Type Here to Get Search Results !

সিপাহী বিদ্রোহ তৃতীয় পর্ব [Sepoy Bidroho]

 

সিপাহি বিদ্রোহ

SET BY - MANAS ADHIKARY

 

 সিপাহি বিদ্রোহ তৃতীয় পর্ব।  Sepoy Mutiny 3rd Part.

 সিপাহী বিদ্রোহ। মহাবিদ্রোহ। 1857 সালের বিদ্রোহ। মঙ্গল পাণ্ডে। রানী অবন্তীবাঈ। লক্ষ্মীবাঈ। নানা সাহেব। তাঁতিয়া টোপী। কুনওয়ার সিং। লিয়াকত আলী। মৌলভী আহমদুল্লাহ। এনফিল্ড রাইফেল।

 নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো  সিপাহি বিদ্রোহ  তৃতীয় পর্ব। এই পর্বে থাকছে সিপাহী বিদ্রোহ সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন। অবশিষ্ট আরও কিছু প্রশ্নোত্তর পরবর্তী পর্বে আলোচিত করব। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 

 সিপাহী বিদ্রোহ  প্রশ্নউত্তর।  Sepoy Mutiny  MCQ. 

১০০) 1857 সালের সেপ্টেম্বরে বিজয় কুদারত, বানাজি কুদারত এবং কুঞ্জি মামার মতো বিশিষ্ট বিদ্রোহী নেতারা নিম্নলিখিত কোনটিতে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন? 

- কেরল

১০১) 1857 সালের বিদ্রোহের সময় সিংভূমের কোল আদিবাসীদের নেতৃত্ব দিয়েছিলেন কে?

- গোণু 

১০২) মুঘল সম্রাটের আত্মীয় ছিলে সুলতান বকশ, এই  সুলতান বকশ ১৮৫৭ সালের বিদ্রোহে কোথাকার বিদ্রোহীদের নেতৃত্ব দান করে গুরুত্বপূর্ণ ভূমিকা  পালন করেছিলেন?

- মাদ্রাজ

১০৩) কোন বিদ্রোহী জ্যোতিষীদের ছদ্মবেশে ধারন করে মহাবিদ্রোহের নেতৃত্ব দান করেছিল?

- অরণা গিরি এবং কৃষ্ণ  

১০৪) জ্যোতিষীদের ছদ্মবেশে ধারন করে অরণা গিরি এবং কৃষ্ণ  1857 সালের বিদ্রোহে কোথায় বিদ্রোহীদের  নেতৃত্ব দিয়েছিলেন?

- মাদ্রাজ

১০৫) কানপুরের কোন নর্তকী ১৮৫৭ সালের বিদ্রোহে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই  করেছিলেন? 

- আজিজান বাই

১০৬) 1857 সালের বিপ্লবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা একজন ব্রিটিশ ছিলেন এবং তিনি মঙ্গল পান্ডের বন্ধুও ছিলেনন। তার নাম কি?

-  ক্যাপ্টেন গার্ডেন

১০৭) 1857 সালে মহারাষ্ট্রে বিদ্রোহের জন্য কে একটি গণবাহিনী গঠন করেছিলেন?

- রঙ্গোজি বাপুজি গুপ্তে

১০৮) 1857 সালের বিদ্রোহে রাও তুলারাম এবং তার ভাইপো রাও গোপালদেব কোথায় বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন?

- আহিরওয়াল

১০৯) 1857 সালের বিদ্রোহের সময় ফাঁসিতে ঝুলানো প্রথম রাজস্থানী কে ছিলেন, যিনি রাজস্থানের মঙ্গল পান্ডে এবং দ্বিতীয় ভামাশা নামেও পরিচিত?

- দেওয়ান অমরচন্দ্র বাঁথিয়া

১১০) 1857 সালের বিদ্রোহের সময়, রাজস্থানে "আউওয়া-18 সেপ্টেম্বর 1857" এর যুদ্ধে নিম্নলিখিতদের মধ্যে কে ব্রিটিশ এবং যোধপুরের সম্মিলিত বাহিনীকে (প্যাট্রিক লরেন্স এবং ম্যাকমেসন)  পরাজিত করেছিলেন?

- ঠাকুর কুশল সিং

১১১) কাকে সিন্ধিয়ার সামন্ত মানসিংহ ব্রিটিশদের হাতে তুলে দিয়েছিলেন এবং 18 এপ্রিল 1859 সালে তাকে ফাঁসিতে ঝুলানো হয়?

- তাঁতিয়া টোপি 

১১২) 1857 সালের বিদ্রোহের কোন কোন নেতা শাসকদের রাষ্ট্রীয় দখলের বিরুদ্ধে আপিল করতে লন্ডনে গিয়েছিলেন?

- আজিমুল্লাহ খান,  রঙ্গোজি বাপুজি গুপ্তে

১১৩) 1857 সালের বিদ্রোহের সাথে জড়িত সর্বশেষ দোষী সাব্যস্ত ব্যক্তি কে ছিলেন, যিনি 1907 সালে কারাগার থেকে মুক্তি পান?

- মুসাই সিং

 (উত্তরপ্রদেশের মির্জাপুরের বাসিন্দা)

১১৪) সিপাহী বিদ্রহে ভারতে শিক্ষিত মধ্যবিত্তদের ভুমিকা কি ছিল?

- 1857 সালের বিদ্রোহে নিরপেক্ষতা বজায় রেখেছিল 

১১৫) মহাবিদ্রোহে কারা অংশগ্রহন করেন নি?

- পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় ও জমিদারগন।

১১৬) 1857 সালে মহা বিদ্রোহের সময় কবে  3000 জনেরও বেশি বিদ্রোহী (ভারতীয় বিপ্লবী) বেরেলি থেকে দিল্লি পৌঁছেছিলেন?

 - 1857 খ্রীঃ 11 মে

১১৭) দিল্লি যাওয়ার পথে সিপাহিরা "নীলকন্থ পাখি"কে আকাশে উড়তে দেখে  সিপাহীদের মধ্যে  হিন্দুরা  বলল, 'দেখুন, আমাদের ভগবান শিব আমাদের পথ দেখাচ্ছেন।'

- কোন বিদ্রোহ সম্পর্কে এই বক্তব্য?

- 1857 সালের বিদ্রোহ

১১৮) সিপাহি বিদ্রোহ কোথায় গন বিদ্রোহে পরিনত হয়?

- অযোধ্যা 

১১৯) 1857 সালের বিদ্রোহের কোন নেতার ডাকনাম সিকান্দার শাহ ছিল?

- মৌলভী আহমদুল্লাহ

১২০) ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে গ্রীসযুক্ত কার্তুজ সহ এনফিল্ড রাইফেল কবে চালু হয়?

- ডিসেম্বর, 1856

১২১) কোন প্রদেশ থেকে ১৮৫৭ সালের সংগ্রামে অংশগ্রহণকারী  সিপাহীর সংখ্যা  ছিল সর্বাধিক?

- অযোধ্যা

১২২) 1857 সালের বিদ্রোহে  বিদ্রোহী সৈন্যদের পীঠস্থান কাকে বলা হত?

- অবধ বা অযোধ্যা

১২৩) 1857 সালের বিদ্রোহের সর্বাধিক প্রভাব কোন রাজ্যে ছিল?

- অবধ বা অযোধ্যা

১২৩) কোন বিপ্লবকে 1857 সালের বিপ্লবের পূর্বজ বলা হয়?

- 1806 ভেলোর বিপ্লব

১২৪) 1857 সালের বিপ্লবের সময় বিপ্লবীরা সলিমগড় দুর্গ দখল করে, এই দুর্গটি কোথায় অবস্থিত ছিল?

- দিল্লি

১২৫) 1857 সালের ডিসেম্বরে বিপ্লবের সময় ব্রিটিশ সরকার হিন্দুদের মুসলমানদের বিরুদ্ধে উসকানি দিতে 50,000 টাকা খরচ করেছিল?

- বেরেলি

(তবে তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়)

১২৬) 1857 সালের বিদ্রোহের সময় কার্তুজ কোথায় তৈরি করা হত?

- বাংলা

(1857 সালের বিদ্রোহে অংশ নেওয়া বেশিরভাগ সৈন্যই অবধের বাসিন্দা।) 

১২৭) 1857 সালের 10 মে, মিরাট ক্যান্টনমেন্টে 20 তম এন আই-এর পদাতিক সৈন্যরা প্রকাশ্যে বিদ্রোহ করে। এই সময়ের মধ্যে মিরাটে নিযুক্ত কমান্ডিং অফিসার কে ছিলেন?

- জেনারেল হেবিট 

১২৮) ১৮৫৭ সালে জেনারেল উইন্ডহাম কোথায় বিদ্রোহী সৈন্যদের কাছে পরাজিত হন?

- কানপুরের কাছে

১২৯) বিদ্রোহীরা কবে দিল্লি দখল করার পর মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করে?

- 12 মে, 1857

১৩০) আজিমুল্লাহ খান বিঠুরে নানা সাহেবের সাথে বিদ্রোহের পরিকল্পনা চূড়ান্ত করেন কোন তারিখটিকে বিপ্লবের দিন হিসেবে নির্ধারণ করেন?

- 31 মে, 1857

১৩১) মহাবিদ্রোহের সময় কানপুরে ব্রিটিশ সেনাবাহিনীর কমান্ডিং অফিসার কে ছিলেন, যিনি ১৮৫৭ সালের ২৭ জুন যুদ্ধে নিহত হন?

- জেনারেল স্যার হুইলার 

১৩২) 1857 সালের বিপ্লবের সময় ধৌলপুরের শাসক কে ছিলেন? 

- ভগবন্ত সিং

১৩৩) রাজস্থানে ১৮৫৭ সালের বিদ্রোহের কেন্দ্র ছিল কোনগুলি?

- আজমির, নিমচ

১৩৪) মহাবিদ্রোহের সময় ১৫ জুলাই ১৮৫৭ থেকে ২০ জানুয়ারি ১৮৫৮ পর্যন্ত বিহারে বিদ্রোহের কেন্দ্র কোনটি ছিল? 

- জগদীশপুর 

১৩৫) এমন দুটি স্থানের নাম করুন যেগুলি 1857  সালের বিদ্রোহে  প্রভাবিত হয়নি? 

-  চিতোর, মুঙ্গের

১৩৬) কোন শ্রেণী ১৮৫৭ সালের বিদ্রোহে অংশগ্রহণ করেনি? ,

-  মহাজন বা সাহুকার এবং জমিদার

১৩৭) ব্রিটিশরা রাজপুত রাজ্যে ১৮৫৭ সালের বিদ্রোহ দমন করতে সক্ষম হয়েছিল কারণ-

- স্থানীয় শাসকরা  বিপ্লবীদের সমর্থন করেননি

১৩৮) 1857 সালের বিদ্রোহের সময়, ব্রিটিশ অফিসার ".. হ্যাম" নিম্নলিখিত কোন স্থানের কালেক্টর থাকার সময় কয়েকজন কনস্টেবলের সাহায্যে একজন ভারতীয় মহিলার পোশাক পরে তার জীবন রক্ষা করেছিলেন?

- ইটাওয়াহ

১৩৯) দিল্লির বিদ্রোহ দমন করতে ব্রিটিশ সরকার কোন ভারতীয়  রাজ্যের  সাহায্য নিয়েছিল?

-  কাশ্মীর,  পাতিয়ালা,  নাভা ,  জিন্দ

১৪০) বর্ধমানের কোন রাজা সাঁওতাল বিদ্রোহ এবং ১৮৫৭ সালের বিদ্রোহের সময় ব্রিটিশদের পক্ষে ছিলেন?

- মেহতাব চাঁদ

১৪১) কোন ভারতীয় রাজন্য বিদ্রোহীদের দমন করতে 1857 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকারের সঙ্গে সহযোগিতা করেন?

- হায়দ্রাবাদের নিজাম, গোয়ালিয়রের সিন্ধিয়া, ইন্দোরের হোলকার

১৪২) 1857 সালের স্বাধীনতা সংগ্রামে কোন রাজবংশ ব্রিটিশদের সবচেয়ে বেশি সাহায্য করেছিল?

- গোয়ালিয়রের সিন্ধিয়া

১৪৩) 1857 সালের বিপ্লবের সময় নাসিরাবাদে কোন রেজিমেন্টের সৈন্যরা ব্রিটিশদের অনুগত ছিল?

- বোম্বে ল্যান্সার

১৪৪) ভারতের কোন রাজনৈতিক সংগঠন "1857 সালের বিদ্রোহের নিন্দা করেছিল"?

- মাদ্রাজ নেভিট অ্যাসোসিয়েশন 

১৪৫) 1857 সালের বিপ্লবের সময় রাজস্থানের কোন শাসক আগ্রা দুর্গে অবরুদ্ধ ব্রিটিশ পরিবারগুলিকে সাহায্য করার জন্য সামরিক সাহায্য পাঠিয়েছিলেন?

- আলওয়ারের বিনয় সিং 

১৪৬) সিপাহি বিদ্রোহ কবে শেষ হয়?

- 1857 সালে জুন মাসে

১৪৭) 1857 সালে কে এলাহাবাদে জরুরি সদর দফতর প্রতিষ্ঠা করেছিলেন?  

- ক্যানিং

১৪৮) 1857 সালের বিপ্লবের পর লর্ড ক্যানিং কোথায় রাণী ভিক্টোরিয়ার ঘোষণা পাঠ করেন?

- এলাহাবাদ

১৪৯) কে বলেছিল "যদি গোয়ালিয়রের সিন্ধিয়াও 1857 সালের বিদ্রোহে যোগ দেয়, আমাকে আগামীকাল লোটাকম্বল গুটাতে হবে"?  

- ক্যানিং

১৫০) কোন উর্দু কবি 1857 সালের বিদ্রোহ দেখেছিলেন?

- মির্জা গালিব 

 

 সিপাহী বিদ্রোহ দ্বিতীয় পর্ব >>>>

সিপাহী বিদ্রোহ চতুর্থ পর্ব >>>>

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 সিপাহী বিদ্রোহ। মহাবিদ্রোহ। 1857 সালের বিদ্রোহ। মঙ্গল পাণ্ডে। রানী অবন্তীবাঈ। লক্ষ্মীবাঈ। নানা সাহেব। তাঁতিয়া টোপী। কুনওয়ার সিং। লিয়াকত আলী। মৌলভী আহমদুল্লাহ। এনফিল্ড রাইফেল।

 

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad