হায়দার আলি
SET BY- MANAS ADHIKARY
মহীশুর সাম্রাজ্য। Mysore.
হায়দার আলী। প্রথম অ্যাংলো-মহীশূর যুদ্ধ। দ্বিতীয় ইঙ্গ-মহীশুরের যুদ্ধ।ম্যাঙ্গালোরের চুক্তি। মাদ্রাজ চুক্তি। ত্ৰিনোমালির যুদ্ধ। নন্দরাজ। নঞ্জরাজা।
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা
করা হলো– আপনাদের জন্য নিয়ে এসেছি হায়দার আলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোউত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র
ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All
Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC,
School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
হায়দার আলি। Hyder Ali
হায়দার আলী ছিলেন একজন সুদক্ষ
বীর। সাধারন এক অশ্বারোহী সৈনিক হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয়। মহীশুরের হিন্দু দলওয়াই
বা মন্ত্রী নানরাজকে বা নঞ্জরাজকে পদচ্যুত করে মহীশুরের অশ্বারোহী বাহিনীর নায়ক হায়দার
আলি মহীশুরের সিংহাসনে বসেন।
প্রথম দিকে হায়দার ব্রিটিশ বিরোধী
ছিলেন না, তাঁর প্রধান লক্ষ্য ছিল মারাঠা ও
নিজামের আক্রমন প্রতিরোধ করে মহীশুরের অখন্ডতা রক্ষা করা। কিন্তু কোম্পানীর
মাদ্রাজ কর্তৃপক্ষ হায়দার বিরোধী আর্কটের নবাব মহম্মদ আলির সঙ্গে সদ্ভাব গড়ে তুললে হায়দারে সাথে ইংরেজদের সম্পর্ক
বন্ধুত্বের বদলে শত্রুতায় পরিনত হয়। নিজ সামরিক শক্তি ও কুটনৈতিক বিচক্ষনতায় তিনি
দক্ষিন ভারতে ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠার পথে প্রধান বাধা হয়ে দাঁড়ান৷ কখনও এককভাবে,
কখনও মারাঠা ও নিজামের সাথে মিলিতভাবে ইংরেজদের বিরুদ্ধে শক্তিজোট গঠন করে হায়দার
দুটি যুদ্ধের অবতারনা করেন। হায়দার সের, বেদনু্র, গুটি প্রভৃতি প্রতিবেশী অঞ্চল ও
দূর্গগুলি অধিকার করে শক্তি বাড়ান। হায়দারের এই শক্তিবৃদ্ধি মাদ্রাজের ইংরেজ শক্তি
ইর্ষার চোখে দেখে। হায়দারকে মিত্রহীন ও দুবর্ল করার জন্য গভর্নর জেনারেল হেস্টিংস,
মারাঠা, নিজাম ও ইংরেজের ত্রিশক্তি জোট গড়ে হায়দারকে আক্রমন করেন। কুটনীতিবিদ হায়দার
মারাঠাকে অর্থ দ্বারা জোটচ্যুত করেন এবং মেরুদন্ডহীন অথচ ধুর্ত নিজাম যুদ্ধের গতি লক্ষ্য
করার জন্য আপাততঃ নিষ্ক্রিয় হন। হায়দারের বাহিনী কর্নাটকে ঢুকে পড়লে নিজাম তাঁর
সেনা সহ ইংরেজ বাহিনীর সঙ্গে যোগ দিয়ে ব্যাঙ্গালোর অভিমুখে অভিযান চালান। কিন্তু হায়দার আলি ইংরেজকে সম্মুখ সমর না দিয়ে
ইংরেজ সেনাবাহিনীর পাশ কাটিয়ে অকস্মাৎ ইংরেজদের শক্তিকে অরক্ষিত মাদ্রাজ নগরীর সামনে
চলে আসেন। ভীত মাদ্রাজ কাউন্সিল হায়দারের সঙ্গে মাদ্রাজের সন্ধি (১৭৬৯ খৃঃ) তে বাধ্য
হয়। ভারত ইতিহাসে এটিই হল প্রথম সন্ধি, যা ইংরেজ নিজে উপযাজক হয়ে একটি ভারতীয় শক্তির
সঙ্গে করতে বাধ্য হয়। সন্ধির শর্তানুযায়ি হায়দার ও ইংরেজ উভয়েই একে অপরের বিজিত
স্থান ও যুদ্ধবন্দি প্রত্যর্পন করেন। এছাড়াও স্থির হয় হায়দার তৃতীয় কোনো শক্তির
দ্বারা আক্রান্ত হলে তাকে ইংরেজরা রক্ষা করবে।
কিন্তু পরবর্তীকালে পেশোয়া মাধব রাও মহীশুর আক্রমন
(১৭৭০খ্রঃ) করলেও মাদ্রাজের সন্ধির শর্ত মেনে ইংরেজরা হায়দারকে সাহায্য করেনি৷ এর
পাশাপাশি গুন্টুর সমস্যা সৃষ্টির জন্য হায়দার ইংরেজদের উপর প্রচন্ড ক্ষুব্ধ হন। এই
অবস্থায় হায়দার বুঝতে পারেন ইংরেজরাই মহীশুরে প্রধান শত্রু৷ তাই ইঙ্গ-মারাঠা যুদ্ধ (১৭৭৫ খ্রঃ) শুরু হলে সুযোগ
বুঝে হায়দার ইংরেজ বিরোধী মহীশুর-মারাঠা শক্তিজোট
গড়ে তোলেন। কারন অকর্মন্য পেশোয়া কোম্পানীর আনুগত্য স্বীকার করলেও শক্তিশালী মারাঠা
সামন্তগণ স্বাধীনতা বিসর্জন দিত প্রস্তুত ছিলেন
না। পরে নিজামকেও ওই জোটে টেনে এনে তিনি ইংরেজ শক্তির উচ্ছেদে অগ্রসর হন। শুরু হয়
দ্বিতীয় ইঙ্গ-মহীশুর যুদ্ধ (১৭৮০খ্রীঃ)। এইসময় ইংরেজরা, মারাঠাদের সলবাইয়ের সন্ধির
মাধ্যমে হায়দার আলিকে মিত্রহীন করে। মিত্রহীন হায়দার আলিকে ইংরেজ সেনাপতি আয়ারকূট
পোর্টোনোভো ও জিনোমোলির যুদ্ধে পরাস্ত করলেও হায়দারের সামরিক শক্তি অক্ষুন্ন থাকে।
ইতিমধ্যে ফরাসী নৌ-সেনাপতি সাফ্রেন দক্ষিনে হায়দারকে সাহায্য করার জন্য উপস্থিত হন।
বিভিন্ন রণক্ষেত্রে হায়দার ব্রিটিশ শক্তিকে বিপর্যস্ত করে তোলেন। ঠিক এইসময় কর্কট
রোগে আক্রান্ত হয়ে হায়দার আলি মারা যান (১৭৮২খৃঃ)। হায়দার আলী দেশবাসীকে বিদেশি
শক্তির বিরুদ্ধে লড়াইয়ে অনুপ্রেরনা যুগিয়েছিলেন। তিনি নিজেও অসামান্য দক্ষতা ও সাহসের
সঙ্গে লড়াই করে সামাজ্যবাদী ব্রিটিশকে বুঝিয়ে দিয়েছিলেন যে ভারতমাতার বীর সন্তানরা
সহজে পরাজয় স্বীকার করতে রাজি নয়। তারা নিজেদের শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত
লড়াই করতে জানে।
প্রশ্নোত্তর
পর্ব
১)
কোন সালে বিজয়নগর সাম্রাজ্যের অধীনে মহীশূরে স্বাধীন ওয়াদিয়ার রাজবংশ প্রতিষ্ঠিত হয়?
- 1612
২)
কোন শাসক 1612 খ্রিস্টাব্দে মহীশূরে ওয়াদিয়ার রাজবংশ প্রতিষ্ঠা করেন এবং মহীশূরের রাজা উপাধি গ্রহণ
করেন?
- ভেঙ্কট II
৩)
কোন সালে মহীশূরের ওয়াদিয়ার শাসক আওরঙ্গজেবের আধিপত্য স্বীকার করেন?
- 1704
৪)
মহীশূরের কোন ওয়াদিয়ার শাসকের শাসনামলে শাসনের প্রকৃত ক্ষমতা দুই মন্ত্রী নন্দ রাজা ও দেবরাজের
হাতে কেন্দ্রীভূত ছিল?
- চিক্কা কৃষ্ণ রাজ
৫)
ওয়াদিয়ার রাজবংশের চিক্কা কৃষ্ণরাজের শাসনামলে কোন মন্ত্রী প্রকৃত ক্ষমতায় ছিলেন?
- নঞ্জরাজ ও
দেবরাজ
৬)
নঞ্জরাজ কে ছিলেন?
- মহীশুরের হিন্দুরাজা চিক্কা কৃষ্ণরাজের মন্ত্রী (এই নঞ্জরাজ
ও তার ভাই দেবরাজ মহীশুরের রাজা চিক্কা কৃষ্ণরাজের দুর্বলতার সুযোগ নিয়ে রাজ্যের সকল
ক্ষমতা নিজেদের হাতে নিয়ে নেয়)।
৭)
হায়দার আলির জন্ম কোথায় হয়েছিল?
- বুদিকোট
8)
হায়দার আলী কবে জন্মগ্রহণ করেন?
- 1721, বুদিকোটা (মতান্তরে
1722)
৫)
হায়দার আলি নিরক্ষর না সাক্ষর ছিলেন?
- নিরক্ষর ব্যক্তি (এছাড়াও ছত্রপতি শিবাজী , সম্রাট আকবর ্হায়দার
আলি , রঞ্জিত সিং ও নিরক্ষর ছিলেন)
৬)
1749 খ্রিস্টাব্দে, হায়দার আলী মহীশূরের কোন মন্ত্রীর শাসনামলে একজন সামরিক অফিসার হিসাবে তার
কর্মজীবন শুরু করেন?
- নন্দ রাজ
৭)
হায়দার আলি কে ছিলেন?
- নঞ্জরাজের একজন সাধারন সৈনিক
৮)
মহীশূরের প্রধানমন্ত্রী নন্দ রাজ হায়দার আলীকে কোন স্থানের ফৌজদার হিসাবে নিযুক্ত করেন?
- ডিন্ডিগুল (মহীশূরের
মন্ত্রী নন্দরাজা/নঞ্জরাজা তাকে এই পদে নিযুক্ত করেছিলেন।)
৯)
কোন সালে মহীশূরের প্রধানমন্ত্রী নন্দ রাজ হায়দার আলীকে ডিন্ডিগুলের ফৌজদার হিসাবে নিযুক্ত করেন?
- 1755
১০)
হায়দার আলী কবে ডিন্ডিগুলের ফৌজদার হন এবং কবে তিনি আধুনিক অস্ত্রাগার প্রতিষ্ঠা করেন?
- 1755
১১)
হায়দার আলী কাদের সহায়তায় ডিন্ডিগুলে কে একটি আধুনিক অস্ত্রাগার প্রতিষ্ঠা করেন?
- ফরাসি বিশেষজ্ঞদের
১২)
1759 খ্রিস্টাব্দে কোন মহীশূর আক্রমণ কারিকে
হায়দার আলী পরাজিত করে বিতাড়িত করেন?
- মারাঠা
১৩)
হায়দার আলী কাকে বন্দি করে মহীশূরের শাসকের রক্ষক হন?
- নন্দরাজ (নজরাজ)
১৪)
মহীশূরে ক্ষমতার ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেন?
- হায়দার আলী
১৫)
হায়দার আলী নিজেকে কবে মহীশূরের শাসক হিসাবে ঘোষণা করেছিলেন?
- 1760 সালে
১৬)
কবে হায়দার আলি মহীশূরের অধিপতি হন?
-1761 সালে
১৭)
হায়দার আলি কোন উপাধি গ্রহন করেন?
- খোদাদাদ
১৮)
মহীশুরের কোন শাসক রাজকীয় উপাধি গ্রহন করেন নি?
- হায়দার আলি
১৯)
হায়দার আলির ঘোড়ার নাম কী?
- দিলখুসের বাচ্চা
২০)
হায়দার আলি কোন মন্দিরের জন্য অনেক জমি দান করেছিলেন?
- রঙ্গনাথ মন্দির
২১)
রঙ্গনাথের মন্দির কে সংস্কার করেন?
- হায়দার আলি
২২)
হায়দার আলিকে মালাবার থেকে বিতাড়িত করার জন্য নায়াররা কাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল?
-ব্রিটিশদের সাথে।
২৩)
হায়দার আলি তাঁর কোন সেনাবাহিনীর উপর বেশী নির্ভর করতেন?
- অশ্বারোহী বাহিনী।
২৪)
প্রথম কোন ভারতীয় শাসক ইউরোপীয় মডেলে সামরিক প্রশিক্ষণ চালু করেন
- হায়দার আলী
২৫)
কোন মহীশুর শাসক মহীশূর থেকে শ্রীরঙ্গপত্তনমে রাজধানী স্থানান্তরিত করেন?
- হায়দার আলি
২৬)
নিজাম আলী কোন ইংরেজ প্রেসিডেন্সির কাছে উত্তর সরকারের ভূখণ্ড হস্তান্তর করেছিলেন, যার
বিনিময়ে ব্রিটিশরা হায়দার আলীর বিরুদ্ধে নিজামকে সাহায্য করতে রাজি হয়েছিল?
- মাদ্রাজ প্রেসিডেন্সি
২৭)
হায়দার আলী কোন ব্রিটিশ সেনা কর্মকর্তাকে বন্দী করেছিলেন?
- কর্নেল ব্রেথওয়েট
২৮)
হালি বালির যুদ্ধ কখন সংঘটিত হয়েছিল যেখানে হায়দার আলী মারাঠাদের কাছে মারাত্মকভাবে পরাজিত
হয়েছিল?
- 1764
২৯)
কবে মারাঠাদের সাথে সন্ধি করতে সক্ষম হন?
- 1765 খ্রিস্টাব্দে (মতান্তরে1766 খ্রিস্টাব্দে)
৩০)
1765 খ্রিস্টাব্দে হায়দার আলী মারাঠাদের বার্ষিক কত টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন?
- 28 লাখ ( মতান্তরে 25 লাখ)
৩১)
প্রথম ইঙ্গ-মহীশুর যুদ্ধ কাদের মধ্যে হয়?
- নিজাম ও হায়দার আলির যুগ্মবাহিনীর সাথে ইংরেজদের
৩২)
কোন যুদ্ধে হায়দার আলি ও নিজামের যুগ্মবাহিনী ইংরেজদের হাতে পরাজিত হন?
- ত্ৰিনোমালির যুদ্ধ (1768 সালে)।
৩৩)
প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধের সময় বাংলার গভর্নর কে ছিলেন?
- ভেরেলষ্ট
৩৪)
প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধে ব্রিটিশরা কোন স্থান জয় করেছিল?
- চাঙ্গামা, ত্রিনোমালি
৩৫)
কাদের মধ্যে মাদ্রাজ সন্ধি হয়েছিল?
- ব্রিটিশ সরকার এবং হায়দার আলী
৩৬)
ব্রিটিশ ও হায়দার আলীর মধ্যে মাদ্রাজ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
- 4 এপ্রিল 1769
৩৭)
প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধের পর, 1769 খ্রিস্টাব্দে হায়দার আলী এবং মাদ্রাজের কোন গভর্নরের মধ্যে মাদ্রাজ
চুক্তি স্বাক্ষরিত হয়?
- স্মিথ
৩৮)
মাদ্রাজ চুক্তির শর্তগুলি কি ছিল
(1769)?
- ক) একে অপরের বিজিত অঞ্চলগুলির একে অপরকে ফিরিয়ে দেওয়া হবে
খ) ব্রিটিশরা হায়দার আলীকে ক্ষতিপূরণ দেবে
গ) হায়দার আলী ব্রিটিশবন্দীদের
মুক্তি দেবেন
৩৯)
দ্বিতীয় ইঙ্গ মহীশুর যুদ্ধ কাদের মধ্যে হয়?
- হায়দার আলি ও ইংরেজদের মধ্যে
৪০)
দ্বিতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ কত সালে হয়েছিল?
- 1780-1784
৪১)
দ্বিতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধের মূল কারণ কী ছিল?
- ব্রিটিশরা ফরাসি বন্দর মাহি (হায়দারের রাজ্যের অধীনে) দখল
করে নেয়
৪২)
দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের সময়, হায়দার আলী কোন যুদ্ধে ইংরেজ জেনারেল বেইলিকে পরাজিত করে আর্কট
দখল করেন?
- কাঞ্জীভারমের যুদ্ধ
৪৩)
দ্বিতীয় অ্যাংলো-মহীশূর যুদ্ধের তাৎক্ষণিক কারণ ছিল ব্রিটিশদের দ্বারা কোন ফরাসি উপনিবেশ দখল?
- মাহে
৪৪)
ব্রিটিশরা ফরাসি বন্দর মাহি দখল করার সময় হায়দার আলী কোন পদক্ষেপ গ্রহণ করেছিলেন?
- ব্রিটিশদের দ্বারা ক্ষুব্ধ হয়ে হায়দার ব্রিটিশ বন্ধুত্বপূর্ণ
রাজ্য কর্ণাটকে আক্রমণ করেন।
৪৫)
হায়দার আলী কবে ব্রিটিশদের বিরুদ্ধে ত্রিকুটা
সংঘ গঠন করেন?
- 1779
৪৬)
হায়দার আলিকে দ্বিতীয় ইঙ্গ মহীশুর যুদ্ধে সাহায্য করার জন্য কোন ফরাসী নৌ-সেনাপতি উপস্থিত হন?
- সাফ্রেন
৪৭)
দ্বিতীয় ইঙ্গ-মহীশুর যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন?
- আয়ারকূট
৪৮)
1781 সালে, কোন ইংরেজ সেনাপতি হায়দার আলীকে পোর্টোনোভা এবং সাইলিদপুরের যুদ্ধে মারাত্বকভাবে পরাজিত করেছিলেন?
- জেনারেল ইয়ারকুট
৪৯)
দ্বিতীয় অ্যাংলো-মহীশূর যুদ্ধ কোন চুক্তির মাধ্যমে শেষ হয়েছিল?
- ম্যাঙ্গালোরের চুক্তি
৫০)
হায়দার আলীর উত্তরসূরি কে ছিলেন
- টিপু সুলতান
৫১)
হায়দার আলি কীভাবে মারা যান?
- ক্যান্সার (কর্কট) রোগে আক্রান্ত হয়ে।
৫২)
কোন যুদ্ধ চলাকালীন হায়দার আলির মৃত্যু হয়?
- দ্বিতীয় ইঙ্গ-মহীশুরের যুদ্ধ।
৫৩)
বাবা হায়দার আলীর মৃত্যুর পর টিপু সুলতান কত সালে মহীশূরের শাসক হন?
- 1782
৫৪)
“হায়দার আলির জন্ম হয়েছিল সাম্রাজ্য তৈরী করতে আর টিপুর জন্ম হয়েছিল তা ধ্বংস করতে” - উক্তিটি
কার?
- উইলক্স
৫৫)
কার উক্তি- "আমি ভূমি থেকে তাদের সম্পদ নিষ্কাশন করতে পারি, কিন্তু সমুদ্রকে শুকাতে পারি না।"
- হায়দার আলী
টিপু সুলতান >>>>
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
হায়দার আলী। প্রথম অ্যাংলো-মহীশূর যুদ্ধ। দ্বিতীয় ইঙ্গ-মহীশুরের যুদ্ধ।ম্যাঙ্গালোরের চুক্তি। মাদ্রাজ চুক্তি। ত্ৰিনোমালির যুদ্ধ। নন্দরাজ। নঞ্জরাজা।