Type Here to Get Search Results !

মীর জাফর [Mir Jafar]

 মীর জাফর

set by - Manas Adhikary

মীর জাফর। Mir Jafar

মীর জাফর। নাজাফি বংশ। ক্লাইভের গাধা। ক্লাইভের জায়গীর। মীরজাফরের আমলে বিদ্রোহ।

 নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে  আপনাদের  জন্য  আলোচনা করা হলো– আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলার  নবাব মীর জাফর সম্পর্কে কিছু  অতিসংক্ষিপ্ত প্রশ্নোউত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

মীর জাফর অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Mir Jafar MCQ

১) মীরজাফরের পিতার নাম কী?

- সৈয়দ আহমেদ নাজাফি

২) মীরজাফরের প্রকৃত নাম কী?

- মীর জাফর আলী খান

৩) আলীবর্দি খানের সাথে মীরজাফরের সম্পর্ক কী ছিল?

- আলীবর্দি খানের ভগ্নিপতি ছিলেন মীরজাফর ( আলীবর্দি খানের সৎ বোন শাহ খানম ছিলেন মীরজাফরের পত্নী)

৪) আলিবর্দির আমলে মীরজাফর কোন পদে নিযুক্ত ছিলেন?

- বখশী ( নবাবের পরবর্তী পদমর্যাদা)

৫) ১৭৪১ সালে কটকের নিকট নিশ্চিত মৃত্যুর হাত থেকে শওকত জঙ্গকে কে রক্ষা করেন?

- মীরজাফর

৬) আলীবর্দি খানের মৃত্যুর পর কে পূর্ণিয়ার  শওকত জঙ্গকে বাংলা আক্রমন করতে উতসাহিত করেন?

- মীরজাফর

৭) মিরজাফরকে বখশী পদ থেকে অপসারিত করেন কে?

- সিরাজ উদ দ্দৌলা

৮) সিরাজ উদ দ্দৌলা মিরজাফরকে বখশী পদ থেকে অপসারিত করে সেই পদে কাকে বসিয়েছিলেন?

- মীরমদন

৯) সিরাজ উদ দ্দৌলাকে নবাবের পদ থেকে সরিয়ে দিয়ে মিরজাফরকে নবাব পদে আসিন করার যে চুক্তি হয়েছিল, সেই চুক্তি মীরজাফর প্রথম কার সাথে করেছিলেন?

- কাশিমবাজার কুঠির প্রধান উইলিয়াম ওয়াটস 

১০) পলাশীর যুদ্ধে সিরাজ উদ দ্দৌলার প্রধান সেনাপতি কে ছিলেন?

- মীরজাফর

১১) পলাশীর যুদ্ধে সিরাজ পরাজিত হবার পর মীরজাফর কাকে জিঞ্জিরা প্রাসাদে বন্দী ক্রে রেখেছিলেন?

- লুতফুন্নিসা বেগম

১২) পলাশীর যুদ্ধের পর বাংলার নবাব কে হয়েছিলেন?

- মীরজাফর

১৩) বাংলার কোন বংশের নবাব ছিলেন মীরজাফর?

- নাজাফি

১৪) মীরজাফর কতবার বাংলার নবাবী সিংহাসনে বসেছিল?

- দুইবার (প্রথমবার ১৭৫৭-১৭৬০ পর্যন্ত; দ্বিতিয়বার- ১৭৬৩ সালে, বক্সারের যুদ্ধের কিছুদিন আগে)

১৫) মীরজাফর মুর্শিদাবাদের কোন প্রাসাদে মসনদে বসেছিলেন?

- হীরাঝিল

১৬) কে বাংলার নবাব মীরজাফরকে অপসারণের পরামর্শ দিয়েছিলেন?

- হলওয়েল  

১৭) মীরজাফরকে কবে বাংলার নবাব পদ থেকে পদচ্যুত করা হয়?

- 1760

১৮) কর্নেল ক্লাইভের গাধা কাকে বলা হয়?

- মীরজাফর

(কর্নেল ক্লাইভের জায়গীর বলা হয় ২৪ পরগনাকে)

১৯) মীরজাফরের আমলে বাংলায় কয়টি বিদ্রোহ দেখা দিয়েছিল?

- তিনটি

২০) মীরজাফরের আমলে কারা তিনটি বিদ্রোহ সংঘটিত করেন?

- ক) মেদিনীপুরের জমিদার রাজারাম সিংহ এর বিদ্রোহ

খ) পূর্ণিয়াতে হজরত আলিশাহ ও অচল সিংহের বিদ্রোহ

গ) পাটনায় রামনারায়নের বিদ্রোহ

২১) বাংলার কোন নবাব ইংরেজ বাহিনীর  ভাতা দ্বিগুণ করছিল?

- মীর জাফর

২২) কোন হিন্দু রাজাকে ক্লাইভ এবং মীরজাফর মিলিতভাবে ধ্বংস করতে চেয়েছিলেন?

- রাজা রামনারায়ণ   

২৩) ক্লাইভের আচরনে অসন্তুষ্ট হয়ে মীরজাফর কাদের সাথে গোপনে যোগাযোগ রেখে ইংরেজদের বিরুদ্ধে ষড়যন্ত্র  করেছিলেন?

- ওলন্দাজ

২৪) মীর কাসিমের পর কে বাংলার নবাব হন?

- মীর জাফর  

২৫) বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন?

- মীর জাফর

২৬) বক্সারের যুদ্ধে কে অংশগ্রহণ করেন?

- শাহ আলম, সুজাউদ্দৌলাহ, মীর কাসিম

২৭) মীরজাফরের শাসনামলে ব্রিটিশদের মধ্যে কোন নীতিগত পরিবর্তন দেখা যায়?

- নবাবের অধিকার ধীরে ধীরে বিলুপ্ত হতে থাকে 

২৮) ক্লাইভকেউমরাউপাধি দেন কে?

- আলমগীর II

(মীরজাফরের সুপারিশে দেওয়া হয় 1765 সালে)

২৯)মীরজাফর কবে মারা যান?

- 1765

 

বাংলার নবাবী রাজত্ব পঞ্চম পর্ব (পলাশীর যুদ্ধ)>>>>

বাংলার নবাবী রাজত্ব সপ্তম পর্ব (মীর কাশিম)>>>>

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here


মীর জাফর। নাজাফি বংশ। ক্লাইভের গাধা। ক্লাইভের জায়গীর। মীরজাফরের আমলে বিদ্রোহ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad