বাংলার নবাবী রাজত্ব
Set By – Manas Adhikary
বাংলার নবাবী রাজত্ব প্রথম পর্ব।
মুর্শিদকুলি খান। মুর্শিদকুলি খানের প্রকৃত নাম। হাদি খান। দক্ষিণের টোডারমল। করতলব খান। মুর্শিদাবাদ নামকরন। বাংলায় ইজারাদারি প্রথা। বাংলার প্রথম স্বাধীন নবাব।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
মুর্শিদকুলি খান। Murshid Quli Khan
প্রশ্নোত্তর পর্ব
১) মুর্শিদকুলি খান কোন পরিবারের জন্মগ্রহন করেন?
-ব্রাহ্মন পরিবারে
২) বাংলার কোন শাসক জন্মসূত্রে ব্রাহ্মণ ছিলেন?
-মুর্শিদকুলী খান
৩) বাংলার নবাব মুর্শিদকুলি খান কে ছিলেন?
-দক্ষিণ ভারতীয় ব্রাহ্মণ
৪) মুর্শিদকুলি খান এর প্রকৃত নাম কী?
- সূর্যনারায়ণ মিশ্র
৫) মুর্শিদকুলি খানকে প্রথম জীবনে কে ক্রীতদাস হিসাবে কিনে ধর্মান্তরিত করেন?
ইস্পাহানি।
৬) প্রথমবার ধর্মান্তরিত হবার পর মুর্শিদকুলি খানের নাম কী হয়?
- হাদি খান
৭)শাহজাহানের রাজত্বকালে দাক্ষিণাত্যে গুরুত্বপূর্ণ ভূমি রাজস্ব সংস্কারের দায়িত্ব পালনকারী আমলা কে ছিলেন?
-মুর্শিদকুলি খান
৮) কাকে দক্ষিণের টোডরমল নামে পরিচিত?
-মুর্শিদ কুলি খান
৯) মুর্শিদকুলি খান বাংলায় প্রথম কোন পদে নিযুক্ত হন?
-দিওয়ান
১০) বাংলা সুবাহের শেষ গভর্নর কে ছিলেন যাকে মুঘল সম্রাট নিযুক্ত করেছিলেন?
-মুর্শিদকুলি খান
১১) কে সর্বপ্রথম মুর্শিদকুলি খানকে বাংলা সুবার দেওয়ান হিসাবে নিযুক্ত করেন?
-ঔরঙ্গজেব
১২) মুর্শিদকুলি খান কত সালে বাংলার দেওয়ান পদে নিযুক্ত হন?
- 1700 সালে
১৩) কোন মুঘল সম্রাটের আমলে মুর্শিদকুলি খান বাংলার নাজিম বা প্রাদেশিক শাসনকর্তারূপে নিযুক্ত হন?
- ফারুখশিয়ার ( ঔরঙ্গজেবের আমলে দেওয়ান পদে নিযুক্ত ছিলেন)।
১৪) মুর্শিদকুলি খান কত সালে ওড়িশার সুবাদার হন?
- 1714 সালে।
১৫)মুর্শিদকুলি খানের প্রথম উপাধি কি ছিল?
- করতলব খান, এটি দেন ঔরঙ্গজেব। ( মুর্শিদকুলি খান হল তাঁর দ্বিতীয় উপাধি। এটিও ঔরঙ্গজেব তাঁকে দেন)
১৬) মুর্শিদকুলি খান যখন দেওয়ান হিসাবে বাংলায় আসেন তখন বাংলার নাজিম বা সুবেদার কে ছিলেন?
- ঔরঙ্গজেব দৌহিত্র আজিম-উস-শান
১৭) কে মুর্শিদকুলি খানকে মারার চেষ্টা করেন?
- আজিম-উস-শান বা আজিম উদ্দীন।
১৮) মুর্শিদকুলি খান যখন বাংলার দেওয়ান পদে বহাল ছিলেন তখন বাংলার রাজধানী কোথায় ছিল?
- ঢাকা
১৯) মুর্শিদকুলি খান যখন বাংলার দেওয়ান পদে নিযুক্ত হন তখন মুর্শিদাবাদ এর নাম কী ছিল?
- মুখসুবাদ
২০) মুর্শিদাবাদ নামকরন কার নামানুসারে হয়?
- মুর্শিদকুলি খানের
২১) বাংলার কোন নবাব বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন?
-মুর্শিদকুলি খান।
২২) কোন সালে মুর্শিদকুলি খান তার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন?
-1704
২৩) মুর্শিদকুলি খান কবে মুর্শিদাবাদে একটি রাজকীয় টাঁকশাল প্রতিষ্ঠা করেন?
- 1704 সালে।
২৪) কে বাংলার স্বাধীন রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন?
-মুর্শিদকুলি খান
২৫) বাংলার কোন নবাব বাংলায় ইজারাদারি প্রথা চালু করেন?
-মুর্শিদকুলি খান
২৬) মুর্শিদকুলি খান যখন বাংলার শাসক হিসাবে নিযুক্ত হন তখন বাংলার রাজকোষের একমাত্র আয়ের উৎস কী ছিল?
- বানিজ্য শুল্ক
২৭) বাংলায় মুর্শিদকুলী খানের রাজস্ব সংস্কারের ফলে সেখানকার বার্ষিক রাজস্ব কত হয়?
-1 কোটি 50 লাখ টাকা
২৮)কার রিপোর্ট অনুসারে মুর্শিদকুলী খানের রাজস্ব সংস্কারের ফলে বাংলার বার্ষিক রাজস্ব প্রায় দেড় কোটি টাকা বেড়ে গিয়েছিল?
-ফারমিগার
২৯) বাংলার কোন শাসক ভূমি রাজস্ব বিশেষজ্ঞ ছিলেন?
-মুর্শিদকুলী খান
৩০) বাংলার কোন শাসক বাংলায় ইজারাদারি প্রথা শুরু করেন?
-মুর্শিদকুলী খান
৩১) কতসালে মুর্শিদকুলি খান বাংলার পূর্ন সুবাদারের মর্যাদা পান?
- 1717 সালে
৩২) মুর্শিদকুলি খান কবে স্বাধীন বাংলা প্রতিষ্ঠা করেন?
-1717
৩৩) বাংলার প্রথম স্বাধীন নবাবের নাম কী?
- মুর্শিদকুলি খান (প্রসঙ্গত স্বাধীনচেতা নবাব মীরকাশিম)
৩৪)বাংলার কোন নবাবের আমলে মুঘল সম্রাট ফররুখসিয়ার ব্রিটিশদের ফরমান জারি করেছিলেন?
-মুর্শিদকুলি খান
৩৫) কোন সালে মুঘল সম্রাট ফারুখসিয়ার মুর্শিদকুলী খানকে উড়িষ্যার গভর্নরশিপ দেন?
-1719
৩৬) বাংলার কোন নবাব জমিদারদের থেকে নজরানার পরিবর্তে সুবাদারিয়া আদায় করা শুরু করেন?
- মুর্শিদকুলি খান।
৩৭) মুর্শিদকুলি খানের আমলে আমীন কাদের বলা হত?
- প্রতিটি চাকলার দায়িত্বে| থাকা ব্যক্তিকে আমীন বলা হত।
৩৮) মুর্শিদকুলি খান বাংলাকে কয়টি চাকলায় বিভক্ত করেন?
- তেরোটি
৩৯) বাংলার কোন শাসক জায়গির জমির একটি বড় অংশ খালসা জমিতে রূপান্তরিত করেন?
-মুর্শিদকুলী খান
৪০) বাংলার কোন শাসক চুক্তিতে রাজস্ব আদায়ের ব্যবস্থা চালু করেন?
-মুর্শিদকুলী খান
৪১) মুর্শিদকুলী খানের শাসনামলে কতগুলি জমিদার বিদ্রোহ সংঘটিত হয়?
- 3
৪২) মুর্শিদকুলী খানের বিরুদ্ধে বিদ্রোহকারী জমিদার কারা ছিলেন?
-সীতারাম রায়, উদয়ন নারায়ণ, গোলাম আহমেদ (এছাড়াও সুজাত খান ও নাজাত খান বিদ্রোহ করেছিলেন)
৪৩) বাংলার কোন নবাব কৃষকদের তাকাভি ঋণ প্রদান করেছিলেন?
-মুর্শিদকুলি খান
৪৪) কার শাসন আমলে বাংলার সুবেদারী বংশানুক্রমিক হয়ে উঠেছিল?
-মুর্শিদকুলি খান
৪৫) মুর্শিদকুলি খানের উপাধিগুলি লেখ।
- ক) মুতাম উল মুলক (দেশের রক্ষক)
খ) আলা-উ-দৌল্লা (রাষ্ট্রের প্রবর্তক)
গ) জাফর খান বাহাদুর নাসিরী (যুদ্ধে সাহায্যকারী)
ঘ) নাসির জং (রক্ষক)
ঙ) করতলব খান (কর সংগ্রহকারী) এবং
চ) মুর্শিদকুলি খান।
৪৬) কে জুবরে মুর্শিদাবাদ নামক মুদ্রা চালু করেন?
- মুর্শিদকুলি খান
৪৭) মালযামিনি প্রথা কে চালু করেন?
- মুর্শিদকুলি খান
৪৮) কত সালে মুর্শিদকুলি খানএর মৃত্যু হয়?
- ১৭২৭ সালে।
৪৯) মুর্শিদকুলি খানের সমাধি কোথায় অবস্থিত?
- মুর্শিদাবাদের কারাটা মসজিদের সিডির নীচে
৫০) বাংলার নবাব বংশ শুরু করে কোন রাজবংশ ?
-নাসিরি বংশ
৫১) নাসিরি রাজবংশের প্রথম বাংলার নবাব কে ছিলেন?
-মুর্শিদকুলি খান
বাংলার নবাবী রাজত্ব দ্বিতীয় পর্ব (আলীবর্দি খান)>>>>
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
মুর্শিদকুলি খান। মুর্শিদকুলি খানের প্রকৃত নাম। হাদি খান। দক্ষিণের টোডারমল। করতলব খান। মুর্শিদাবাদ নামকরন। বাংলায়
ইজারাদারি প্রথা। বাংলার প্রথম স্বাধীন নবাব।