Type Here to Get Search Results !

বালাজি বিশ্বনাথ [Balaji Vishwanath]

 বালাজি বিশ্বনাথ

Set by - Manas Adhikary

পেশোয়াতন্ত্র প্রথম পর্ব (বালাজি বিশ্বনাথ)Peshwa Balaji Vishwanath.

বালাজী বিশ্বনাথ। মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা। পেশোয়াতন্ত্রের প্রতিষ্ঠাতা। সেনা কার্টে। খেদের যুদ্ধ। লোনাবেলার সন্ধি। মারাঠা সাম্রাজ্যের ম্যাগনাকার্টা।

 

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে  আপনাদের  জন্য  আলোচনা করা হলো– আপনাদের জন্য নিয়ে এসেছি পেশোয়াতন্ত্রের প্রতিষ্ঠাতা বালাজি বিশ্বনাথ সম্পর্কে কিছু  অতিসংক্ষিপ্ত প্রশ্নোউত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

বালাজী বিশ্বনাথ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর Balaji Vishwanath MCQ.

 

১) মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?

- বালাজি বিশ্বনাথ

২) পেশোয়া এর পদমর্যাদা কি ছিল?

- প্রধানমন্ত্রীর অনুরূপ

৩) মারাঠা সাম্রাজ্যে পেশোয়াদের স্থান কেমন ছিল?

- সম্রাটের পর পেশোয়া পদকে গুরুত্ব দেওয়া হত 

৪) পেশোয়াতন্ত্রের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?

- বালাজি বিশ্বনাথ

৫) বালাজি বিশ্বনাথ প্রথম জীবনে কার অধিনে চাকুরী গ্রহন করেন?

- মারাঠা শাসক শাহুর সেনাপতি ধনাজি যাদবের অধীনে

৬) মারাঠা শাসক শাহুর সেনাপতি ধনাজি যাদবের অধীনে বালাজি বিশ্বনাথ কোন পদে নিযুক্ত ছিলেন?

- কারকুন (রাজস্ব কর্মচারী)

৭) বালাজি বিশ্বনাথ কার অধীনে সেনাকর্তা বা সেনাবাহিনীর সংগঠকরূপে নিযুক্ত হন?

- ধনাজির মৃত্যুর পর তার পুত্র চন্দ্রসেন যাদবের অধীনে

৮) পেশওয়া বালাজি বিশ্বনাথ কোন মারাঠা শাসকের আমলে পুনার সভাসদ ছিলেন?

- বালাজি বিশ্বনাথ

৯) কোন পেশয়ার উপাধি ছিল সেনা কার্টে’ (Sena Karte)?

- বালাজি বিশ্বনাথ

১০) বালাজি বিশ্বনাথকে শাহু কবে পেশোয়া পদে নিযুক্ত করেন?

- তারাবাইয়ের সাথে যুদ্ধে জয়লাভের পর ( এই যুদ্ধে শাহু, বালাজি বিশ্বনাথের কূটনৈতিক সাহায্যদানের মাধ্যমে জেতেন))

১১) বালাজি বিশ্বনাথ কোন যুদ্ধে তারাবাইকে পরাজিত করেছিলেন?

- খেদের যুদ্ধ

১২) খেদের যুদ্ধ কবে হয়েছিল?

- ১৭০৭ সালে

১৩) খেদের যুদ্ধের ফলাফল কি ছিল?

- এই যুদ্ধের ফলে তারাবাইএর সাতারা সাহু এর সাম্রাজ্যভুক্ত হয়েছিল।

১৪) বালাজি বিশ্বনাথ কার পেশোয়া ছিলেন?

- শাহু

১৫) সাহু কবে বালাজি বিশ্বনাথকে পেশোয়া পদে নিযুক্ত করেন?

- ১৭১৩ সালে

১৬) কার উদ্যোগে লোনাবেলার সন্ধি স্থাপিত হয়েছিল?

- বালাজি বিশ্বনাথ

১৭) লোনাবেলার সন্ধি কাদের মধ্যে হয়েছিল?

- পশ্চিম উপকুলের শাসক ও মারাঠা নৌবাহিনীর প্রধান কাহ্নোজি আংরের সাথে শাহু। ( এই সন্ধিতে সাহুর পক্ষে উপস্থিত ছিলেন বালাজি বিশ্বনাথ। কাহ্নোজি আংরে পূর্বে তারাবাঈ এর সমর্থনে যুদ্ধে অংশগ্রহন করেছিলেন। কিন্তু পেশোয়া বালাজি বিশ্বনাথের বন্ধুত্বপূর্ণ নীতির ফলে তিনি মিত্রে পরিনত হন)

১৮) লোনাবেলার সন্ধি কবে হয়েছিল?

- ১৭১৪ সালে

১৯) বালাজি বিশ্বনাথ কবে সৈয়দ ভাইদের সাথে সন্ধি করেছিলেন?

- ১৭১৯ সালে ( এই চুক্তি অনুসারে মুঘলরা শাহুকে ছয়টি মুঘল প্রদেশের (ঔরঙ্গবাদ, বেরার, বিদর, বিজাপুর, গোলকুণ্ডা, খান্দেশ)  চৌথ ও সরদেশমুখি কর আদায়ের অনুমতি দেন। পরিবর্তে শাহু, মুঘল সম্রাটকে বাৎসরিক দশ লক্ষ টাকা কর দিতে এবং বিদ্রোহ দমনের জন্য পনেরো হাজার অশ্বারোহী সৈন্য দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দেন)

২০) বালাজী বিশ্বনাথ কোন্ মুঘল সম্রাটের থেকে ছয়টি মুঘল প্রদেশ থেকে চৌথ সরদেশমুখী আদায় করার 'সনদ' লাভ করেন?

- মুহাম্মদ শাহ (১৭১৯ সালে)

২১) সৈয়দ ভাইদের সাথে বালাজি বিশ্বনাথের ১৭১৯ সালে হওয়া সন্ধিকে কে ‘মারাঠা সাম্রাজ্যের ম্যাগনাকার্টা’ বা ‘মারাঠা শক্তির মহাবিজয়’ বলে উল্লেখ করেন?

- স্যার রিচার্ড  টেম্পল (R. Tample)

২২) মারাঠাজাতিরম্যাগনা কার্টানামে অভিহিত সৈয়দ ভ্রাতা হুসেন আলির সঙ্গে বালাজী বিশ্বনাথের সন্ধি কবে সাক্ষরিত হয় ?

- ১৭১৯ খ্রিষ্টাব্দে

২৩) মুঘল সম্রাট ফারুখশিয়ারকে হত্যা করতে কোন পেশোয়া সৈয়দ ভাইদেরকে সাহায্য করেছিল?

- বালাজি বিশ্বনাথ

২৪) কে পেশোয়া পদকে বংশানুক্রমিক করেন?

- বালাজি বিশ্বনাথ

২৫) বালাজি বিশ্বনাথের মৃত্যু হয় কবে?

- ১৭২০

২৬) বালাজী বিশ্বনাথের মৃত্যুর পর পেশোয়া পদ লাভ করেন কে ?

-  প্রথম বাজীরাও

 

পেশোয়াতন্ত্র দ্বিতীয় পর্ব (প্রথম বাজীরাও)  >>>>

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 

বালাজী বিশ্বনাথ। মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা। পেশোয়াতন্ত্রের প্রতিষ্ঠাতা। সেনা কার্টে। খেদের যুদ্ধ। লোনাবেলার সন্ধি। মারাঠা সাম্রাজ্যের ম্যাগনাকার্টা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad