Type Here to Get Search Results !

আলিবর্দী খান [Alivardi Khan]

 

বাংলার নবাবী রাজত্ব

Set By – Manas Adhikary

 

বাংলার নবাবী রাজত্ব দ্বিতীয় পর্ব। Alivardi Khan Part - II

আলিবর্দী খাঁন। সরফরাজ খান। সুজাউদ্দিন। আফসার বংশ। হাজী আহমেদ। ফতেহচাঁদ। গিরিয়ার যুদ্ধ। রুস্তম জং। রঘুজী ভোঁশলে

 

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলোআপনাদের জন্য নিয়ে এসেছি বাংলার  নবাব আলীবর্দী খান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও অতিসংক্ষিপ্ত প্রশ্নোউত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 আলিবর্দী খান অতিসংক্ষিপ্ত প্রশ্নোউত্তর। Alivardi Khan MCQ.

 

1727 সালে অপুত্রক অবস্থায় মুর্শিদকুলি খাঁর মৃত্যু হলে তাঁর জামাই সুজাউদ্দীন খাঁ বাংলা ও উড়িষ্যার নবাব হন। তার আমলে বিহার,  বাংলার সাথে যুক্ত হয়। সুজাউদ্দীন এই বিহারের নায়েবপদে নিযুক্ত করেন আলিবর্দী খাঁনকে। সুজাউদ্দীনের মৃত্যুর পর তাঁর পুত্র সরফরাজ খাঁন নবাব পদে নিযুক্ত হলে রাজমহলের কাছে গিরিয়ার যুদ্ধে আলিবর্দী খাঁন তাঁকে পরাজিত ও নিহত করে মুর্শিদাবাদের সিংহাসন দখল করেন। আলিবর্দী খানের আসল নাম ছিল মীর্জাবন্দে বা মীর্জা মুহাম্মদ আলী। আলিবর্দী খাঁনের পিতার নাম শাহ কুলি খান। তিনি আরঙ্গজেবের তৃতীয় পুত্র আজম শাহের পেয়ালায় মদ ঢেলে দেওয়ার কাজ করতেন। আলিবর্দী খাঁ ছিলেন দক্ষ প্রশাসক। তার আমলে বাংলায় বর্গীর হামলা ও বিহারে আফগান বিদ্রোহ হয়। তাঁর শাসনকালে মারাঠা অশ্বারোহী বাহিনী বর্গীরা বারবার বাংলাকে আক্রমন করে অতিষ্ঠ করে তোলে। প্রায় ১১ বছর যুদ্ধ করার পর এই উপদ্রব থামাতে না পেরে আলিবর্দী নাগপুরের মারাঠা নায়ক রঘুজী ভোঁসলেকে বার্ষিক ১২ লক্ষ টাকা চৌথ দানের প্রতিশ্রুতি এবং উড়িষ্যার পশ্চিমাংশ ছেড়ে দিয়ে সন্ধি করতে বাধ্য হন। আলিবর্দীর কোন পুত্র সন্তান ছিল না। মৃত্যুর আগে তিনি তাঁর ছোট মেয়ের আমিনার ছেলে মির্জা মহম্মদ বা সিরাজ-উদদৌল্লাকে উত্তরাধিকারীরূপে মনোনীত করে যান।

ব্রিটিশ শাসনের পূর্বে বাংলার নবাবগনের কালক্রম  

মুর্শিদকুলি খান - সুজাউদ্দীন খান- সরফরাজ খান - আলিবর্দী খান- সিরাজ উদ দৌল্লা

প্রশ্নোত্তর পর্ব

৫২) মুর্শিদকুলি খানের পর সুজা উদ্দিন বাংলার নবাব হন। ইনি সম্পর্কে মুর্শিদকুলি খানের কে ছিলেন? 

-জামাই 

৫৩) বাংলার শাসক সুজাউদ্দিন, মুর্শিদকুলী খানের সময় ডেপুটি গভর্নর হিসাবে কোথায় নিযুক্ত ছিলেন?

-উড়িষ্যা

৫৪) মুর্শিদকুলি খানের কন্যার নাম কী ছিল?  

- জিনাত-উন-নিসার

৫৫) সুজাউদ্দিনের পুত্রের নাম কী?

- সরফরাজ খান

৫৬) সুজাউদ্দিনের কন্যার নাম কী?

- নাফিসা বেগম

৫৭) সুজাউদ্দিনের নির্দেশে ত্রিপুরার নাম পরিবর্তন করে কী রাখা হয়?

- রওশনাবাদ

৫৮) বাংলার ‘শান্তি ও সমৃদ্ধির যুগ’ কার সময়কালকে বলা হয়?

- সুজাউদ্দিন খানের সময়কালকে।

৫৯) বাংলার নবাব সুজাউদ্দিন, আলীবর্দী খানকে বিহারের কোন পদে নিযুক্ত করেন?

-ডেপুটি সুবেদার  

৬০) বাংলার কোন নবাব প্রশাসনের সুবিধার্থে তার রাজ্যকে 4 ভাগে ভাগ করেছিলেন?

-সুজাউদ্দিন

৬১) কোন নবাবের আমলে বিহার  বাংলার নবাবের অধীনস্থ  হয়?

-সুজাউদ্দিন

৬২) সুজাউদ্দিন খানের পর কে বাংলার সিংহাসনে বসেন?

- তাঁর পুত্র সরফরাজ খান।

৬৩) 1739 সালে নাদিরশাহের আক্রমণের সময় বাংলার শাসক কে ছিলেন?

-সরফরাজ খান

৬৪) বাংলার কোন নবাব আলম-উদ-দৌলা হায়দার জং উপাধি গ্রহণ করেন?

-সরফরাজ খান

৬৫) নাসিরি রাজবংশের শেষ বাংলার নবাব কে ছিলেন?

-সরফরাজ খান

৬৬) নাসিরি রাজবংশের আমলে বাংলার সিংহাসনে কে কে নবাব পদে আসীন হন?

- ক) মুর্শিদকুলি খান (1717-1727)

খ) সরফরাজ খান (1727-1727)

গ) সুজাউদ্দিন খান (1727-1739)

ঘ) সরফরাজ খান (1739-1740)

৬৭) সরফরাজ খানের পর কে বাংলার সিংহাসনে বসেন?

 -আলিবর্দী খান

৬৮) আলিবর্দী খান বাংলার সিংহাসনে বসে কোন রাজবংশের সুচনা করেন?

-আফসার বংশ

৬৯) আলিবর্দী খান কত বছর বয়সে সিংহাসনে বসেন?

- ৬০ বছর।

৭০) বাংলার নবাব পদে অধিষ্ঠিত হওয়ার পূর্বে  আলীবর্দী খান কোন পেশার সাথে যুক্ত ছিলেন?

-সেনাপ্রধান 

৭১) বাংলার কোন নবাবের সেনাপ্রধান ছিলেন আলবর্দী খান?

-সরফরাজ

৭২) 1740 সালে সরফরাজ খানকে হত্যা করে কে বাংলার নবাব হন?

-আলীবর্দী খান

৭৩) আলীবর্দী খানকে বাংলার শাসক বানাতে কে কে তার সহকারী ছিলেন?

-হাজী আহমেদ ও ফতেহচাঁদ

৭৪) কোন যুদ্ধে বাংলার নবাব সরফরাজকে হত্যা করে আলীবর্দী খান নিজে নবাব হন?

-গিরিয়ার যুদ্ধ

৭৫)  গিরিয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়?

- আলিবর্দী খান ও সরফরাজ খান (এই যুদ্ধে সরফরজ খান পরাজিত ও নিহত হন)

৭৬) সরফরাজ খান ও আলীবর্দী খানের মধ্যে গিরিয়ার যুদ্ধ কবে হয়েছিল? 

-10 মার্চ 1740

৭৭) সরফরাজকে হত্যা করে আলবর্দী খান কবে বাংলার নবাব হন?

-1740

৭৮) সরফরাজকে হত্যা করে আলবর্দী খান কবে বাংলার নবাব হলে কে তার আনুগত্য স্বীকার করতে অস্বীকার করেন?

-রুস্তম জং

৭৯) রুস্তম জং কে ছিলেন?

-সরফরাজ খানের জামাতা

৮০) দ্বিতীয় মুর্শিদ কুলি খান নামে কে পরিচিত ছিলেন?

- রুস্তম জং

৮১) সরফরাজ খানের আমলে রুস্তম জং কোথাকার শাসক হিসাবে নিযুক্ত ছিলেন?

- উড়িষ্যার

৮২) ফুলয়ারী যুদ্ধ কাদের মধ্যে হয়?

- উড়িষ্যার সহকারী শাসনকর্তা সুজাউদ্দিনের জামাতা রুস্তম জঙ্গ ও আলিবর্দী খান। এই যুদ্ধে রুস্তম জঙ্গ পরাজিত হয়ে দাক্ষিনাত্যে পালিয়ে যান।

৮৩) কোন মুঘল সম্রাট আলীবর্দী খানকে বাংলার নবাব হিসেবে স্বীকৃতি দেন?

-মোহাম্মদ শাহ রঙ্গীলা

৮৪) আলীবর্দী খান কোন সালে মোস্তফা খানের নেতৃত্বে আফগান বিদ্রোহের মুখোমুখি হন?

 -1748

৮৫) কবে বাংলায় প্রথম বর্গী আক্রমন শুরু হয়?

- ১৭৪২ সালে।

৮৬) বর্গীরা আসলে কারা ছিলেন?

- মারাঠা কর আদায়কারী সেনাবাহিনী  

৮৭) বর্গীদের নায়ক কে ছিলেন?

- রঘুজী ভোঁশলে।

৮৮) বাংলায় বর্গীদের নেতৃত্ব দেন কে?

- রঘুজী ভোঁসলের প্রধানমন্ত্রী ভাস্কর পন্ডিত

৮৯) বর্গীরা কত বছর ধরে বাংলা আক্রমন করেন?

- ১০ বছর।

৯০) মারাঠাদের আক্রমন থেকে বাঁচতে কোন নবাব মারাঠা খাদ তৈরি করেন?

-আলীবর্দী খান

৯১) আলীবর্দী খানকে প্রতি বছর মারাঠা আক্রমণের সম্মুখীন হতে হত, এজন্য তিনি মারাঠাদের সাথে চুক্তি করতে বাধ্য হন। এই চুক্তিটি তিনি কবে করেছিলেন?

-1751

৯২) আলীবর্দী খান কোন মারাঠা সেনাপতির সাথে একটি চুক্তি করেছিলেন, যে চুক্তির ফলে বাংলায় মারাঠা আক্রমণের অবসান ঘটে?

-রঘুজি ভোঁসলে

৯৩) রঘুজি ভোঁসলে কোন মারাঠা শাসকের সেনাপতি ছিলেন?

- বালাজি বাজিরাও 

৯৪) রঘুজী ভোসলের সাথে সন্ধির ফলে বাংলার নবাব আলীবর্দী খানকে বার্ষিক চৌথ হিসেবে কত লক্ষ টাকা দিতে হয়েছিল?

-12 লক্ষ টাকা

৯৫) কোন বাংলার নবাবের কাছ থেকে মারাঠারা নজরানা আদায় করত?

-আলীবর্দী খান

৯৬) বাংলার কোন নবাব মির্জা মোহাম্মদ খান নামেও পরিচিত ছিলেন?

-আলীবর্দী খা

৯৭) মহাব্বত জং কার উপাধি ছিল?

-আলীবর্দী খান

৯৮) বাংলার কোন নাজিম(নবাব) অষ্টাদশ শতাব্দীতে মুঘল দরবারে প্রদত্ত করের পরিমাণ কমিয়ে দেন?

-আলীবর্দী খান

৯৯) আলবর্দী খানের কয়টি কন্যা ছিল?

-3

১০০) আলিবর্দী খানের তিন কন্যার নাম কী?

- আমিনা, ময়মুনা ও ঘষেটি বেগম। (প্রসঙ্গত উল্লেখ্য যে আলিবর্দী খান অপুত্রক ছিলেন। আমিনা ও ময়মুনার দুই ছেলে ছিল। ঘষেটি বেগমের কোন সন্তান ছিল না। সিরাজ-উদ-দৌল্লা ছিলেন আমিনার পুত্র)

১০১) সিরাজউদ্দোলা আলবর্দী খানের কে ছিলেন?

-নাতি 

১০২) বাংলার কোন নবাব ইউরোপীয় বনিকদেরকে মৌমাছির সাথে তুলনা করেছিলেন?

-আলীবর্দী খা

১০৩)  “ইংরেজরা হল মৌমাছির জাত৷ বিরক্ত করলে হুল বিধিয়ে দেবে” - উক্তিটি কার?

- আলিবর্দী খান

১০৪) ‘আমি বাংলার মাটি থেকে ইংরেজদের তাড়িয়ে দিতে পারি, কিন্তু সাগরে আগুন জ্বলবে।‘-  কার বক্তব্য..এটি?

-আলীবর্দী খনি  

১০৫) ‘তোমরা বনিক, তোমাদের দূর্গে কী প্রয়োজন’- উক্তিটি কার?  

- আলিবর্দী খান

 

 

বাংলার নবাবী রাজত্ব প্রথম পর্ব (মুর্শিদকুলী খান) >>>>

বাংলার নবাবী রাজত্ব তৃতীয় পর্ব (সিরাজ উদ দৌল্লা )>>>>

 

 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

আলিবর্দী খাঁন। সরফরাজ খান। সুজাউদ্দিন। আফসার বংশ। হাজী আহমেদ। ফতেহচাঁদ। গিরিয়ার যুদ্ধ। রুস্তম জং। রঘুজী ভোঁশলে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad