Type Here to Get Search Results !

মীর কাশিম [Mir Qasim]

 

  মীর কাশিম

Set by - Manas Adhikary

 মীর কাশিম।Mir Qasim

 মীর কাশিম। নজমউদ্দৌলা। সইফউদ্দৌলা।  ছিয়াত্তরের মন্বন্তর। মুবারকউদ্দৌলা। হুমায়ুন ঝাঁ। হাজারদুয়ারী। ফেরদুন ঝাঁ।  বাংলার শেষ নবাব। গুরগিন খান। সামরু। বক্সারের যুদ্ধ। এলাহাবাদের সন্ধি।


নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে  আপনাদের  জন্য  আলোচনা করা হলো– আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলার  নবাব মীর কাশিম সম্পর্কে কিছু  অতিসংক্ষিপ্ত প্রশ্নোউত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

   মীর কাশিম অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  Mir Qasim MCQ

১) মীরজাফরের পর বাংলার সিংহাসনে কে বসেন?

- মিরকাশিম

২) মীর কাসিমের বাংলার নবাব হিসাবে সময়কাল উল্লেখ কর

- 1760-63

৩) বাংলার শেষ স্বাধীনচেতা নবাবের নাম কি?

-মীরকাশিম (মিরকাশিম ইংরেজদের হাতের পুতুল হয়ে থাকতে রাজি ছিলেন না।)

৪) সিংহাসনে আরোহনের পূর্বে মীরকাশিম কোন পদে নিযুক্ত ছিলেন?

-নায়েব-দেওয়ান

৫) সিংহাসনে বসার পূর্বে মীরকাশিম কোথাকার নায়েব-দেওয়ান পদে নিযুক্ত ছিলেন?

-রংপুর ও পূর্ণিয়ার

৬) মিরকাশিম সম্পর্কে মীরজাফরের কে ছিলেন?

- জামাতা

৭) বাংলার কোন নবাব ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বর্ধমান, মেদিনীপুর ও চট্টগ্রামের জমিদারি দিয়েছিলেন?

-মীরকাশিম (1760 সালে মীর কাশিম ব্রিটিশদের সাথে গোপন চুক্তি করে বাংলার সিংহাসনে আরোহণ করেনএবং তিনি বর্ধমান, মেদিনীপুর ও চট্টগ্রাম ব্রিটিশদের হাতে তুলে দেন।)

৮) বাংলার দ্বিতীয় বিপ্লব নামে পরিচিত কোন ঘটনা?

- ভেনসিটার্ট দ্বারা মীরকাসিমকে নবাব করা।

৯) বাংলার কোন নবাব ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিজ মুদ্রা প্রচলনের অধিকার দিয়েছিলেন?

-মীরকাশিম

১০) মীরকাশিমের আমলে প্রচলিত আবওয়াব  কি?

-জামিদারদের উপর আরোপিত কিছু বাড়তি কর

১১) বাংলার কোন নবাব নবাবি দরবারের ব্যয় সংকোচ করেন?

-মীরকাশিম

১২) বাংলার কোন নবাব নানা অজুহাতে আলিবর্দি ও মিরজাফরের পরিবারের কাছ থেকে অর্থ আদায় করে তাদের সর্বস্বান্ত করেন?

-মীরকাশিম

১৩) মিরকাশিম ইংরেজদের প্রিয়পাত্র ও উদ্ধত প্রকৃতির কোন নায়েব-দেওয়ানকে হত্যা করেন?

-রামনারায়ন (বিহারের দেওয়ান ছিলেন। মীরজাফরও এই রামনারায়নকে ক্ষমতাচ্যুত করতে চেয়েছিলেন কিন্তু ক্লাইভের বিরোধিতায় করতে পারেনি)

১৪) বাংলার কোন নবাবের রাজস্ব ব্যবস্থাকে বলা হত লুণ্ঠনের নামান্তর?

-মীরকাশিম

১৫) মীরকাশিমের রাজস্ব ব্যবস্থাকে লুণ্ঠনের নামান্তর বলেছেন কোন ঐতিহাসিক?

-জন শোর এবং নন্দলাল চ্যাটার্জী

১৬) মিরকাশিম কার কাছ থেকে বাংলার নবাবি ফরমান লাভ করেন?

- মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম

১৭) মিরকাশিম বার্ষিক  কত টাকা রাজস্বের বিনিময়ে মোগল সম্রাটের থেকে নবাবি ফরমান লাভ করেন?

- 26 লক্ষ 

১৮) বাংলার কোন নবাব তার রাজধানী মুর্শিদাবাদ থেকে বিহারের মুঙ্গেরে  স্থানান্তরিত করেন?

-মীরকাশিম

১৯) মীরকাশিম কেন তার রাজধানী মুর্শিদাবাদ থেকে বিহারের মুঙ্গেরে  স্থানান্তরিত করেন?

-ক) শাসনকার্য পরিচালনায় কোম্পানির হস্তক্ষেপ বন্ধ করা

খ) ইংরেজ নৌবাহিনির দক্ষতা অপেক্ষা নবাবের নৌবাহিনির দক্ষতা কম ছিল

২০) মীর কাসিম কবে সমগ্র বাংলার বাণিজ্যক্ষেত্রে দেশিয় বনিকদের সম্পূর্ণরূপে  করমুক্ত করে দেন?

- 1763

২১) মীরকাশিম তার কোন সেনাবিভাগের দায়িত্ব মোগল সেনাপতিদের উপর ন্যস্ত করেছিলেন?

- অশ্বারোহী বাহিনী

২২) মীরকাশিম তার পদাতিক ও গোলন্দাজ সেনাবিভাগের দায়িত্ব কাদের উপর ন্যস্ত করেছিলেন? 

- ইওরোপীয় সেনাপতিদের উপর

২৩) মীরকাশিমের প্রধান সেনাপতি কে ছিলেন?

- আর্মেনীয় বণিক খোজা পিদ্রুর ভাই গ্রেগরী

২৪) আর্মেনীয় বণিক খোজা পিদ্রুর ভাই গ্রেগরী অন্য কি নামে সবচেয়ে বেশি পরিচিত?

- গুরগিন খান

২৫) আর্মেনীয় বণিক খোজা পিদ্রুর ভাই গ্রেগরী মীরকাশিমের প্রধান সেনাপতি ছাড়া অন্য কোন পদে নিযুক্ত ছিলেন?

- গোলন্দাজ বাহিনীর প্রধান

২৬) গুরগিন খান ছাড়া মীরকাশিমের আরও কয়েকজন বিদেশি সেনাপতির নাম কর।

-ফরাসি সমরু (প্রকৃত নামওয়াল্টার রাইন হাউন্ড) এবং আর্মেনীয় মার্কার, জেন্টিল প্রমুখ

২৬B) মীর কাসিম তার সেনাবাহিনীকে ইউরোপীয় পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়ার জন্য কোন জার্মান সেনাপতিকে নিয়োগ করেছিলেন?

- বাল্টার রেইনহার্ড (সামরু)

২৭) মীরকাশিম কোথায় একটি কামান বন্দুক ও গোলা-বারুদের কারখানা স্থাপন করেন?

- মুঙ্গের

২৮) মীর কাসিম    ব্রিটিশদের কোন বিষয়টি মেনে নিতে না পেরে তাদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েন?

- ব্রিটিশ কর্তৃক দস্তকের অপব্যবহার

২৯) ইস্ট ইন্ডিয়া কোম্পানির মীরকাশিমের বিবাদ কি নিয়ে শুরু হয়?

- বিনাশুল্কে ব্যক্তিগত বাণিজ্যের অধিকার নিয়ে।

(১৭১৭ খ্রিস্টাব্দে মোগল সম্রাট ফারুখশিয়র প্রদত্ত ‘ফরমান অনুযায়ী কোম্পানি বাংলাদেশে বিনাশুল্কে বাণিজ্যের অধিকার লাভ করে। এই অধিকার কোম্পানিকেই দেওয়া হয়কোম্পানির কোনও কর্মচারীর ব্যক্তিগত বাণিজ্যের জন্য নয়। কিন্তু কোম্পানির কর্মচারী এবং তাদের অনুগৃহীত ভারতীয় বণিকেরা নিজেদের ব্যক্তিগত বাণিজ্যের জন্যও ‘দত্তক বা এই ছাড়পত্রের অপব্যবহার করত। এর ফলে একদিকে নবাব যেমন তাঁর বৈধ রাজস্ব থেকে বঞ্চিত হতেন, তেমনি অপর দিকে ভারতীয় বণিকেরা এই অসম প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত হতে থাকে। এতাই মিরকাশিম মেনে নিতে পারেন নি)

৩০) কোম্পানি বানিজ্য রীতির অপব্যবহারের ফলে বাংলায় আইন শৃঙ্খলার অবনতি ঘটলে মিরকাশিম কাকে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করেন?

-  ভ্যান্সিটার্টের

৩১) মিরকাশিমের আমলে কে পাটনা শহর দখল করেন?

- পাটনা কুঠির অধ্যক্ষ এলিস সাহেব

৩২) পাটনার ইংরেজ কুঠি কে ধ্বংস করেন?

- মিরকাশিম

৩৩) ইংরেজদের সাথে মিরকাশিমের যুদ্ধ শুরু হয় কবে?

- 1763 সালে 

৩৪) ইংরেজদের সাথে মিরকাশিমের কোন কোন যুদ্ধ হয়েছিল?

- কাটোয়া, গিরিয়া, উদয়নালার এবং বক্সারের যুদ্ধ

৩৫) মীর কাসিমের পর আবার কে বাংলার নবাব হন?

- মীর জাফর 

৩৬) বক্সারের যুদ্ধ কবে হয়েছিল?

- 1764 খ্রিস্টাব্দের 22 শে অক্টোবর 

৩৭) মীর কাসিম কোথাকার নবাবের সহযোগিতা প্রার্থনা করেছিলেন?

-অবধ বা অয্যোধ্যা

৩৮) মিরকাশিমের সময় অয্যোধ্যার নবাব কে ছিলেন?

- সুজাউদ্দৌলাহ

৩৯) কাদের মধ্যে বক্সারের যুদ্ধ হয়েছিল?

-  ব্রিটিশ বনাম মীর কাসিম + সুজাউদ্দৌলাহ + শাহ আলম দ্বিতীয়

৪০) ভারতীয় সৈন্যদের দ্বারা বিদ্রোহের প্রথম উদাহরণ ছিল ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধে যখন মুনরোর  সেনাবাহিনীর একটি দেশিয় ব্যাটালিয়ন মীর কাসিমের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে  নবাবের সেনাবাহিনীতে যোগ দেয়। পরে এই বিষয়ে  বিচার করে কতজন দেশিয় সৈন্যকে গুলি করে হত্যা করা হয়?

- 59

৪১) বক্সারের যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন?

- মেজর হেক্টর মনরো

৪২) বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন?

- মীর জাফর

৪৩) বক্সারের যুদ্ধের পরিনতি কি হয়েছিল?

- মিরকাশিম ইংরেজ সেনাপতি মেজর হেক্টর মনরো-র নিকট পরাজিত হন

৪৪) বক্সারের যুদ্ধে জয়লাভের ফলে ইংরেজ আধিপত্য কতদুর পর্যন্ত বিস্তৃত হয়?

- এলাহবাদ

৪৫) বক্সারের যুদ্ধে মিরকাশিমের সাথে আর কে কে ইংরেজদের নিকট পরাজিত হন?

- অযোধ্যার নবাব এবং দিল্লির বাদশাহ

৪৬) কোন যুদ্ধের পর কোম্পানি বাংলা-বিহার-উড়িষ্যার রাজস্ব আদায়ের বৈধতা পায়?

- বক্সারের যুদ্ধ

৪৭) বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন?

- মীরজাফর

( মিরকাশিমের আমলে ইংরেজ বণিকরা প্রতিযোগিতামূলক বাজারে অসুবিধায় পড়ে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য পাটনা কুঠির ইংরেজ কর্মচারী এলিস পাটনা শহর দখল করার উদ্যোগ নেন। নবাবের সেনবাহিনীর তৎপরতায় ইংরেজ বাহিনী পরাজিত হয়ে পলায়ন করে। এর প্রতিশোধ নেওয়ার জন্য, মেজর এ্যাডামস দশ হাজার ইউরোপীয় সৈন্য ও চারশত দেশীয় সৈন্য নিয়ে মীরকাশিমের বিরুদ্ধে যুদ্ধ যাত্রা করে। মীরকাশিমের অধীনে পনেরো থেকে কুড়ি হাজর সৈন্য ছিল। কিন্তু এদের অধিকাংশই ছিল অদক্ষ। ফলে ১৭৬৩ খ্রিষ্টাব্দে কাটোয়া, গিরিয়া এবং উদয়নালার যুদ্ধে মীরকাশিমের সৈন্য পরাজিত হয়ে পালিয়ে যান। এই সময়ে ব্রিটিশরা মীরজাফরকে ১৭৬৩ নামমাত্র নবাব পদে আসীন করান।  এরপর মীরকাশিম অযোধ্যার নবাবের সাহায্য প্রার্থনা করে। মীর কাশিম অযোদ্ধার নবাব, সুজা-উদ-দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে একটি জোট গঠন করেন। এই জোটশক্তি ইংরেজবাহিনীর বিরুদ্ধে অগ্রসর হয়ে ১৭৬৪ খ্রিষ্টাব্দের ২২শে অক্টোবর বক্সারে যুদ্ধে অবতীর্ন হন। ইহাই বক্সারের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে মীরকাশিমের বাহিনী চূড়ান্তভাবে পরাজিত হয়। মীরকাশিম যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান।  অর্থাৎ বক্সার যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন মীরজাফর। বাট যুদ্ধ হয়েছিল সদ্য পদচ্যূত নবাব মীরকাশিম ও ইংরেজদের মধ্যে)

৪৮)  বাংলার স্বাধীনতা রক্ষার সর্বশেষ সুযোগ কোন যুদ্ধকে বলা হয়?

- বক্সারের যুদ্ধ

৪৯) পলাশী ছিল কয়েকটি কামানের লড়াই, বক্সার ছিল চুড়ান্ত বিজয়। -কার উক্তি?

- স্মিথ

৫০) কে বলেছিলেন যে- ‘মীর কাসিম ছিলেন একজন দেশপ্রেমিক, জনগণের ভক্ত এবং একজন ন্যায়পরায়ণ শাসক এবং সেই সাথে একজন উদার। মীর কাসিম ছিলেন একজন বীর যিনি তার জীবনকে মাতৃভূমির জন্য উৎসর্গ করেছিলেন। হিন্দু, মুসলমান এবং ব্রিটিশ, তার হৃদয়ে সবার জন্য একটি জায়গা ছিল এবং সেখানে ভালবাসা ছিল?

-জি বি ম্যালেসন

৫১) এলাহাবাদের প্রথম সন্ধি কবে হয়?

-12 আগস্ট 1765

৫২) কে এলাহাবাদের প্রথম সন্ধিতে স্বাক্ষর করেন?

- শাহ আলম দ্বিতীয়

(শাহ আলম দ্বিতীয় এবং নজম উদ দৌলাহ এবং রবার্ট ক্লাইভ এর মধ্যে 12ই আগস্ট 1765 তারিখে এলাহাবাদের সন্ধি  হয়েছিল। প্রকৃতপক্ষে এই সন্ধিটি হয়েছিল ব্রিটিশ ও মুগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মধ্যে)

৫৩) এলাহাবাদ সন্ধির সময় বাংলার নবাব কে ছিলেন?

- নজম উদ দৌলা

৫৪) ক্লাইভ বাংলার নবাব নজমুদ্দৌলার সাথে  সন্ধি  করেন এবং নবাবকে বার্ষিক কত লাখ টাকা কোম্পানি দেওয়ার কথা বলেন?

- 53 লাখ

৫৫) ব্রিটিশরা কার সাথে দ্বিতীয় এলাহাবাদ সন্ধি করেছিল?

- সুজাউদৌলা

 (16 আগস্ট 1765)

৫৬) ইংরেজদের দেওয়ানি পাওয়ার সময় বাংলার নবাব কে ছিলেন?

- নজম উদ দ্দৌলা

৫৭) ক্লাইভ বাংলার কোন নবাবের সাথে একটি সন্ধি করে বাংলায় দ্বৈত শাসন ব্যাবস্থা চালু করেন?

- নাজম উদ দ্দৌলা

৫৮) বাংলার কোন নবাবকে কলকাতার সুপ্রিম কোর্টের একজন বিচারক 'ফ্যান্টম' বলে বর্ণনা করেছিলেন?

- মোবারক উদ দ্দৌলা

৫৯) কে বাংলার নবাব মোবারক উদ দ্দৌলাকে ভুসি ভরা ভৌতিক(ফ্যান্টম) বলে উল্লেখ করেছেন?

- এলিজা ইম্পে

৬০) বাংলার শেষ নবাব কে ছিলেন?

- মোবারক উদ দ্দৌলা 

 (প্রকৃতপক্ষে বাংলার শেষ নবাব ছিলেন ফেরদুন ঝাঁ। কিন্তু বেশিরভাগ পরীক্ষায় যে সব ওপশান  গুলি দেওয়া থাকে তাদের মধ্যে শেষ নবাবরূপে থাকে মোবারক উদ দ্দৌলা)

৬১) ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার নবাব কে ছিলেন?

 - সইফ উদ দ্দৌলা

৬২) বাংলার কোন নবাবের আমলে হাজার দুয়ারী নির্মিত হয়েছিল?

- হুমায়ুন ঝাঁ

 

 

বাংলার পরাধীন নবাবের তালিকা

                

 

মীর জাফর (১৭৫৭-৬০)

মীর কাশিম (১৭৬০-৬৩)

মীর জাফর (১৭৬৩-৬৫)  - দ্বিতীয় বার সিংহাসনে বসেন

নজমউদ্দৌলা (১৭৬৫-৬৬)

সইফউদ্দৌলা (১৭৬৬-৭০)  - এই সময় ৭৬ এর মন্বন্তর হয়

মুবারকউদ্দৌলা (১৭৭০-৯৩)

আজাদউদ্দৌলা (১৭৯৩-১৮১০)

আলি ঝাঁ (১৮১০-২১)

ওয়াল্লা ঝাঁ (১৮২১-২৪)

হুমায়ুন ঝাঁ (১৮২৪-৩৮) -  ১৮২৯ এ হাজারদুয়ারী নির্মিত হয়

ফেরদুন ঝাঁ (১৮৩৮-৮০)  - বাংলার শেষ নবাব

এর পরও নবাব ছিল। তবে তারা আর বাংলার নবাব বলে পরিচিত ছিল না। তারা ছিল মুর্শিদাবাদের নবাব।  ওয়াশিফ মির্জা ছিলেন এই সময়ের শেষ নবাব।

 

 

বাংলার নবাবী রাজত্ব ষষ্ঠ পর্ব (মীরজাফর)>>>>

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 মীর কাশিম। নজমউদ্দৌলা। সইফউদ্দৌলা।  ছিয়াত্তরের মন্বন্তর। মুবারকউদ্দৌলা। হুমায়ুন ঝাঁ। হাজারদুয়ারী। ফেরদুন ঝাঁ।  বাংলার শেষ নবাব। গুরগিন খান। সামরু। বক্সারের যুদ্ধ। এলাহাবাদের সন্ধি।
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad