Type Here to Get Search Results !

সাঁওতাল বিদ্রোহ

 

সাঁওতাল বিদ্রোহ

SET BY - MANAS ADHIKARY

সাঁওতাল বিদ্রোহ। Santal Rebellion.

সাঁওতাল বিদ্রোহ। মারাং বুরু। দিকু। সিধু।  কানু। চাঁদ। ভৈরব। দামিন কোহ। সিং বোঙা। বারহাইতের যুদ্ধ।

 

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো চুয়াড় বিদ্রোহ। এই পর্বে থাকছে সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সাথে অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

সাঁওতালবিদ্রোহ  সংক্ষিপ্তরূপ ও অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  About Santal Rebellion & MCQ.

 ভারতের জনগােষ্ঠীতে সাঁওতালরা হলেন এক উল্লেখযােগ্য সম্প্রদায় সাঁওতালরা ছিলেন সরল প্রকৃতির, সৎ কঠোর পরিশ্রমী সাঁওতালরা বিশবাস করতেন যে, জমিতে সর্বপ্রথম যারা ফসল ফলাবেন সেই জমি তাদের কিন্তু কোম্পানী তাঁদের এই দাবি নসাৎ করে তাদের সকল জমিকে জমিদারীর অন্তর্ভুক্ত করেন এইসময় সাঁওতালরা সরাসরি সংঘাতে না গিয়ে রাজমহল, মুর্শিদাবাদ অঞ্চলের জঙ্গল কেটে নূন কৃষিক্ষেত্র গড়েন৷ এর নাম দেন দামান--কোহ কিন্তু লােভী সরকার জমিদাররাও তাদের তৈরী এইসব কৃষিজমির দিকে হাত বাড়ায় এইসময় দরিদ্র সাঁওতালরা মহাজনদের কাছ থেকে ঋন নিলে চক্রবৃদ্ধিহারে সুদ ধার্য করা হত এছাড়া দোকানদাররা ভুয়াে বাটখারা দিয়ে সাঁওতালদের কাছে মাল ক্রয়-বিক্রয় করেন মহাজন দাদন ব্যবসায়ীদেরশােষন-নিপীড়ন এবং ব্রিটিশ পলিশ-দারােগাদের অত্যচারে নিষ্পেষিত সাঁওতাল জনগন মুক্তির লক্ষ্যে ১৮৫৫ সালে সিধু মুরমু কানু মুরমু এবং দুই ভাই চাঁদ ভৈরব নিজ গ্রাম ভগনাডিহিতে এক বিশাল সমাবেশের ডাক দিয়ে সাঁওতাল বিদ্রোহের সূচনা করেন ১৮৫৫ সালেই যে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয় তা কিন্তু ঠিক না৷ এর ৭৫ বছর আগেও ১৭৮০ সালে সাঁওতাল জননেতা তিলকা মুরমু (যিনি তিলকা মাঝি নামে পরিচিত) নেতৃত্বে শােষকদের বিরুদ্ধে সাঁওতাল গণসংগ্রামের সূচনা হয়৷ তিনি সর্বপ্রথম সাঁওতাল মুক্তিবাহিনী গঠনের মাধ্যমে পাঁচ বছর ধরে ইংরেজ শাসকদের বিরুদ্ধে সংগ্রাম চালান ১৭৮৫ সালে তিলকা মুরমুর তীরের আঘাতেই ভাগলপুরের ক্লিভল্যান্ড প্রান হারান ১৭৮৫ সালে তিলকা মুরমু ধরা পড়েন এবং তাঁকে ফাঁসি দেওয়া হয় পরবর্তী সময়ে ১৮১১ সালে দ্বিতীয়বার, ১৮২০ সালে তৃতীয়বার এবং ১৮৩১ সালে চতুর্থবার গনসংগ্রাম গড়ে তােলেন অবশেষে শােষনহীন স্বরাজ্য প্রতিষ্ঠার জন্য ১৮৫৫ সালে ৩০ জুন ৩০ হাজারেরাে অধিক সাঁওতালকে নিয়ে সমাবেশ এবং কলকাতা অভিমখে প্রথম গণযাত্রা করেন বীর সিধু-কানুরা ভারতীয় উপমহাদেশের ইতিহাসে রাজনৈতিক সংগ্রামের জন্য মিছিলএর সূচনা এটাই প্রথম যার ধারাবাহিকতায় আজো উপমহাদেশের বিভিন্ন রাজনৈতিক দল মিছিল-লংমার্চ করে আসছে পদযাত্রার সময় অত্যাচারী মহাজন কেনারাম ভগত জঙ্গিপুরের দারােগা মহেশলাল দত্ত ছয়-সাতজন সাঁওতাল নেতাকে বিনা অপরাধে গ্রেপ্তার করেন তারা সিধু কানুকে গ্রেপ্তার করতে উদ্যত হলে বিক্ষুব্ধ সাঁওতাল বিপ্লবীরা জুলাই পাঁচকাঠিয়া নামক স্থানে মহাজন কেনারাম ভগত দারােগা মহেশলাল দত্তসহ তাঁদের দলের ১৯ জনকে হত্যা করে এবং সেখানেই সাঁওতাল বিদ্রোহের আগুন প্রজ্বলিত হয়৷ এরপর টানা আটমাস ধরে সাঁওতাল বিদ্রোহ চলতে থাকে৷ ২১ জুলাই কাতনা গ্রামে ইংরেজ বাহিনী বিপ্লবীদের কাছে পরাজয় স্বীকার করে জুলাই মাসেই বীরভূমের বিখ্যাত ব্যবসাকেন্দ্র নাগপুর বাজার ধ্বংস করে বিপ্লবীরা; যেখানে সাঁওতাল জনগনকে ন্যায্যমূল্যে মাল দেওয়ার পরিবর্তে অত্যাচার করা হতাে ৩০ জুলাই লেফটেন্যান্ট রুবি মুনহান মুনকা গ্রাম ধ্বংস করার পর ইংরেজ সরকার কতৃক আত্মসমর্পনের ঘােষনাপত্র প্রচার করা হয় এবং সাঁওতালরা তা প্রত্যাখ্যান করেন আট মাসব্যাপী বিদ্রোহের শেষ পর্যায়ে লেফটেন্যান্ট ফেগানের পরিচালিত ভাগলপুরে হিল রেঞ্জার্স বাহিনীর হাতে সাঁওতালদের পরাজয় ঘটে এই বিদ্রোহে প্রায় ২৩ হাজার সাঁওতাল নিহত হন

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

1) সিপাহীবিদ্রোহের ঠিক আগে কোন বিদ্রোহ হয়?

- সাঁওতাল বিদ্রোহ

2) মারাং বুরু কাদের দেবতা ছিলেন?

- সাঁওতালদের

3) সাঁওতাল কোন জাতির বংশধর?

- নেগ্রিটো

4) সাঁওতালদের গুরু কে ছিলেন?

- কলেয়ান

5) সাঁওতালদের আদি নাম কী?

- খেরওয়ার

6) সাঁওতালদের বসতি অঞ্চলের নাম কী?

- দামিন--কোহ (লর্ড কর্নওয়ালিসের আমলে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হলে জমিদার কোম্পানীর কর্মচারীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সাঁওতালরা তাদের পূর্বের বাসস্থান ত্যাগ করে রাজমহলের পার্বত্য অঞ্চলে মুর্শিদাবাদের একাংশের

বনভুমি পরিস্কার করে সেখানে বসবাস কৃষিকাজ শুরু করে, তারা এই  অঞ্চলের নাম দেনদামান--কোহ বা পাহাড়ের প্রান্তদেশ)

7) কোথায় কেনারাম ভগত দারােগা মহেশলাল দত্ত সহ ১৯ জনকে হত্যা করা হয়?

- পাঁচকাঠিয়া নামক স্থানে

8) সাঁওতাল বিদ্রোহের প্রধান কারন কী ছিল?

- বহিরাগত দিকুদের হাত থেকে নিজেদেরকে রক্ষাকরা এবং পৃথক সাঁওতাল পরগনা গঠন করা

9) সাঁওতাল বিদ্রোহের সময় বড়লাট কে ছিলেন?

- ডালহৌসি

10) সাঁওতাল বিদ্রোহের সময়  বাংলার ছােটলাট কে ছিলেন?

- ফ্রেডরিক হ্যালিডে

11) কোন ইংরেজ সেনাপতি সাঁওতাল বিদ্রোহ দমন করেন?

- লেফটেন্যান্ট ফেগান

12) সাঁওতাল বিদ্রোহের কয়েকজন নেতার নাম কর?

- সিধু, কানু, চাঁদ,  ভৈরব, বীরসিং, ডােমন মাঝি, কালাে প্রামানিক, তিলকা মুরমু

13) সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম করুন যারা যুদ্ধক্ষেত্রে মারা যান?

চাঁদ ভৈরব

14) সাঁওতাল বিদ্রোহের কয়েকজন নেত্রীর নাম কর?

- ফুলমনি, ঝানাে মুরমু

15) সাঁওতাল বিদ্রোহের প্রতীক কী ছিল?

- শাল গাছ  

16) দিকু শব্দের অর্থ কী?

- বহিরাগত (সাঁওতালরা বহিরাগত মহাজনদেরকে দিকু বলত)

17) দামিন কোহ অঞ্চলটি পরবর্তীকালে কী নামে পরিচিত হয়?

- সাঁওতাল পরগনা

18) সিধু কানহু এর উপাস্য দেবতা কে ছিলেন?

- সিং বােঙা

19) সিধু কানুর পিতার নাম কী?

- চুনাই মুমু

20) ডহর কথার অর্থ কী?

- রাস্তা

21) সিধু কানু ডহর কোথায় আছে?

- কলকাতার ধর্মতলার একটি রাস্তা

22) সিধু কানুকে কীভাবে হত্যা করা হয়?

- ফাঁসি দিয়ে

23) সিধু কানুকে কবে ফাঁসি দেওয়া হয়?

- ১৮৫৬ সালের ফেব্রুয়ারী মাসের দ্বিতীয় তৃতীয় সপ্তাহে

24) সাঁওতাল বিদ্রোহের কোন কোন নেতার সংগ্রাম ধ্বনি ছিল- ‘রাজা মহারাজাদের খতম করাে?

- সিধু কানু

25) সাঁওতাল বিদ্রোহের ইতিহাসের লিপিকার কে ছিলেন?

- রমেশচন্দ্র মজুমদার

26) সাঁওতাল বিদ্রোহে পিরপাইতির যুদ্ধে কে পরজিত হন?

- মেজর ব্যারেজ

27) সাঁওতাল বিদ্রোহের কোন যুদ্ধে সাঁওতালদের চূড়ান্ত পরাজয় হয়?

- বারহাইতের যুদ্ধে

28) সাঁওতাল বিদ্রোহে অনুপ্রানিত হয়ে কোন দুটি উপজাতি তাদের সাথে যােগদান করে?

- মাল ভুয়ানরা

29) কোন পত্রিকা সাঁওতাল বিদ্রোহকে সমর্থন করে?

- ক্যালকাটা রিভিউ

30) কোন উপন্যাসে সাঁওতাল বিদ্রোহের বর্ননা আছে?

- আরন্যক

31) সাঁওতাল গনসংগ্রামের ইতিহাস গ্রন্থটির লেখক কে?

- ধীরেন্দ্রনাথ বাস্কো

32) সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে জানা যায় এমন কয়েকটি গ্রন্থের নাম লেখ?

-" The santal insurrection of 1855-57" এবং " Story of an Indian upland" সাঁওতাল বিদ্রোহ (সুপ্রকাশ রায়)

33) কোন বিদ্রোহের অপর নাম হুল আন্দোলন?

- সাঁওতাল বিদ্রোহ

34) কোন স্থানে সাঁওতাল বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল?

- ছোটনাগপুর

35) সাঁওতাল বিদ্রোহের প্রেক্ষাপটে "দামন-ই-কোহ" এর অর্থ কী ছিল?

- রাজমহল পাহাড়ের কাছে  জমি

36) সাঁওতাল বিদ্রোহ ও ১৮৫৭ সালের বিদ্রোহের সময় বর্ধমানের কোন রাজা ব্রিটিশদের পক্ষে ছিলেন?

- মেহতাব চাঁদ

37) কোথাকার নবাব সাঁওতাল বিদ্রোহ দমন করতে ব্রিটিশদের সাহায্য করেছিলেন?

- মুর্শিদাবাদের নবাব

38) ব্রিটিশ সরকার সাঁওতাল জনগণের বিদ্রোহ দমন করার জন্য বিদ্রোহ এলাকায় সামরিক আইন জারি করে এবং সিধু ও কানহুকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করে। এই পুরস্কারের টাকা কত ছিল?

- 10 হাজার

39) কোন  বিদ্রোহ থেকে অনুপ্রেরণা নিয়ে সাঁওতাল বিদ্রোহ বিভিন্ন গ্রামে বিদ্রোহের বার্তা ছড়িয়ে দিয়েছিল?

- কোল বিদ্রোহ 

40) সাঁওতাল বিদ্রোহ দমনের পর ঔপনিবেশিক সরকার কী ব্যবস্থা গ্রহণ করেছিল?

- (1) "সাঁওতাল পরগণা" নামে ভূখণ্ড সৃষ্টি করা হয়।

(2) একজন সাঁওতালদের জন্য অ-সাঁওতালকে জমি হস্তান্তর করা বেআইনি হয়ে যায়।

41) কার্ল মার্কস কোন আন্দোলনকে  ভারতের প্রথম গণবিপ্লব বিবেচনা করেছেন?

- সাঁওতাল বিদ্রোহ

 

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

সাঁওতাল বিদ্রোহ। মারাং বুরু। দিকু। সিধু।  কানু। চাঁদ। ভৈরব। দামিন কোহ। সিং বোঙা। বারহাইতের যুদ্ধ।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad