Type Here to Get Search Results !

চুয়াড় বিদ্রোহ [Chuar Rebellion]

 

চূয়াড় বিদ্রোহ

Set by - Manas Adhikary

চুয়াড় বিদ্রোহ| Chuar Rebellion.

চুয়াড় বিদ্রোহ| পাইকান জমি| সূর্যাস্ত আইন| জগন্নাথ সিংহ| দুর্জন সিং| রানি শিরোমনি| অচল সিং|

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো চুয়াড় বিদ্রোহ। এই পর্বে থাকছে চুয়াড় বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সাথে অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 

চুয়াড় বিদ্রোহ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর| About Chuar Rebellion and MCQ.

 

চোয়াড় বা চূয়াড়রা ছিল বাকুড়া আর মেদিনীপুর জেলার জঙ্গলমহলের অধিবাসী৷ চাষবাস পশুশিকারের সঙ্গে জড়িত থাকলেও যুদ্ধবিগ্রহ ছিল তাদের প্রধান পেশা। সাধারনত চূয়াড় সম্প্রদায়ের মানুষেরা মেদিনীপুর বাঁকুড়া, সিংভূম, মানভূম ধলভূমের স্থানীয় জমিদারদের অধিনে রক্ষী বা পাইকের কাজ করত এর বিনিময়ে বেতনের পরিবর্তে তারা যে জমিগুলিতে চাষাবাদ করে ফসল ফলিয়ে নিজেদের জীবিকা নির্বাহ করত, সেইসব নিস্কর জমিগুলিকে বলা হত পাইকান জমি। বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানীর কতৃত্ব প্রতিষ্ঠার পরভুমি রাজস্ব ব্যবস্থার মাধ্যমে পাইকান জমিতে উচ্চহারে রাজস্ব ধার্য করে৷ ফলে অত্যাধিক রাজস্বের চাপ রাজস্বাদায়কারীদের সীমাহীন অত্যাচার চুয়াড়দেরকে ক্ষিপ্ত করে তোলে৷ এইসময় কোম্পানী বেশ কিছু স্থানে পাইকান জমি কেড়ে নিতে থাকলে চুয়াড়রা বিদ্রোহের দিকে এগিয়ে যেতে থাকে৷ এইসময় তাদের বিদ্রোহের আগুন উস্কে দেয় কোম্পানী প্রচলিত চিরস্থায়ী বন্দোবস্তের সূর্যাস্ত আইন৷ এই আইন অনুসারে জমিদারগনকে বছরের একটি নির্দিষ্ট দিনের সূর্য ডোবার আগে রাজস্ব দিত হত না হলে চুয়াড়দের জমি কেড়ে নেওয়া হত। উপরোক্ত প্রেক্ষাপটে ১৭৬৮ খ্রীষ্টাব্দে ধলভূমের রাজা জগন্নাথ সিংহ প্রথম বিদ্রোহ ঘোষনা করেন৷ এটি ছিল বাংলা বুকে ঘটে যাওয়া সর্বপ্রথম সশস্ত্র বিদ্রোহ। পরে ১৭৯৮ খ্রীষ্টাব্দ থেকে ১৭৯৯ খ্রীস্টাব্দ পর্যন্ত দূর্জন সিংহের নেতৃত্বে এই বিদ্রোহ ব্যাপক আকার ধারন করেন। এই বিদ্রোহটি প্রায় ৩০ বছর স্থায়ী হয়েছিল

 অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

) বাংলায় কোন বিদ্রোহ প্রথম দেখা দেয়/ কোম্পানী আমলে প্রথম বাংলায় কোন আদিবাসী বিদ্রোহ দেখা দেয়?

- চুয়াড় বিদ্রোহ (মতান্তরে সন্ন্যাসী বিদ্রোহ)

) ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বাংলায় প্রথম সংঘটিত কৃষক বিদ্রোহ কোনটি?-

চূয়াড় বিদ্রোহ

) চূয়াড় বিদ্রোহ কতদিন ধরে চলেছিল?

- প্রায় ত্রিশ বছর

) চূয়াড় বিদ্রোহের বেশীরভাগ বিদ্রোহীর পূর্বের পেশা কী ছিল?

- এরা মুঘলদের অধীনে জমিদারদের সৈন্যবাহিনীতে কাজ করত

) চূয়াড় বিদ্রোহের যেসব বিদ্রোহীরা পূর্বে মুঘলদের অধীনে জমিদারদের সৈন্যবাহিনীতে কাজ করত তাদেরকে কী বলা হত?

- পাইক

) জঙ্গলমহলের (মেদিনীপুর, বাঁকুড়া, সিংভূম, মানভূম ধলভূম) অধিবাসীরা স্থানীয় জমিদাদের অধীনে নায়েব বা পাইকের কাজ করতেন৷ এরা কাজের বিনিময়ে জমি ভোগ করার সুবিধা পেতেন৷ ঐসব জমিকে কী বলা হত?

- পাইকান জমি

) চূয়াড় বিদ্রোহ প্রথম কবে হয়?

- ১৭৬৮ খ্রীষ্টাব্দে

) চূয়াড় বিদ্রোহ সূচনাকালে ইংরেজ বড়লাট কে ছিলেন?

- ভেরেলস্ট

) চূয়াড় বিদ্রোহ প্রথম কে ঘোষনা করেন?

- ধলভূমের রাজা জগন্নাথ সিং

১০) মেদিনীপুরের রেসিডেন্ট গ্রাহাম কাকে পাঠিয়েছিলেন ধলভূমের রাজাকে শায়েস্তা করতে?

- এনসাইন ফারগুসন

১১) এনসাইন ফারগুসন কাকে ধলভূমের রাজা করেন?

- জগন্নাথ ধল বা জগন্নাথ সিং

১২) পরবর্তীতে জগন্নাথ ধল রাজস্ব দিতে অস্বীকার করলে তৎকালীন মেদিনীপুরের রেসিডেন্ট ভ্যান্সিস্টার্ট কাকে পাঠিয়েছিলেন জগন্নাথকে গ্রেপ্তার করার জন্য?

- ক্যাপ্টেন রুরকে

১৩) ধাদকার শ্যাম গঞ্জন কোন বিদ্রোহের নেতা ছিলেন?

- চূয়াড় বিদ্রোহ ( ধলভূমের রাজা জগন্নাথ সিংহের পর ধাদকার শ্যাম গঞ্জন চূয়াড় বিদ্রোহের নেতৃত্বদান করেছিলেন)

১৪) দুর্জন সিং কোথাকার জমিদার ছিলেন?

- রাইপুরের (মতান্তরে নাড়াজোলের রাজা)

১৫) বিদ্রোহ চলকালীন দুর্জন সিং কতগুলি গ্রামের অধিকার ইংরেজদের থকে ছিনিয়ে নিয়েছিলেন?

- প্রায় ৩০ টি

১৬) কার নেতৃত্বে চূয়াড় বিদ্রোহ তার ব্যাপক আকার ধারন করেছিল?

- দুর্জন সিং

১৭) ১৭৯৮ সালে যে চূয়াড় বিদ্রোহ হয় তা নেতা কে ছিলেন?

- দুর্জন সিং

১৮) চূয়াড় বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন?

- ওয়েলেসলী

১৯) চূয়াড় বিদ্রোহ কয়টি পর্বে হয়? তাদের সময়কাল উল্লেখ কর।

- দুটি পর্ব প্রথম পর্ব- ১৭৬৮ খ্রীষ্টাব্দে এবং দ্বিতীয় পর্ব- ১৭৯৮-৯৯ খ্রীষ্টাব্দ

২০) চূয়াড় শব্দের অর্থ কী?

- নিচু জাত

২১) চূয়াড় বিদ্রোহের উল্লেখজোগ্য নেতৃত্ববর্গের নাম উল্লেখ কর?

- জগন্নাথ সিং, রানি শিরোমনি, দুর্জন সিং

২২) চূয়াড় বিদ্রোহ কোথায় দেখা দেয়?

- মেদিনীপুরের ঘাটশিলায়

২৩) গোবর্ধন দিকপতি কোন বিদ্রোহের নেতা ছিলেন?

- চূয়াড় বিদ্রোহ

২৪) চুয়াড় বিদ্রহের নেতা গোবর্ধন দিকপতি কোথাকার পাইক সেনাপতি ছিলেন?

- চন্দ্রকোনার

২৫) অচল সিং কোথাকার বিদ্রোহী ছিলেন?

- গড়বেতার

২৬) অচল সিং কার পাইক ছিলেন?

- গড়বেতার বাগড়ী রাজ বংশের রাজা ছত্র সিং এর

২৭) গড়বেতায় চূয়াড় বিদ্রোহ কী নামে পরিচিত ছিল?

- বাগড়ী নায়েক বিদ্রোহ এবং পাইক বিদ্রোহ ২৮) কোথায় ইংরেজ সরকারের সেনাধ্যক্ষ ১৪ জন বিদ্রোহী একটি বটগাছের তলায় ফাঁসিকাঠে ঝুলিয়ে দিয়েছিলেন? - চন্দ্রকোনার বাসনছড়া এলাকায় (পরবর্তীতে এর নাম হয় ফাঁসিডাঙা)

২৯) মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে কে পরিচিত?

- চুয়াড় বিদ্রোহের নেত্রী, কর্ণগড়ের রানী শিরোমনি

৩০) বাংলার ঝাঁসির রানী নামে কে পরিচিত?

-চূয়াড় বিদ্রোহের নেত্রী কর্ণগড়ের রানী শিরোমনি

৩১) যখন চূয়াড় বিদ্রোহ হয় তখন কর্নগড়ের রানীর নিকট কয়টি গড় ছিল?

- তিনটি। কর্নগড়, আবাস গড় জামদার গড়

৩২) চুয়াড় বিদোহে রানী শিরোমনির সাথে কে বিশ্বাসঘাতকতা করেন?

- রানীর দেওয়ান যুগলচরন

৩৩) চুয়াড় বিদ্রোহে রানী শিরোমনির সেনাপতি কে ছিলেন?

- সদ্য নিযুক্ত দেওয়ান চুনীলাল

৩৪) রাণী শিরোমনির নায়েব কে ছিলেন?

 - চুনিলাল খান

৩৫) কোন রাজা চূয়াড়দের বিরুদ্ধে গিয়ে চুয়াড়দেরকে পরাজিত করেছিলেন?

 - নাড়াজোলের রাজা ত্রিলোচন খান

৩৬) চূয়াড় বিদ্রোহের ফলে কোন বিশেষ জেলাটি গড়ে উঠেছিল?

- জঙ্গলমহল (বিষ্ণুপুর শহরটিকে কেন্দ্র করে দুর্গম বানাঞ্চল নিয়ে এই জঙ্গলমহল গঠিত হয়)

৩৭) চূয়াড় বিদ্রোহ প্রসঙ্গে কে বলেছিলেন - ‘ব্রিটিশদের বিরুদ্ধে জমিদার তার অনুচরদের সংগ্রাম?

-ডঃ শশিভূষণ চৌধুরী

৩৮) কোন বিদ্রোহকে জঙ্গলমহল বিদ্রোহ বলা হয়?

- চুয়াড় বিদ্রোহ

৩৯) কোন বিদ্রোহকে ভূমি বিদ্রোহ হিসাবে নাম দেওয়া হয়েছে?

- চুয়াড় বিদ্রোহ

৪০) চুয়াড় বিদ্রোহ কোথায় দেখা দিয়েছিল?

- বাংলা বিহার

৪১) কোন বিদ্রোহের অপর নাম হো বিদ্রোহ?

- চুয়াড় বিদ্রোহ 

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

চুয়াড় বিদ্রোহ| পাইকান জমি| সূর্যাস্ত আইন| জগন্নাথ সিংহ| দুর্জন সিং| রানি শিরোমনি| অচল সিং|

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad