Type Here to Get Search Results !

টিপু সুলতান দ্বিতীয় পর্ব [Tipu Sultan]

 টিপু সুলতান

Set by -Manas Adhikary

টিপু সুলতান দ্বিতীয় পর্ব।Tipu Sultan Part -II.

টিপু সুলতান। পালিগার বিদ্রোহ। অ্যাংলো মহীশূর যুদ্ধ। শ্রীরঙ্গপত্তনম সন্ধি। ম্যাঙ্গলোরের সন্ধি। জ্যাকোবিন ক্লাব। স্বাধীনতার বৃক্ষ। Tree of Liberty। মহীশুরের শার্দুল। মহীশুরের বাঘ. 

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো– আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতের মহীশূরের অন্যতম শাসক  টিপু সুলতান সম্পর্কিত আরও কিছু   অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর   পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 

টিপু সুলতান অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর।Tipu Sultan MCQ.




২৬) টিপু সুলতান কিসের দ্বারা প্রভাবিত হয়ে, তিনি শ্রীরঙ্গপত্তনমে 'স্বাধীনতার বৃক্ষ' রোপণ করেছিলেন?

- ফরাসি বিপ্লব

২৭) কোন  বিপ্লবের নীতিগুলি টিপু সুলতানের মনে গভীর ছাপ ফেলেছিল?

- ফরাসি

২৮) নেপোলিয়ন কোন ভারতীয় শক্তির সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছিলেন?

- টিপু সুলতান

২৯) জ্যাকবিন ক্লাব টিপু সুলতান এবং আর কাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল?

- ফরাসি

৩০) শ্রীরঙ্গপত্তনমে জ্যাকবিন ক্লাব প্রতিষ্ঠা করেন কে?

 - টিপু সুলতান

৩১) শ্রী রঙ্গপত্তনম কার সাথে যুক্ত?

- টিপু সুলতান

৩২) টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল?

- শ্রীরঙ্গপত্তনম

৩৩) টিপু কোথা থেকে তাঁর রাজ্যশাসন করতেন?

- শ্রীরঙ্গপত্তনম গ্রামে কাবেরি নদীর একটি ব-দ্বীপ নির্মিত এক দূর্গ থেকে।

৩৪) কোন ভারতীয় শাসক তাঁর প্রশাসনে পাশ্চাত্য পদ্ধতি প্রয়োগ করেছিলেন?

- টিপু সুলতান ( ফ্রান্সের শাসনব্যবস্থার সাথে সম্পর্কিত ছিল)

৩৫) টিপু সুলতান তাঁর সেনাবাহিনীকে কয়টি ভাগে ভাগ করেন?

- ৩টি

৩৬) কোন ভারতীয় শাসক সর্বথম যুদ্ধক্ষেত্রে রকেট অতিলারি (ব্যালেস্টিক মিসাইল) ব্যবহার করেন?

- টিপু সুলতান (প্রসঙ্গত ভারতে প্রথম যুদ্ধক্ষেত্রে বন্দুক ও কামান ব্যবহার করেছিলেন বাবর)

৩৭) কোন যুদ্ধে টিপু সুলতান সর্বপ্রথম রকেট অতিলারি ব্যবহার করেন?

- পলিলুরের যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে

৩৮) টিপুর কোন সেনাপতি টিপুর সাথে বিশ্বাসঘাতকতা করে ব্রিটিশদের হাত মেলান?

- মীর সাদিক

৩৯) টিপু শব্দের অর্থ কী?

- বাঘ

৪০) টিপু সুলতানের উপদেষ্টা কে ছিলেন?

- পন্ডিত পুরনাইয়া।

৪১) টিপু সুলতান সামরিক তালিম নিয়েছিলেন কার থেকে?

- সরদার গাজী খান।

৪২) দ্বিতীয় মহীশুর যুদ্ধে কোন ইংরেজ সেনাপতির কাছে টিপু ও তাঁর পিতা হায়দার আলি পরাস্ত হয়েছিল?

- হেক্টর মুনরো 

৪৩) কতকগুলি মন্দিরে টিপু নিয়মিতভাবে অর্থদান করতেন?

- ১৫৬ টি

৪৪) টিপুর অর্থ সাহায্য পাওয়া একটি বিখ্যাত মন্দিরের নাম করো।

- রঙ্গন অষ্টমী মন্দির (শ্রী রঙ্গপত্তনম)

৪৫) মহিশুরের কোন শাসক শৃঙ্গেরী মন্দির মেরামত করিয়েছিলেন?

- টিপু সুলতান 

৪৬) টিপু সুলতান কবে নৌবাহিনী বোর্ড গঠন করেন, যেখানে 22টি যুদ্ধজাহাজ এবং 20টি বড় জাহাজের একটি বহর এর পরিকল্পনা করা হয়েছিল?

- 1796 সালে 

৪৭) কোন কোন জায়গায় টিপু সুলতান একটি ডকইয়ার্ড (নৌবন্দর) তৈরি করেছিলেন?

- ম্যাঙ্গালোর, ওয়াজিদাবাদ, মলিদাবাদ

৪৮) টিপু সুলতান প্রথম কবে ইংরেজ বাহিনীকে পরাজিত করেন

- 1780

৪৯) 1780 খ্রিস্টাব্দে টিপু সুলতান কোথায় ব্রিটিশ সেনাবাহিনীকে পরাজিত করেন?

- পলিলুরে  

৫০) মোট কতগুলি অ্যাংলো মহীশূর যুদ্ধ সংঘটিত হয়েছিল?

- 4  টি 

৫১) দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধে হায়দার আলীর পর যুদ্ধের নেতৃত্ব দেন কে?

- টিপু সুলতান

৫২) টিপু সুলতান প্রথম কোন অ্যাংলো মহীশূর যুদ্ধে অংশগ্রহণ করেন?

- দ্বিতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ

৫৩) দ্বিতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধের ফলাফল কি হয়েছিল?

- অমীমাংসিত

৫৪) কে টিপু সুলতানের বিরুদ্ধে নিজাম ও মারাঠাদের সাথে ত্রিপক্ষীয় চুক্তি করেছিলেন?

- লর্ড কর্নওয়ালিস

৫৫) ম্যাঙ্গলোরের সন্ধি কাদের মধ্যে ও কবে হয়?

- 1784 খ্রীষ্টাব্দে টিপু সুলতান ও ইংরেজ কোম্পানীর মধ্যে

৫৬) মাদ্রাজের গভর্নর কে ছিলেন যিনি টিপু সুলতানের সাথে ম্যাঙ্গালোরের সন্ধি করেছিলেন?

- লর্ড ম্যাককার্টনি 

৫৭) ১৭৮৪ খ্রীষ্টাব্দে টিপু সুলতান ও ইংরেজ কোম্পানীর মধ্যে ম্যাঙ্গালোরের সন্ধির মাধ্যমে কোন যুদ্ধের অবসান ঘটে?

- দ্বিতীয় ইঙ্গ-মহীশুর যুদ্ধ

৫৮) ১৭৮৪ খ্রীষ্টাব্দে টিপু সুলতান ও ইংরেজ কোম্পানীর মধ্যে ম্যাঙ্গালোরের সন্ধিকে কে ‘অপমানজনক শান্তি’ বলে অভিহিত করেছেন?

- ওয়ারেন হেস্টিংস

৫৯) ১৭৮৯ সালে টিপু সুলতান কর্তৃক কোন ব্রিটিশ বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র আক্রমণ- তৃতীয় অ্যাংলো-মহীশূর যুদ্ধের তাৎক্ষণিক কারণ ছিল?

- ত্র্যাভাঙ্কোরের উপর  

৬০)  শ্রীরঙ্গপত্ত্নমের সন্ধি কবে ও কাদের মধ্যে হয়?

- ১৭৯২ খ্রীষ্টাব্দের মার্চ মাসে; টিপু সুলতান ও কর্নওয়ালিশ এর মধ্যে

৬১) শ্রীরঙ্গপত্তনমের সন্ধির মাধ্যমে কোন যুদ্ধের অবসান ঘটে?

- তৃতীয় ইঙ্গ-মহীশুরের যুদ্ধ

৬২) ১৭৯২ খ্রিস্টাব্দে তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের পর ব্রিটিশ ও টিপু সুলতানের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়?

-  শ্রীরঙ্গপত্তনমের সন্ধি

৬৩) 1792 সালের মার্চ মাসের শ্রীরঙ্গপত্তনমের চুক্তি অনুসারে, ব্রিটিশরা কত টাকা ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত টিপু সুলতানের দুই ছেলেকে জিম্মা করে রেখেছিল?  

- 3 কোটি

(তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধে পরাজিত হওয়ার পর মহীশূরের শাসক টিপু সুলতানকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে একটি অপমানজনক চুক্তি করতে হয়েছিল। ফলস্বরূপ, তাকে তার দুই রাজপুত্র, আব্দুল খালিক এবং মঈনুদ্দিন, যাদের বয়স 10 এবং 8 বছর ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনানেতা কর্নওয়ালিসের কাছে জিম্মা হিসাবে রাখতে হয়েছিল।)

৬৪) কোন সন্ধি অনুসারে টিপু সুলতানকে রাজ্যের অর্ধেক ব্রিটিশ, নিজাম ও মারাঠাদের দিতে হয়েছিল?

- শ্রীরঙ্গপত্তনম সন্ধি  

৬৫) তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন?

- লর্ড কর্নওয়ালিস

৬৬) কোন যুদ্ধে টিপু সুলতানের চূড়ান্তভাবে পরাজয় ঘটে?

- ১৭৯৯ খ্রীষ্টাব্দে লর্ড ওয়েলেসলীর সাথে চতুর্থ ইঙ্গমহীশুর যুদ্ধে

৬৭) চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধে টিপু সুলতানের বিরুদ্ধে  ইংরেজ বাহিনীর নেতৃত্বে কে ছিলেন?

- জেনারেল হ্যারিস 

 ৬৮) টিপু সুলতান কোন যুদ্ধে মারা যান?

- ১৭৯৯ খ্রীষ্টাব্দের ৪ মে চতুর্থ ইঙ্গ-মহীশুরের যুদ্ধে (এই যুদ্ধের ওপর নাম সদাসির ও মলভেরির যুদ্ধ)

৬৯) মহীশূরের শাসক টিপু সুলতান কোন যুদ্ধের সময় মারা যান?

- চতুর্থ অ্যাংলো মহীশূর যুদ্ধ

৭০) ১৭৯৯ সালে টিপু সুলতান কোথায় মৃত্যুবরণ করেন?

- শ্রীরঙ্গপত্তনমে

৭১) কোন  ব্রিটিশ সামরিক অফিসার ভারতে টিপু সুলতান এবং ইউরোপে নেপোলিয়ন বোনাপার্টকে পরাজিত করেছিলেন এবং শেষে ডিউক অব ওয়েলিংটন উপাধিতে ভূষিত  হয়েছিলেন?

- আর্থার ওয়েলেসলি

৭২) ১৭৯৯ খ্রিস্টাব্দে টিপু সুলতানের মৃত্যুর পর ওয়েলেসলি মহীশূরের সিংহাসনে কাকে বসিয়েছিলেন?

- কৃষ্ণরাজ

৭৩) টিপু সুলতানের পরাজয়ের পর কারা ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করে?

- মালাবার ও ডিন্ডিগুলের পালিগাররা

৭৪) পালিগার বিদ্রোহের নেতা ছিলেন?

- বীর পি. কত্তাবোম্মান

৭৫) টিপু সুলতানের সমাধি কোন নদীর তীরে অবস্থিত?

- কাবেরী নদীর তীরে

৭৬) বাংলার বড় মসজিদ কাকে বলে?

- টিপু সুলতান মসজিদ

৭৭) খোয়াব নামা গ্রন্থটি কার লেখা?

- টিপু সুলতান

৭৮) টিপু সুলতানের আত্মজীবনীর নাম কী?

- তারিখ-ই-খুদাই

৭৯) টিপু সুলতানের জীবনীকার কে ছিলেন?

- মহিবুল হাসান (গ্রন্থটির নাম টিপু সুলতান)

৮০) টিপু সুলতান মিউজিয়াম কোথায় অবস্থিত?

- শ্রীরঙ্গপত্তনমে

৮১) ভেড়ার মতো দীর্ঘ জীবন যাপন করার চেয়ে সিংহের মতো একদিন কাটানো ভালো। - বক্তব্যটি কার?

- টিপু সুলতান

৮২) কে বলেছেন -  টিপু সুলতানকে এশিয়ার সর্বশ্রেষ্ঠ শাসকের সাথে তুলনা করা যায়?

- মিল 

৮২) টিপু সুলতানের নতুন যুদ্ধের পরীক্ষা-নিরীক্ষা ও নীতি দেখে, কে তাকে ‘চঞ্চল প্রাণ’  নাম দেন?

- টমাস মুনরো

৮৩) কোন  ব্রিটিশ ঐতিহাসিক – ‘টিপু সুলতান যে একজন ধর্মান্ধ ছিলেন’ এই মতকে অস্বীকার করেন?

-  এইচ এইচ ড্যাডওয়েল 

৮৪) কে টিপু সুলতানকে অস্থির আত্মা বলে অভিহিত করেছেন?

- টমাস মুনরো  

 

টিপু সুলতান প্রথম পর্ব  >>>> 

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

টিপু সুলতান। পালিগার বিদ্রোহ। অ্যাংলো মহীশূর যুদ্ধ। শ্রীরঙ্গপত্তনম সন্ধি। ম্যাঙ্গলোরের সন্ধি। জ্যাকোবিন ক্লাব। স্বাধীনতার বৃক্ষ। Tree of Liberty। মহীশুরের শার্দুল। মহীশুরের বাঘ।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad