Type Here to Get Search Results !

মারাঠা প্রশাসন [Maratha Empire]

 

মারাঠা প্রসাশন

Set by – Manas Adhikary

পেশয়াতন্ত্র সপ্তম পর্ব। The Maratha Empire.

মারাঠা প্রশাসন। মজুমদার। কুলকার্নি। দেশপান্ডে। কামবিশাদার। সরদেশ মুখী। চৌথ। হুজুর-ই-দফতার। পতদাম। 

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে  আপনাদের  জন্য  আলোচনা করা হলোআপনাদের জন্য নিয়ে এসেছি মারাঠা প্রসাশন সম্পর্কে কিছু  অতিসংক্ষিপ্ত প্রশ্নোউত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 

মারাঠা প্রশাসন অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। The Maratha Empire MCQ 


১) মারাঠা প্রশাসনে ‘মজুমদার’ কাদেরকে বলা হত?

- হিসাবরক্ষক  

২) পেশোয়া প্রশাসনে ‘কুলকার্নি’ নামে  প্রশাসকের কাজ কি ছিল?

- গ্রামের জমি তদারকিকরন 

৩) মারাঠা রাজ্যের গ্রামীণ অফিসার হিসাবে কে নিযুক্ত ছিলেন না?

- দেশপান্ডে

৪) মারাঠা প্রশাসনে দায়াদ বলতে কি বোঝাত?

- সরকার

৫) মারাঠা প্রশাসনে চৌথ সংগ্রহকারীদের কি বলা হত?

- কামবিশাদার

৬) মারাঠা প্রশাসনে সরদেশ মুখী সংগ্রহকারীদের কি বলা হত?

- গুমস্তা

৭) চৌথের ১৬% অংশ যা রাজাকে দিতে হত তাকে কি বলা হত?

- ববাতি

৮) চৌথের ৬% অংশ যা পন্থসচিবকে  দিতে হত তাকে কি বলা হত?

- সহোত্র

৯) চৌথের ৩% অংশ যা রাজার ইচ্ছার উপর নির্ভর করত তাকে কি বলা হত?

- নাদ গুন্ডা

১০) চৌথের ৭৫% অংশ যা মারাঠা সর্দারকে  দিতে হত তাকে কি বলা হত?

- সরজাম

১১) সরজমি প্রথার সাথে কোনটির সম্পর্ক ছিল? 

- মারাঠা ভূমি রাজস্ব ব্যবস্থা

১২) মারাঠা প্রশাসনের মারাঠা রাজ্যের জমিকে কি বলা হত?

- মুআমলা

১৩) মারাঠা প্রশাসনের বেতন হিসাবে দেওয়া জমি   কি বলা হত?

- জায়গির

১৪) মারাঠা প্রশাসনের রাজস্ব মুক্ত অনুদান জমিকে কি বলা হত?

- মান্য/ইনাম

১৫) মারাঠা প্রশাসনের  কৃষকদের মালিকানাধীন জমিকে কি বলা হত?

-  মীরাস

১৬) পেশোয়া প্রশাসনে মুদ্রার ওজন পরীক্ষা কারা করত?

- পোতদার 

১৭) পেশোয়া প্রশাসনে কাকে ‘বারহ বলুত’ বলা হত?

- শিল্প কারিগর

১৮) পেশোয়া প্রশাসনে ‘হুজুর-ই-দফতার’ নামে কোনটি পরিচিত ছিল? 

- পুনার সচিবালয়

১৯) মারাঠা প্রশাসনে  দেশমুখ, পাতিল, নায়ক বিভিন্ন নাম কাদেরকে দেওয়া হয়েছিল?

- জমিদার

২০) মারাঠা প্রশাসনের দেশমুখ উত্তর ভারতে কি নামে পরিচিত ছিলেন?

- চৌধুরি

২১) মারাঠা প্রশাসনে বিধবা বিবাহের উপর একটি কর নেওয়া হত, তার নাম কি?

- পতদাম  

২২) রাজস্থানে, চৌথ এবং সারদেশমুখী সংগ্রহের পরিবর্তে মারাঠারা কী কর আদায় করেছিল?

- খানদানি

২৩) মারাঠা প্রশাসনের কোন ব্যবস্থা 'সংগঠিত মারাঠা সাম্রাজ্য'কে একটি অসংগঠিত গোষ্ঠীতে পরিণত করেছিল?

- সামন্ত ব্যবস্থা

২৪) কে ‘মারাঠা টোডারমাল’ নামেও পরিচিত ছিলেন?

- আন্নাজি দত্তো  

২৫) পেশোয়াদের অধীনে মারাঠা নৌবাহিনীর দায়িত্ব অর্পিত হয়েছিল ব্যতিক্রমী ক্ষমতার একজন বীরের হাতে, তার নাম কি?

- কানহোজি আংরে

২৬) কোন রাজ্যটি মারাঠা এবং ব্রিটিশ রাজ্যগুলির মধ্যে একটি সংযোজক রাজ্য হিসাবে অবস্থিত ছিল?

- অবধ

২৭) শিবাজির জন্মস্থানকে কি বলা হত?

- মাভাল

২৮) পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের প্রধান তোপচি কে ছিলেন?

- ইব্রাহিম গার্দী

২৯) বারগাঁও সমঝোতা কোন যুদ্ধের সাথে জড়িত?

- প্রথম অ্যাংলো-মারাঠা যুদ্ধ

৩০)  দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধে লর্ড লেক 'লাসওয়াঙ্গির যুদ্ধে' কাকে পরাজিত করেছিলেন?

-  সিন্ধিয়া  

৩১) কোন মারাঠা সেনাপতিকে পরাজিত করে জেনারেল লেক 1803 সালে দিল্লি দখল করেন?

- দৌলতরাও সিন্ধিয়া

৩২) কিরকির যুদ্ধ নিচের কোন যুদ্ধের সাথে সম্পর্কিত? 

- তৃতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধ

(1817 সালের 5 নভেম্বর)

৩৩) কর্নেল টডের তৈরি ভারতের মানচিত্রটি ব্রিটিশরা কোন যুদ্ধে  ব্যবহার করেছিল?

- তৃতীয় মারাঠা যুদ্ধ

(এই মানচিত্রটি তৃতীয় মারাঠা যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল কর্নেল টড এই মানচিত্রটি 1815 সালে তৈরি করেছিলেন)

৩৪) পুরন্দর সন্ধিতে মারাঠা প্রতিনিধি কে ছিলেন (1776)?

-  নানা ফড়নবীস  

৩৫) কোন মারাঠা রাজ্য অবশেষে ব্রিটিশদের সহায়ক চুক্তি মেনে নেয়?

- হোলকার  

৩৬) আজমিরে খাজা মইনুদ্দিন চিশতির দরগাহ পরিদর্শনকারী প্রথম মারাঠা সরদার কে ছিলেন?

- শিবাজীর নাতি রাজা শাহু  

৩৭) কারা নেতৃত্বে মারাঠারা 1754 সালে দিল্লিতে প্রবেশ করে, আহমদ শাহকে সিংহাসন থেকে সরিয়ে দ্বিতীয় আলমগীরকে মুঘল সম্রাট বানিয়েছেন?

- রঘুনাথ রাও  

৩৮) 'রাইজ অফ দ্য মারাঠা পাওয়ার' বইটির লেখক কে?

- মহাদেব গোবিন্দ রানাডে  

৩৯) কার মতে, - আওরঙ্গজেব দক্ষিণ ভারত আক্রমণ না করলে মারাঠা জাতি গড়ে উঠত না।

- রানাডে  

৪০) মারাঠি সাহিত্যের জনক কাকে বলা হয়?

- জ্ঞানেশ্বর

৪১) কোন মারাঠা সাধকের আসল নাম ছিল নারায়ণ সূর্যজি পন্ত?

- রামদাস





প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

মারাঠা প্রশাসন। মজুমদার। কুলকার্নি। দেশপান্ডে। কামবিশাদার। সরদেশ মুখী। চৌথ। হুজুর-ই-দফতার। পতদাম।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad