Type Here to Get Search Results !

 সিপাহি বিদ্রোহ প্রথম পর্ব [Sepoy Mutiny 1st Part]

 

সিপাহি বিদ্রোহ

SET BY - MANAS ADHIKARY

 

 সিপাহি বিদ্রোহ প্রথম পর্ব।  Sepoy Mutiny 1st Part.

 সিপাহী বিদ্রোহ। মহাবিদ্রোহ। 1857 সালের বিদ্রোহ। মঙ্গল পাণ্ডে। রানী অবন্তীবাঈ। লক্ষ্মীবাঈ। নানা সাহেব। তাঁতিয়া টোপী। কুনওয়ার সিং। লিয়াকত আলী। মৌলভী আহমদুল্লাহ। এনফিল্ড রাইফেল।

 নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো  সিপাহি বিদ্রোহ প্রথম পর্ব। এই পর্বে থাকছে সিপাহী বিদ্রোহ সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা এবং  কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন। অবশিষ্ট আরও কিছু প্রশ্নোত্তর  দ্বিতীয় পর্বে আলোচিত করব। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 

 সিপাহী বিদ্রোহ সংক্ষিপ্তরূপ ও প্রশ্নউত্তর। About Sepoy Mutiny And MCQ.

 

লর্ড ক্যানিং এর আমলে ১৮৫৭ সালে ভারতে সিপাহি বিদ্রোহ হয় এই সিপাহি বিদ্রোহ বা মহাবিদ্রোহকে ভারতের ইতিহাসের জলবিভাজিকা বলা হয় বিভিন্ন ঐতিহাসিক এই বিদ্রোহের কারন হিসাবে সিপাহীদের অসন্তোষকে দেখায় কিন্তু কেবলমাত্র সিপাহীদের অসন্তোষের কারনে এই মহাবিদ্রোহ হয় নাই৷ এক শতাব্দী ধরে ইংরেজরা ধীরে ধীরে অজগরের মতাে ভারতের বিভিন্ন অঞ্চল গ্রাস করতে থাকে ভারতবাসীর স্বাধীনতা গ্রাস করতে থাকে এর ফলে ভারতীয় রাজন্যকুল এবং প্রজাসাধারনের মধ্যে গভীর অসন্তোষ সৃষ্টি করে এছাড়া লর্ড ডালহৌসীর স্বত্ববিলােপনীতির দ্বারা দেশীয় রাজাদের রাজ্যগ্রাস এবং ঝাঁসীর রানী লক্ষ্মীবাঈ, নানাসাহেব প্রভৃতি রাজাদের ভাতা লােপ ইংরেজদের বিরুদ্ধে অসন্তোষ বাড়ায়৷ অসন্তোষের এই বারুদস্তুপে অগ্নিসংযােগ করে এনফিল্ড রাইফেল নামক উন্নত রাইফেলের ব্যবহার সিপাহী বিদ্রোহের প্রাক্কালে, ভারতীয় সিপাহিদের মধ্যে গুজব রটে যে, ভারতে ব্রিটিশ সামরিক বাহিনীর জন্য আমদানি করা  এনফিল্ড রাইফেলের টোটায় গরু শুকরের চর্বি মাখানাে আছে এই টোটার আবরণ দাঁতে কেটে বন্দুকে ভরতে হত৷ হিন্দু ধর্মানুসারে গােমাংস ভক্ষন এবং ইসলামের বিধি অনুযায়ী শূকরের মাংস দাঁতে কাটা ধর্মবিরুদ্ধ৷ হিন্দু মুসলিম সৈন্যদের ধর্মভ্রষ্ট করার অভিপ্রায়ে ওই বিশেষ প্রকারের টোটা আমদানি করা হয়েছে এই গুজবের তাৎক্ষনিক প্রতিক্রিয়া ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে পুঞ্জীভূত বিক্ষোভের বারুদে অগ্নিশলাকা নিক্ষেপ করে এবং সিপাহী বিদ্রোহের সূচনা হয়

সিপাহী বিদ্রোহের কারনসমূহ

রাজনৈতিক কারন

 ) লর্ড ডালহৌসীর স্বত্ববিলােপ নীতি ছিল মহাবিদ্রোহের অন্যতম প্রধান কারন

) এই সময় ব্রিটিশরা দেশীয় রাজাদের প্রতি অপমানজনক ব্যবহার করতে থাকে

) দিল্লীর শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে তাঁর রাজপ্রাসাদ থেকে বের দেয় ইংরেজরা

) ব্রিটিশরা নাগপুরের রাজপ্রাসাদ লুণ্ঠন করে

) মারাঠা পেশােয়া নানাসাহেবের পেশােয়া পদের আবলুপ্তি ঘটায় ব্রিটিশ সরকার

সামাজিক কারন

) ব্রিটিশ শাসকদের ভারতীয়দের প্রতি ঘৃনা অবজ্ঞা এই বিদ্রোহের অন্যতম সামাজিক কারন

) বহুদিন থেকে সরকারী চাকুরীতে বিভিন্নভাবে ভারতীয়দেরকে বঞ্চিত করা হত৷

) ইংরেজ কর্মচারীদের ভারতীয়দের উপর অত্যাচার ব্যাভিচার

অর্থনৈতিক কারন

) ভারতীয় সম্পদের লুণ্ঠন এবং ভারতীয়দেরকে অত্যাধিক শােষন ) এই সময় ভারতীয় কুঠির শিল্পগুলিকে ব্রিটিশরা ধ্বংসের পথে ঠেলে দেওয়ার আপ্রান চেষ্টা চালায়

) গরীব ভারতীয়দের থেকে চড়া হারে রাজস্ব আদায় এবং বিনাআদায়ে অমানুষিক অত্যাচার

সামরিক কারন

) ভারতীয়দের প্রতি ব্রিটিশ সামরিক কর্তাদের অভদ্র আচরন ) ভারতীয় সেনাদেরকে সুমদ্রযাত্রায় (কালাপানি যাত্রা) বাধ্য করা ) ইংরেজ ভারতীয় সিপাহীদের মধ্যে বেতন অন্যান্য সুযােগসুবিধার মাত্রাতিরিক্ত তারতম্য

 সিপাহীবিদ্রোহ শুরু হওয়ার ঠিক তিনমাস ভারতের সব সেনাছাউনীতে থমথমে পরিবেশ বর্তমান ছিল। তবে বহরমপুর সেনাছাউনিতে এই সময় কিছুটা উত্তেজনা প্রথম লক্ষ্য করা যায়৷ অবশেষে ২৯ মার্চ ব্যারাকপুরের ৩৪ নং রেজিমেন্টের মঙ্গল পান্ডে নামক এক ব্রাহ্মন সেনা একজন শেতাঙ্গ কর্মচারীকে হত্যা করলে তাঁর তাঁর সমর্থক জমাদার ঈস্বরী পান্ডের প্রানদন্ড হয় এবং বাহিনীটিকে ভেঙে দেওয়া হয়। কর্মহীন হয়ে যাওয়া সিপাহীরা বিদ্রোহের আগুন ছড়াতে শুরু করলে খুব তাড়াতাড়ি তা ভারতের বিভিন্নস্থানে ছড়িয়ে পড়ে। আধুনিক ইতিহাসচর্চায় এই দাবি নস্যাৎ হয়ে গেছে। কারন এই ব্যারাকপুরের বিদ্রোহ ছিল তাৎক্ষনিক স্বল্প সময়ের মধ্যে সেখানেই শেষ হয়ে যায় এবং তা অন্যত্র কোথাও ছড়িয়ে পড়েনি

১০ মে মীরাটের সেনানিবাসেই মহাবিদ্রোহের প্রকৃত সুচনা হয় এবং বিদ্রোহ প্রথম প্রকাশ্যে প্রচন্ড রূপ ধারন করে মীরাটে সেখানে সিপাহীরা ইংরেজ সেনাধ্যক্ষকে হত্যা করে এবং জেলখানা ভেঙে সহকর্মীদের মুক্ত করে তারপর তারা দিল্লীতে প্রবেশ করে শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ভারত সম্রাট বলে ঘােষনা করে দিল্লিতে বিদ্রোহীরা ইউরােপীয়ানদেরকে নারী-পুরুষ নির্বিচারে হত্যা করতে থাকে অযােধ্যার জমিদারিচ্যুত তালুকদারগন বিদ্রোহে যােগদান করলে কৃষকগনও বিদ্রোহে অংশগ্রহন করে উত্তরপ্রদেশের কানপুরে রাজ্যচ্যুত পেশােয়া দ্বিতীয় বাজিরাও এর দত্তক পুত্র নানাসাহেব তাঁতিয়া টোপী ইংরেজ নাগরিকদেরকে একটানা ২০ অবরূদ্ধ করে রাখেন এবং পরে তাদেরকে নির্বিচারে হত্যা করেন পরে তাঁতিয়া টোপী মধ্য ভারতের ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ এর সাথে মিলত হয়ে ইংরেজদের অনুগত সিন্ধিয়ার হাত থেকে গােয়ালিওর দূর্গটি কেড়ে নেন কিন্তু শীঘ্রই ইংরেজরা গােয়ালিওর দূর্গটি দখল করতে এলে রানী লক্ষ্মীবাঈ পুরুষ অশ্বারােহী সৈনিক বেশে অলৌকিক বীরত্বের সাথে ইংরেজবাহিনীর সাথে যুদ্ধ করে সম্মুখ সমরে প্রান দেন৷ তাঁতিয়া টোপী রাজপুতনায় পালিয়ে যান পরে এক বিশ্বাসঘাতক তাঁকে ধরিয়ে দিলে ইংরেজরা তাঁর ফাঁসি দেন নানাসাহেব এইসময় নেপালের জঙ্গলে পালিয়ে যান এবং পরে তাঁকে আর দেখা যায়নি দ্বিতীয় বাহাদুর শাহকে ইংরেজ সরকার রেঙ্গুনে নির্বাসিত করেন এবং সেখানে তাঁর মৃত্যু হয়

 

সিপাহী বিদ্রোহ। মহাবিদ্রোহ। 1857 সালের বিদ্রোহ। মঙ্গল পাণ্ডে। রানী অবন্তীবাঈ। লক্ষ্মীবাঈ। নানা সাহেব। তাঁতিয়া টোপী। কুনওয়ার সিং। লিয়াকত আলী। মৌলভী আহমদুল্লাহ। এনফিল্ড রাইফেল।

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১) ভেলোরের সিপাহী বিদ্রোহ কোন গভর্নর জেনারেলের আমলে সংঘটিত হয়েছিল?

- জর্জ বার্লো

২) ভেলোরের সিপাহী বিদ্রোহের সময় মাদ্রাজের গভর্নর কে ছিলেন? 

- উইলিয়াম বেন্টিঙ্ক 

৩) 1857 সালের আগে ভারতীয়রা কোম্পানির বেসামরিক প্রশাসনের কোন সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হতে পারত?

- সদর--আমিন 

৪) 1857 সালের বিপ্লবের আগে, সিভিল সার্ভিসে একজন ভারতীয় সর্বোচ্চ "সদর আমিন" পদটি পেতে পারত।   এর পদের বেতন প্রতি মাসে কত ছিল?   

- 700

৫) 1857 সালের বিপ্লবের আগে ভারতীয় সৈন্যদের প্রতি মাসে কত বেতন দেওয়া হত?

- 7₹

৬) কবে  দৌলতরাও সিন্ধিয়ার বিধবা পত্নী বাইজা বাই 1857 সালের বিপ্লবের আগে ভারত থেকে ব্রিটিশদের বিতাড়িত করার প্রথম ষড়যন্ত্র করেছিলেন?

- 1837

৭) গঙ্গাধর নেহরু (জওহরলাল নেহরুর পিতামহ) 1857 সালের বিদ্রোহের আগে কোথাকার কোতোয়াল ছিলেন?

- দিল্লি

৮) সিপাহি বিদ্রোহ কবে প্রথম শুরু হয়?

- 1857 সালে 19 মার্চ  

৯) সিপাহি বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়?

- ব্যারাকপুরে (ব্যারাকপুর দেওয়া না থাকলে মীরাট হবে 1857 সালের 10 মে)।

১০) সিপাহি বিদ্রোহ মুলত প্রথম কোথায় শুরু হয়?

- বহরমপুরে

১১) সিপাহি বিদ্রোহের নাভিকেন্দ্র কাকে বলা হয়?

- অযোধ্যা 

১২) 1857 সালের বিদ্রোহের শুরুতে কোন ইসলামী মাস চলছিল?

- রমজান

১৩) কে সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষনা করেন? 

- মঙ্গল পান্ডে

১৪) সিপাহি বিদ্রোহের বর্তমানে কী নামকরন করা হয়েছে?

- ন্যাশনাল আপরাইজিং

১৫) সিপাহি বিদ্রোহের সময় ভারতের বড়লাট বা গর্ভনর জেনারেল কে ছিলেন?

- লর্ড ক্যানিং

১৬) সিপাহী বিদ্রোহের পূর্বে কোন বড়লাট ভারত ত্যাগ করেছিলেন?

- লর্ড ডালহৌসি

১৭)1857 সালের বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?

- ক্যানিং

১৮) সিপাহি বিদ্রোহের সময় ইংল্যান্ডের প্রধান মন্ত্রী কে ছিলেন?

- পালমারস্টোন

১৯) 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় যোধপুর রাজ্যের ব্রিটিশ রাজনৈতিক এজেন্ট কে ছিলেন?

- ম্যাক ম্যাসন

২০) 1857  সালের General Enlistmen Act" কে চালু করেন?

- লর্ড ডালহৌসি

২১) "General Enlistment Act" এর দ্বারা কী বাধ্যতামূলক করা হয়েছিল?

- ভারতীয়। সেনাবাহিনীদেরকে যেকোনো জায়গায় যুদ্ধে যাওয়া বাধ্যতামূলক।

২২) সিপাহি বিদ্রোহে কোন ধরনের রাইফেল ব্যবহৃত হয়েছিল?

- এনফিল্ড 

২৩) সিপাহি বিদ্রোহে এন্ডফিল রাইফেলের আগে যে রাইফেল ছিল তার নাম কী?

- ব্রাউন বেস

২৪) মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারন কী ছিল?

- ভারতীয় সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেলের প্রচলন। গরু ও শুকরের চর্বি মেশানো কাতুজ দাঁতে কেটে ভরতে হত, ফলে হিন্দু ও মুসলমান সিপাহীদের ধর্মনাশের গুজব রটে যায়৷ 

২৫) কে ভারতীয় সেনাবাহিনীতে মসৃণ কার্তুজ সহ এনফিল্ড বন্দুক প্রবর্তন করেছিলেন, যা 1857 সালের বিদ্রোহের একটি প্রধান কারন ছিল?

- হেনরি হার্ডিং  

২৬) কত নম্বর এনফিল্ড রাইফেলের গুজব নিয়ে মহাবিদ্রোহ হয়?

- ৫৩ নম্বর।

২৭) সিপাহি বিদ্রোহের সময় ইউরোপীয় বংশোদ্ভুত প্রায় কত শতাংশ সৈন্য ভারতে ব্রিটিশ  শাসকদের সৈন্যবাহিনীতে ছিলেন?

- ২০ শতাংশ।

২৮) ডালহৌসির স্বত্ববিলোপ নীতির ফলে কোন বিদ্রোহের সূচনা হয়? 

- সিপাহি বিদ্রোহ

২৯) কোড অফ এডমিনিস্ট্রেশান কোন আন্দোলনের সময় গঠিত হয়?

- সিপাহী বিদ্রোহ 

৩০) সিপাহি বিদ্রোহের সময় সিপাহীদের মধ্যে গোপন সংবাদের আদান প্রদান হতো কিসের মাধ্যমে?

- চাপাটি এবং পদ্মের মাধ্যমে।

৩১) কোন পত্রিকা সিপাহী বিদ্রোহে সিপাহীদের সাফল্য কামনা করেছিল?

- শ্যাম সুন্দর সেন সম্পাদিত সমাচার সুধাবর্ষন।

৩২) মীরাটে কবে সিপাহি বিদ্রোহ শুরু হয়?

- 1857 সালে 10 মে  

৩৩) দিল্লীতে কবে মহাবিদ্রোহ হয়?

- 1857 সালের11 মে।

৩৪) যোধপুর কী সিপাহি বিদ্রোহের দ্বারা প্রভাবিত হয়েছিল?

- না

৩৫) ঢাকায় সিপাহী বিদ্রোহের স্মৃতিজড়িত স্থানটির নাম কী?

- বাহাদুর শাহ পার্ক

৩৬) সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন?

- মঙ্গল পান্ডে

৩৭) ব্যারাকপুরের সেনা ছাউনিতে প্রথম কে বিদ্রোহ ঘোষনা করেন?

- মঙ্গল পান্ডে

৩৮)1857 সালের মহাবিদ্রোহের পতাকা প্রথম কে উত্তোলন করেন?

- মঙ্গল পান্ডে

৩৯) 1857 সালের বিদ্রোহের  নেতাদের মধ্যে কে সর্বপ্রথম আত্মত্যাগ করেছিলেন?

- মঙ্গল পান্ডে

৪০) কবে যুবক কনস্টেবল মঙ্গল পান্ডেকে ব্যারাকপুরে তার অফিসারদের আক্রমণ করার জন্য ফাঁসি দেওয়া হয়েছিল?

- 8 এপ্রিল, 1857

(মঙ্গল পান্ডে 29 মার্চ, 1857-এ বিদ্রোহের পতাকা তুলেছিলেন, 8 এপ্রিল, 1857-এ তাকে ফাঁসি দেওয়া হয়েছিল।)

৪১) 34 তম রেজিমেন্টের কোন সুবেদার 1857 সালের 6 এপ্রিল মঙ্গল পান্ডের কোর্ট মার্শালের বিচারক  ছিলেন?

- জওহরলাল  তিওয়ারি

 

সিপাহী বিদ্রোহ দ্বিতীয় পর্ব >>>>

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 সিপাহী বিদ্রোহ। মহাবিদ্রোহ। 1857 সালের বিদ্রোহ। মঙ্গল পাণ্ডে। রানী অবন্তীবাঈ। লক্ষ্মীবাঈ। নানা সাহেব। তাঁতিয়া টোপী। কুনওয়ার সিং। লিয়াকত আলী। মৌলভী আহমদুল্লাহ। এনফিল্ড রাইফেল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad