Type Here to Get Search Results !

সিরাজ-উদ-দৌল্লা দ্বিতীয় পর্ব [Shiraj-ud-Daulah]

 

সিরাজ-উদ-দৌল্লা

Set by – Manas Adhikary

সিরাজ-উদ-দৌল্লা দ্বিতীয় পর্ব। Siraj-Ud-Daulah Part - II 

সিরাজ-উদ-দৌল্লা। পলাশীর যুদ্ধ। সিনফ্রে। ঘষেটি বেগম। খাজো ওয়াজিদ। নারায়ন দাস। মোহনলাল। আলিনগর সন্ধি। অন্ধকূপ হত্যা। মনিহারের যুদ্ধ। বাংলার শেষ স্বাধীন নবাব।

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে  আপনাদের  জন্য  আলোচনা করা হলো– আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌল্লা সম্পর্কে কিছু  অতিসংক্ষিপ্ত প্রশ্নোউত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

সিরাজ-উদ-দৌল্লা অতিসংক্ষিপ্ত প্রশ্নোউত্তর। Siraj-Ud-Daulah Part MCQ. 



১) বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?

- সিরাজ-উদ-দৌল্লা

(প্রসঙ্গত উল্লেখ্য যে বাংলার প্রথম স্বাধীন নবাবের নাম মুর্শিদকুলি খান এবং বাংলার শেষ স্বাধীনচেতা নবাবের নাম মীরকাশিম

২) সিরাজ-উদ-দৌল্লা জাতিতে কি ছিলেন?

- তুর্কি শিয়া মুসলিম

৩) সিরাজ-উদ-দৌল্লার পিতার নাম কী?

- মির্জা জৈনুদ্দিন আহমেদ খান

৪) সিরাজ-উদ-দৌল্লার মাতার নাম কী?-

 আমিনা বেগম

৫) সিরাজ-উদ-দৌল্লার পুরোনাম কী?

- নবাব মনসুর উল মুলক সিরাজদৌল্লা শাহ কুলিখান মির্জা মহম্মদ হায়াবৎ জং বাহাদুর

৬) সিরাজ-উদ-দৌল্লার কন্যার নাম কী?

- উম্মে জহুরা

৭) সিরাজ-উদ-দৌল্লার পত্নীর নাম কী?

- আলিয়া

৮) সিরাজের পত্নীর প্রকৃত নাম কী?

- লুৎফন্নেসা

৯) সিরাজ-উদ-দৌল্লার বিদেশী সেনার নাম কী?

- সিনফ্রে (ফরাসি)

১০) সিরাজ-উদ-দৌল্লার শিক্ষাগুরু কে ছিলেন?

 - হোসেন কুলি

১১) সিরাজ-উদ-দৌল্লার দ্বিতীয় পত্নীর নাম কী?

- উমাদ উন্নেসা বানু বেগম। (ইনি মোহনলালের ভগিনী ছিলেন)

১২) আলিয়া কে ছিলেন?

- সিরাজ-উদ-দৌল্লার পত্নী (ইনি বিবাহের আগে হিন্দু ছিলেন তখন নাম ছিল মাধবী বা হীরা। পরে ইসলাম ধর্ম গ্রহন করে আলিয়া নাম নেন),

১৩) সিরাজকে ইংরেজরা কী নামে চিনত?

- স্যার রজার ভনার

১৪) সিরাজ-উদ-দৌল্লা কত সালে সিংহাসনে বসেন?

- 1756 সালে।

১৫) সিরাজ-দৌল্লা যখন সিংহাসন আরাহেন করেন তখন তাঁর প্রধান প্রতিদ্বন্ধী কে ছিলেন?

-আলিবর্দী খানের দ্বিতীয় কন্যার পুত্র সওকত জং

১৬) সওকত জং কোথাকার শাসনকর্তা হিসাবে নিযুক্ত ছিলেন?

-পূর্ণিয়ার

১৭) নবাব সিরাজ-উদ-দৌল্লা কত দিন রাজত্ব করেন?

- 13 মাস (1756 - 1757)

১৮) সিরাজ-উদ-দৌল্লা কলকাতার নাম কী রাখেন?

- আলিনগর (তাঁর দাদু আলিবর্দীর খানের নামানুসারে)

১৯) সিরাজের কোন দুই বিখ্যাত সেনাপতি সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন না?

-মোহনলাল ও মীরমদন

২০) সিরাজ-উদ-দৌল্লাকে কে হত্যা করেন?

- মীরজাফরের পুত্র মীরনের নির্দেশে মইম্মদ-ই-বেগ

২১) নবাব সিরাজ-উদ-দৌল্লা কোন যুদ্ধে সৈকত জং কে পরাজিত করেন?

- মনিহারের যুদ্ধে (16/10/1756)

২২) সিরাজ-উদ-দৌল্লা যখন কোলকাতা আক্রমন করেন তখন ইংরেজরা কোথায় পালিয়ে

যান?

- ফলতা।

২৩) নবাব সিরাজ-উদ-দৌল্লা কতজন ইংরেজ সেনাকে বন্দী করেছিলেন?

- 146 জন।

২৪) 146 জন ইংরেজদের মধ্যে কতজন মারা যান?

- 123 জন (শ্বাসরুদ্ধ হয়ে এবং পদপিষ্ঠ হয়ে)

২৫) অন্ধকূপ হত্যা কে ঘটান?

- সিরাজ-উদ-দৌল্লা (18' x 18 x 10') মাপের একটি ঘরে 146 জন ইংরেজকে বন্দী করে রাখেন। এদের মধ্যে 123 জন বন্দী শ্বাসরুদ্ধ ও পদপিষ্ঠ হয়ে মারা যান)

২৬) কোলকাতা ফোর্ট ইংরেজদের কাছ থেকে পুনরুদ্ধার করে (1756) সিরাজ-উদ-দৌল্লা কাকে কোলকাতার দায়িত্ব দিয়ে মুর্শিদাবাদ ফিরে যান?  

- মানিকচাঁদ

২৭) সিরাজ-উদ-দৌল্লা কোলকাতা আক্রমন করার জন্য ইংরেজরা ক্ষতিপূরন বাবদ সিরাজের

কাছ থেকে কতটাকা নেন?

- 1 কোটি 77 লক্ষ টাকা

২৮) সিরাজ-উদ-দৌল্লা কবে কাশিম বাজার কুঠির দখল করেন?  

- 4th june 1756

২৯) ইংরেজদের কোলকাতা পুনরায় দখলের সময় নৌ-সেনাপতি হিসাবে কে ছিলেন?

- জেমস ওয়াটসন ও ক্লাইভ

৩০) আলিনগর সন্ধি কাদের মধ্যে হয়?

- সিরাজ ও রবার্ট ক্লাইভ (Feb, 1757)

৩১) সিরাজ-উদ-দৌল্লার ব্যক্তিগত দূত কে ছিলেন?

- নারায়ন দাস।

৩২) ইংরেজদের সাথে সমঝোতার জন্য সিরাজ-উদ-দৌল্লা সর্বপ্রথম কাকে দূত হিসাবে প্রেরন

করেন?

- নারায়ন দাস

৩৩) পলাশীর যুদ্ধে সিরাজ-উদ-দৌল্লার প্রধান সেনাপতি কে ছিলেন?

- মীরজাফর

৩৪) খাজো ওয়াজিদ কে ছিলেন?

- সিরাজের দূত (এই দূতকে সিরাজ কোলকাতাতে পাঠান। ক্লাইভ তাকে গোপন শত্রু আখ্যা দিয়ে তাড়িয়ে দেন)

৩৫) সিরাজ-বিরোধী চক্রান্তের মধ্যমণি কে ছিলেন?

- ঘসেটি বেগম

৩৬) লালবাগের মতিঝিল প্রাসাদটি কার ছিল?

- ঘসেটিবেগমের

৩৭) সিরাজ-উদ-দৌল্লা প্রধান রাজনৈতিক প্রতিদন্ধী কে ছিলেন?

- ঘসেটি বেগম

৩৮) সিরাজ-উদ-দৌল্লা ঘসেটি বেগমকে কোথায় বন্দী করে রাখেন?

- মুর্শিদাবাদের মতিঝিল প্রাসাদে

৩৯) সিরাজ-বিরাধেী চক্রান্তের কেন্দ্রস্থল কোথায় ছিল?

- মতিঝিল প্রাসাদ

৪০) সিরাজের সময় ফরাসিদের ঘাটি কোথায় ছিল?

- চন্দননগর

৪১) কোন অভিযোগে ইংরেজরা সিরাজকে আক্রমন করেন এবং পলাশীর যুদ্ধ হয়?

- সিরাজের অনুমতিক্রমে ফরাসিরা চন্দননগরে ঘাঁটি গড়ে তোলে। ফরাসিদের আশ্রয় দিয়ে সিরাজ সন্ধিভঙ্গ করেছেন, এই অভিযোগে

৪২) নবাব সিরাজ-উদ-দৌলা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে দ্বন্দ্বের প্রধান কারণ কি ছিল?

-অন্ধকূপ হত্যা (ব্ল্যাক হোল) ঘটনা

৪৩) পলাশীর যুদ্ধ (১৭৫৭ খ্রি.) ছিল অত্যন্ত ঐতিহাসিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ-

-এর পর সমগ্র ভারতবর্ষে ব্রিটিশদের নিয়ন্ত্রণের পথ খুলে দেওয়া হয়

৪৪) সিরাজ-উদ-দৌল্লাকে কোন ফরাসি সেনাপতি সাহায্য করেন?

- সিনফ্রে

৪৫) সিরাজ-উদ-দৌল্লা আগে থেকেই জানতেন যে, মীরজাফর পলাশীর যুদ্ধে বিশ্বাসঘাতকতা

করবেই করবে, তা সত্ত্বেও তিনি কেন তাকে সেনাপতি পদে বহাল রাখেন?

- সেনারা সাধারনত প্রধান সেনার অনুগত ছিলেন। আর মীরজাফর ছিলেন প্রধান সেনাপতি। মীরজাফরকে প্রধান সেনাপতি পদ থেকে সরিয়ে দিলে সেনা বিদ্রোহের আশঙ্কা ছিল।

৪৬) ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধ যখন চরমে তখন কে সিরাজ-উদ-দৌলাকে পরিত্যাগ করে লর্ড ক্লাইভের অধীনে ব্রিটিশদের সাথে যোগ দেন?

-মীরজাফর

৪৭) সমারু ও মার্কার নামে দুজন ফরাসি সেনাধ্যক্ষ কার ছিল?

- মীরজাফর এর (সবাই ভুল করে সিরাজদৌল্লা ভেবে)।

৪৮) পলাশীর যুদ্ধে পরাজয়ের পর সিরাজউদ্দৌলা যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেন। এইসময় তিনি কোনটি পলায়ন করার জন্য ব্যবহার করেন?

-পালকি 

৪৯) সিরাজ-উদ-দৌল্লা কবে মারা যান?  

- 2nd july. 1775.

৫০) ইংরেজ ইষ্ট-ইন্ডিয়া কোম্পানী মীরজাফরকে প্রথমবার সিংহাসনচ্যুত করেন। কেন?

- ওলন্দাজদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে

৫১) সিরাজ-উদ-দৌল্লা নাটকটির রচয়িতার নাম কী?

- গিরিশচন্দ্র ঘোষ

৫২) ইংরেজরা নবাব সিরাজ-উদ-দৌল্লাকে সরিয়ে কাকে বাংলার পরবর্তী নবাব হিসাবে

সিংহাসনে বসাতে চেয়েছিলেন?

- ইয়ার লতিফ (সবাই মীরজাফর ভেবে ভুল করি)

৫৩) বাংলার কোন নবাব টাকা তৈরীর একচেটিয়া অধিকার জগৎ শেঠের কাছ থেকে কেড়ে

নিয়েছিলেন?

- মীরজাফর

৫৪) সিরাজ-বিরধী জগত শেঠ উপাধিধারী ব্যক্তির নাম কী ছিল?

- ফতেহ চাঁদ

৫৫) ভারতের কোন শহরকে 'সিরাজ-ই-হিন্দ’ বলা হয়?  

- লখনউ

৫৬) কে পলাশীর যুদ্ধের জন্য সিরাজ-উদ-দৌল্লাকে দায়ী করেছেন?

- এস সি হিল

৫৭) ইংরেজদের দেওয়ানি লাভের সময় বাংলার নবাব কে ছিলেন?

- নজম-উদ-দৌল্লা (আমরা সবাই সিরাজ-উদ-দৌল্লা ভেবে ভুল করি। কিন্তু সিরাজ-উদ-দৌল্লা মারা যাবার দীর্ঘ দশ বছর পর এই ঘটনা ঘটে)

৫৮) রায়দূর্লভ কোন শাসককের সমসাময়িক ছিলেন?

- সিরাজ-উদ-দৌল্লা

৫৯) সিংহাসনের পশ্চাতের শক্তি- কোন শাসকের আমলে বিকশিত হয়?

-সিরাজ-উদ-দৌল্লা।

৬০) সিরাজ কাকে আলিনগরের শাসনকর্তা হিসাবে নিযুক্ত করেছিলেন?

- মানিকচাঁদ

৬১) বাংলার নবাব সিরাজ উদ দউলার আমলে কে মুরশিদাবাদে ধনী ব্যবসায়ী ও মহাজন পরিবারের সদস্য ছিলেন?

- জগত শেঠ


বাংলার নবাবী রাজত্ব তৃতীয় পর্ব (সিরাজ উদ দৌল্লা সংক্ষিপ্তরূপ )>>>>

বাংলার নবাবী রাজত্ব পঞ্চম পর্ব (পলাশীর যুদ্ধ)>>>>

 




প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

সিরাজ-উদ-দৌল্লা। পলাশীর যুদ্ধ। সিনফ্রে। ঘষেটি বেগম। খাজো ওয়াজিদ। নারায়ন দাস। মোহনলাল। আলিনগর সন্ধি। অন্ধকূপ হত্যা। মনিহারের যুদ্ধ। বাংলার শেষ স্বাধীন নবাব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad