Type Here to Get Search Results !

রাজা রামমোহন রায় চতুর্থ পর্ব [Raja Ram Mohan]

 রাজা রামমোহন রায়

Set by - Manas Adhikary

রাজা রামমোহন রায় চতুর্থ পর্ব। Raja Ram Mohan Roy 4th part. 

রাজা রামমোহন রায়। ভারতের প্রথম আধুনিক মানুষ। আধুনিক ভারতের জনক। ব্রাহ্মসমাজ। আত্মীয় সভা। দ্য প্রিসেস্পট অফ জেসাস। ভারতের মুকুটহীন রাজা। প্রথম বিলেত যাত্রী। তুহফাত-উল-মুওয়াহিদিন। সতীদাহপ্রথা উচ্ছেদ। হিন্দু কলেজ। 


নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় চতুর্থ পর্ব।  এই পর্বে থাকছে রাজা রামমোহন রায় সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা। পরবর্তী পর্বে রাজা রামমোহন রায় আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করবো। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

রাজা রামমোহন রায় অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Raja Ram Mohan Roy MCQ.

 

 

১০১) রাজা রামমোহন রায় কর্তৃক প্রতিষ্ঠিত ব্রাহ্মসমাজের উত্তরসূরি  কোনটি?

- আত্মীয় সভা

 ১০২) রাজা রামমোহন রায় ব্রাহ্ম সভা নামে একটি সংস্কার সমিতি প্রতিষ্ঠা করেন যা পরবর্তীকালে  কি নামে পরিচিত হয়?

- ব্রাহ্মসমাজ

১০৩)  রামমোহন রায় কার বাড়ি ভাড়া নিয়ে ব্রহ্মসভা প্রতিষ্ঠা করেন?

- কমল বসু

১০৪)  ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?

- রাজা রামমোহন রায়

১০৫)  ব্রাহ্মসমাজ কার রূপান্তর?

- 1828  সালে রাজা রামমোহন রায় কতৃক প্রতিষ্ঠিত ব্রাহ্মসভা পরবর্তীতে ব্রাহ্মসমাজে পরিনত

হয় 1830 সালে।

১০৬) রাজা রামমোহন রায় বা ব্রাহ্মসমাজ জীবের আত্মা সম্পর্কে কোন মত পোষণ করেছিলেন?

- আত্মার অমরত্ব

১০৭) কার পরামর্শে রাজা রামমোহন রায় 1828 সালের 20 আগস্ট কলকাতায় ‘ব্রাহ্ম সমাজ’ প্রতিষ্ঠা করেন?

- চন্দ্রশেখর দেব

১০৮) রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর ব্রাহ্মসমাজকে পুনরুজ্জীবিত করেন কে?

- দ্বারকানাথ ঠাকুর

১০৯) রাম মোহন  যখন ইংল্যান্ডে ছিলেন তখন ব্রাহ্মসমাজের  দায়িত্বভার গ্রহণ করেন কে?

- রামচন্দ্র বিদ্যাবাগীশ

 ১১০)  রাম মোহন এর মৃত্যুর পর  ব্রাহ্মসমাজের  দায়িত্বভার কে গ্রহণ করেন?

- দ্বারকা নাথ ঠাকুর

১১১)   1839 থেকে ব্রাহ্মসমাজের  দায়িত্বভার কে গ্রহণ করেন?

- দেবেন্দ্র নাথ ঠাকুর  

 ( ব্রাহ্ম সমাজ -  রামমোহন রায়

আদি ব্রাহ্ম সমাজ - দেবেন্দ্রনাথ ঠাকুর

ভারতীয় ব্রাহ্ম সমাজ কেশবচন্দ্র সেন

সাধারণ ব্রাহ্ম সমাজ - শিবনাথ শাস্ত্রী এবং আনন্দ মোহন বসু)

১১২) রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর ব্রাহ্মসমাজ দুটি ভাগে ভাগ হয়ে যায়। এক, ভারতবর্ষীয়  ব্রাহ্মসমাজ এবং আদি ব্রাহ্মসমাজ। এই দুটির নেতৃত্বদানে কারা ছিলেন?

- ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ - কেশবচন্দ্র সেন

আদি ব্রাহ্মসমাজ - দেবেন্দ্রনাথ ঠাকুর

১১৩) রাজা রামমোহন রায় কবে কলকাতায় একতাবাদী(ইউনিটিরিয়ান) কমিটি প্রতিষ্ঠা করেন?

- 1821

১১৪) কোন ব্যাপ্টিস্ট ধর্মপ্রচারক রাজা রামমোহন রায়ের একেশ্বরবাদের তত্ত্বে বিশ্বাস করে তাঁর সাথে মিলিত হয়ে সম্মিলিতভাবে 'ইউনিটারিয়ান মিশন' প্রতিষ্ঠা করেছিলেন?

- উইলিয়াম অ্যাডাম

১১৫) ‘বিদ্যাচর্চা’ নামক সংগঠনের প্রতিষ্ঠাতা কে?

- রাজা রাম মোহন রায়

(1828 সালে গঠিত হয়)

১১৬) ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কে কোথায় প্রতিষ্ঠা করেন?

-রাজা রামমোহন রায়ের বন্ধু উইলিয়াম অ্যাডাম ভারতবাসীর কল্যানার্থে, ব্রিটিশ সমাজকে ভারতের প্রকৃত অবস্থা জানানোর জন্য ১৮৩৯ সালে লন্ডনে 'British India Society" প্রতিষ্ঠা করেন।

১১৭) রাজা রামমোহন রায়ের অনুসারীরা কোন সালে বঙ্গ ভাষা প্রকাশক সভা প্রতিষ্ঠা করেন?

- 1836

১১৮) 1821 সালে রাজা রাম মোহন রায় কার সাথে সম্মিলিতভাবে "ক্যালকাটা ইউনিটেরিয়ান সোসাইটি" প্রতিষ্ঠা করেন?

- ডেভিড হেয়ার

১১৯) রাজা রামমোহন রায় কোথায় বৌদ্ধ দর্শনের জ্ঞান লাভ করেন?

- নেপাল

১২০) সর্বপ্রথম হিন্দু ধর্ম (Hinduism) শব্দটি ব্যবহার করেন?

- রাজা রাম মোহন রায়

১২১) ‘উপনিষদে হিন্দুধর্মের বিশুদ্ধতম রূপ পাওয়া যায়’ - এই মন্তব্যটি কে করেছিলেন?

- রাজা রাম মোহন রায়

১২২) মূর্তি পূজা সম্পর্কে রাজা রাম মোহন রায়ের মতামত কি ছিল?

-  তীব্র বিরোধিতা করেছিলেন।

১২৩) রাজা রাম মোহন রায় মূর্তিপূজা নিয়ে কার সাথে বিতর্কে লিপ্ত হয়েছিল?

-  সুব্রহ্মণ্যম শাস্ত্রী

১২৪) 1819 সালে রাজা রামমোহন রায় মূর্তি পূজার বিতর্কে পণ্ডিত ‘সুব্রহ্মণ্যম স্বামী’ কে কোথায়  পরাজিত করেছিলেন?

- মাদ্রাজ

১২৫) জুরি আইনের বিরোধিতার জন্য  কে পরিচিত?

- রাজা রাম মোহন রায়

(1819 সালের জুরি আইন অনুসারে, হিন্দু এবং ভারতীয় মুসলমানদের বিচারের সময় হিন্দু এবং মুসলমানরা বিচারক হিসাবে বসতে পারে না। এর বিরোধিতা করেন রাজা রামমোহন রায়।)

১২৬)  ইংরেজদের জুরি আইনের প্রতিবাদে কোন ভারতীয় জনমত গঠন করেন?

- রাজা রামমোহন রায়

১২৭)  ‘ভারতীয় পত্রপত্রিকার রাজকুমার কাকে বলা হয়?

- রাজা রামমোহন রায়

১২৮)  ভারতের প্রথম সাংবাদিক কে?

- ঐতিহাসিক বিপানচন্দ্রের মতে রাজা রামমোহন রায় (যদিও এটি নিয়ে মতভেদ রয়েছে)

১২৯)  কাকে ফিল্ড জার্নালিস্ট বলা হয়?

- শিশির কুমার ঘোষ

১৩০) রাজা রামমোহন রায় জুরি আইনের বিরোধিতা করেন?

 – 1826

১৩১) কোনটি রাজা রামমোহন রায়ের কয়েকটি পত্রিকার নাম কর? 

-মুম্বাই সংবাদ (কলকাতায়),

মুম্বাই সংবাদ (মুম্বাইতে),

জামে জাহানুমা (উর্দু ভাষার প্রথম সংবাদপত্র),

মিরাট উল আখবর

সংবাদ কৌমুদি

তুফাৎ-উল-মুহাহিদিন (উর্দু পত্রিকা)

 ১৩২) রাজা রামমোহন রায় সম্পাদিত উর্দু পত্রিকার নাম কী?

- মিরাৎ-উল আখবর

১৩৩) রাজা রামমোহন রায়  কবে  মিরাট উল আখবর প্রকাশ করেন?

- 1822

১৩৪)  বঙ্গদূত পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন?

- রাজা রামমোহন রায়, 1829 সালে (এই পত্রিকায় সর্বপ্রথম বাঙালি মধ্যবিত্তদের কথা বলা হয়)

১৩৫) 1829 সালে রাজা রামমোহন রায় হিন্দি ভাষায় কোন সংবাদপত্র প্রকাশ করেছিলেন?

- বঙ্গদূত

 ১৩৬) বঙ্গদূত পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন?

- রাজা রামমোহন রায়

১৩৭) রাজা রামমোহন রায়ের ফারসি ভাষায় প্রকাশিত মিরাতুল আখবার কোন ধরনের পত্রিকা ছিল?

- সাপ্তাহিক

 ১৩৮) রাজা রামমোহন রায়ের সংবাদ কুমৌদি বা প্রজ্ঞা কা চাঁদ 1821 সালে প্রকাশিত হয়। এটি কোন ধরনের পত্রিকা ছিল?

- সাপ্তাহিক

১৩৯) 'বেঙ্গল হরকরা'পত্রিকাটি কার?

- রাজা রাম মোহন রায়

 ১৪০) ফরাসি ভাষায়  সাপ্তাহিক মিরাতুল পত্রিকা কে প্রকাশ করেন? 

- রাজা রাম মোহন রায়

১৪১) রাজা রামমোহন রায়, দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুরের প্রচেষ্টায় 1829 খ্রিস্টাব্দে কোন সংবাদপত্র বাংলা ভাষায় প্রকাশ শুরু করে?

- বঙ্গদূত

১৪২) রাজা রামমোহন রায়  কবে  সংবাদ কৌমুদী প্রকাশ করেন?

-  1821

১৪৩) 1821 সালে রাজা রামমোহন রায় কোন ভাষায় ‘সংবাদ কৌমুদী’ নামে একটি পত্রিকা প্রকাশ করেন?

-  বাংলা

১৪৪) কোন বছরে রাজা রাম মোহন রায় একটি বাংলা সাপ্তাহিক পত্রিকা ‘সংবাদ কৌমুদী’  প্রকাশ করেন যা ভারতীয় ভাষায় ভারতীয়দের দ্বারা প্রকাশিত প্রথম সংবাদপত্র ছিল?

- ডিসেম্বর 1821

১৪৫) বুদ্ধি দর্পণ পত্রিকা শুরু করেছিলেন কে?

- রাজা রাম মোহন রায়

১৪৬) ছাড়পত্র নিয়মে রাজা রাম মোহন রায়কে কোন পত্রিকার প্রকাশনা বন্ধ করতে হয়েছিল?

- মিরাট উল আখবর 

১৪৭)  রামমোহন রায় কার সহায়তায় তন্ত্রধর্ম সম্পর্কে জ্ঞান লাভ করেন?

- হরিহরানন্দ তীর্থ স্বামী

১৪৮)  রামমোহন রায় কত সালে বেদান্ত ও উপনিষদের বঙ্গানুবাদ প্রকাশ করেন?

- ১৯২৫ সালে

 ১৪৯) তুহফাত-উল-মুওয়াহিদিন গ্রন্থটি কার রচনা?

- রাজা রামমোহন রায়

১৫০) রাজা রামমোহন রায়  কবে  তুহফাত উল মুওয়াহিদীনের রচনা করেন?

- 1809

 

রাজা রামমোহন রায় তৃতীয় পর্ব>>>> 

রাজা রামমোহন রায় পঞ্চম পর্ব>>>> 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here


রাজা রামমোহন রায়। ভারতের প্রথম আধুনিক মানুষ। আধুনিক ভারতের জনক। ব্রাহ্মসমাজ। আত্মীয় সভা। দ্য প্রিসেস্পট অফ জেসাস। ভারতের মুকুটহীন রাজা। প্রথম বিলেত যাত্রী। তুহফাত-উল-মুওয়াহিদিন। সতীদাহপ্রথা উচ্ছেদ। হিন্দু কলেজ।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad