পলাশীর যুদ্ধ
set by - Manas Adhikary
পলাশীর যুদ্ধ। Battle of Plassey.
পলাশীর যুদ্ধ। পলাশীর যুদ্ধের সময় দিল্লির সম্রাট। পলাশীর যুদ্ধের সময় বাংলার গভর্নর। পলাশীর যুদ্ধ কোন নদীর তীরে। মোহনলাল ও মানিকচাঁদ। জলবিভাজিকা।
পলাশীর যুদ্ধ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। MCQ on Battle of Plassey.
১) বাংলার কোন যুদ্ধকে জলবিভাজিকা বলা হয়?
- পলাশীর যুদ্ধ
২) পলাশীর যুদ্ধ কবে হয়েছিল?
- ১৭৫৭ সালের ২৩ জুন
৩) পলাশীর যুদ্ধ কত ঘণ্টা স্থায়ী হয়েছিল?
- আট ঘণ্টা
৪) পলাশীর যুদ্ধের সময় দিল্লির মুঘল সম্রাট কে ছিলেন?
- আজিজুদ্দিন আলমগীর দ্বিতীয়
৫) পলাশীর যুদ্ধের সময় বাংলার গভর্নর কে ছিলেন?
- রজার ড্রেক
(বক্সারের সময় হেনরি ভেন্সিয়ার্ট)
৬) পলাশীর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
- ইংরেজ ও সিরাজ উদ দ্দৌলা
৭) পলাশীর যুদ্ধে (1757) ইংরেজ বাহিনীর নেতৃত্ব দেন কে?
-রবার্ট ক্লাইভ
৮) কোন যুদ্ধ ক্লাইভকে ব্রিটেনে ‘ন্যাশনাল হিরো’ বানিয়েছিল?
- পলাশীর যুদ্ধ
৯) পলাশীর যুদ্ধ কোথায় হয়েছিল?
- পলাশীর আমবাগানে
১০) 1757 সালে পলাশীর যুদ্ধের স্থান পলাশীর নাম কেন পলাশী রাখা হয়েছিল?
- পলাশ ফুলের আধিক্যের জন্য
১১) পলাশীর যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল?
- ভাগীরথী
১২) পলাশীর যুদ্ধে কোন বৈদেশিক শক্তি নবাব সিরাজকে সাহায্য করেছিল?
- ফরাসি
১৩) আলীবর্দি খানের কোন পুত্রী সিরাজ বিরুদ্ধে ছিল?
- ঘষেটি বেগম
১৪) পলাশীর যুদ্ধে কে কে সিরাজের হয়ে লড়াই করেছিল?
- মিরমদন, মোহনলাল, মানিকচাঁদ, খাজা আব্দুল হাদি খান, নব সিং হাজারি
১৫) পলাশীর যুদ্ধে কে কে সিরাজের সাথে বিস্বাসঘাতকতা করেছিল?
- মীরজাফর, ইয়ার লতিফ, রায় দুর্লভ
১৬) পলাশীর যুদ্ধে সিরাজের কোন কোন সেনাপতি নিহত হয়?
- মোহনলাল ও মানিকচাঁদ
১৭) পলাশীর যুদ্ধের পর বিহারের ডেপুটি দেওয়ান হিসাবে কে নিযুক্ত হন?
- শিতাব রায়
১৮) কোন গুরুত্বপূর্ণ ঘটনার পর ভারতে ব্রিটিশদের লুটপাট শুরু হয়?
- পলাশীর যুদ্ধের পরে
১৯) কোন যুদ্ধের পরপরই, বাংলা থেকে প্রাপ্ত রাজস্বের একটি অংশ কোম্পানি তার বাণিজ্যের জন্য ব্যবহার করত?
- পলাশীর যুদ্ধের
২০) কোন যুদ্ধের পরপরই, ভারতে বুলিয়নের(স্বর্ণ, রৌপ্য) আগমন কমতে থাকে?
- পলাশীর যুদ্ধের
২১) কোন যুদ্ধের পরপরই, ভারতের মূলধন ব্রিটেনে যেতে শুরু করে?
- পলাশীর যুদ্ধের
২২) কোন যুদ্ধে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয়?
- পলাশীর যুদ্ধ
২৩) পলাশীর যুদ্ধের পরও ব্রিটিশরা বাংলার নবাবের পদ অপরিবর্তিত রেখেছিল। এর কারণ কি?
- নবাবের পদ এবং নবাবী ব্যবস্থা তাদের স্বার্থ রক্ষার জন্য ব্যবহৃত হয়।
২৪) ‘পলাশীর যুদ্ধ ছিল কয়েকটি কামানের লড়াই, কিন্তু বক্সার ছিল চূড়ান্ত বিজয়’- উক্তিটি কার?
- স্মিথ
২৫) কার মতে 'পলাশী একটি চুক্তি ছিল যাতে বাংলার ধনী ব্যক্তিরা এবং মীরজাফর নবাবকে ব্রিটিশদের কাছে বিক্রি করে দেন'?
- পান্নিকর
২৬) ‘পলাশীর যুদ্ধ ছিল একটি বেদনাদায়ক রাত।‘- উক্তিটি কার?
- নবীনচন্দ্র সেন
২৭) ‘পলাশী লুণ্ঠন এবং ভারতের সম্পদ ইংল্যান্ডে না গেলে ম্যানচেস্টার, পেনসলে এবং ল্যাঙ্কাশায়ারের করাতকল ধ্বংস হয়ে যেত এবং জেমসওয়াট, আর্করাইট, কার্টরাইট, ক্রম্পটনের মতো উদ্ভাবক এবং তাদের উদ্ভাবনগুলি সমুদ্রে নিক্ষেপ করা হত। '- 'ইন্ডিয়া টুডে'-তে উপরের বক্তব্যটি কে লিখেছেন?
- রজনী পাম দত্ত
২৮) ‘পলাশীর যুদ্ধের পর ভারতবর্ষে শুরু হয় অনন্ত অন্ধকার রাত’ – কার বক্তব্য এটি?
- নবীনচন্দ্র সেন
২৯) পলাশীর যুদ্ধ ছিল একটি হট্টগোল ও পদদলন, যুদ্ধ নয়’ – কার বক্তব্য এটি?
- কেএম প্যান্নিকার
বাংলার নবাবী রাজত্ব চতুর্থ পর্ব (সিরাজ-উদ-দৌল্লা)>>>>
বাংলার নবাবী রাজত্ব ষষ্ঠ পর্ব (মীরজাফর)>>>>
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
পলাশীর যুদ্ধ। পলাশীর যুদ্ধের সময় দিল্লির সম্রাট। পলাশীর যুদ্ধের সময় বাংলার গভর্নর। পলাশীর যুদ্ধ কোন নদীর তীরে। মোহনলাল ও মানিকচাঁদ। জলবিভাজিকা।