Type Here to Get Search Results !

তাজমহল, ময়ূর সিংহাসন এবং লালকেল্লা [Taj Mahal]

তাজমহল, ময়ূর সিংহাসন এবং লালকেল্লা

 Set by - Manas Adhikary

 

 

তাজমহল, ময়ূর সিংহাসন এবং লালকেল্লা। Taj Mahal, Peacock Throne and Red Fort

তাজমহল। ময়ূর সিংহাসন। লালকেল্লা। তাজমহলের প্রধান স্থপতিকার। তাজমহলের বাঙালি রূপকার। তখত-ই-তা। দিল্লির লাল কেল্লা। লাল কেল্লার স্থপতিকার। আগ্রার লাল কেল্লা। বে-বাদল–খান।

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো– আপনাদের জন্য নিয়ে এসেছি তাজমহল, ময়ূর সিংহাসন এবং লালকেল্লা এই পর্বে থাকছে তাজমহল, ময়ূর সিংহাসন এবং লালকেল্লা সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর।  পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

তাজমহল, ময়ূর সিংহাসন এবং লালকেল্লা অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। Taj Mahal, Peacock Throne and Red Fort MCQ

 

১) শাহজাহানের শিল্প সৃষ্টির এক অপূর্ব নিদর্শন কোনটি?

- ময়ূর সিংহাসন

২) শাহজাহানের শিল্প সৃষ্টির সর্বশ্রেষ্ঠ নিদর্শন কোনটি?

- তাজমহল

৩) তাজমহল কোন নদীর তীরে অবস্থিত?

- যমুনানদী

৪) তাজমহলের নির্মাণ কাজ শুরু হয় কবে?

-1632

৫) তাজমহল তৈরি করতে কত সময় লেগেছিল?

-22 বছর

৬) সরকারী নথি অনুসারে, সম্রাট কাদের উপর তাজমহল নির্মাণের দায়িত্ব অর্পণ করেছিলেন?

- মুক্কামত খান ও মীর আব্দুল করিম

৭) তাজমহল নির্মাণের জন্য কতজন স্থপতি (আরকিটেকচার) নিয়োগ করা হয়েছিল? 

-37

৮) তাজমহল তৈরী করতে কতজন শ্রমিক কাজ করেছিল?

- ২২০০০ জন

৯) আগ্রার তাজমহলের প্রধান স্থপতিকার কে ছিলেন?

- আহমেদ লাহোরি ও ওস্তাদ ঈশা খান।

১০) আগ্রার তাজমহলের গাত্রে কোরানের আয়াত লিখেছেন কে?

- আমান খা শিরাজী

১১) আগ্রার তাজমহলের গম্বুজগুলি কে নির্মাণ করেন?

 - ইসমাইল খান।

১২) আগ্রার তাজমহলের মোজাইক কাজগুলি কে করেন?

 - কনৌজের মোহনলাল। 

১৩) তাজমহলের বাঙালি রূপকার কে ছিলেন?

- বলদেও দাস।

১৪) স্পেনীয় পর্যটক সেবাস্তিয়ান মানরিকের মতে তাজমহলের নক্সা কে তৈরী করেন?

- জেরোনিমো ভেরেনিও। 

১৫) তাজমহল নির্মানে দুস্পাপ্য মার্বেল পাথর কোথা থেকে আনা হয়?

- মধ্য এশিয়ার মাকরান

১৬) তাজমহল তৈরী তে কত ধরনের পাথর লেগে ছিল?

- মোট ৪৩ ধরনের

১৭) তাজমহলের স্থপতি ওস্তাদ আহমদ লাহোরিকে ‘নাদির উল আস্ত্র উপাধি দেন কে?

-শাহজাহান

১৮) তাজমহল নির্মাণের জন্য মার্বেল পাথরের অভাব দেখা দিলে শাহজাহা মির্জা রাজা জয়সিং এর নিকট দুত  প্রেরন করে নির্দেশ দেন নতুন আবিষ্কৃত খনি থেকে পাথর পাঠানোর জন্য। এই বার্তা বহনকারী বার্তাবাহক কে ছিলেন?

-মলুকশাহ

১৯) শ্বেত পাথরের নির্মিত স্বপ্ন কাকে বলা হয়?

- তাজমহল

২০) এক ফোঁটা অশ্রুর বরফ কোন সৌধ সম্পর্কে বাল হয়?

- তাজমহল

২১) কোন স্থাপত্যটি দৈর্ঘ্য ও প্রস্থে সমান?

- তাজমহল

২২) তাজমহলের উচ্চতা কত?

- ১৮০ ফুট

২৩) তাজমহল কবে ‘বিশ্ব ঐতিহ্যবাহী নিদর্শন- এর তালিকায় যুক্ত হয়?

- ১৯৮৩ সালে

২৪) ‘তাজমহল ঘোষনাপত্র কোন দূষনের সাথে যুক্ত?

- প্লাস্টিক দূষন

২৫) কোন ঘটনার জন্য তাজমহল বিবর্ণ হয়ে যাচ্ছে?

- অ্যাসিড রেইন

২৬) তাজমহল কোন সৌধের অনুকরনে বানানো হয়?

- হুমায়ুনের সমাধি

২৭) মমতাজের পুরো নাম কী ছিল?

- মমতাজ-উল- জামানি 

২৮) রাজস্থানের দ্বিতীয় তাজমহল বলা হয় কোনটিকে?

-জগৎ শিরোমণি মন্দির

২৯) কোন সমাধিটিকে 'দ্বিতীয় তাজমহল' বলা হয়?

-রাবিয়া-উদ-দৌরানির মাজার/বিবি কা মাকবারা

৩০) কার স্মরণে 'কালো তাজমহল' সমাধি নির্মিত হয়েছে?

-দিলরাস বেগম

 (রাবিয়া-উদ-দৌরানি নামেও পরিচিত। কালা তাজকে দক্ষিণের তাজমহল বলা হয়।)

৩১) আতাউল্লাহ কোন ভবনের স্থপতিকার ছিলেন?

-বিবি কা মাকবারা

৩২) কর্নেল জেমস টোড কোনটিকে ‘তাজমহলের চেয়েও সুন্দর সৃষ্টি বলে অভিহিত করেছেন?

-বিমলসাহী মন্দির

(এই মন্দিরটি 1031 সালে গুজরাটের চালুক্য শাসক প্রথম ভীমের  মন্ত্রী বিমলশাহ দ্বারা নির্মিত হয়েছিল।)

৩৩) কোন ভবনটিকে তাজমহলের পূর্বসূরি বলে মনে করা হয়?

-হুমায়ুনের সমাধি

৩৪) কে সিরপুরের লক্ষ্মণ মন্দিরকে তাজমহলের সাথে তুলনা করেছেন এবং একে প্রেমের প্রতীক বলেছেন?

- এডউইন আর্নল্ড

৩৫) কোন ফরাসি পর্যটক সম্রাট শাহজাহানের দরবারে গিয়েছিলেন এবং তখত-ই-তাউসের (ময়ূর সিংহাসন) বিস্তারিত বর্ণনা রেখে গেছেন?

-জিন ব্যাপটিস্ট ট্যাভার্নিয়ার

 (মুঘল আমলের একজন ফরাসি রত্ন ব্যবসায়ী এবং একজন পর্যটক ছিলেন  জিন ব্যাপটিস্ট ট্যাভার্নিয়ার, তখত-ই-তাউস (ময়ূর সিংহাসন) এর একটি বিশদ বিবরণ রেখে গেছেন।)

৩৬) কোন মুঘল সম্রাট বিখ্যাত তখত-ই-তাউস (ময়ূর সিংহাসন) নির্মাণ করেছিলেন?

-শাহজাহান

৩৭) শাহজাহানের ময়ূর সিংহাসন নির্মাণ এর প্রধান শিল্পী কে  ছিলেন?

-বে-বাদল - খান

৩৮) শাহজাহানের ময়ূর সিংহাসন (তখতে-তাউস) কোথায় স্থাপন করা হয়েছিল?

-দিওয়ান-এ- আম আগ্রা 

৩৯) বিশ্ব বিখ্যাত কোহিনূর হীরা ময়ূর সিংহাসনে খোদাই করা হয়েছিল, কিন্তু শাহ আব্বাস সাফাভির জাহাঙ্গীরকে উপহার দেওয়া ‘রুবি পাথর কোথায় খোদিত ছিল?

-ময়ূর সিংহাসনে

৪০) ময়ূর সিংহাসনের অলঙ্করণে ব্যবহৃত মূল্যবান রুবি পাথরটিতে কোন সম্রাটের নাম খোদাই করা ছিল?

- আকবর,  জাহাঙ্গীর, শাহ জাহান

৪১) কোন মুঘল সম্রাট  শেষ বারের মত ময়ূর সিংহাসনে ('তখত-ই-তাউস') বসেছিলেন?

-মুহাম্মদ শাহ 'রঙ্গীলা'

৪২) কে ভারত থেকে বিখ্যাত ময়ূর সিংহাসন নিয়ে চলে যান?

-নাদিরশাহ

৪৩) নাদির শাহ কবে ভারত থেকে  ময়ূর সিংহাসন নিয়ে চলে যান?

-1739

৪৪) কোন মুঘল শাসকের কাছ থেকে নাদির শাহ ময়ূর সিংহাসন এবং কোহিনূর হীরা পেয়ে তা লুঠ করে নিয়ে যান?

-মুহাম্মদশাহ

৪৫) 16 শতকে কোন রাজবংশের বাসস্থান ‘দিল্লির লাল কেল্লা ছিল?

-মুঘল 

৪৬) দিল্লির লাল কেল্লা তৈরি করেছিলেন কোন মুঘল শাসক?

-শাহজাহান

৪৭) দিল্লির লাল কেল্লার স্থপতিকার কে ছিলেন?

-আহমেদ, ও হামিদ

৪৮) কোনটিকে ‘কিলা-ই-মুবারক বা ‘সৌভাগ্যবান দুর্গ বলা হত?

-দিল্লির লাল কেল্লা

৪৯) কোন দুর্গের প্রধান ফটকের নাম  ‘লাহোরি দ্বার?

-লাল কেল্লার

৫০) দিল্লীর লাল কেল্লায় অবস্থিত ‘হীরা মহল কে নির্মাণ করেন?

-বাহাদুর শাহ জাফর

৫১) দিল্লীর লাল কেল্লায় অবস্থিত ‘মতি মসজিদ কে নির্মাণ করেন? 

-আওরঙ্গজেব

 (আগ্রার লাল কেল্লায় অবস্থিত ‘মতি মসজিদ নির্মাণ করেন শাহজাহান)

৫২) মুঘলদের নির্মিত সর্বশেষ দুর্গ কোনটি?

-লাল কেল্লা দিল্লী

৫৩) কার পতনের মাধ্যমে লাল কেল্লায় মুঘলদের অস্তিত্বের অবসান ঘটে?

-বাহাদুরশাহ জাফর

৫৪) আগ্রার লাল কেল্লা তৈরি করেছিলেন কোন মুঘল শাসক?

-আকবর

 (দিল্লীর লালকেল্লা শাহজাহান তৈরি করেছিলেন। কিন্তু আগ্রার লালকেল্লা মুঘল সম্রাট আকবর তৈরি করেছিলেন। আগ্রা ফোর্ট ভারতের আগ্রা শহরের অবস্থিত একটি ঐতিহাসিক দুর্গ। আগ্রা দুর্গের নির্মাণ শুরু হয়েছিল 1565 সালের দিকে। এইসময় প্রাথমিক কাঠামোগুলি মুঘল সম্রাট আকবর তৈরি করেছিলেন এবং পরে এই দুর্গে মার্বেলের বেশিরভাগ কাজ করেছিলেন তার নাতি শাহজাহান ।1983 সালে, আগ্রা ফোর্টটি ইউনেস্কো বিশ্ব ঐহিহ্য স্থান পায়। আগ্রা ফোর্ট, রেড ফোর্ট নামেও পরিচিত। এটি একটি 16শ শতকে নির্মিত লাল বেলে পাথরের দুর্গ যা উত্তর-মধ্য ভারতের এবং পশ্চিম-মধ্য উত্তর প্রদেশের ঐতিহাসিক শহর  আগ্রায় যমুনা নদীর উপর অবস্থিত।) 

 ৫৫) কার তত্ত্বাবধানে আগ্রার লাল কেল্লা নির্মিত হয়েছিল (1565)?

-কাসিম খান

(দিল্লি দরওয়াজা ছিল আগ্রার লাল কেল্লার প্রধান ফটক।)

৫৬) আগ্রার লাল কেল্লায় মতি মসজিদ কে নির্মাণ করেন?

-শাহজাহান

 ( দিল্লির লাল কেল্লায় মতি মসজিদ নির্মাণ করেন আওরঙ্গজেব)

 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 

তাজমহল। ময়ূর সিংহাসন। লালকেল্লা। তাজমহলের প্রধান স্থপতিকার। তাজমহলের বাঙালি রূপকার। তখত-ই-তা। দিল্লির লাল কেল্লা। লাল কেল্লার স্থপতিকার। আগ্রার লাল কেল্লা। বে-বাদল–খান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad