Type Here to Get Search Results !

সিপাহী বিদ্রোহ চতুর্থ পর্ব [Sipahi Bidroha]

 

সিপাহি বিদ্রোহ

SET BY - MANAS ADHIKARY

 

 সিপাহি বিদ্রোহ চতুর্থ  পর্ব।  Sepoy Mutiny 4th Part.   

 সিপাহী বিদ্রোহ। মহাবিদ্রোহ। 1857 সালের বিদ্রোহ। মঙ্গল পাণ্ডে। রানী অবন্তীবাঈ। লক্ষ্মীবাঈ। নানা সাহেব। তাঁতিয়া টোপী। কুনওয়ার সিং। লিয়াকত আলী। মৌলভী আহমদুল্লাহ। এনফিল্ড রাইফেল।

 নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো  সিপাহি বিদ্রোহ  চতুর্থ  পর্ব। এই পর্বে থাকছে সিপাহী বিদ্রোহ সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন। অবশিষ্ট আরও কিছু প্রশ্নোত্তর পরবর্তী পর্বে আলোচিত করব। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 

 সিপাহী বিদ্রোহ  প্রশ্নউত্তর।  Sepoy Mutiny  MCQ.  


১৫১) 1857 সালের বিদ্রোহ  ব্যর্থতার প্রধান কারণ কোনটি?

- একটি সঠিক পরিকল্পনা এবং কেন্দ্রীয় সংগঠনের অভাব

১৫২) 1858  সালের বিপ্লবের পর ব্রিটিশরা কবে দিল্লির নিয়ন্ত্রণ ফিরে পায়?

- সেপ্টেম্বর 1857

১৫৩) 1857 সালের মহাবিদ্রহের পর, দিল্লিতে প্রবেশ করার সময় ব্রিটিশ সৈন্যরা নিচের কোনটি   উড়িয়ে দিয়েছিল?

- কাশ্মীরি গেট

১৫৪) 1857 সালের বিপ্লবের পর কার নেতৃত্বে ব্রিটিশ সেনাবাহিনী দিল্লির লাল কেল্লা দখল করে?

- জন নিকলসন

১৫৫) ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কোন সালে?

- 1858 সালের 1লা নভেম্বর    (সিপাহী বিদ্রোহের পরপরই )

১৫৬) 1857 সালের বিদ্রোহের সময় ব্রিটেনে কোন দল ক্ষমতায় ছিল?

- উদারপন্থী দল বা লিবারেল পার্টি

(হেনরি জন টেম্পলের (ভিসকাউন্ট পামারস্টন) নেতৃত্বে একটি লিবারেল পার্টি সরকার ছিল।)

১৫৮) কবে মহারানী ভিক্টোরিয়া কবে ভারতীয় প্রশাসনকে ব্রিটিশ রাজের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা করেন?

- 1858 সালের 1লা নভেম্বর 

১৫৯) 1857 সালের বিপ্লবের ফলে উদ্ভূত অসুবিধাগুলি কাটিয়ে উঠতে ব্রিটিশ সরকার কবে একটিঅস্থায়ী ব্যবস্থা হিসাবে নতুন  আয়কর প্রবর্তন করে?

- 1860

১৬০) 1857 সালের বিপ্লবের পর ব্রিটিশ সেনাবাহিনী পুনর্গঠনের জন্য কোন কমিশন গঠিত হয়েছিল?

- পীল কমিশন

১৬১) 1857 সালের বিপ্লবের পর কার নেতৃত্বে সেনাবাহিনীর পুনর্গঠনের জন্য পিল কমিশন গঠন করা হয়েছিল?

- জোনাথন

১৬২) 1857 সালের বিপ্লবের সময়, বকেয়া পরিশোধ না করার জন্য ব্রিটিশরা (লর্ড ডালহৌসি) হায়দ্রাবাদ থেকে কোন প্রদেশকে ছিনিয়ে নিয়েছিল?

- বেরার 

১৬৩) নিস্কর জমি অনুসন্ধানের জন্য ইনাম কমিশন কে গঠন করেন?

- লর্ড ডালহৌসি

১৬৪) অবধের কোন রাজস্ব কমিশনার অনেক তালুকদারের পদ কেড়ে নিয়েছিলেন, এই কারণেই সিপাহী বিদ্রোহে অবধ  বিদ্রোহ কেবল একটি সৈনিক বিদ্রোহ নয়, একটি নাগরিক বিদ্রোহ ছিল?

- জর্জ কবারলি 

১৬৫) লখনউ 1857 সালের বিপ্লবের একটি প্রধান কেন্দ্র ছিল। হ্যাভলক এবং আউটরাম লখনউ পুনরুদ্ধারের চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হন। অবশেষে কে লখনউ পুনরুদ্ধার করেছিল?

- ক্যাম্পবেল

১৬৬) 1857 সালের বিদ্রোহে বোম্বে প্রেসিডেন্সি কে দমন করেছিলেন?

- লর্ড এলফিনস্টোন

১৬৭) 1857 সালের বিদ্রোহে জগদীশপুরের বিদ্রোহ কে দমন করেন?

- উইলিয়াম টেলর

১৬৭) 1857 সালের বিদ্রোহের সময়, হেনরি লরেন্স 2000 ব্রিটিশ সৈন্য নিয়ে লক্ষ্ণৌর রেসিডেন্সিতে অবরুদ্ধ হন এবং সেখানেই মারা যান, তার পরে কে আওধের ব্রিটিশ সেনাবাহিনীর নেতৃত্ব দেন?

-  ব্রিগেডিয়ার ইংলিশ

১৬৮) মীরাটে কে মহাবিদ্রোহ দমন করেন?

- জেনারেল হিউইট (ইনি দিল্লীতে দ্বিতীয় বাহাদুর শাহের পুত্র পৌত্রকে হত্যা করেন)

১৬৯) ঝাঁসীতে এবং গোয়ালিওয়রে বিদ্রোহ দমন করেন কে?

- হিউজ রোজ ( 1858 সালের 20 জুন বিদ্রোহীদের থেকে গোয়ালিয়র দখল করেন)

১৭০) লখনৌতে বিদ্রোহ দমন করতে গিয়ে কে মারা যান?

- হেনরি লরেন্স জেনারেল হ্যাভলক ( লখনৌতে বিদ্রোহ দমন করতে গিয়ে হেনরি লরেন্স1857 সালে 2 জুলাই মারা যান এবং হ্যাভলক 1857 সালের ডিসেম্বর মারা যান)

১৭১) কানপুর, লখনৌ, বারেইলি তে বিদ্রোহ কে দমন করেন?

- কলিং ক্যাম্পবেল (6 ডিসেম্বর 1857 সালে বিদ্রোহীদের থেকে কানপুর দখল করে নেন। 1858 সালের 21মার্চ লাখনৌ বিদ্রোহীদের থেকে দখল করে নেন। 1858 সালের 5 মে বারেইলি বিদ্রোহীদের থেকে দখল করে নেন)

১৭২) 1857 সালের বিপ্লবের  সময় পাটনার কমিশনার কে ছিলেন?

- উইলিয়াম টেলর

১৭৩) 1857 সালের বিদ্রোহের সময় পুলিশ ইন্সপেক্টর ফ্রাঁসোয়া সিস্টন কোথায় নিযুক্ত  করা হয়েছিল?

- সীতাপুর

১৭৪) কানপুরে কোন ইংরেজ সেনাপতি আত্মসমর্পণ করেছিলেন?

 - স্যার হুইলার

১৭৫) এলাহবাদ বারানসীর বিদ্রোহ কে দমন করেন?

- জেনারেল নেইল (লখনৌতে বিদ্রোহ দমন করতে গিয়ে মারা যান)

১৭৬) কানপুরে কে বিদ্রোহ দমন করেন?

- কলিং ক্যাম্পবেল হ্যান্ডলক

১৭৭) দিল্লিতে বিদ্রোহ কে দমন করেন?

- প্রথমে জন নিকলসন পরে মেজর হাডসন (20 সেপ্টেম্বর 1857 সালে জন নিকলসন দিল্লি দখল করে নেন। যদিও তিনি বিদ্রোহ দমন করতে গিয়ে আহত হন এবং পরে মারা যান)

১৭৮) 1857 সালের বিদ্রোহের সময় নিম্নলিখিত কোন বিদেশী সাংবাদিক ভারতে উপস্থিত ছিলেন?

- আর্নল্ড রাসেল

১৭৯) 1857 সালের বিদ্রোহের সময় কোম্পানির রাজনৈতিক গোপনীয় বিভাগের সচিব কে ছিলেন?

- জন কেইয়ি 

১৮০) 1857 সালের বিদ্রোহের শুরুতে ব্রিটিশ কোম্পানির রাজনৈতিক উপদেষ্টা কে ছিলেন?

- সাইমন ফ্রেজার

১৮১) 1857  সালের বিদ্রোহের সময় ব্যারাকপুরে ব্রিটিশ কমান্ডিং অফিসার কে ছিলেন?

