বিভিন্ন বিদ্রোহ
Set by – Manas Adhikary
1857 সালের আগে প্রধান বিদ্রোহ এবং এর নেতা।
চের বিদ্রোহ। ফকির বিদ্রোহ। সন্ন্যাসী বিদ্রোহ। কুকা বিদ্রোহ। ভেলোরের সিপাহী বিদ্রোহ। ভেলোরের সিপাহী বিদ্রোহ।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
1857 সালের আগে প্রধান বিদ্রোহ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
চের বিদ্রোহ: ভূষণ সিং (1800 খ্রিস্টাব্দের পালামু, বিহারে)
ফকির বিদ্রোহ: মজনু শাহ (বাংলায় ১৭৭৬-৭৭)
সন্ন্যাসী বিদ্রোহ: এই আন্দোলন 1770 সালে বাংলায় শুরু হয়। এই বিদ্রোহের প্রধান কারণ ছিল তীর্থযাত্রীদের তীর্থস্থান ভ্রমণে নিষেধাজ্ঞা। সন্ন্যাসীরা ছিল মূলত হিন্দু নাগা এবং গিরি সশস্ত্র সন্যাসী। বন্দে মাতরমের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর আনন্দমঠ উপন্যাসে এই সন্ন্যাসী বিদ্রোহের কথা উল্লেখ করেছেন। ভবানী পাঠক এবং মহিলা দেবী চৌধুরাণী ছিলেন এই আন্দোলনের দুই প্রধান হিন্দু নেতা।
কুকা বিদ্রোহ: জওহর ভগত এবং তার শিষ্য বলাক সিং (পশ্চিম পাঞ্জাবে) সাওয়ান্তবাদী বিদ্রোহ: মারাঠা সর্দার ফন্দ সাওয়ান্ত (1844 সালে)
পদ্যাগারোর বিদ্রোহ: কত্তাবোম নায়কান (1801 সালে দক্ষিণ ভারতের বৃহত্তম বিদ্রোহ এটি)
ভেলোরের সিপাহী বিদ্রোহ:
টিপু সুলতানের বংশধররা এই বিদ্রোহে সিপাহীদের সমর্থন করেছিল। (1806 সালে)
নায়ক-বিদ্রোহ: অচল সিং (মেদিনীপুর, বাংলায়
1806-16)
ত্রাভাঙ্কোরের বিদ্রোহ-দেওয়ান ভেলুথাম্পির নেতৃত্বে
বেরেলির বিদ্রোহ: মুফতি মুহাম্মদ এওয়াজ
(1816 সালে)
আলীগড়ের বিদ্রোহ: হাতরাসের তালুকদার দয়ারাম এবং মুরসানের তালুকদার ভগবন্ত সিং (1817 সালে)
পাইকারদের বিদ্রোহ: গজবন্ধু
(1817, উড়িষ্যায়)
কিট্টুর বিদ্রোহ: কিট্টুর মহারানি চেন্নাম্মা (1824 সালে)
রামোশি বিদ্রোহ: চিতুর সিং 1822 সালে, পরে উমাজি (পুনায়) 1826 সালে
আহোম বিদ্রোহ: 1828-30 গদাধর সিং এবং
1830 সালে কুমার রূপচাঁদ
বিশাখাপত্তনম বিদ্রোহ: 1793-96 বিজয়রাম রাজে,
1832-34 বীরভদ্র রাজে
গুমসুরের বিদ্রোহ: গঞ্জাম-বিদ্রোহের নেতা শ্রীকর ভাঞ্জের পুত্র
(1800-05) ধনঞ্জয় (1835 সালে)
ওয়াহাবি আন্দোলন: 1830 সালে বেরেলির সৈয়দ আহমেদ বেরেলি দ্বারা শুরু হয়, 1831 সালে সৈয়দ আহমেদ বেরেলির মৃত্যুর পর ইনায়েত আলী এবং বিলায়ত আলী বিহারে এবং বাংলায় তিতু মীর এবং দুদু মিয়াঁ দ্বারা। এর প্রধান কেন্দ্র ছিল পাটনা।
ফরাজি আন্দোলন: শরীয়তুল্লাহ ও তার ছেলে মুহাম্মদ মহসিন (দুদ মিয়া)। তিনি ওহাবীদের বিরুদ্ধে ছিলেন। (বাংলা)
সম্বলপুরের বিদ্রোহ: সুরেন্দ্র সাই (1839 সালে)
গড়করি বিদ্রোহ: বাবাজি আহিরকর (1844, কোলহাপুর)
বুন্দেলা বিদ্রোহ: জওহর সিং এবং মধুকর শাহ (1842, সাগর এবং মধ্যপ্রদেশের দামোহ) এই প্রদেশে বার্ড কমিশনের রিপোর্টে মহলওয়াড়ি বন্দোবস্ত করা হয়েছিল।
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
চের বিদ্রোহ। ফকির বিদ্রোহ। সন্ন্যাসী বিদ্রোহ। কুকা বিদ্রোহ। ভেলোরের সিপাহী বিদ্রোহ। ভেলোরের সিপাহী বিদ্রোহ।