টিপু সুলতান
Set By-Manas Adhikary
টিপু
সুলতান প্রথম পর্ব।Tipu Sultan Part - I
টিপু সুলতান। পালিগার বিদ্রোহ। অ্যাংলো মহীশূর যুদ্ধ। শ্রীরঙ্গপত্তনম সন্ধি। ম্যাঙ্গলোরের সন্ধি। জ্যাকোবিন ক্লাব। স্বাধীনতার বৃক্ষ। Tree of Liberty। মহীশুরের শার্দুল। মহীশুরের বাঘ.
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো– আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতের মহীশূরের অন্যতম শাসক টিপু সুলতান সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা ও অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
টিপু সুলতান সংক্ষিপ্ত আলোচনা। About Tipu Sultan.
১৭৫০ খ্রীষ্টাব্দের ২০ নভেম্বর সেকালের মহীশুরের দেভানাহল্লিতে (বর্তমানে ব্যাঙ্গালাের) টিপু সুলতানের জন্ম হয়। তাঁর পুরাে নাম ছিল সুলতান ফতেহ আলি সাহেব টিপু। তাঁর বাবা ছিলেন বিখ্যাত সেনাধ্যক্ষ হায়দার আলি। তাঁর মা ছিলেন কাদাপা দুর্গের শাসক মীর মীনুদ্দীনের কন্যা ফতিমা-ফকর উন্নিসা। হায়দার আলি তামিলনাড়ুর আর্কটের এক সাধু টিপু মস্তানা আউলিয়ার নামানুসারে তাঁর নাম রাখেন টিপু। টিপু শব্দের অর্থ হল বাঘ। হায়দার আলি ছােটবেলা থেকেই টিপুকে স্বাধীনভাবে সৈন্যাভিযানের সিদ্ধান্ত নিতে শেখান। ১৭৬৬ সালে মাত্র ১৫ বছর বয়সে টিপু প্রথম মহীশুরের যুদ্ধে বাবার সঙ্গে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেন। মাত্র ১৭ বছর বয়স থেকেই তাঁর বাবার সাহায্যে টিপু গুরুত্বপূর্ন কূটনৈতিক ও সামরিক অভিযানের দায়িত্ব নিতে শুরু করেন। ১৭৭৫ থেকে ১৭৭৯ খ্রীষ্টাব্দ পর্যন্ত চলা ইঙ্গ-মারাঠা যুদ্ধেও টিপু সুলতান তাঁর নিজের কৃতিত্বের স্বতন্ত্র পরিচয় তুলে ধরেন। ১৭৭৯ খৃষ্টাব্দে ফরাসি নিয়ন্ত্রিত মাহে দূর্গ ব্রিটিশরা আক্রমন করলে হায়দার আলি কর্নাটক অভিযান করেন। প্রায় ১০ হাজার সৈন্য ও ১৮ টি বন্দুকসহ একটি বাহিনী হায়দার পাঠান টিপুর সুরক্ষার জন্য। পলিলুরের যুদ্ধে টিপু কর্নেল বেইলিকে পরাস্ত করেন ও প্রায় ৩৮০০ জন ইউরােপীয় সেনা হতাহত হয়। স্যার হেক্টর মুনরাে টিপুর আক্রমনে ভীত হয়ে মদ্রাজে পালিয়ে যেতে বাধ্য হন। এভাবে টিপু দ্বিতীয় মহীশুরের যুদ্ধ চলাকালীন ১৭৮১ খৃষ্টাব্দে চিতাের দূর্গ দখল করেন। ১৭৮২ খৃষ্টাব্দে হায়দার আলি মারা গেলে ঐ বছর ২২ ডিসেম্বর মাসেই টিপুর রাজ্যাভিষেক ঘটে মহীশুরের রাজা হিসাবে। ততদিনে ম্যাঙ্গালােরের চুক্তির ফলে দ্বিতীয় ইঙ্গ-মহীশুর যুদ্ধের অবসান ঘটে। মহীশুরের রাজা হিসাবে টিপুর রাজ্যশাসনের ইতিহাসে প্রথম ঘটনা মারাঠা- মহীশুর সংঘাত। মারাঠা পেশােয়া মাধবরাও এর কাছে হায়দার আলি পরাজিত হলেও স্বাধিনচেতা টিপু সুলতান মহীশুরের উপর থেকে মারাঠা আধিপত্য প্রত্যাহার করতে চাইলে যুদ্ধ শুরু হয়। ১৮৮৭ খ্রীষ্টাব্দের গজেন্দ্রগড়ের সন্ধির মাধ্যমে টিপু সুলতান তাঁর বাবা হায়দার আলি অধিকৃত মারাঠাদের অঞ্চলগুলি ফিরিয়ে দেন। দ্বিতীয় ইঙ্গ-মহীশুর যুদ্ধে ইংরেজদের প্রতিহত করাই ছিল টিপু সুলতানের একমাত্র লক্ষ্য। কিন্তু এরজন্য তাঁকে একা হাতেই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল, কারন এই সময় কোনাে ভারতীয় শক্তি টিপু সুলতানকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় নি বরং কিছু ভারতীয় শক্তি ইংরেজদের সাহায্য করেছিল। সেজন্য টিপু সুলতানকে একসঙ্গে ইংরেজ এবং কিছু ভারতীয় শক্তি যেমন হায়দ্রাবাদের নিজাম, মারাঠাদের সাথেও লড়াই চালিয়ে যেতে হয়েছিল। ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের জন্য টিপু ফরাসিদের কাছে সাহায্য চেয়ে দূত পাঠিয়েছিলেন। তৃতীয় ইঙ্গ-মহীশুরের যুদ্ধের প্রাক্কালে ইংরেজরা হায়দ্রাবাদের নিজাম ও মারাঠাদের সাথে আতাত করেছিল। ত্রিবাঙ্কুরের রাজাও ইংরেজদের সহযােগী ছিলেন। স্বাধিনচেতা টিপু ইংরেজদের প্ররােচনামুলক কাজে ক্ষিপ্ত হয়ে ১৭৮৯ খ্রীষ্টাব্দে ইংরেজদের আশ্রিত ত্রিবাঙ্কুর রাজ্য আক্রমন করলে তৃতীয় মহীশুর যুদ্ধের সূচনা হয়। এই যুদ্ধে ইংরেজ মারাঠা ও নিজাম এই ত্রিশক্তি টিপুর সাথে যুদ্ধ করে। ১৭৯০ খ্রীষ্টাব্দ থেকে ১৭৯২ খৃষ্টাব্দ পর্যন্ত দুই বছর ধরে টিপু বীরত্বের সাথে যুদ্ধ করে যান। কিন্তু শেষ পর্যন্ত তিনি সফল হতে পারেননি। দীর্ঘদিন তাঁর রাজধানী অবরােধের পর টিপু সুলতান ১৭৯২ খ্রীষ্টাব্দে ফেব্রুয়ারি মাসে ইংরেজদের কাছে আত্মসমর্পন করেন এবং ১৭৯২ খ্রীষ্টাব্দের মার্চ মাসে শ্রীরঙ্গপত্তমের সন্ধি সাক্ষরিত হয়। এই সন্ধির মাধ্যমে টিপু সুলতান ও কর্নওয়ালিশ এই যুদ্ধের অবসান ঘটান। এর ফলে দাক্ষিনাত্যে টিপুর প্রভাব খর্ব হয়ে ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠিত হতে থাকে।
ইংরেজরা তাঁকে ‘শের-ই-মহীশুর’ উপাধিতে ভূষিত করে। বাঘকে নিয়ে তাঁর সাথে অনেক কিংবদন্তী ও যুক্ত আছে। তাঁর সিংহাসনে বাঘের মূর্তি ছিল। ছােটবেলায় তিনি বাঘও পুষেছিলেন। তাঁর রাজ্যের প্রতীক ছিল বাঘ। তাঁর পতাকার কন্নড় ভাষায় লেখা ছিল বাঘই ঈশ্বর। তাঁর পােশাক, রুমাল ছিল বাঘের মতাে ডােরাকাটা৷ এমনকি তিনি যে তলােয়ারটি ব্যবহার করতেন তার হাতলে বাঘের মাথা খােদিত ছিল। ফরাসি যন্ত্রনির্মাতাদের দিয়ে তিনি দম দেওয়া বিরাটাকায় একটি নকল বাঘ তৈরী করেন যা এক ইংরেজকে আক্রমন করছে। এটি টিপুস টাইগার নামে পরিচিত। এই যন্ত্রে দম দেবার পর একটি অর্গান পাইপ দিয়ে বাঘের গর্জন আর কোনাে এক ইংরেজের আর্তনাদ শােনা যেত। এটা থেকে ইংরেজদের প্রতি তাঁর ঘৃনা ও ক্রোধের বহিঃপ্রকাশ ঘটছে। ১৭৯৯ খ্রীষ্টাব্দের ৪ মে চতুর্থ ইঙ্গ-মহীশুরের যুদ্ধে ব্রিটিশদের কাছে পরাজিত হয়ে টিপু সুলতান যুদ্ধক্ষেত্রেই প্রানত্যাগ করেন।
টিপু সুলতান সম্পর্কে গুরুত্বপূর্ন তথ্য সমূহঃ
ক) মহীশুরে রকেট প্রক্ষেপন ব্যবস্থার জনক ছিলেন টিপু সুলতান।
খ) পলিপুরের যুদ্ধে তিনিই প্রথম ব্রিটিশদের প্রতিহত করতে এই নবতম অস্ত্র কৌশল ব্যবহার করেন।
গ) মহীশুরের রেশম শিল্পের উত্থান ঘটে এই টিপু সুলতানের আমলে। পরে বাংলা সুবাতেও রেশম শিল্পের বিকাশ ঘটে।
ঘ) একটি হিন্দু রাষ্ট্রের মুসলিম শাসক হওয়া সত্ত্বেও টিপু ১৫৬ টি হিন্দু মন্দিরে নিয়মিত অর্থ বরাদ্দ করতেন।
ঙ) রাজ্যশাসনকালে ব্রিটিশ বিরােধিতার জন্য তিনি ফরাসি সামাজ্যের সম্রাট নেপােলিয়ান এবং অটোমান সমাটের সাথে মিত্রতা স্থাপন করেন।
চ) ভারতের স্বাধীনতার লক্ষ্যে নেপােলিয়ানের সম্বন্ধ স্থাপন করে ব্রিটিশ আধিপত্যকে খর্ব করতে চেয়েছিলেন।
প্রশ্নোত্তর পর্ব
১) তালিকোটার যুদ্ধের আগে মহীশূর রাজ্য কোন অঞ্চলের অংশ ছিল?
- বিজয়নগর সাম্রাজ্য
২) টিপু সুলতানের পুরো নাম কী ছিল?
- সুলতান ফতেহ আলি সাহেব টিপু
৩) টিপু সুলতান কে ছিলেন?
- মহীশুরের শাসনকর্তা।
৪) কাকে মহীশুরের বাঘ নামে অভিহিত করা হতো?
- টিপু সুলতান
৫) কাকে মহীশুরের শার্দুল বলা হয়?
- টিপু সুলতান
৬) হায়দার আলি কার নামানুসারে তাঁর পুত্রের নাম রাখেন টিপু?
- তামিলনাড়ুর আর্কটের এক সাধু টিপু মস্তানা আউলিয়ার
৭) টিপু সুলতানের ঘোড়ার নাম কী?
- তাউস ও দ্বিতীয় দিলখুশা (হায়দার আলির ঘোড়ার নাম ছিল দিলখুশের বাচ্ছা)
৮) লালবাগ বাগান দুটি কে তৈরী করেন?
- টিপু সুলতান
৯) টিপু সুলতানের মাথায় কবে রাজমুকুট ওঠে?
- ১৭৮১ সালের ২২ ডিসেম্বর (তাঁর পিতা হায়দার আলির মৃত্যুর পর)
১০) অষ্টাদশ শতাব্দীর কোন শাসক সরাসরি মুঘল সম্রাটের আধিপত্য অস্বীকার করে নিজের নামে খুতবা পাঠ করেন ও মুদ্রা প্রচলন করেন?
- টিপু সুলতান
১১) টিপু সুলতান কবে বাদশাহ উপাধি গ্রহণ করেন
- 1787
১২) টিপু সুলতান তার মুদ্রায় কার চিত্র উৎকীর্ণ করেছিলেন?
- হিন্দু দেবতা
১৩) টিপু সুলতান কোন রৌপ্য মুদ্রা জারি করেছিলেন?
- আবিদি, বাকিরি, জাফরি
(টিপু সুলতান কর্তৃক জারি করা রৌপ্য মুদ্রা - আবিদি (87 গ্রেন), বাকিরি (43 গ্রেন) এবং জাফরি (20 গ্রেন)
১৪) কার প্রাদেশিক ও স্থানীয় প্রশাসনে ‘আসফি টুকদি’ এর উল্লেখ আছে?
- টিপু সুলতান
১৫) টিপু সুলতানের রাজনৈতিক পতাকায় কার ছবি ব্যবহার করা হয়েছিল?
-সিংহ
১৬) কোন ভারতীয় শাসক আধুনিক পদ্ধতিতে বিদেশে দূতাবাস স্থাপন করেছিলেন?
- টিপু সুলতান
১৭) টিপু সুলতান তার দূতাবাস কোথায় স্থাপন করেছিলেন?
- মরিশাস
১৮) কোন ভারতীয় শাসক ফরাসিদের সাথে যুক্ত ছিল?
- টিপু সুলতান।
১৯) কোন ভারতীয় শাসক ফ্রান্সের জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন?
- টিপু সুলতান
২০) টিপু সুলতান কার মাধ্যমে ফ্রান্সে জ্যাকোবিন দলের সদস্য পদ নেন?
- মেলারটিক
২১) ভারতের কোন শাসক ইংরেজদের ভারত থেকে বিতাড়িত করতে নেপোলিয়ানের সাহায্য চান?
- টিপু সুলতান
২২) কোন যুদ্ধে নেপোলিয়ান টিপুকে সাহায্য করেছিল?
- ইঙ্গ-মহীশুর যুদ্ধে
২৩) টিপু সুলতান কোন বিদেশী শক্তির কাছে সাহায্য চান?
- ফরাসি
২৪) টিপু সুলতান কোথায় Tree ofLiberty (স্বাধীনতার বৃক্ষ) স্থাপন করেন?
- শ্রীরঙ্গপত্তনম
২৫) ফরাসি বিপ্লবের স্মরণে কে স্বাধিনতার বৃক্ষ রোপণ করেছিলেন?
- টিপু সুলতান
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
টিপু সুলতান। পালিগার বিদ্রোহ। অ্যাংলো মহীশূর যুদ্ধ। শ্রীরঙ্গপত্তনম সন্ধি। ম্যাঙ্গলোরের সন্ধি। জ্যাকোবিন ক্লাব। স্বাধীনতার বৃক্ষ। Tree of Liberty। মহীশুরের শার্দুল। মহীশুরের বাঘ।