Type Here to Get Search Results !

দ্বিতীয় বাজীরাও [ Baji Rao II]

 

দ্বিতীয় বাজীরাও

Set by – Manas Adhikary

 

পেশয়াতন্ত্র ষষ্ঠ পর্ব। Baji Rao II

দ্বিতীয় বাজীরাও। শেষ পেশোয়া। বেসিনের সন্ধি। তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ।

 নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে  আপনাদের  জন্য  আলোচনা করা হলোআপনাদের জন্য নিয়ে এসেছি শেষ পেশোয়া দ্বিতীয় বাজীরাও সম্পর্কে কিছু  অতিসংক্ষিপ্ত প্রশ্নোউত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 

দ্বিতীয় বাজীরাও অতিসংক্ষিপ্ত  প্রশ্নোত্তর। Baji Rao II MCQ. 

 

) মারাঠা সাম্রাজ্যের শেষ পেশোয়ার নাম কি ?

- দ্বিতীয় বাজীরাও

) দ্বিতীয় বাজীরাও এর পিতার নাম কি?

- রঘুনাথ রাও     

) কোন উপজাতি বিদ্রোহের পরিপ্রেক্ষিতে বলা হয় যে দ্বিতীয় পেশওয়া বাজিরাও এবং তার প্রতিনিধি ত্রিম্বকজি ডাঙ্গলিয়া এই বিদ্রোহকে উৎসাহিত করেছিলেন?

- ভিল বিদ্রোহ

) সালবাই চুক্তিকে কে 'সঙ্কটের সফল আলোচনা' বলেছেন?

- বাজিরাও II

) দ্বিতীয় বাজীরাও, ব্রিটিশদের সাথে কোন সন্ধি করেছিলেন?

- বেসিনের

) বেসিনের সন্ধি কবে হয়েছিল?

- ১৮০২ সালে

) 1802 সালে কাদের মধ্যে বেসিন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?

- পেশওয়া বাজিরাও দ্বিতীয় এবং মার্কিস অফ ওয়েলেসলি

) কোন সন্ধির ফলে মারাঠা সাম্রাজ্য দাক্ষিণাত্যের প্রকৃত শাসনভার পেয়ে যায় ব্রিটিশরা?

- বেসিনের সন্ধি

) লর্ড ওয়েলেসলির সহায়ক সন্ধি গ্রহণকারী প্রথম মারাঠা সেনাপতি ছিলেন

- পেশওয়া বাজিরাও দ্বিতিয়

১১) 1817 সালের 13 জুন পুনার চুক্তিতে কে স্বাক্ষর করেন।

- বাজিরাও II

১২) কবে ব্রিটিশরা সম্পূর্ণরূপে দ্বিতীয় বাজীরাও কে পরাজিত করেন?

- ১৮১৮ সালে

১৩) তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধে দ্বিতীয় পেশওয়া বাজিরাও কোন ব্রিটিশ সেনাপতির সামনে আত্মসমর্পণ করেছিলেন?

- জন ম্যালকম 

১৪) কোরেগাঁও এবং অস্টির যুদ্ধে পরাজিত হয়ে দ্বিতীয় পেশওয়া বাজিরাও কার কাছে আত্মসমর্পণ করেছিলেন?

- ম্যালকম

১৫) কে তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন?

 পেশওয়া বাজিরাও দ্বিতীয, আপ্পাজি ভোঁসলে,  মালহার রাও হোলকার

১৬) কিরকির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?

- পেশওয়া বাজিরাও দ্বিতিয় বনাম ইংরেজ

১৭) 1818 সালে, দ্বিতীয় পেশওয়া বাজিরাও স্যার জন ম্যালকমের কাছে আত্মসমর্পণ করেন। এরপর ব্রিটিশরা সাতারাকে একটি ছোট রাজ্যে পরিণত করেছিল এবং মারাঠাদের সন্তুষ্টির জন্য শিবাজীর কোন বংশধরকে সেখানে নিযুক্ত করা হয়েছিল?

- প্রতাপ সিং

(দ্বিতীয় বাজিরাওকে লক্ষ বার্ষিক পেনশন দিয়ে বিথুরকে পাঠানো হয়েছিল)

১৮) কোন মারাঠা সর্দার শেষ পেশওয়া বাজি রাও দ্বিতীয়কে পরাজিত করেছিলেন?

- যশবন্তরাও হোলকার  

১৯) বাজীরাও এর পুত্রের নাম কী?

- বাজীরাও এর নিজস্ব কোন পুত্র ছিল না। তিনি একজনকে দত্তক পুত্র হিসাবে গ্রহন করেছিলেন। তার নাম ধুন্দুপন্থ।

২০) ধুন্দুপন্থ কি নামে সর্বাধিক বেশি পরিচিত?

- নানা সাহেব

২১) কোন পেশওয়ার দত্তক পুত্র ছিলেন ‘নানা সাহেবযিনি 1857 সালের বিপ্লবে কানপুরে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন?

- বাজিরাও II

২২) মারাঠাদের পতনে কার  সবচেয়ে বেশি দায়ী কোন পেশোয়া?

- বাজিরাও II

২৩) এলফিনস্টোন কার শাসনামলের পুনে মহানগরের পুলিশী ব্যবস্থার সততা দক্ষতার প্রশংসা করেছেন?

- বাজিরাও II

২৪) মারাঠাদের মধ্যে শ্রেষ্ঠ পেশোয়া কে ছিলেন?

- প্রথম বাজীরাও

২৫) মারাঠাদের মধ্যে দুর্বলতম পেশোয়া কে ছিলেন?

- দ্বিতিয় বাজীরাও

 

 

পেশয়াতন্ত্র পঞ্চম পর্ব (দ্বিতীয় মাধবরাও ) >>>>

পেশয়াতন্ত্র সপ্তম পর্ব (মারাঠা প্রসাশন ) >>>>

 


প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

দ্বিতীয় বাজীরাও। শেষ পেশোয়া। বেসিনের সন্ধি। তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad