সিপাহি বিদ্রোহ
SET BY - MANAS ADHIKARY
সিপাহি বিদ্রোহ দ্বিতীয় পর্ব। Sepoy Mutiny 2nd Part.
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো সিপাহি বিদ্রোহ দ্বিতীয় পর্ব। এই পর্বে থাকছে সিপাহী বিদ্রোহ সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন। অবশিষ্ট আরও কিছু প্রশ্নোত্তর তৃতীয় পর্বে আলোচিত করব। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
সিপাহী বিদ্রোহ প্রশ্নউত্তর। Sepoy Mutiny MCQ.
৪২) সিপাহি বিদ্রোহের প্রধান নেতার নাম কী ছিল?
- বাহাদুর শাহ জাফর (প্রতিকী)
৪৩) 1857 সালের মহাবিদ্রোহে কোন ভারতীয় শাসক বন্দি হয়েছিলেন?
- বাহাদুর শাহ জাফর
৪৪) দ্বিতীয় বাহাদুর শাহকে কে বন্দি করেন?
- হাডসন
৪৫) দ্বিতীয় বাহাদুর শাহকে কোথা থেকে গ্রেপ্তার করা হয়?
- হুমায়ুনের কবর থেকে
৪৬) দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসিত করা হয়?
- রেঙ্গুনে
৪৭) গোরক্ষপুরে সিপাহি বিদ্রোহের নেতৃত্ব কে দেন?
- গজধর সিং
৪৮) কানপুরে সিপাহি বিদ্রোহের নেতত্ব কে দেন?
- নানা সাহেব এবং তাঁর সেনাপতি তাঁতিয়া টোপি
৪৮) ঝাঁসীতে মহাবিদ্রোহের নেতা কে ছিলেন?
- লক্ষ্মীবাঈ
৫০) মথুরার মহাবিদ্রোহের নেতা কে ছিলেন?
- সেভি সিং ও কদম সিং
৫১) ফৈজাবাদে মহাবিদ্রোহের নেতা কে ছিলেন?
- মৌলভী আহমদুল্লাহ
৫২) মুরাদাবাদ মহাবিদ্রোহের নেতা কে ছিলেন?
- আব্দুল আলী খান
৫৩) এলাহাবাদ ও বেনারস মহাবিদ্রোহের নেতা কে ছিলেন?
- মৌলভী লিয়াকত আলি
৫৪) রোহিলাখন্ডে মহাবিদ্রোহের নেতা কে ছিলেন?
- খান বাহাদুর খান
৫৫) ফারাক্কাবাদে মহাবিদ্রোহের নেতা কে ছিলেন?
- তুফজন হাসটন খান
৫৬) হরিয়ানাতে মহাবিদ্রোহের নেতা কে ছিলেন?
- রাওতুলারাম
৫৭) অসমে মহাবিদ্রোহের নেতা কে ছিলেন?
- মনিরাম দেওয়ান, কান্দাপরেশ্বর সিং
৫৮) ওড়িশায় মহাবিদ্রোহের নেতা কে ছিলেন?
- সুরেন্দ্র শাহী ও উজ্জ্বল শাহী
৫৯) কুলুতে মহাবিদ্রোহের নেতা কে ছিলেন?
- রাজা প্রতাপ সিং
৬০) মন্দাসর মহাবিদ্রোহের নেতা কে ছিলেন?
- ফিরোজ শাহ
৬১) অযোধ্যায় সিপাহি বিদ্রোহের নেতা কে ছিলেন?
- হজরত মহল
৬২) দিল্লীতে মহাবিদ্রোহের নেতা কে ছিলেন?
- বখত খান এবং দ্বিতীয় বাহাদুর শাহ
৬৩) বিহারে মহাবিদ্রোহের নেতা কে ছিলেন?
- কুনওয়ার সিং, অমর সিং
৬৪) 1857 সালের মহাবিদ্রোহে কে বাঘ নামে পরিচিত ছিলেন?
- কুনওয়ার সিং
পাটনার 1857 সালের স্বাধীনতা সংগ্রামে জগদীশপুরের কোন রাজা নেতৃত্ব দিয়েছিলেন?
- রাজপুত কুনওয়ার সিং
1857 সালের বিদ্রোহের কোন বিদ্রোহী নেতা ব্রিটিশদের সাথে যুদ্ধে আহত হওয়ার পর তার হাত কেটে গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলেন?
- কুনওয়ার সিং
৬৫) রাজস্থানে মহাবিদ্রোহের নেতা কে ছিলেন?
- জয়দয়াল সিং ও হরদয়াল সিং
৬৬) কুনওয়ার সিং কোন বিদ্রোহের নেতা ছিলেন?
- সিপাহী বিদ্রোহের
৬৭) পাটনাতে সিপাহী বিদ্রোহের নেতা কে ছিলেন?
- মৌলভী পীর আলী
৬৮) সিপাহি বিদ্রোহের সময় আগ্রাতে ইংরেজদের গুপ্তচর বিভাগের প্রধান কে ছিলেন?
- উইলিয়াম মুইর
৬৯) সিপাহি বিদ্রোহের পর নেপালে কোন নেতৃত্ব নেপালে আশ্রয় গ্রহন করেন?
- নানা সাহেব
৭০) সিপাহী বিদ্রোহের কোন নেতাকে ধরিয়ে দিতে পারলে 50 হাজার টাকার পুরস্কার ঘোষনা করেন ব্রিটিশ সরকার?
- আহমদুল্লা
৭১) বিরাজিস কাদির কোথায় সিপাহি বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন?
- লখনৌ
৭২) মহাবিদ্রোহে ইংরেজদের পক্ষে কারা লড়াই করেছিলেন?
- গোয়ালিয়রের সিন্ধিয়া, হায়দ্রাবাদের নিজাম, নেপালের জঙ্গ বাহাদুর, কাশ্মীর ও যোধপুরের রাজা, শিখ ও গোর্খা সৈন্য
৭৩) 1857 সালে পাঞ্জাবে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের নেতৃত্ব দেন কারা?
- নামধারী শিখরা
৭৪) ব্রিটিশ সেনাপতি হেনরি লরেন্স কোন যুদ্ধে মৌলভী আহমদুল্লাহ আওয়াদের কাছে পরাজিত হন?
- চিনহাটের যুদ্ধে
৭৫)‘সমস্ত জনগণকে ব্রিটিশ কাফেরদের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং তাদের ভারত থেকে তাড়িয়ে দিতে হবে’- উক্তিটি কার?
- আহমদুল্লাহ
৭৬) 1857 সালের বিদ্রোহের সময়, ব্রিটিশরা কার সম্পর্কে বলেছিল যে "অদম্য সাহস এবং দৃঢ়তার গুণে পূর্ণ একজন মানুষ, তিনি বিদ্রোহীদের মধ্যে সেরা সৈনিক"?
- আহমদুল্লাহ
৭৭) 1857 সালের বিদ্রোহের সময় কে ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদের বার্তা প্রচার করেছিলেন?
- মৌলভী আহমদুল্লাহ
৭৮) 1857 সালের মহাবিদ্রোহের সময়, নিম্নলিখিতগুলির মধ্যে কে ভবিষ্যদ্বাণী করেছিলেন যে - ব্রিটিশ শাসন শীঘ্রই শেষ হবে? ,
- মৌলভী আহমদুল্লাহ শাহ
৭৯) ১৮৫৭ সালের বিদ্রোহে ব্রিটিশদের সবচেয়ে কট্টর শত্রু কে ছিল?
- মৌলভী আহমদুল্লাহ শাহ
৮০) জি বি ম্যালেসন কাকে "সত্যিকারের দেশপ্রেমিক" বলেছেন?
- মৌলভী আহমদুল্লাহ
৮১) 1857 সালের বিদ্রোহের নেতা নিম্নলিখিতদের মধ্যে কে ছিলেন, যিনি গেরিলা যুদ্ধের মাধ্যমে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান কিন্তু পরে পোয়ানের রাজা জগন্নাথ সিং এর বিশ্বাসঘাতকতার জন্য তার মৃত্যু হয়?
- মৌলভী আহমদুল্লাহ শাহ
৮২) এলাহাবাদ থেকে 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব দেন কে?
- লিয়াকত আলী
৮৩) 1857 সালের বিদ্রোহের সময় কে ডঙ্কা শাহ নামে পরিচিত হয়েছিল?
- মৌলবী আহশাদুল্লাহ শাহ
৮৪) 1857 সালের বিপ্লবে বাগপত জেলার কোন বিপ্লবী 84টি গ্রামের প্রধানদের সংগঠিত করেছিলেন?
- শাহমল
৮৫) কার নেতৃত্বে পালামৌর চের এবং খেরওয়াররা 1857 সালের বিদ্রোহে একত্রিত হয়েছিল?
- পীতাম্বর সাহি
৮৬) ১৮৫৭ সালের বিদ্রোহের সময় বিহারের বাবু কুনওয়ার সিং ব্রিটিশদের বিরুদ্ধে শেষ যুদ্ধ কবে করেছিলেন?
- এপ্রিল 1858
৮৭) রানী লক্ষ্মীবাই তাতিয়া টোপী নানা সাহেব, রাণী অবন্তী বাই লোধি প্রমুখ যারা ভারতের মহাবিদ্রোহে ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র ধারন করেছিলেন, তাদের মধ্যে রানী অবন্তী বাই লোধী কোন রাজ্যের সাথে সম্পর্কিত?
- মধ্যপ্রদেশ
(এটা সর্বজনবিদিত যে 1857 সালের বিপ্লবে, রামগড়ের রাণী অবন্তীবাই রেবাঞ্চালের মুক্তি আন্দোলনের প্রধান স্থপতি ছিলেন। শৈশবে তার বিয়ে হয়েছিল মানকেহানি রাজকুমার বিক্রমজিৎ সিংয়ের সাথে। বিক্রমজিৎ সিং ছোটবেলা থেকেই পূজা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে নিয়োজিত থাকতেন। তাই তাঁর স্ত্রী রাণী অবন্তীবাই রাজ্য পরিচালনার কাজ চালিয়ে যান। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1857 খ্রিস্টাব্দে সাগর ও নর্মদা ছিটমহল সৃষ্টির ফলে ব্রিটিশদের ক্ষমতা বৃদ্ধি পায়। এখন ব্রিটিশদের আটকানো কোনো এক রাজা বা তালুকদারের নিয়ন্ত্রণে নেই। এই সময়, রানী একটি গোপন সম্মেলন করেন। গোপন সম্মেলনে তিনি একটি চিঠি ও দুটি কালো চুড়ির একসাথে বেঁধে প্রসাদ হিসেবে বিতরণ করেন। যেখানে চিঠিতে লেখা ছিল- ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত হও অথবা চুড়ি পরে ঘরে বসে থাকো। এরপর রানী জনগণকে সচেতন করেন। 20 মার্চ 1858 রানী তার আত্মসম্মান রক্ষার জন্য গিরিধারী নাপিতের ছোরা ছিনিয়ে নিয়ে আত্মাহুতি দেন।)
৮৮) 1857 সালের বিপ্লবে বীর কুনওয়ার সিং কোন ব্রিটিশ অফিসারকে আরাহতে পরাজিত করেছিলেন?
- ক্যাপ্টেন ডানবার
৮৯) 1857 সালের স্বাধীনতা যুদ্ধের কোন যোদ্ধাকে 'ইতালির গ্যারি বাল্ডি' উপাধি দেওয়া হয়েছিল?
- তাঁতিয়া টোপী
৯০) 1857 সালের বিদ্রোহে খান বাহাদুর কোথাকার নেতা ছিলেন?
- বেরেলি
৯১) 1857 সালের বিপ্লবে 'আন্নাজি ফড়নবীস' কোথায় নেতৃত্ব দিয়েছিলেন?
- কোলাপুর
৯২) সালের বিপ্লবে 'গোলাম গাউস ও সুলতান বক্স' কোথায় নেতৃত্ব দিয়েছিলেন?
- মাদ্রাজ
৯৩) 1857 সালের বিদ্রোহের সময় বাহাদুর শাহ কাকে "সাহেব-ই-আলম বাহাদুর" উপাধি দিয়েছিলেন?
- বখত খান
৯৪) 1857 সালের বিদ্রোহের মুক্তিযোদ্ধাদের মধ্যে কাকে 'মেহক পরী' উপাধি দেওয়া হয়েছিল?
- হযরত মহল
৯৫) কোন বিদ্রোহি নেতা বাহাদুর শাহকে সম্রাট হিসাবে বিবেচনা করেন এবং তাঁর সুবেদার হিসাবে কাজ শুরু করেন?
-পেশোয়া নানা সাহেব
৯৬) মহাবিদ্রোহের সময় কে গোহত্যা নিষিদ্ধ করে জাতীয় ঐক্যের প্রবর্তন করেছিলেন?
- বেরেলির নবাব খান বাহাদুর খান
৯৭) 1857 সালের বিদ্রোহে বিহারের কোন স্থানে প্রথম বিদ্রোহ দেখা দিয়েছিল?
- দানাপুর
৯৮) কার নেতৃত্বে পাটনায় প্রথম 1857 সালের বিদ্রোহ শুরু হয়?
- পীর আলী
৯৯) 1857 সালের বিদ্রোহে গঞ্জামে (উড়িষ্যা) কার নেতৃত্বে "পারকিমেডি" এ বিদ্রোহের পতাকা তোলা হয়েছিল?
- রাধাকৃষ্ণ দণ্ডসেনা
১০০) 1857 সালের সেপ্টেম্বরে বিজয় কুদারত, বানাজি কুদারত এবং কুঞ্জি মামার মতো বিশিষ্ট বিদ্রোহী নেতারা নিম্নলিখিত কোনটিতে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন?
- কেরল
সিপাহী বিদ্রোহ তৃতীয় পর্ব >>>>
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here