- হেরস

১৮২) খান বাহাদুর খান 1857 সালের বিদ্রোহে বেরেলির নেতৃত্ব গ্রহণ করেন এবং শীঘ্রই সমগ্র রোহিলখণ্ড বিদ্রোহের আগুনে নিমজ্জিত হয়। 1858 খ্রিস্টাব্দে  কোন ব্রিটিশ অফিসার এই বিদ্রোহ দমন করেন এবং বাহাদুর খানকে ফাঁসি দেওয়া হয়?

- ভিসেন্ট আয়ার এবং ক্যাম্পবেল

১৮৩) 1857 সালের জুনের প্রথম দিকে মৌলভী লিয়াকত আলীর নেতৃত্বে এলাহাবাদে একটি বিদ্রোহ শুরু হয় এবং একই সময়ে বিদ্রোহীরা বেনারসেও সক্রিয় হয়ে ওঠে।  কোন ব্রিটিশ অফিসার এই উভয় স্থানে বিদ্রোহ দমন করেছিলেন?

- জেনারেল নিল

১৮৪) কোন ব্রিটিশ জেনারেল গুর্খা রেজিমেন্টের সাহায্যে বিদ্রোহীদের কাছ থেকে লখনউ পুনরুদ্ধার করেছিলেন?

- স্যার ক্যাম্পবেল

১৮৫) দ্বিতীয় বাহাদুর শাহের বিশ্বাসঘাতক আত্মীয়ের নাম কি, যিনি ব্রিটিশদের তথ্য দিতেন এবং যার  সহায়তায় জাফরকে গ্রেপ্তার করা হয়েছিল?

- মির্জা এলাহী বক্স

১৮৬) বাহাদুর শাহ জাফরের কোন ছেলে ও নাতিদের দিল্লির লাল কেল্লার সামনে লেফটেন্যান্ট হাডসন গুলি করে হত্যা করেন?

- মির্জা খাজা সুলতান, মির্জা মুঘল, মির্জা আবু বকর

১৮৭) সিপাহি বিদ্রোহের পর অযোধ্যা কমিশনার কে ছিলেন?

- চার্লস উইংফিল্ড

১৮৮) সিপাহি বিদ্রোহের ব্যর্থতায় কে ভোজসভার আয়োজন করেন?

- রাধাকান্ত দেব

১৮৯) ঝাঁসীর রানী লক্ষ্মিবাইয়ের পরিনতি কী হয়?

- যুদ্ধরত অবস্থায় মারা যান।

১৯০) তাঁতিয়াটোপীর পরিনতি কী হয়?

- ইংরেজ সেনাবাহিনীর হাতে ধরা পড়েন এবং ফাঁসি দেওয়া হয়।

১৯১) বিদ্রোহের পর দ্বিতীয় বাহাদুর শাহের পরিনতি কী হয়?

- রেঙ্গুনের মন্দালয়ে নির্বাসিত করা হয়।

১৯২) মহারানী ভিক্টোরিয়া কবে নিজ হাতে শাসনভার গ্রহন করেন?

- সিপাহী বিদ্রোহের পর (1858 সালে)

১৯৩) "An Act for the Better Government of india" - কবে পাশ হয়?

 - 1858 সালের 2 আগষ্ট

১৯৪) মহারানীর ঘোষনাপত্র কবে প্রকাশিত হয়?

- 1858 সালের 1 লা নভেম্বর

১৯৫) 1858 সালের পর কোন পদের অবলুপ্তি ঘটে এবং তার পরিপ্রেক্ষিতে কোন পদের সৃষ্টি হয়?

- গভর্নর জেনারেল পদের অবলুপ্তি ঘটে এবং ভাইসরয় পদের সৃষ্টি হয়।

১৯৬) ভারতের প্রথম ভাইসরয় কে? 

- লর্ড ক্যানিং

১৯৭) ভারতের শেষ গর্ভনর জেনারেল কে?

- লর্ড ক্যানিং

২০০) "Protfolio System " কে চালু করেন?

- লর্ড ক্যানিং

 

সিপাহী বিদ্রোহ তৃতীয়  পর্ব >>>>

সিপাহী বিদ্রোহ পঞ্চম  পর্ব >>>>

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 সিপাহী বিদ্রোহ। মহাবিদ্রোহ। 1857 সালের বিদ্রোহ। মঙ্গল পাণ্ডে। রানী অবন্তীবাঈ। লক্ষ্মীবাঈ। নানা সাহেব। তাঁতিয়া টোপী। কুনওয়ার সিং। লিয়াকত আলী। মৌলভী আহমদুল্লাহ। এনফিল্ড রাইফেল।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad