়েছিল?

- ঢাকা

২১৪) 1857  সালে বাহাদুর শাহ জাফরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়, এই মামলার বিচারক কে ছিলেন?

- হ্যারিয়েট

২১৫) 1857 সালের বিদ্রোহের পরে প্রথম ভারতীয় মহিলা সমাজতান্ত্রিক এবং প্রথম মহিলা বিপ্লবী কে তার মাতৃভূমির স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন?

- ম্যাডাম কামা

২১৬) 1857  সালের বিদ্রোহের পরপরই বাংলায় নিচের কোন বিদ্রোহের  অভ্যুত্থান ঘটেছিল?

- নীল বিদ্রোহ

২১৭ ) 1857 খ্রীঃ এর বিদ্রোহকেসিপাহি বিদ্রোহ' বলেছেন এমন দুজন ঐতিহাসিকের নাম লেখ।

- দাদাভাই নৌরজী, দূর্গাদাস ব্যানার্জী, জন শেলী

২১৮) মির্জা গালিব কোন বিদ্রোহ সম্পর্কে লিখেছেন 'চোখের সামনে দেখছি রক্তের নদী বয়ে চলেছে?

- সিপাহি বিদ্রোহের

 ২১৯) কার্ল মার্কসের মতে সিপাহি বিদ্রোহ কোন ধরনের বিদ্রোহ? 

- জাতীয় বিদ্রোহ (ডিসরেইলি একই মত দেন)

২২০) 1857 সালে ভারতের তৎকালীন সেক্রেটারি অফ স্টেট কে ছিলেন, যিনি ব্রিটিশ পার্লামেন্টে 1857 সালের ঘটনা সম্পর্কে রিপোর্ট করার সময় এটিকে প্রথম "সিপাহী বিদ্রোহ" হিসাবে অভিহিত করেছিলেন?

- আর্ল স্ট্যানলি

২২১) এটি একটি জাতীয় বিদ্রোহ ছিল সিপাহী বিদ্রোহ নয়।  - 1857 সালের বিপ্লব সম্পর্কে কার মতামত এটি?

- বেঞ্জামিন ডিজরায়েলি

২২২) এটা ছিল সম্পূর্ণ দেশপ্রেমিক ও স্বার্থপর সিপাহীদের  বিদ্রোহ, যার নিজস্ব কোনো নেতা ছিল না, জনগণের সমর্থনও ছিল না।- 1857 সালের বিদ্রোহের প্রেক্ষাপটে এটা কার বক্তব্য ছিল?

- স্যার জন শীল

২২৩) কোন ব্রিটিশ ঐতিহাসিক 1857 সালের ঘটনাকে 'সিপাহী বিদ্রোহ' হিসেবে বিবেচনা করেনি?

- আউটরাম এবং টেলর 

২২৪) কে 1857 সালের বিদ্রোহকে হিন্দু-মুসলিম ষড়যন্ত্রের ফল হিসেবে বর্ণনা করেন?

-জেমস আউটরাম এবং টেলর

২২৫) কোন আধুনিক ঐতিহাসিক 1857 সালের বিদ্রোহকে 'প্রথম স্বাধীনতা যুদ্ধ' বলে অভিহিত করেছেন?

- বিনায়ক দামোদর সাভারকর

২২৬) 1857 সালের বিদ্রোহকে পরিকল্পিত স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেন কে?

- বিনায়ক দামোদর সাভারকর

২২৭)  সিপাহি বিদ্রোহকে মহাবিদ্রোহ বলেছেন কে?

- রমেশ চন্দ্র মজুমদার

২২৮) ভারতীয় ঔপনিবেশিক ইতিহাসে কোন ঘটনাটিকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে গন্য করা হয়?

- সিপাহি বিদ্রোহ

২২৯) 1857 সালের বিদ্রোহ সম্পর্কে কে বলেছিলেন যে -  "ধর্মের জন্য লড়াই শুরু হয়েছিল এবং পরে তা স্বাধীনতার লড়াই হিসাবে শেষ হয়েছিল"?

- ড. সেন

২৩০) নিচের কোন পণ্ডিত 1857 সালের বিদ্রোহকে "জাতীয়তাবাদের অনুপস্থিতিতে স্বাধীনতা সংগ্রাম" বলে অভিহিত করেছেন?

- ডাঃ এস এন সেন

২৩১) 1857 সালের বিদ্রোহকে কে "জাতীয় আন্দোলনের উৎস বা অনুপ্রেরনা" বলে মনে করেন?

- পি.সি. জোশী

২৩২) 1857 সালের বিদ্রোহের প্রকৃতি যে জাতীয়তাবাদী ছিল তা কে তার গ্রন্থে  প্রমাণ করার চেষ্টা  করেছেন?

- অশোক মেহেতা

২৩৩) 1857 সালের বিপ্লব "খ্রিস্টানদের বিরুদ্ধে ধর্মান্ধদের যুদ্ধ" -  বিবৃতিটি কার?

- A. L. E. R. Reese

২৩৪) 1857 সালের বিদ্রোহ কেবল একটি সামরিক বিদ্রোহ ছিল না, এটি ছিল জাতীয় পরিচয় রক্ষার জন্য ধর্মীয় ও সামরিক শক্তি নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয়দের দ্বারা সংঘটিত একটি যুদ্ধ, - এটি কার বক্তব্য?

- বিচারপতি ম্যাককার্কি

২৩৫) ) মহাবিদ্রোহ সমগ্র ভারতকে, বিশেষত ব্রিটিশ প্রশাসনকে কাঁপিয়ে দিয়েছিল- উক্তিটি কার?

- জওহর লাল নেহেরু (তাঁর ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থে মহাবিদ্রোহ সম্পর্কে এই উক্তটি দেন)

২৩৬) ) ‘একজন ভারতীয় সিপাহি হায়দার আলির মতো নৈপুন্য ও দক্ষতা দেখিয়েও একজন সাধারন ব্রিটিশ সৈনিকের মতো মর্যাদা আশা করতে পারতেন না'- উক্তিটি কার?

- ঐতিহাসিক হোমস

২৩৭) অনেকে যাকে সেনা বিদ্রোহ বলে মনে করেছেন, সেটি আসলে জাতীয় বিদ্রোহ'- উক্তিটি কার ?

- কার্ল মার্কস ( নিউইয়র্ক ডেইলি ট্রাইবুন পত্রিকায় এই মন্তব্য করেন)

২৩৮) 1857 সালের বিপ্লবকে "জাতীয় বিদ্রোহ" বলে অভিহিত করা "বেঞ্জামিন ডিজরালি" কোন দলের সমর্থক ছিলেন?

- কনজারভেটিভ পার্টি 

২৩৯) কোন ঐতিহাসিক মন্তব্য করেন 1857 খ্রিস্টাব্দের তথাকথিত প্রথম জাতীয় স্বাধীনতা সংগ্রাম--- প্রথম নয়, জাতীয় নয় এবং স্বাধীনতা সংগ্রামও নয়?

- রমেশচন্দ্র মজুমদার

২৪০) "এটি ছিল সভ্যতা এবং বর্বরতার মধ্যে একটি সংগ্রাম।" - 1857 সালের বিপ্লব সম্পর্কে কোন পণ্ডিত এই কথা বলেছেন?

- T.R. হোমস

২৪১) 1857 সালের বিদ্রোহে আমাদের হিন্দু-মুসলমানদের বিভেদের নীতি সফল হতে পারেনি। সরকার যে বিপ্লবকে খুব দ্রুত নিয়ন্ত্রণ করতে পারেনি তার প্রধান কারণ ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত হিন্দু ও মুসলমান একে অপরকে সমর্থন করেছিল। - উক্তিতি কার?

- ইচিসন

২৪২) কে তার বইতে ঘোষণা করেছিলেন যে - 1857 সালের বিদ্রোহের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ছিল প্রশাসনিক ব্যবস্থায় উচ্চ পদে ভারতীয়দের অনুপস্থিতি?

- সৈয়দ আহমেদ খান 

২৪৩) দুর্গাদাস বন্দোপাধ্যায় 1857 সালের বিদ্রোহকে "সৈনিক বিদ্রোহ" বলেছেন। এই দুর্গাদাস বন্দোপাধ্যায় কোথাকার বাসিন্দা ছিলেন?

- বেরেলি

২৪৪) 1857 সালের বিদ্রোহের উপর ভিত্তি করে "অফিসিয়াল হিস্ট্রি" লেখার জন্য  কাকে নিযুক্ত করা হয়?

- সুরেন্দ্র নাথ সেন,  তারাচন্দ্র, রমেশ চন্দ্র মজুমদার

২৪৫) কোন ঐতিহাসিকের মতে, মহাবিদ্রোহের  তাৎপর্য পরোক্ষ এবং পরবর্তীতেও ছিল। তার  মতে - "মৃত সিজার,  জীবিত জুলিয়াস সিজারের চেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে! একইভাবে, 1857 সালের বিদ্রোহও পরবর্তীতে ব্রিটিশ শক্তির প্রতি চ্যালেঞ্জের প্রতীক হয়ে ওঠে।"

- ড. রমেশ চন্দ্র মজুমদার

২৪৬) 1857 সালের বিপ্লবের সময় কে বলেছিলেন -  'দুঃখী মানুষের সেবাই ঈশ্বরের প্রকৃত উপাসনা'।

- স্বামী বিবেকানন্দ 

২৪৭) কে সারা দেশে দক্ষ নেতৃত্বের অভাব এবং একে অপরের মধ্যে সমন্বয়হীনতা ও উদাসীনতাকে ১৮৫৭ সালের বিদ্রোহের ব্যর্থতার প্রধান কারণ হিসেবে বিবেচনা করেছেন?

- স্বামী বিবেকানন্দ

২৪৮) ভি ডি সাভারকরের মন্তব্য  '1857 সালের বিদ্রোহ ছিল প্রথম স্বাধীনতা সংগ্রাম'-কে সমর্থন করেছিলেন কোন  কংগ্রেস সভাপতি? 

- পট্টাভী সীতারামাইয়া

২৪৯) 1857 সালের বিদ্রোহকে প্রাচীন ধ্রুপদী ভারতের শেষ প্রচেষ্টা বলে কে অভিহিত করেন?

- পার্সিভাল স্পিয়ার

২৫০) কোন পণ্ডিত মার্কসবাদী দৃষ্টিকোণ থেকে 1857 সালের বিদ্রোহের ব্যাখ্যা করেছিলেন?

- পূর্ণ চন্দ্র যোশী

 

সিপাহী বিদ্রোহ চতুর্থ   পর্ব >>>>

সিপাহী বিদ্রোহ ষষ্ঠ   পর্ব >>>>

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 সিপাহী বিদ্রোহ। মহাবিদ্রোহ। 1857 সালের বিদ্রোহ। মঙ্গল পাণ্ডে। রানী অবন্তীবাঈ। লক্ষ্মীবাঈ। নানা সাহেব। তাঁতিয়া টোপী। কুনওয়ার সিং। লিয়াকত আলী। মৌলভী আহমদুল্লাহ। এনফিল্ড রাইফেল।
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad