শিবাজির উত্তরাধিকারীগণ
set by - Manas Adhikary
শিবাজী ষষ্ঠ পর্ব| Shibaji Part-VI
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো– আপনাদের জন্য নিয়ে এসেছি শিবাজির উত্তরাধিকারীগণ সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
শিবাজির উত্তরাধিকারীগণ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Shibaji MCQ.
১) শম্ভুজীর বয়স কত ছিল যখন তার মাতা মারা যান?
-২ বছর
২) শম্বুজীর মাতা মারা গেলে তিনি কার কাছে মানুষ হন?
-তার ঠাকুমা জীজাবাঈ এর কাছে
৩) শম্ভুজী কতগুলি ভাষা জানতেন?
-১৩ টি
৪) শমভুজীর বয়স কত ছিল যখন তিনি পিতা শিবাজীর সাথে আরঙজেবের আগ্রা দুর্গে বন্দী থাকার সময় ছদ্মবেশে পালিয়ে যান?
-৯ বছর
৫) শম্ভুজীর পত্নীর নাম কী ছিল?
-যেশুবাঈ
৬) শম্বুজীকে কে মুঘলদের হাতে ধরিয়ে দেন?
-তার শ্যালক গনোজি শিক্রে
৭) শিবাজীর কোন পত্নী ছিলেন শম্ভাজীর মাতা?
-সাইবাই
৮) শিবাজীর মৃত্যুর সময় শাম্ভাজি কোন দুর্গে বন্দী ছিলেন?
- পানহালার
৯) শম্ভাজীর বন্ধু কবি কলশ কোথাকার বাসিন্দা ছিলেন?
-কনৌজ
১০) কে কনৌজের কবি কলশ নামে একজন ব্রাহ্মণ পণ্ডিতকে তার উপদেষ্টা পদে নিযুক্ত করেছিলেন এবং তাকে পেশোয়া পদের চেয়ে উচ্চ পদ প্রদান করেছিলেন?
-শম্ভাজি
১০ক) ঔরঙ্গজেবের বিদ্রোহী পুত্র যুবরাজ আকবরকে কোন মারাঠা শাসক আশ্রয় দিয়েছিলেন?
- শম্ভুজী
১১) কোন মারাঠা শাসকের আমলে মারাঠা শাসক অষ্টপ্রধান ভেঙে গিয়েছিল?
-শাম্ভাজি
১২) রাজারাম সর্বদাই কার প্রতিনিধি হিসাবে শাসন করত?
-শাম্ভাজি
১৩) কে ছত্রপতি শাম্ভাজির পরে মারাঠা প্রশাসনকে সরল ও সুবিন্যস্ত করেছেন ?
-বালাজি বিশ্ব নাথ
১৪) কোন মারাঠা শাসকের আমলে ‘অষ্টপ্রধান’ এ 9 জন মন্ত্রীর অন্তর্ভুক্তি করন ঘটে?
-রাজারাম
১৫) পেশোয়া বালাজি বিশ্বনাথ কোন মারাঠা শাসকের আমলে পুনার গভর্নররূপে নিযুক্ত ছিলেন?
-রাজারাম
১৬) কোন মারাঠা শাসক সাতারাকে মারাঠাদের রাজধানী করেছিলেন ?
-রাজারাম
(রাজা রাম 1700 সালে সাতারায় মারা যান।)
১৭) কার সময়ে 'অষ্টপ্রধান মণ্ডলে' পন্ত প্রতিনিধি ও হুকুমত পান্হা নামে দুটি নতুন পদ যোগ করা হয়?
-ছত্রপতি রাজারাম
১৮) মারাঠা সাম্রাজ্যে কে ‘একজন রাজা হওয়া সত্ত্বেও সিংহাসনে বসেননি’?
-রাজারাম
(নিজেকে শাম্ভাজির প্রতিনিধি মনে করতেন।)
১৯) কোন মারাঠা শাসক অষ্টপ্রধান ছাড়াও একটি নতুন পদ 'প্রতিনিধি' তৈরি করেছিলেন?
-রাজারাম
২০) কার নেতৃত্বে মারাঠাদের স্বতন্ত্রতা সংগ্রাম শুরু হয়েছিল?
-রাজারাম
২১) 1689 খ্রিস্টাব্দে রাজারাম কোন পদটি তৈরি করেছিলেন, মারাঠা শাসন ব্যবস্থায় যে পদটির অবস্থান ছিল পেশোয়া পদের ঠিক পরেই?
-প্রতিনিধি
২২) মুঘল আক্রমণের কারণে রাজারাম সর্বদা এক জায়গা থেকে অন্য জায়গায় পালিয়ে যেতেন। তিনি পলায়নের ক্রম আনুসারে নীচের স্থানগুলিকে সাজাও।
-প্রতাপগড়, পানহালা, জিঞ্জি, সাতারা
২৩) 1700 সালে রাজারামের মৃত্যুর পর মারাঠা ছত্রপতি কে হন?
-শিবাজি II
২৪) আওরঙ্গজেবের মৃত্যুর সময় মারাঠা নেতৃত্ব কার হাতে ছিল?
- তারাবাই
২৫) কোন মারাঠা মহিলা 1720-এর দশকে মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন?
- তারাবাই
২৬) আওরঙ্গজেব কাকে ইমানদার উপাধি দিয়েছিলেন?
-তারাবাই
২৭) চন্দ্রসেন তারাবাইকে সমর্থন করলে সীমান্তরক্ষীরাও তারাবাইকে সমর্থন করেন এবং উভয়ের সহায়তায় তারাবাই, শাহু ও _______ পেশোয়াকে বন্দী করেন?
-বহিরোপন্ত পিংলে
(সীমান্তরক্ষী কানহোজি আংদে চন্দ্রসেনের সঙ্গে একসাথে তারাবাঈকে সহযোগিতা করছিলেন)
২৮) রাজা রামের মৃত্যুর পর তাঁর বিধবা পত্নী তারাবাই কার নামে রাজত্ব করেছিলেন?
-তার নাবালক পুত্র দ্বিতীয় শিবাজী
২৯) মারাঠা-মুঘল যুদ্ধ, যা 1689 থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত চলে, এটি মারাঠাদের স্বাধীনতা যুদ্ধ নামে পরিচিত। নিচের মধ্যে কে এর নেতৃত্ব দিয়েছেন?
-রাজারাম ও তারাবাই
৩০) গৃহযুদ্ধে শাহুজির কাছে পরাজিত হওয়ার পর, তারাবাই তার পুত্র দ্বিতীয় শিবাজিকে আরেকটি মারাঠা ক্ষমতার কেন্দ্র স্থাপন করতে কোথায় নিয়ে গিয়েছিলেন?
-কোলাপুর
৩১) কোন সমসাময়িক ঐতিহাসিক তারাবাই এর উচ্চ প্রশংসা করেছেন?
-কাফি খা
৩২) আওরঙ্গজেবের কোন কন্যা শাহুজির বন্দিকালিন সময়ে তার যত্ন নেন?
-জিনাত উল নিশা
৩৩) শাহুজি তারাবাইকে কোন যুদ্ধে পরাজিত করে মারাঠা সিংহাসন দখল করেছিলেন?
-খেদার যুদ্ধ
৩৪) শাহু জি কার সাহায্যে মারাঠা সিংহাসন দখল করেন?
-বালাজি বিশ্বনাথ
৩৫) বালাজি বিশ্বনাথ কখন এবং কার দ্বারা পেশোয়া নিযুক্ত হন?
-শাহুজী 1713 সালে
৩৬) 'মারাঠাদের ম্যাগনা কার্টা' কাকে বলা হয়?
-মারাঠা ও মুঘলদের মধ্যে 1719 সালের দিল্লির চুক্তি।
(শাহুর পক্ষে বালাজি বিশ্বনাথ এবং মুঘল সম্রাট রফিউদ্দারজাতের পক্ষে সৈয়দ হুসেন আলীর মধ্যে এই চুক্তি হয়েছিল।)
৩৭) কোন ঐতিহাসিকের মতে শাহুজি মহারাজ মারাঠাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাসক ছিলেন?
-সরদেশাই
৩৮) শাহুজি তাঁর মৃত্যুর আগে কাকে তাঁর উত্তরাধিকারী নিযুক্ত করেছিলেন?
-রাজারাম II
৩৯) সাঙ্গোলার সন্ধি কবে এবং কার মধ্যে হয়েছিল?
-রাজারাম দ্বিতীয় এবং বালাজি বাজিরাওয়ের মধ্যে 1750 খ্রিস্টাব্দে সম্পন্ন হয়।
৪০) সাঙ্গোলার সন্ধির ফল কী হয়েছিল
-এই চুক্তির ফলস্বরূপ, পেশওয়া বালাজি বাজিরাও মারাঠা সাম্রাজ্যের প্রকৃত শাসক হন।
৪১) কোন চুক্তির ফলে পেশোয়া মারাঠা রাজ্যের প্রকৃত প্রধান হন এবং ছত্রপতি শুধুমাত্র নামে শাসক হন?
-সাঙ্গোলা চুক্তি
৪২) মুঘল ও মারাঠাদের মধ্যে ১৭১৯ সালের চুক্তিকে রিচার্ড টেম্পল 'মারাঠা সাম্রাজ্যের ম্যাগনা কার্টা' বলে অভিহিত করেন। এই সন্ধিটি বালাজি বিশ্বনাথ এবং সৈয়দ ভ্রাতৃদ্বয় কাদের হয়ে সাক্ষর করেন?
-মারাঠা ছত্রপতি শাহুজি এবং মুঘল সম্রাট রফি-উদ-রাজত
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
শম্ভুজী। সম্ভাজি। শম্ভাজী। যুবরাজ আকবর। রাজারাম। দ্বিতীয় শিবাজি। তারাবাঈ। বালাজী বিশ্বনাথ। শাহুজী। দ্বিতীয় শম্ভাজী। রাজারাম দ্বিতীয়। রামরাজা।