Type Here to Get Search Results !

সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ [ Sannyasi and Fakir Bidroho]

 

সন্ন্যাসী ফকির বিদ্রোহ

Set By- Manas Adhikary

 


সন্ন্যাসী ফকির বিদ্রোহ| Sannyasi O Fakir Rebellion.

সন্ন্যাসী ফকির বিদ্রোহ| ভবানী পাঠক| দেবী চৌধুরানী| কৃপানাথ| মুশা শাহ| মজনু শাহ| পরাগল শাহ| চিরাগ আলি| হিন্দুস্থানের যাযাবর পেশাদার ডাকাতদের উপদ্রব| রংপুরের যুদ্ধ| সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহ|

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। এই পর্বে থাকছে সন্ন্যাসি ও ফকির বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সাথে অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 

সন্ন্যাসী ফকির বিদ্রোহ সংক্ষিপ্তরূপ ও অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর | Revolt of Monks and Fakirs MCQ


বাংলায় কোম্পানী শাসনের বিরুদ্ধে সর্বপ্রথম প্রতিরোধ গড়ে তোলেন সন্ন্যাসী ফকির সম্প্রদায়। উত্তরবঙ্গের মাদারী সম্প্রদায়ের ফকির এবং পূর্ববঙ্গের ময়মনসিংহের গিরি, গোঁসাই এবং নাগা সন্ন্যাসীরা প্রথম এই বিদ্রোহের নেতৃত্ব দেন। এই বিদ্রোহে প্রায় ৫০ হাজার মানুষ সামিল হয়েছিল এবং ইহা ১৭৬৩ খ্রীঃ থেকে ১৮০০ খ্রীঃ পর্যন্ত দীর্ঘ ৪০ বছর ধরে চলেছিল। বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ দেবী চৌধুরানী তে এই বিদ্রোহের জীবন্ত চিত্র আমরা দেখতে পাই। এই বিদ্রোহের বিশিষ্ট নেতৃবৃন্দের মধ্যে ভবানী পাঠক, দেবী চৌধুরানী কৃপানাথ, মুশা শাহ্, মজনু শাহ্, পরাগল শাহ্, চিরাগ আলি প্রমুখ অন্যতম। ভবানী পাঠক ১৭৮৭ সালে বীরবিক্রমে যুদ্ধ করে মৃত্যুবরন করেন

সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারন সমূহঃ-

) বাংলা বিহারে দীর্ঘদিন ধরে বসবাস করতে করতে সন্ন্যাসী ফকিরদের বেশীরভাগই কৃষকে পরিনত হয়। ইংরেজরা তাঁদেরকে শোষণপীড়ন করছিল

) ইংরেজরা উদ্দেশ্য প্রনোদিতভাবে এই সন্ন্যাসী ফকিররা যে বছরে একবার তীর্থে যেতেন তার উপর তীর্থকর বসান।

) ছিয়াত্তরের মন্বন্তরের সময় ইংরেজদের পৈশাচিক শোষণ অত্যাচারের দৃশ্য দেখে বিদ্রোহীরা মহাজন কিছু জমিদারদের উপর আস্থা হারায়

) কোম্পানীর ধার্য করা অত্যাধিক কর, জমি থেকে ইচ্ছামতো কৃষক উচ্ছেদ প্রভৃতি কারনে বাংলা- বিহারের কৃষকরা ভীষন ক্ষুব্ধ হয়

এই সব অসন্তোষের কারনে ১৭৬৩ খ্রী ঢাকায় সর্বপ্রথম সন্ন্যাসী ফকির বিদ্রোহ শুরু হয়। ক্রমে তা দাবানলের মতো মালদহ, রংপুর, দিনাজপুর, কোচবিহার, ময়মনসিংহ ফরিদপুর প্রভৃতি জেলায় ছড়িয়ে পড়ে৷ অত্যাচারিত নির্যাতিত দরিদ্র কৃষক, মোগল সেনাবাহিনীর বেকার সৈন্য এবং সন্ন্যাসী ফকিরদের বিভিন্ন সম্প্রদায় এই বিদ্রোহে অংশ নেয়। এই বিদ্রোহ সন্ন্যাসী বিদ্রোহ নামে পরিচিত হলেও উইলিয়াম হান্টার সর্বপ্রথম এই বিদ্রোহকে কৃষক বিদ্রোহ নামে অভিহিত করেছেন। যদিও ওয়ারেন হেস্টিংস একেহিন্দুস্থানের যাযাবর' 'পেশাদার ডাকাতদের উপদ্রব' বলে চিহ্নিত করেছেন

ব্যর্থতার কারনঃ-

) সুযোগ্য নেতৃত্বের অভাব, নেতৃত্ববর্গের অভিজ্ঞতার অভাব এবং সাংগঠনিক দূর্বলতা

) সঠিক পরিকল্পনার অভাব যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা

) আদর্শহীনতা সম্প্রদায়িক অনৈক্য

প্রশ্নোত্তর পর্ব

) কে সন্ন্যাসী ফকির বিদ্রোহকে হিন্দুস্থান এর যাযাবর পেশাদার ডাকাতের উপদ্রব বলে বর্ননা করেন?

 -- ওয়ারেন হেস্টিংস

) সন্ন্যাসী ফকির বিদ্রোহের সন্ন্যাসীরা কার অনুগামী ছিলেন?

- দশনামী

) কারা সন্ন্যাসী ফকির বিদ্রোহ কে কৃষক বিদ্রোহ নামে আখ্যা দেন?

- উইলিয়াম হান্টার, এডওয়ার্ড এবং গ্যারেট

) সন্ন্যাসী ফকির বিদ্রোহের ব্যাপ্তিকাল কত?

- ১৭৬৩ খ্ৰীষ্টাব্দ থেকে ১৮০০ খ্রীষ্টাব্দ

) সন্ন্যাসী ফকির বিদ্রোহের সময় রংপুরের যুদ্ধে যে ইংরেজ সেনপতি নিহত হন তাঁর নাম কী?

 - টমসন

) সন্ন্যাসী ফকির বিদ্রোহকে কে প্রথম কৃষক বিদ্রোহ বলেছেন?

- উইলিয়াম হান্টার

) বাংলা বিহারের সন্ন্যাসী বিদ্রোহের নেতা কে ছিলেন?

- মজনু শাহ

) গনেশ গিরি কোন বিদ্রোহের নেতা ছিলেন?

- সন্ন্যাসী ফকির বিদ্রোহ

) পরাগল শাহ কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন?

- সন্ন্যাসী ফকির বিদ্রোহ

১০) কোন বিদ্রোহের উপর নির্ভর করেআনন্দ মঠউপন্যাস রচিত হয়?

- সন্ন্যাসী বিদ্ৰোহ

১১) ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রথম সংগঠিত কৃষক বিদ্রোহ কোনটি?

- সন্ন্যাসী ফকির বিদ্রোহ

১২) বিট্রিশদের বিরুদ্ধে সংঘটিত প্রথম সশস্ত্র প্রতিরোধ আন্দোলন কোনটি?

- সন্ন্যাসী ফকির বিদ্রোহ

১৩) ক্লাইভের শাসনকালকে কে ডাকাতের রাজ্য বলে অভিহিত করেন?

- ওয়ারেন হেস্টিং (সন্ন্যাসী ফকির বিদ্রোহ প্রসঙ্গে এই কথা বলেছিলেন)

১৪) কোন ইংরেজ বড়লাটের আমলে সন্ন্যাসী ফকির বিদ্রোহ হয়?

- ক্লাইভ

১৫) সন্ন্যাসী বিদ্রোহ দমন করেছিলেন কে?

- ওয়ারেন হেস্টিংস

 ১৬) দেবী চৌধুরানি ভবানী পাঠক কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন?

- সন্ন্যাসী বিদ্রোহ

১৭) ভারতের কোন বড়লাট সন্ন্যাসী ফকির বিদ্রোহের নামকরন করেন?

- ওয়ারেন হেস্টিংস

১৮) সন্ন্যাসী ফকির বিদ্রোহের পটভুমির উপর নির্ভর করে বঙ্কিমচন্দ্র আনন্দমঠ ছাড়া আর কোন উপন্যাসটি রচনা করেন?

- দেবী চৌধুরানি

১৯) সন্ন্যাসী ফকির বিদ্রোহের কয়েকজন উল্লেখযোগ্য নেতার নম করুন?

- ভবানী পাঠক, দেবী চৌধুরানি, মজনু শাহ্, চিরাগ আলি, মুসা শাহ্, পারগল শাহ্, অনুপ নারায়ন, নুরুল মহম্মদ, পীতাম্বর শ্রীনিবাস

২০) সন্তান দল কাদের বলা হত?

- আনন্দমঠ উপন্যাসে সন্ন্যাসী যোদ্ধাদের

২১) ইস্ট ইন্ডিয়া কোম্পানীর আমলে কোথায় সন্ন্যাসী ফকির বিদ্রোহের সূচনা হয়?

- ঢাকা

২২) সন্ন্যাসী ফকির বিদ্রোহে যেসব সন্ন্যাসী অংশগ্রহন করেন তারা কোন সম্প্রদায়ভুক্ত ছিলেন?

- গিরি

২৩) ব্রিটিশ শাসনামলে সন্ন্যাসী বিদ্রোহের বিদ্রোহীরা কোন আচার্যের অনুসারী ছিলেন?

- শঙ্করাচার্য  

 ২৪) সন্ন্যাসী ফকির বিদ্রোহ যেসব ফকির অংশগ্রহন করেন তারা কোন সম্প্রদায়ভুক্ত ছিলেন?

- মাদারি

২৫) সন্ন্যাসী বিদ্রোহ প্রথম কোথায় দেখা দেয়?

- ঢাকায়

২৬) সন্ন্যাসী প্রথম কবে সংগঠিত হয়েছিল?

- ১৭৬৩ সালে

২৭)ওঁম বন্দে মাতরমস্লোগানটি কোন আন্দোলনের সাথে সম্পর্কিত ছিল?

- সন্ন্যাসী বিদ্রোহ

 ২৮) রংপুরের যুদ্ধ কবে হয়েছিল?

- ১৭৭২ সালে

২৯) রংপুরের যুদ্ধে কারা সফলতা লাভ করেছিল?

- সন্ন্যাসী ফকিররা

৩০) যে জলযুদ্ধে দেবী চৌধুরানি ইংরেজ বাহিনীর কাছে পরাজিত হন ভবানী পাঠক নিহত হন সেই জলযুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন?

 - লেফটানেন্ট ব্রেনে

৩১) মজনু শাহের মৃত্যু কোথায় হয়?

- মাখনপুর নামক স্থানে

৩২) কৃপানাথ কোন বিদ্রোহের নেতা ছিলেন?

- সন্ন্যাসী ফকির বিদ্রোহের

৩৩) উত্তরবঙ্গের একজন সন্ন্যাসী ফকির বিদ্রোহের নাম কর।

- দর্পদেব

৩৪) কুচবিহারে সন্ন্যাসী বিদ্রোহের নেতা কে ছিলেন?

- রামানন্দ গোঁসাই

৩৫) রামানন্দ গোঁসাই ১৭৭৬ সালে দিনহাটা নামক স্থানে ইংরেজবাহিনীকে সম্পূর্নরূপে পরাজিত করেন। এই যুদ্ধে ইংরেজবাহিনীর সেনাপতি কে ছিলেন?

- মরিসন

৩৬) কোন বিখ্যাত এদেশীয় সুবেদার সন্ন্যাসী বিদ্রোহে সন্ন্যাসীদের সাহায্য করেছিলেন?

- জয়রাম

৩৭) জয়রামের পরিনতি কী হয়?

- ইংরেজবাহীনির হাতে ধরা পড়েন। ইংরেজরা তাকে কামানের তোপে হত্যা করেন।

৩৮) সন্ন্যাসী ফকির বিদ্রোহে বিদ্রোহীরা কোন পদ্ধতি অবলম্বন করতেন?

- গেরিলা রণ পদ্ধতি

৩৯) ১৭৬৩ সালে বিদ্রোহীরা কোথাকার কুঠি আক্রমন করেছিলেন?

- বাকের গঞ্জ

৪০) বিদ্রোহীরা যখন বাকেরগজ্ঞের কুঠি আক্রমন করে তখন সেখানকার কুঠিয়াল কে ছিলেন?

- মিস্টার ক্যালি

৪১) এই সময়কার ঢাকা বানিজ্যকুঠির সুপারভাইজার কে ছিলেন?

- র‍্যালফ লেস্টার

৪২) বিদ্রোহিদের থেকে ঢাকা কুঠি কে উদ্ধার করেন?

- ক্যাপ্টেন গ্রান্ট

৪৩) মালদহের বিদ্রোহীরা কোন ইংরেজ সেনাপতিকে হত্যা করেছিলেন?

- মার্টল

৪৪) সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন কে?

- ওয়ারেন হেস্টিংস ( মতান্তরে লর্ড কর্নওয়ালিশ)

৪৫) সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহ কোনটি?

-সন্ন্যাসী ফকির বিদ্রোহ

৪৬) ইংরেজদের বাংলা বিজয়ের পরপরই সন্ন্যাস ফকিরদের নেতৃত্বে প্রথম বড় বিদ্রোহ শুরু হয়।এই বিদ্রোহ দমন করতে ব্রিটিশদের কত বছর লেগেছিল?

- 30 বছর

 ৪৭) কত শতকের শেষার্ধে সন্ন্যাসী ফকির বিদ্রোহ শুরু হয়?

- আঠারো

 

 

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

সন্ন্যাসী ফকির বিদ্রোহ| ভবানী পাঠক| দেবী চৌধুরানী| কৃপানাথ| মুশা শাহ| মজনু শাহ| পরাগল শাহ| চিরাগ আলি| হিন্দুস্থানের যাযাবর পেশাদার ডাকাতদের উপদ্রব| রংপুরের যুদ্ধ| সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহ|

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad